Skip to main content

Posts

Showing posts from April 2, 2022

আসামি উন্মাদ হলে মামলার যে পদ্ধতি অনুসরণ করতে হবে

 PART VIII SPECIAL PROCEEDINGS অষ্টম ভাগ-বিশেষ কার্যক্রম CHAPTER 34 চৌত্রিশতম অধ্যায় LUNATICS উন্মাদ ধারা ৪৬৪ আসামি উন্মাদ হলে যে পদ্ধতি অনুসরণ করতে হবে ১) যখন ম্যাজিস্ট্রেট অনুসন্ধান বা বিচার করছেন, তখন তিনি যদি যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করেন যে, আসামি মানসিকভাবে অসুস্থ এবং ফলে আত্মপক্ষ সমর্থনে অপারগ, তা হলে ম্যাজিস্ট্রেট উক্ত অনুসন্ধান করবেন, এবং জেলার সিভিল সার্জন বা সরকার নির্দেশিত অন্য কোন মেডিকেল কর্মকর্তা দ্বারা তাকে পরীক্ষা করাইবেন এবং অতঃপর সাক্ষী হিসাবে উক্ত সার্জন কর্মকর্তার জবানবন্দি নিবেন। এই জবানবন্দী লিখে নিবেন। (১) এই পরীক্ষা ও অনুসন্ধান সাপেক্ষে ম্যাজিস্ট্রেট ৪৬৬ ধারার বিধান মােতাবেক আসামি সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। (২) ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে, আসামি মানসিকভাবে অসুস্থ এবং ফলে আত্মপক্ষ সমর্থনে অপারগ, তা হলে তিনি তদীয়মর্মে মন্তব্য লিপিবদ্ধ করবেন এবং মামলার কার্যপদ্ধতি স্থগিত রাখিবেন। ধারা ৪৬৫ দায়রা আদালতে কোন ব্যক্তি উন্মাদ হলে যে কার্যক্রম অনুসরণ করতে হবে ১) দায়রা আদালতে বিচারের সময় কোন ব্যক্তি মানসিকভাবে অসুস্থতার কারণে আত্মপক্ষ সমর্থনে অপারগ ব...