Skip to main content

Posts

Showing posts from April 6, 2022

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

Irregular Proceedings অনিয়মিত কার্যক্রম বিষয়ে ফৌজদারী কার্যবিধি আইন

 Chapter XLV -Of Irregular Proceedings পঁয়তাল্লিশতম অধ্যায় -অনিয়মিত কার্যক্রম বিষয়ে ধারা ৫২৯ যে সমস্ত অনিয়মের দরুন কার্যধারা বাতিল হয় না যদি কোন ম্যাজিস্ট্রেট,‌আইনে ক্ষমতাবান না হওয়া সত্ত্বেও ভুলক্রমে সরল বিশ্বাসে নিম্নবর্ণিত কাজসমূহের একটি করেন- ক) ৯৮ ধারার অধীন তল্লাশি ওয়ারেন্ট ইস্যু করানাে; খ) কোন অপরাধের তদন্তের নিমিত্তে ১৫৫ ধারার অধীন পুলিশকে আদেশ দান; গ) ১৭৬ ধারার অধীন সুরতহাল করা; ঘ) যে ব্যক্তি তার এখতিয়ারের স্থানীয় সীমার বাহিরে কোন অপরাধ করেছে, তাকে উক্ত সীমার মধ্যে গ্রেফতারের নিমিত্তে ১৮৬ ধারার অধীন ওয়ারেন্ট প্রদান; ঙ) ১৯০ ধারার (১) উপ-ধারার (ক) অনুচ্ছেদ বা (খ) অনুচ্ছেদ এর অধীন অপরাধ আমলে গ্রহণ; চ) ১৯২ ধারার অধীন মামলা স্থানান্তর; ছ) ৩৩৭ ধারা বা ৩৩৮ ধারার অধীন ক্ষমা প্রদর্শন; জ) ৫২৪ ধারা বা ৫২৫ ধারার অধীন সম্পত্তি বিক্রয়; ঝ) ৫২৮ ধারার অধীন মামলা প্রত্যাহার ও নিজে উহার বিচার করা; তা হলে তিনি ক্ষমতাবান নন, শুধুমাত্র এতকারণে তার কার্যধারা বাতিল করা যাবে না। ধারা ৫৩০ যে সমস্ত অনিয়মের দরুন কার্যধারা বাতিল হয় যদি কোন ম্যাজিস্ট্রেট আইনত ক্ষমতাবান না হয়ে নিম্নবর্ণ...

Transfer of Criminal Cases ফৌজদারি মামলা স্থানান্তর বিষয়ে ফৌজদারী কার্যবিধি আইন

Chapter XLIV -Of the Transfer of Criminal Cases চুয়াল্লিশতম অধ্যায় -ফৌজদারি মামলা স্থানান্তর বিষয়ে ধারা ৫২৫ক মােকদ্দমা ও আপিলের ক্ষেত্রে আপিল বিভাগের ক্ষমতা যখন আপিল বিভাগের নিকট প্রতীয়মান হয়, এইরূপ স্থানান্তর ন্যায়বিচার কিংবা পক্ষসমূহ বা সাক্ষীগণের সাধারণ সুবিধার ধারার উন্নয়ন সৃষ্টি করবে, তখন আপিল বিভাগ কোন বিশেষ মােকদ্দমা বা আপিল হাইকোর্ট বিভাগের এক স্থায়ী বেঞ্চ হতে অন্য স্থায়ী বেঞ্চে কিংবা কোন হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চের অধিক্ষেত্রেভুক্ত যেকোন ফৌজদারি আদালত হতে অন্য কোন হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চের অধিক্ষেত্র একই বা উচ্চতর ক্ষমতা সম্পন্ন ফৌজদারি আদালতে স্থানান্তর করতে পারবেন। ২) যে হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চ কিংবা আদালতে মােকদ্দমা বা আপিল স্থানান্তরিত হয় সেই বেঞ্চ বা আদালত একইভাবে ব্যবস্থা গ্রহণ করবেন যে, প্রকৃতপক্ষে সেখানেই ঐ সমস্ত রুজু করা বা উপস্থিত করা হয়েছে। ধারা ৫২৬ হাইকোর্ট বিভাগ মামলা স্থানান্তর করতে পারবেন কিংবা স্বয়ং উহার বিচার করতে পারবেন ১) হাইকোর্ট বিভাগের নিকট যদি কখনও দৃষ্টিগােচর করা হয় যে- ক) হাইকোর্ট বিভাগের অধঃস্তন কোন ফৌজদারি আদালতে ন্য...

Custody and disposal of Property সম্পত্তি হস্তান্তর বিষয়ে ফৌজদারী কার্যবিধি আইন

Chapter XLIII - Custody and disposal of Property তেতাল্লিশতম অধ্যায় -সম্পত্তি হস্তান্তর বিষয়ে ধারা ৫১৬ক কতিপয় ক্ষেত্রে বিচার ঝুলন্ত থাকাকালে সম্পত্তির হেফাজত এবং হন্তান্তর কোন সম্পত্তি সম্পর্কে কোন অপরাধ করা হয়েছে বলে প্রতীয়মান হলে এবং কোন ইনকোয়ারি বা বিচারের সময় উহা ফৌজদারি আদালতে হাজির করা হলে ইনকোয়ারি বা বিচারের সমাপ্তি সাপেক্ষে উক্ত সম্পত্তির যথাযথ হেফাজতের নিমিত্তে আদালত যেরূপ উপযুক্ত মনে করেন, সেইরূপ নির্দেশ প্রদান করতে পারবেন এবং উক্ত সম্পত্তি যদি দ্রুত বা স্বাভাবিকভাবে ক্ষয়শীল হয়, তা হলে আদালত যেরূপ আবশ্যকীয় মনে করেন সেইরূপ সাক্ষ্য প্রমাণ লিপিবদ্ধ করে উহা বিক্রয় বা অন্য কোন ভাবে উহার নিস্পত্তি বা হস্তান্তর করার আদেশ দিতে পারবেন। ধারা ৫১৭ যেই সম্পত্তি সম্পর্কে অপরাধ করা হয়েছে উহা নিষ্পত্তির আদেশ ১) কোন ফৌজদারি আদালতে কোন অনুসন্ধান বা বিচার সমাপ্ত হওয়ার পর উক্ত আদালতে পেশকৃত বা উহার হেফাজতে রক্ষিত কোন সম্পত্তি বা দলিল, যা সম্পর্কে কোন অপরাধ করা হয়েছে বা যা কোন অপরাধ করার জন্য ব্যবহৃত হয়েছে বলে দৃষ্টমান হয়, তা ধ্বংস, জব্দ বা যে ব্যক্তি উহার দখল দাবি করে, তাকে প্...

Provision as to Bonds মুচলেকা সংক্রান্ত বিধান ফৌজদারী কার্যবিধি আইন

Chapter XLII -Provision as to Bonds বিয়াল্লিশতম অধ্যায় -মুচলেকা সংক্রান্ত বিধান। ধরা ৫১৩ জামিননামার পরিবর্তে টাকা জমা যখন কোন আদালত বা কর্মকর্তা কোন ব্যক্তিকে জামিনদারসহ বা ব্যতিত কোন জামিননামা সম্পাদনের নির্দেশ দেন, তখন সদাচরণের মুচলেকা ব্যতিরেকে অপরাপর ক্ষেত্রে উক্ত আদালত বা কর্মকর্তা তাকে অনুরূপ জামিননামা সম্পাদনের বিপরীতে আদালতে বা কর্মকর্তা কর্তৃক নির্ধারিত পরিমাণ অর্থ বা সমমূল্যের সরকারি প্রমিসরি নােট জমা প্রদান করার অনুমতি দিতে পারবেন। ধারা ৫১৪ জামিননামা বাজেয়াপ্তির বিষয়ে পদ্ধতি ১) যে আদালত এই বিধির অধীন জামিননামা গ্রহণ করেছেন সেই আদালত কিংবা কোন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর আদালত বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতের পরিতুষ্টিক্রমে, অথবা জামিননামাটি আদালতে হাজির হওয়ার জন্য প্রদত্ত হলে সেই আদালতের পরিতৃষ্টি বিধান করে, যখন প্রমাণিত হয় যে, জামিননামা বাজেয়াপ্ত হয়েছে, তখন আদালত এইরূপ প্রমণ লিপিবদ্ধ করবেন এবং এইরূপ মুচলেকাবদ্ধ ব্যক্তিকে উহাতে বর্ণিত অর্থ পরিশােধ করতে কিংবা কেন উহা পরিশােধ করা হবে না তার কারণ দর্শাইতে বলিতে পারবেন। ২) যদি যথেষ্ট কারণ প্রদর্শন করা না হয় এবং...

সাক্ষ্য বিষয়ে বিশেষ বিধি ধারা ৫০৯ চিকিৎসক সাক্ষীর জবানবন্দি

 Chapter XLI - Special Rules of Evidence একচল্লিশতম অধ্যায়- সাক্ষ্য বিষয়ে বিশেষ বিধি ধারা ৫০৯ চিকিৎসক সাক্ষীর জবানবন্দি ১) আসামির উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট কর্তৃক গৃহীত ও স্বাক্ষরিত কিংবা চত্বারিংশ অধ্যায়ের অধীন কমিশন দ্বারা গৃহীত সিভিল সার্জন বা অপর চিকিৎসক সাক্ষীর জবানবন্দি তাকে সাক্ষী হিসাবে ডাকা না হলেও এই বিধির অধীন কোন অনুসন্ধান, বিচার বা অন্য কার্যধারা সাক্ষ্য হিসাবে প্রদান করা যাবে। ২) চিকিৎসক সাক্ষীকে সমন করার ক্ষমতা আদালত উপযুক্ত মনে করলে এইরূপ সাক্ষীকে সমন করতে এবং তার জবানবন্দির বিষয়বস্তু সম্পর্কে তার পরীক্ষা গ্রহণ করতে পারবেন। ধারা ৫০৯ক ময়না তদন্তের রিপাের্ট এই কার্যবিধির অধীন যেক্ষেত্রে কোন অনুসন্ধান, বিচার কিংবা অপরাপর কার্যধারায় ময়না তদন্তের রিপাের্ট সাক্ষ্য হিসাবে ব্যবহার করা প্রয়ােজন হয় এবং যে ময়না তদন্তকারি সিভিল সার্জন বা অন্য কোন ডাক্তার যিনি উক্ত ময়না তদন্ত করেছিলেন তিনি যদি মারা যাইয়া থাকেন বা সাক্ষ্য দিতে অপারগ হন অথবা বাংলাদেশের বহির্ভাগে অবস্থান করেন এবং তাকে এইরূপ বিলম্ব ব্যতিত বা অতিরিক্ত ব্যয় ছাড়া বা অসুবিধা ছাড়া উপস্থিত করা না যায়, যা ...

Examination of Witnesses Issue of commission and Procedure সাক্ষ্যগ্রহণের কমিশন প্রদান ও উহার পদ্ধতি

Chapter XL -Of Commissions for the Examination of Witnesses  সাক্ষ্যগ্রহণের কমিশন বিষয়ে Issue of commission and Procedure কমিশন প্রদান ও উহার পদ্ধতি  ধারা ৫০৩ যখন সাক্ষীর উপস্থিতি বাদ দেওয়া যায় ১) এই বিধির অধীন কোন অনুসন্ধান, বিচার বা অন্য কোন কার্যধারা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, দায়রা আদালত বা হাইকোর্ট বিভাগের নিকট যদি প্রতীয়মান হয় যে, বিচারের লক্ষ্য পূরণকল্পে কোন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা আবশ্যক, কিন্তু বিলম্ব, ব্যয় কিংবা অসুবিধা ব্যতিত উক্ত সাক্ষীকে হাজির করা সম্ভব নহে, কিংবা অবস্থার পরিপ্রেক্ষিতে অনুরূপ বিলম্ব, ব্যয় বা অসুবিধা বহন করা অযৌক্তিক, তা হলে উক্ত ম্যাজিস্ট্রেট বা আদালত উক্ত সাক্ষীকে হাজির হতে রেহাই দিতে পারেন এবং উক্ত সাক্ষীর সাক্ষ্য গ্রহণের নিমিত্তে সাক্ষী যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর অধিক্ষেত্রের স্থানীয় সীমার মধ্যে বসবাস করেন, সেই চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-কে, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে কমিশন দিতে পারেন। ২) এবং...