Skip to main content

Posts

Showing posts from March 31, 2022

Essay - A Journey by Boat রচনা - নৌকা ভ্রমণ

Appeal, Reference Revision আপিল, রেফারেন্স রিভিশন ফৌজদারী কার্যবিধি আইন

Part 7 Of Appeal, Reference and Revision সপ্তম ভাগ - আপিল, রেফারেন্স এবং রিভিশন বিষয়ে Chapter 31 Of Appeals একত্রিশতম অধ্যায় - আপিল বিষয়ে ধারা ৪০৪ অনুরূপ বিধান না থাকলে আপিল চলবে না এই বিধি বা বর্তমানে বলবৎ অপর কোন আইনের বিধানানুসারে না হলে অন্য কোনভাবে কোন ফৌজদারি আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। আপিল সম্পর্কিত আলােচনা ও প্রয়োগ আপিলঃ আইনের সৃষ্টি বলেই যে অধিকারের বিষয় হিসাবে আপিল চলবে তা নয়। খাদ্য আইন, ১৯৫৬ এর ধারা ৮ এর বিধান আপিলের অধিকার দেয় না। এই ধারা মােতাবেক বিশেষ ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির অধীন কোন ম্যাজিস্ট্রেট নয় এবং তার আদেশ আপিলযােগ্য নয়। ফৌজদারি আদালতের আপিল ক্ষমতা ফৌজদারি কার্যবিধি (সংশােধন) আইন, ১৯৪৮-এর অধীন কাজ করে বিশেষ জজ খালাসের আদেশ প্রদান করলে ৩১শ অধ্যায় অনুসারে সরকার আপিল দায়ের করতে পারে এবং উক্ত আপিল যথার্থ । ফৌজদারি কার্যবিধির ৪০৪ ধারার অর্থানুযায়ি বিশেষ জজের আদালত একটি ফৌজদারি আদালত। আপিল দায়েরে বিলম্বঃ যদি উপযুক্ত কারণ থাকে, তবে আপিল দায়েরে বিলম্ব ক্ষমা করা যায়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আপিল শুনিবার ক্ষমতা রাখেনঃ দ্বিতী...

Suspension Remissions Commutations of Sentences শাস্তি স্থগিত মওকুফ পরিবর্তন প্রসঙ্গে

Chapter 29 Of Suspension Remissions and Commutations of Sentences শাস্তি স্থগিত মওকুফ ও পরিবর্তন প্রসঙ্গে ধারা ৪০১ দণ্ড স্থগিত অথবা মওকুফ করার ক্ষমতা ১) কোন ব্যক্তি কোন অপরাধের জন্য দণ্ডিত হলে সরকার যে কোন সময় বিনা শর্তে বা দণ্ডিত ব্যক্তি যা মানিয়া নেয় সেইরূপ শর্তে যে দণ্ডে সে দণ্ডিত হয়েছে, সেই দণ্ডের কার্যকরীকরণ স্থগিত রাখতে বা সম্পূর্ণ দণ্ড বা দণ্ডের অংশবিশেষ মওকুফ করতে পারবেন। ২) যখন কোন দণ্ড স্থগিত রাখা বা মওকুফ করার জন্য সরকারের নিকট দরখাস্ত পেশ করা হয়, তখন যে আদালত উক্ত দণ্ড দিয়াছিলেন বা অনুমােদন করেছিলেন সেই আদালতের প্রিজাইডিং জজকে সরকার উক্ত আবেদন মঞ্জুর করা উচিত, না প্রত্যাখান করা উচিত, সেই সম্পর্কে তার মতামত ও মতামতের কারণ বিবৃত করতে এবং এই বিবৃতির সাথে বিচারের নথির অনুলিপি বা যে সকল নথি বর্তমান রহিয়াছে, সেই সকল নথিপত্রের অনুলিপি প্রেরণ করার নির্দেশ দিতে পারবেন। ৩) যে সকল শর্তে দণ্ড স্থগিত রাখা বা মওকুফ করা হয়েছে, তার কোনটি পরিপালন করা হয় নাই বলে অনুমিত হলে সরকার দণ্ড স্থগিত বা মওকুফের আদেশ বাতিল করতে পারবেন এবং অতঃপর যে ব্যক্তির দণ্ড স্থগিত রাখা বা মওকুফ করা হয়ে...