Skip to main content

Posts

Showing posts from March 10, 2022

Essay - A Journey by Boat রচনা - নৌকা ভ্রমণ

দলিলসমূহ ও অন্যান্য অস্থাবর সম্পত্তি হাজির করতে বেআইনিভাবে আটক ব্যক্তিকে খুঁজে বের করার ওয়ারেন্ট

Chapter 7 সপ্তম অধ্যায় of Processes to Compel the Production of Documents and Other Movable Property, and for the Discovery of Persons Wrongfully Confined দলিলসমূহ ও অন্যান্য অস্থাবর সম্পত্তি হাজির করতে এবং বেআইনিভাবে আটক ব্যক্তিকে খুঁজিয়া বাহির করতে বাধ্য করার ওয়ারেন্ট সম্বন্ধে Summon to Produce দলিলাদি হাজির করার সমন ধারা ৯৪ দলিলাদি বা অন্য দ্রব্যাদি পেশ করতে সমন ১) যখন কোন আদালত বা কোন থানার ভারপ্রাপ্ত অফিসার এই কার্যবিধির আওতায় তদন্ত, অনুসন্ধান, বিচার বা অপর আইনি প্রতিবিধান ব্যবস্থার কার্য পরিচালন প্রণালীতে কোন দলিল বা কোন জিনিস পেশ করা প্রয়ােজন বা বাঞ্চনীয় বলিয়া মনে করেন, তখন উক্ত আদালত বা অফিসার সমন বা লিখিত আদেশ দ্বারা যে ব্যক্তির নিকট উক্ত দলিল বা বস্তু রহিয়াছে মর্মে অনুমিত হয়, তাকে সমন বা আদেশ লিখিত সময় ও স্থানে হাজির হতে ও উহার দাখিল করতে, বা উক্ত সমন বা আদেশে বলা সময় ও স্থানে তা পেশ করতে, ফরমাশ করতে পারেন। তবে শর্ত থাকে যে, উক্তরূপ কোন অফিসার ব্যাংকার বুক এভিডেন্স এ্যাক্ট, ১৮৯১ (১৮৯১ সনের ১৮নং আইন) এর সংজ্ঞা মােতাবেক কোন ব্যাংকের বা ব্যাংকারের হেফাজতে রক্ষিত কোন...