Skip to main content

Posts

Showing posts from April 7, 2022

Essay - A Journey by Boat রচনা - নৌকা ভ্রমণ

Miscellaneous Criminal Procedure Code বিবিধ ফৌজদারি কার্যবিধি আইন

Chapter XLVI -Miscellaneous of Criminal Procedure Code ছেচল্লিশতম অধ্যায় -বিবিধ ফৌজদারী কার্যবিধি আইন ধারা ৫৩৯ যে সমস্ত আদালতে ও ব্যক্তির নিকট এফিডেভিট করা যেতে পারে হাইকোর্ট বিভাগ অথবা উহার কোন অফিসারের নিকট ব্যবহার্য এফিডেভিট ও শপথের উক্ত কোর্ট বা রাষ্টীয় করনিক এর সামনে বা উক্ত আদালত কর্তৃক এতদুদ্দেশ্যে নিযুক্ত কোন কমিশনার বা অপর কোন ব্যক্তির সম্মুখে অথবা কোন জজের সামনে বা বাংলাদেশে কোন কোর্ট অব রেকর্ডের এফিডেভিট গ্রহণকারি কোন কমিশনারের সামনে অঙ্গীকার বা সত্যায়ন করা যেতে পারে। ধারী ৫৩৯ক সরকারি কর্মচারীর আচরণের প্রমাণ হিসাবে এফিডেভিট ১) অত্র বিধি মতে কোন ইনকোয়ারি বিচার কিংবা অপর কার্যক্রম প্রসঙ্গে কোন আদালতে যখন দরখাস্ত করা হয় এবং উহাতে কোন সরকারি কর্মচারী সম্পর্কে অভিযােগ করা হয় তখন দরখাস্তকারি দরখাস্তে বর্ণিত ঘটনাবলি সম্পর্কে এফিডেবিট দ্বারা সাক্ষ্য দিতে পারবে এবং আদালত উপযুক্ত মনে করলে উক্ত ঘটনাবলি সম্পর্কে উক্তরূপে সাক্ষ্য প্রদান করার আদেশ দিতে পারবেন। এই ধারা অনুসারে হাইকোর্ট বিভাগ ব্যতিত অপর কোন আদালতে ব্যবহার্য এফিডেবিট সম্পর্কে ৫৩৯ ধারায় বর্ণিত পন্থায় কিংবা কোন ম্যাজ...