Skip to main content

Posts

Showing posts from March 22, 2022

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

ধারা ২০০ ম্যাজিস্ট্রেট এর নিকট ফরিয়াদীর জবানবন্দি

Chapter 16 Of Complaints to Magistrates ধারা ২০০ ম্যাজিস্ট্রেট এর নিকট ফরিয়াদীর জবানবন্দি নালিশের ভিত্তিতে অপরাধ আমলে আনয়নকারি ম্যাজিস্ট্রেট অবিলম্বে ফরিয়াদীকে এবং উপস্থিত যদি থাকে, সাক্ষীগণের মধ্যে যে কয়জনের উপযুক্ত বিবেচনা করেন, তাদের শপথ গ্রহণপূর্বক জবানবন্দি গ্রহণ করবেন ও জবানবন্দির সারাংশ লিপিবদ্ধ করবেন এবং ফরিয়াদী বা এইরূপ সাক্ষী উহাতে স্বাক্ষর দান করবেন, এবং ম্যাজিস্ট্রেটও স্বাক্ষর দান করবেন। তবে শর্ত নিম্নে প্রদত্ত হলাে যে- ক) যখন লিখিত নালিশ করা হয় তখন ধারা ১৯২ এর অধীন মােকদ্দমাটি হস্তান্তরের পূর্বে এইরূপ জবানবন্দি গ্রহণের প্রয়ােজন আছে বলে এখানে কিছুই বর্ণিত হয় নাই। কক) যখন লিখিত নালিশ করা হয় এবং আদালত বা সরকারি কর্মচারী তার সরকারি কর্তব্য সম্পাদনের সময় এই ধারণা করা হয় যে সরকারি কর্তব্য সম্পাদনের সময় এই নালিশ করেন, তখন ফরিয়াদীর এইরূপ জবানবন্দি গ্রহণের প্রয়ােজন আছে বলে এখানে কিছুই বর্ণিত হয় নাই। খ) প্রশাসনিক আদেশ, ১৯৪৯ এর তফসিল বলে বাতিলকৃত। গ) যখন ধারা ১৯২-এর অধীন মােকদ্দমা হস্তান্তর করা হয় এবং হস্তান্তরকারি ম্যাজিস্ট্রেট পূর্বেই ফরিয়াদীর এবং সাক্ষী থাকলে স্...