Skip to main content

Posts

Showing posts from March 8, 2022

সমন জারি - উপস্থিত হতে বাধ্য করার ব্যবস্থা Criminal Procedure Code

Chapter 4 ষষ্ঠ অধ্যায় Of Process to Compel Appearance - Summons সমন- উপস্থিত হতে বাধ্য করার ব্যবস্থা ধারা ৬৮ সমনের ফরম ১) অত্র কার্যবিধির আওতায় আদালত কর্তৃক জারি করা প্রত্যেক সমন লিখিতভাবে ও দুই প্রস্থে দিতে হবে এবং উক্ত আদালতের প্রিসাইডিং অফিসার বা সুপ্রীম কোর্ট কর্তৃক সময়ে সময়ে, প্রণীত বিধি দ্বারা নির্দেশিত অন্য কোন অফিসার কর্তৃক স্বাক্ষরিত ও সীলমােহর লাগানাে থাকবে। (২) সমন কার দ্বারা জারি করতে হবে এইরূপ পুলিশ অফিসার কর্তৃক বা সরকার কর্তৃক এই সম্পর্কে প্রণীত বিধি মােতাবেক সমন প্রদানকারি আদালতের অফিসার কর্তৃক বা অন্য সরকারি কর্মচারীর মাধ্যমে সমন জারি হবে। ধারা ৬৯ সমন কিভাবে জারি করতে হবে ১) যাকে সমন দেওয়া হবে সম্ভব হলে দুই কপির একটি তার কাছে প্রদানপূর্বক, বা প্রদানের প্রস্তাপূর্বক ব্যক্তিগতভাবে সমন জারি করতে হবে। (২) সমন প্রাপ্তির স্বাক্ষর জারিকারি কর্মকর্তা দাবী করবে এইরূপ যাদের উপর সমন জারি করা হইল, তাদের প্রত্যেককে দ্বিতীয় কপি সমনের অপর পৃষ্ঠায় স্বাক্ষরপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন। ৩) বাংলাদেশে কোন সমিতিবদ্ধ কোম্পানী বা কোন সমিতিবদ্ধ প্রতিষ্ঠানের উপর সমন জারি করতে হলে তা ...

গ্রেফতার পলায়ন ও পুনরায় গ্রেফতারের বিধান

Chapter 5 পঞ্চম অধ্যায় of Arest Escape and Retaking গ্রেফতার পলায়ন ও পুনরায় গ্রেফতার Arest Generally সাধারণভাবে গ্রেফতার ধারা ৪৬ কিভাবে গ্রেফতার করা হয় ১) কোন একটি গ্রেপ্তার করতে, গ্রেপ্তারকারি পুলিশ কর্মকর্তা বা অন্য ব্যক্তি, যাকে গ্রেফতার করতে হবে সেই ব্যক্তির প্রকৃতপক্ষে দেহ স্পর্শ করবেন বা বন্দী করবেন যদিনা সে কথায় বা কাজে আত্মসমর্পণ করে কয়েদ স্বীকার করে। ২) গ্রেফতারের চেষ্টায় প্রতিরােধ উক্ত ব্যক্তি জোর করে তাকে গ্রেফতারের চেষ্টায় বাধা প্রদান করলে বা গ্রেফতার এড়াইতে চেষ্টা করলে উক্ত পুলিশ কর্মকর্তা বা অন্য ব্যক্তি গ্রেফতার কার্যকর করার লক্ষ্যে প্রয়ােজনীয় সকল পন্থা অবলম্বন করতে পারেন। ৩) এই ধারায় কোন কিছুই যে ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযােগ্য অপরাধে অভিযুক্ত নয় তার মৃত্যু ঘটাইতে কোন অধিকার প্রদান করে নাই। ধারা ৪৭ যাকে গ্রেফতার করতে চাওয়া হয়েছে সে কোন স্থানে প্রবেশ করে থাকিলে সেই স্থানে তল্লাশি গ্রেফতারী ওয়ারেন্ট কার্যকরত কোন ব্যক্তি বা গ্রেফতার করতে ক্ষমতা আছে এমন কোন পুলিশ কর্মচারীর এমন বিশ্বাস করার কারণ থাকে যে, যে ব্যক্তিকে গ্রেফতার করতে হবে, তিনি ক...