Skip to main content

Posts

Showing posts from March 18, 2022

Essay - A Journey by Boat রচনা - নৌকা ভ্রমণ

আমলযােগ্য মামলার ক্ষেত্রে সংবাদ এজাহার প্রাথমিক তথ্য বিবরণী বা F. I. R

part 5 information to the police and their powers to investigate পুলিশকে দেওয়া সংবাদ এবং তদন্ত করতে তাদের ক্ষমতা Chapter 14 চতুর্দশ অধ্যায় ধারা ১৫৪ আমলযােগ্য মামলার ক্ষেত্রে সংবাদ/এজাহার আমলযােগ্য অপরাধ সংঘটন সম্পর্কিত প্রত্যেক সংবাদ, যদি থানার ভারপ্রাপ্ত অফিসারের কাছে, মৌখিকভাবে দেওয়া হয়, তবে তা উক্ত অফিসার কর্তৃক বা তাঁর নির্দেশে লিখিত আকারে রূপান্তরিত হবে এবং সংবাদ দাতাকে উহা পড়িয়া শুনাইতে হবে, এবং লিখিতভাবে প্রদত্ত বা উক্তরূপে লিপিবদ্ধ প্রত্যেকটি সংবাদে সংবাদদাতা স্বাক্ষর করবেন, এবং উহার সারমর্ম উক্ত অফিসার কর্তৃক সরকারের নির্ধারিত ফরম মােতাবেক রক্ষিত একটি বহিতে নথিভুক্ত করতে হবে। আলােচনা ও প্রয়ােগ এজাহার বা প্রাথমিক তথ্য বিবরণী বা F. I. R কি (What is F.I.R?) এজাহারের সংজ্ঞা সম্পর্কে ফৌজদারি কার্যবিধিতে উল্লেখ নেই। থানায় কোন অপরাধ সম্পর্কে প্রথম যে সংবাদ পাওয়া যায় তা এজাহার নামে পরিচিত। সময়ের দিক দিয়ে এ বিবরণটা প্রথম দেয়া হয় বলে প্রাথমিক তথ্য বিবরণী বলা হয়। (The First information report is the earliest information of an offence.) পুলিশ রেগুলেশনের নিয়ম-২৩৪ অনুসারে ...

পুলিশের নিবারণ মূলক প্রতিরোধমূলক কাজকর্ম ফৌজদারী কার্যবিধি

Chapter 12 Preventive Action of the Police ত্রয়োদশ অধ্যায় - পুলিশের নিবারণ মূলক প্রতিরোধমূলক কাজকর্ম ধারা ১৪৯ আমলযােগ্য অপরাধাদি পুলিশ নিবারণ করবে প্রত্যেক পুলিশ অফিসার যে কোন ধর্তব্য অপরাধের (আমলযােগ্য অপরাধের) নিবারণ করার প্রয়ােজনের কারণে হস্তক্ষেপ করতে পারেন, এবং আমলযােগ্য অপরাধের অনুষ্ঠান তিনি তার সাধ্যমত নিবারণ করবেন। ধারা ১৫০ আমলযােগ্য অপরাধ করার মতলবের সংবাদ প্রত্যেক পুলিশ অফিসার যে কোন আমলযােগ্য অপরাধ করার মতলবের সংবাদ পাইলে তিনি যার অধঃস্তন কর্মচারী তাঁকে, এবং অন্য যে কোন অফিসারকে যার কর্তব্য হলাে ঐরূপ কোন অপরাধের সংঘটন নিবারণ করা বা ঐরূপ কোন অপরাধ বিচারার্থ গ্রহণ করা-তাকে, ঐ সংবাদ প্রদান করবেন। ধারা ১৫১ অনুরূপ অপরাধ নিবারণ করতে গ্রেফতার কোন পুলিশ অফিসার যদি কোন আমলযােগ্য অপরাধ সংঘটনের ষড়যন্ত্রের কথা জ্ঞাত হন এবং তার নিকট যদি প্রতীয়মান হয় যে, উক্ত অপরাধ সংঘটন অন্যভাবে নিবারণ করা যাবে না, তা হলে তিনি ম্যাজিস্ট্রেটের আদেশ ও পরােয়ানা ছাড়াই ষড়যন্ত্রকারি ব্যক্তিকে গ্রেফতার করতে পারবেন। ধারা ১৫২ সর্বসাধারণের সম্পত্তির ক্ষতি নিবারণ সর্বসাধারণের স্থাবর বা অস্থাবর যে কো...

স্থাবর সম্পত্তি বিষয়ে বিরোধ- ফৌজদারী কার্যবিধি আইন

Chapter 12 - Disputes as to Immovable Property - Law of Criminal Procedure দ্বাদশ অধ্যায় - স্থাবর সম্পত্তি বিষয়ে বিরোধ- ফৌজদারী কার্যবিধি আইন ধারা ১৪৫ জমি প্রভৃতি সম্বন্ধীয় বিরােধের কারণে শান্তিভঙ্গ ঘটাইতে পারে সেক্ষেত্রে পদ্ধতি ১) যেক্ষেত্রে কোন জেলা ম্যাজিস্ট্রেট, বা সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতাবান যে কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ প্রতিবেদন বা অন্য কোনরূপ সংবাদ পেয়ে এই মর্মে সস্তুষ্ট হন যে, তার স্থানীয় অধিৰেত্রের মধ্যে জমি বা জলাশয় বা উহার সীমানা সম্পর্কে এমন একটি বিবাদ রহিয়াছে, যা শান্তিভঙ্গ ঘটাইতে পারে, সেক্ষেত্রে তিনি তার এইরূপ সম্ভষ্ট হওয়ার কারণ উল্লেখপূর্বক তার দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট পক্ষসমূহকে ব্যক্তিগতভাবে বা এডভােকেটের দ্বারা তার আদালতে উপস্থিতির এবং বিরােধে বিষয়বস্তুতে প্রকৃত দখল সম্পর্কে তাদের স্ব-স্ব দাবি সম্বন্ধে লিখিত বক্তব্য পেশ করতে বলে একটি লিখিত আদেশ দিবেন। ২) অত্র ধারার প্রয়ােজনে, “জমি বা জলাশয়” বলতে অট্টালিকা/দালান, বাজার, মাছের ভেড়ী, শস্য বা জমির অন্যান্য উৎপন্ন দ্রব্যাদি, এবং ঐরূপ কোন সম্পত্তির ভাড়া বা মুনাফাকেও বুঝাইবে। ৩) ...