Skip to main content

Posts

Showing posts from April 3, 2022

Bail Section 496 Law of Criminal Procedure যে সকল ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যাবে

Chapter XXXIX - Of Bail উনচল্লিশতম অধ্যায় -জামিন বিষয়ে। ধারা ৪৯৬ যে সকল ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যাবে জামিনের অযােগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি ব্যতিত অন্য কোন ব্যক্তি গ্রেফতার হলে বা কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক বিনা ওয়ারেন্টে গ্রেফতার হলে বা আটক থাকলে কিংবা আদালতে হাজির হলে বা তাকে হাজির করা হলে, সে যদি উক্ত কর্মকর্তার হেফাজতে থাকার সময় বা উক্ত আদালতের কার্যধারার কোন পর্যায়ে জামিন দিতে প্রস্তুত থাকে, তা হলে তাকে জামিনে মুক্তি দিতে হবে। তবে শর্ত থাকে যে, উক্ত কর্মকর্তা বা আদালত উপযুক্ত মনে করলে তার নিকট হতে জামানত গ্রহণের পরিবর্তে অতঃপর বর্ণিতভাবে হাজির হওয়ার নিমিত্তে জামিনদার ব্যতিত মুচলেকা সম্পাদন করলে তাকে মুক্তি দিতে পারবেন। তবে আরাে শর্ত থাকে যে, অত্র ধারার কোন বিধান ১০৭ ধারার (৪) উপ-ধারা কিংবা ১১৭ ধারার (৩) উপ-ধারার কোন বিধানকে প্রভাবিত করবে বলে মনে করা হবে না। জামিন সম্পর্কিত আলোচনা জামিন করার পদ্ধতি (Procedure of making bail) ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ি আসামিকে গ্রেফতারের পর ২৪ ঘন্টার মধ্যে আদালতে চালান বা হাজির করতে হয়। তাই গ্রেফতারকৃত আসামিকে থানা হতে...

পাবলিক প্রসিকিউটর নিয়ােগের ক্ষমতা

Part IX Supplementary Provisions নবম ভাগ - পরিপূরক বিধান Chapter 38 - Of the Public Prosecutors -পাবলিক প্রসিকিউটর বিষয়ে ধারা ৪৯২ পাবলিক প্রসিকিউটর নিয়ােগের ক্ষমতা ১) সরকার বা কোন স্থানীয় এলাকায় সাধারণভাবে, বা কোন মােকদ্দমায় বা কোন নির্দিষ্ট শ্রেণীর মােকদ্দমার নিমিত্তে পাবলিক প্রসিকিউটর নামক এক বা একাধিক কর্মকর্তা নিয়ােগ করতে পারবেন। ২) পাবলিক প্রসিকিউটরের অনুপস্থিতিতে, বা যেক্ষেত্রে কোন পাবলিক প্রসিকিউটর নিয়ােজিত হন নাই সেক্ষেত্রে মােকদ্দমা পরিচালনার জন্য জেলা ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক এতদ্বিষয়ে নির্ধারিত পদের নিম্নপদস্থ পুলিশ কর্মকর্তা ব্যতিত অপর যে কোন ব্যক্তিকে পাবলিক প্রসিকিউটর নিয়ােগ করতে পারবেন। ধারা ৪৯৩ পাবলিক প্রসিকিউটর সমস্ত আদালতে তার দায়িত্বে ন্যাস্ত মােকদ্দমা পরিচালনা করতে পারবেন। ব্যক্তিগত নিযুক্ত কৌসুলীগণ তার নির্দেশাধীন কাজ করবেন পাবলিক প্রসিকিউটর যে মােকদ্দমায় ভারপ্রাপ্ত হয়েছেন, সেই মােকদ্দমা যে আদালতে অনুসন্ধান, বিচার বা আপিলে রহিয়াছে, তিনি সেই আদালতে কোন প্রকার লিখিত কর্তৃত্ব ব্যতিরেকেই হাজির হতে ও মােকদ্দমা পরিচালনা করতে পারবেন এবং কোন বেসরকারি ব্যক্...

হেবিয়াস কর্পাস জাতীয় আদেশ দানের ক্ষমতা হাইকোর্ট বিভাগ

Chapter 37 -Directions of the Nature of a Habeas Corpus সাতত্রিশতম অধ্যায় হেবিয়াস কর্পাস প্রকৃতির নির্দেশ ধারা ৪৯১ হেবিয়াস কর্পাস জাতীয় আদেশ দানের ক্ষমতা ১) হাইকোর্ট বিভাগ যখনই উপযুক্ত মনে করেন, তখন নির্দেশ দিতে পারেন যে ক) উহার ফৌজদারি আপিল অধিক্ষেত্রের সীমার মধ্যে অবস্থানকারি কোন ব্যক্তি সম্পর্কে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে হাজির করা হােক; খ) উপরিউক্ত সীমার মধ্যে সরকারি বা বেসরকারি হেফাজতে বে-আইনিভাবে বা অযৌক্তিকভাবে আটক কোন ব্যক্তিকে মুক্তি দেওয়া হােক; গ) আদালতের বিবেচনাধীন বা তদন্তাধীন কোন বিষয়ে সাক্ষী হিসাবে জবানবন্দি দেওয়ার জন্য উপরিউক্ত সীমার মধ্যে অবস্থিত কোন কারাগারে আটক কোন বন্দীকে আদালতে হাজির করা হােক; ঘ) কোন কোর্ট মার্শাল বা কমিশনারের বিবেচনাধীন কোন বিষয় বিচারের জন্য বা সাক্ষী দিবার জন্য উক্তরূপে আটক বন্দীকে উক্ত কোর্ট মার্শাল বা কমিশনারের নিকট হাজির করা হােক; ঙ) উপরিউক্ত সীমার মধ্যকার কোন বন্দীকে বিচারের উদ্দেশ্যে এক হেফাজত হতে অন্য হেফাজতে স্থানান্তর করা হােক; এবং চ) ১৯৭৩ সনের ৮নং আইন বলে বাতিলকৃত। ২) এই ধারার অধীন মােকদ্দমার কার্যবিধি নিয়ন্ত...

বিচার পরিচালনা প্রভাবিত করার অপরাধের ক্ষেত্রে কার্যপদ্ধতি

Chapter 35 - Proceedings in case of Certain Offences Affecting the Administration of Justice বিচার পরিচালনা প্রভাবিত করা সংক্রান্ত কতিপয় অপরাধের ক্ষেত্রে কার্যপদ্ধতি ধারা ৪৭৬ - ১৯৫ ধারায় উল্লিখিত ক্ষেত্রে পদ্ধতি ১) কোন আবেদনপত্রের ভিত্তিতে বা অন্যভাবে কোন দেওয়ানি, রাজস্ব বা ফৌজদারি আদালত যদি মনে করেন যে, ন্যায়বিচারের স্বার্থে উক্ত আদালতের কার্যক্রমে বা কার্যক্রম সম্পর্কিত বিষয়ে অপরাধ করা হয়েছে বলে প্রতীয়মান হয়েছে এবং ধারা ১৯৫ এর উপ-ধারা (১) এর দফা (খ) বা (গ)-এ বর্ণিত কোন অপরাধ সম্পর্কে অনুসন্ধান করা আবশ্যক, তা হলে উক্ত আদালত যেইরূপ প্রয়ােজন মনে করেন, সেইরূপ প্রাথমিক অনুসন্ধানের, যদি থাকে, পর সেই মর্মে সিদ্ধান্ত লিপিবদ্ধ করবেন এবং আদালতের হাকিম কর্তৃক স্বাক্ষরিত লিখিত অভিযােগ প্রণয়ন করে তা কোন এখতিয়ারবান প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাবেন, এবং ম্যাজিস্ট্রেটের নিকট আসামির হাজির হওয়ার জন্য পর্যাপ্ত জামানত গ্রহণ করতে পারবেন, অথবা কথিত অপরাধ জামিনের অযােগ্য হলে প্রয়ােজনবােধে আসামিকে আটকাবস্থায় উক্ত ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে পারবেন, এবং উক্ত ম্যাজিস্ট্রেটের নিক...