Skip to main content

Posts

Showing posts from March 30, 2022

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

দণ্ড কার্যকরীকরণ বিধান ফৌজদারী কার্যবিধি আইন

Chapter 28 - Of Execution আটাশতম অধ্যায় -দণ্ড কার্যকরীকরণ প্রসঙ্গে ধারা ৩৮১ - ধারা ৩৭৬ এর অধীন প্রদত্ত আদেশ কার্যকরীকরণ দায়রা আদালত কর্তৃক প্রদত্ত মৃত্যুদণ্ডের আদেশ বহাল করার জন্য হাইকোর্ট বিভাগে পেশ করা হলে উক্ত দায়রা আদালত সেই সম্পর্কে হাইকোর্ট বিভাগের বহালের আদেশ বা অপর কোন আদেশ পাইবার পর পরােয়ানা প্রদান করে বা আবশ্যকীয় অপর কোন ব্যবস্থা গ্রহণ করে উক্ত আদেশ কার্যকর করবেন। ধারা ৩৮২ গর্ভবতী স্ত্রীলােকের মৃত্যুদণ্ড স্থগিতকরণ মৃত্যুদণ্ডে দণ্ডিত স্ত্রীলােককে গর্ভবর্তী পাওয়া গেলে হাইকোর্ট বিভাগ দণ্ড কার্যকরীকরণ স্থগিত রাখার আদেশ দিবেন অথবা উপযুক্ত মনে করলে দণ্ডহ্রাস করে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারবেন। ধারা ৩৮৩ অপরাপর ক্ষেত্রে কারাদণ্ডাদেশ কার্যকরীকরণ ধারা ৩৮১ এ যে সমস্ত মােকদ্দমা সম্বন্ধে বিধান আছে সেই সকল ব্যতিত অন্যান্য মােকদ্দমার ক্ষেত্রে আসামি কারাদণ্ডে দণ্ডিত হলে দণ্ডদানকারি আদালত সঙ্গে সঙ্গে একটি পরােয়ানা আসামি যে কারায় কারারুদ্ধ রহিয়াছে বা কারাবদ্ধ থাকবে সেই কারাগারে প্রেরণ করবেন এবং ইতােমধ্যে উক্ত কারাগারে না থাকলে তাকে পরােয়ানার সাথে উক্ত কারাগারে প্রেরণ করবেন। ধারা ৩৮...

দণ্ড অনুমােদনের জন্য পেশ ফৌজদারী কার্যবিধি আইন

Chapter ২৭ - Of the Submission of Sentences for Confirmation সাতাশতম অধ্যায়-দণ্ড অনুমােদনের জন্য পেশ প্রসঙ্গে ধারা ৩৭৪ দায়রা আদালত কর্তৃক মৃত্যু দণ্ডাদেশ পেশ দায়রা আদালত যখন মৃত্যুদণ্ড দান করেন, তখন হাইকোর্ট বিভাগের নিকট কার্যক্রম পেশ করবেন এবং হাইকোর্ট বিভাগ উহা অনুমােদন না করা পর্যন্ত উক্ত দণ্ড কার্যকরী করা হবে না। ধারা ৩৭৫ আরও অনুসন্ধানের কিংবা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের নির্দেশ দানের ক্ষমতা  ১) কার্যক্রম পেশ হওয়ার পর হাইকোর্ট বিভাগ যদি মনে করেন যে, দণ্ডিত ব্যক্তির দোষ বা নির্দোষিতা সম্পর্কিত কোন বিষয় সম্পর্কে আরও অনুসন্ধান করা বা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করা উচিত, তা হলে উহা এইরূপ অনুসন্ধান ও সাক্ষ্য গ্রহণ করতে পারেন, কিংবা দায়রা আদালত কর্তৃক অনুসন্ধানের বা সাক্ষ্য গ্রহণের নির্দেশ প্রদান করতে পারেন। ২) হাইকোর্ট বিভাগ ভিন্নরূপ নির্দেশ না দিলে উক্ত অনুসন্ধান বা সাক্ষ্য গ্রহণকালে দণ্ডিত ব্যক্তিকে উপস্থিত হতে রেহাই দেওয়া যাবে। ৩) যখন হইকোর্ট বিভাগ কর্তৃক অনুসন্ধান কিংবা সাক্ষ্য গ্রহণ (যদি থাকে) করা না হয়, তখন অনুসন্ধানের ফলাফল এবং গৃহিত সাক্ষ্য সত্যায়নপূর্বক উক্ত আদালতে প্রে...

Judgement Law of Criminal Procedure রায় ঘােষণার পদ্ধতি ফৌজদারী কার্যবিধি আইন

Chapter 26 Of the Judgement ছাব্বিশতম অধ্যায় - রায় বিষয়ে ধারা ৩৬৬ রায় ঘােষণার পদ্ধতি ১) মূল এখতিয়ারবান ফৌজদারি আদালতের প্রত্যেকটি বিচারের রায় ঘােষণা করতে হবে বা রায়ের সারাংশ ব্যাখ্যা করতে হবে ক) প্রকাশ্য আদালতে বিচার সমাপ্ত হওয়ার অব্যাহতির পরই বা পরবর্তী কোন সময়ে, যে সময় সম্পর্কে পক্ষগণকে কিংবা তাদের কৌসুলীগণকে নােটিশ দিতে হবে, এবং খ) আদালতের ভাষায়, বা আসামি বা তার কৌসুলীর বােধগম্য কোন ভাষায়। তবে শর্ত থাকে যে, বাদীপক্ষ বা আসামীপক্ষ অনুরােধ করলে হাকিম সম্পূর্ণ রায় পড়িয়া শুনাইবেন। ২) আসামি কারাগারে থাকলে রায় শুনাইবার জন্য তাকে আনয়ন করতে হবে বা কারাগারে না থাকলে তাকে হাজির থাকার নির্দেশ দিতে হবে, তবে বিচারের সময় তাকে ব্যক্তিগত হাজিরা হতে রেহাই দেওয়া হলে এবং তাকে শুধুমাত্র জরিমানা করা হলে বা খালাস দেওয়া হলে তার কৌসুলীর উপস্থিতিতে রায় ঘােষণা করা যাবে। ৩) রায় ঘােষণার জন্য বিজ্ঞাপিত দিনে বা স্থানে কোন পক্ষ বা তার কৌসুলী হাজির না থাকলে কিংবা উক্ত দিন ও স্থান সম্পর্কে পক্ষসমূহ ও তাদের কৌসুলীগণ বা তাদের কাহাকেও নােটিশ প্রদান করা না হলে বা নােটিশ জারিতে ভুল থাকলে শুধু সেই ...