Skip to main content

Posts

Showing posts from March 5, 2022

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

আদেশ ৫০ ক্ষুদ্র বিষয়ক আদালত স্মল কজ কোর্টস কি

Order 50 Small Cause Courts আদেশ ৫০ ক্ষুদ্র বিষয়ক আদালত Small cause Courts আদেশ ৫০ বিধি ১ ক্ষুদ্র বিষয়ক আদালত নিম্নে বর্ণিত বিধানসমূহ ১৮৮৭ সনের (১৮৮৭ সনের ৯নং আইন) প্রাদেশিক ক্ষুদ্র বিষয়ক বিচারাদালত আইন দ্বারা গঠিত আদালতসমূহে বা উক্ত আইনের অধীনে ক্ষুদ্র বিষয়ক আদালত এখতিয়ার প্রয়ােগকারী আদালতসমূহে প্রয়ােগযােগ্য হবে না, অর্থাৎ ক) এই তফসিলের যতদূর সম্পর্কিত ১) ক্ষুদ্র বিষয়ক আদালতে বিচারার্থে অধিগ্রহণ হতে মুক্ত মামলাগুলাে বা একই রকম মামলার ডিক্রী জারি; ২) স্থাবর সম্পত্তির বিপরীতে ডিক্রী জারি বা অংশীদারী সম্পত্তিতে অংশীদারদের স্বার্থ; ৩) বিচার্য বিষয় ধার্য সম্পর্কে; এবং খ) নিম্নোক্তি বিধি এবং আদেশগুলাে আদেশ-২, ১ (মামলা গঠন); আদেশ-১০, ৩ (পক্ষগণের জবানবন্দী লিপিবদ্ধকরণ); আদেশ-১৫, ৪ এ যতদূর পরিমাণ অবিলম্বে রায় ঘােষণা সম্বন্ধে বিধান ছাড়া ১৫ আদেশ;  আদেশ-১৮, বিধিগুলাে ৫ হতে ১২ (সাক্ষ্য); আদেশগুলাে ৪১ হতে ৪৫ (আপিলগুলাে); আদেশ-৪৭ বিধি ২, ৩, ৫, ৬, ৭ (পুনরীক্ষণ);

আদেশ ৪৯ হাইকোর্ট ডিভিশনের পরোয়ানা জারি সংক্রান্ত বিধান

Order 49 High Court Division আদেশ ৪৯ হাইকোর্ট বিভাগ, দেওয়ানী কার্যবিধি আইন আদেশ ৪৯ বিধি ১ হাইকোর্ট ডিভিশনের পরোয়ানা কে জারি করতে পারে হাইকোর্টের দেওয়ানী এখতিয়ার প্রয়ােগ করার সময়ে যে সকল দলিল হাজির করতে হয়, সে সমস্ত দলিল হাজির করার নােটিশ, সাক্ষীর প্রতি সমন এবং বিচার সম্বন্ধীয় অন্যান্য সকল প্রকার সমন বা পরােয়ানা, হাইকোর্টের উইল ও বিবাহ বিষয়ক এখতিয়ার সম্পর্কিত সমন বা পরােয়ানা সংশ্লিষ্ট মামলায় নিযুক্ত আইনজীবী দ্বারা বা তদ্বারা নিযুক্ত লােক বা হাইকোর্টের কোন বিধি বা আদেশ অনুযায়ী নির্দিষ্ট অপর কোন লোক দ্বারা জারি করা যাবে। কিন্তু বিবাদীর প্রতি সমন, ডিক্রী জারির পরোয়ানা এবং উত্তরদায়কের প্রতি নােটিশ এইভাৰে জারি করা যাবে না। আদেশ ৪৯ বিধি ২ হাইকোর্ট বিভাগ সম্পর্কে ব্যতিক্রম এই আইন চালু হওয়ার সময় হাইকোর্ট দ্বারা সাক্ষ্য গ্রহণ বা রায় ও আদেশ লিখিত করা সম্পর্কে যে সব নিয়ম-কানুন কার্যকর ছিল, এই তফসিলে বিবৃত কোন বিধানাবলে সেগুলি কোনভাবে ক্ষুন্ন বা প্রভাবিত হবে না। আদেশ ৪৯ বিধি ৩ বিধানসমূহ প্রয়ােগ হাইকোর্ট দ্বারা তার সাধারণ বা বিশেষ মূল দেওয়ানী এখতিয়ার প্রয়ােগকালীন সময়ে নি...

আদেশ ৪৮ বিবিধ দেওয়ানী কার্যবিধি আইন

Order 48 Miscellaneous আদেশ ৪৮ বিবিধ আদেশ ৪৮ বিধি ১ পরােয়ানা প্রেরণকারী পক্ষের খরচেই জারি করতে হবে ১) এই আইনের আওতাধীনে যদি আদালত অন্যরূপ নির্দেশ প্রদান না করে তাহলে যে পক্ষের দ্বারা যাবতীয় পরােয়ানা প্রদত্ত হবে, সে পক্ষের খরচায় তা জারি করা হবে। জারির খরচ  একই ধরনের জারির জন্য ধার্যকৃত কোর্ট ফি পরােয়ানা প্রদানের আগে নির্ধারিত সময়ের ভিতর পরিশােধ করতে হবে। আদেশ ৪৮ বিধি ২ আদেশ এবং নােটিশ জারি করার পদ্ধতি যে সকল আদেশ, নােটিশ এবং অন্যান্য দলিল এই আইন অনুযায়ী কাউকেও প্রদান করতে বা কারাে উপর জারি করতে হবে, সেগুলি সমন জারির জন্য বর্ণিত পদ্ধতিতে জারি করতে হবে। আদেশ ৪৮ বিধি ৩ পরিশিষ্টসমূহে প্রদত্ত ফরমের ব্যবহার  পরিশিষ্টসমূহে প্রদত্ত ফরমগুলাে প্রতিক্ষেত্রে অবস্থা বিশেষ দরকার হতে পারে এরূপ পরিবর্তনসহ তাতে বর্ণিত উদ্দেশ্যে ব্যবহৃত হবে।