Skip to main content

Posts

Showing posts from March 7, 2022

Video Article Preposition Phrase Clause

ম্যাজিস্ট্রেট, পুলিশ ও গ্রেফতারকারী ব্যক্তিগণকে সাহায্য প্রদান ও তথ্য প্রদান

Part 3 তৃতীয় ভাগ General Provisions Criminal Procedure Code সাধারণ বিধানাবলী Chapter 4 চতুর্থ অধ্যায় Of Aid and Information to the Magistrates, the Police and Persons making Arrests ম্যাজিস্ট্রেট, পুলিশ ও গ্রেফতারকারী ব্যক্তিগণকে সাহায্য প্রদান ও তথ্য প্রদান ধারা ৪২ জনসাধারণ যেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ও পুলিশকে সাহায্য করবেন কোন ম্যাজিস্ট্রেট জুডিসিয়াল বা নির্বাহী অথবা পুলিশ অফিসার যুক্তিসঙ্গতভাবে সাহায্য চাইলে, প্রত্যেক ব্যক্তি ক) অন্য কোন ব্যক্তিকে, যে ব্যক্তিকে গ্রেফতার করার জন্য উক্ত ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন, গ্রেফতার করতে বা তার পলায়ন প্রতিরােধ করতে; খ) শান্তিভঙ্গের আশংকা প্রতিরােধ অথবা শাস্তিভঙ্গ দমন করতে অথবা রেলপথ, খাল, টেলিগ্রাফ বা সরকারি সম্পত্তির প্রতি ক্ষতির প্রচেষ্টা প্রতিরােধে সাহায্য করতে বাধ্য। ধারা ৪৩ পুলিশ অফিসার ব্যতিত ওয়ারেন্ট জারিকারি অন্য ব্যক্তিকে সহযােগিতা প্রদান যেক্ষেত্রে পুলিশ অফিসার ব্যতিত ওয়ারেন্ট কার্যকরি করার জন্য অন্য কোন ব্যক্তিকে নির্দেশ প্রদান করা হয় এবং তিনি কাছে থেকে উক্ত ওয়ারেন্ট কার্যকরি করেন, সেক্ষেত্রে অন্য কোন

Powers of Courts আদালতসমূহের ক্ষমতাসমূহ Chapter 3 তৃতীয় অধ্যায় Criminal Procedure Code

Chapter 3 তৃতীয় অধ্যায় Powers of Courts আদালতসমূহের ক্ষমতাসমূহ ধারা ২৮ দণ্ডবিধির অপরাধ:  অত্র কার্যবিধির অন্যান্য বিধান সাপেক্ষে দণ্ডবিধি (১৮৬০ সনের ৪৫নং আইন) তে উল্লেখিত যে কোন অপরাধের বিচার করবেন- ক) হাইকোর্ট বিভাগ, অথবা খ) দায়রা আদালত, অথবা গ) অন্য কোন আদালত, যে আদালত এইরূপ অপরাধের বিচার করতে পারেন মর্মে তফসিল-২ এর কলাম-৮ এ প্রদর্শন করা হয়েছে। ধারা ২৯ অন্যান্য আইন মােতাবেক অপরাধ:  ১) অত্র কার্যবিধির অন্যান্য বিধান সাপেক্ষে অন্য আইনে উল্লেখিত অপরাধের বিচার উক্ত আইনে কোন আদালতের উল্লেখ থাকলে সেই আদালতে হবে। ২) তবে যেক্ষেত্রে এইরূপ আদালতের উল্লেখ না থাকে, সেক্ষেত্রে উক্ত অপরাধের বিচার হাইকোর্ট বা উপরে উল্লেখিত বিধান অনুসারে অত্র কার্যবিধি দ্বারা গঠিত যে আদালত এইরূপ অপরাধের বিচার করতে পারেন মর্মে তফসিল-২ এর কলাম-৮ এ প্রদর্শিত হয়েছে, সেই আদালতে হবে। ধারা ২৯খ কিশােরদের ক্ষেত্রে এখতিয়ার যেক্ষেত্রে কোন ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ ব্যতিরেকে অন্য কোন অপরাধ সংঘটন করে থাকে এবং তার আদালতে উপস্থিত হওয়ার বা তাকে উপস্থিতির তারিখে তার বয়স পনের বছরের নিম্নে হয়,