Skip to main content

Posts

Showing posts from March 2, 2022

Order 41 Appeal from Original Decrees আদেশ ৪১ মূল ডিক্রী হতে আপিল দেওয়ানী কার্যবিধি আইন

Order 41 Appeal from Original Decrees আদেশ ৪১ মূল ডিক্রী হতে আপিল আদেশ ৪১ বিধি ১ আপিলের আকার, স্মারকলিপিতে কি থাকবে ১) প্রত্যেক আপিল আপিলকারী বা তার উকিল দ্বারা স্বাক্ষর করে একটি স্মারকের আকারে আদালতে রুজু করতে হবে এবং আদালতে বা তৎদ্বারা এতদুদ্দেশ্যে নিযুক্ত অনুরূপ কর্মকর্তার বরাবরে পেশ করতে হবে। যে ডিক্রী ও রায়ের বিরুদ্ধে আপিল করা হচ্ছে সেগুলির একটি করে নকল (আপিল আদালত বাদ না দিলে) স্মারকলিপির সঙ্গে প্রদান করতে হবে। ২) আপিল স্মারকলিপির সূচীপত্র যে ডিক্রীর বিরুদ্ধে আপিল করা হচ্ছে, ঐ ডিক্রীতে আপত্তির কারণগুলাে যুক্তিতর্ক বা বর্ণনা ছাড়া সংক্ষেপে ও স্পষ্ট শিরােনামাধীনে স্মারকলিপিতে উল্লেখ করতে হবে; এবং উক্ত কারণগুলাে ক্রমিক নম্বরযুক্ত হবে। আদেশ ৪১ বিধি ২ আপিলে যে কারণগুলাে গ্রহণ করা যেতে পারে  আপিলের স্মারকলিপিতে প্রকাশিত করা হয় নাই, আদালতের অনুমতি ছাড়া, এরূপ কোন আপত্তিকর কারণ সম্পর্কে আপিলকারী তার বক্তব্য পেশ করতে পারবে না এবং কোন শুনানীও হবে না; কিন্তু তবে আদালত আপিলের নিস্পত্তিকালে কেবল স্মারকলিপিতে প্রকাশিত কারণগুলাে এবং এই বিধি অনুযায়ী গৃহীত অনুমতিক্রমে পেশকৃত কারণগুলােই ব...

Order 40 Appointment of Receivers আদেশ ৪০ তত্ত্বাবধায়ক নিয়োগ

Order 40 Appointment of Receivers আদেশ ৪০ তত্ত্বাবধায়ক নিয়োগ আদেশ ৪০ বিধি ১ তত্ত্বাবধায়ক নিয়ােগ ১) যেক্ষেত্রে আদালতের কাছে ন্যায়সঙ্গত ও সুবিধাজনক বলে প্রতীয়মান হয়, সেক্ষেত্রে আদালতের আদেশের মাধ্যমে ক) ডিক্রীর আগে বা পরে কোন সম্পত্তির তত্ত্বাবধায়ক নিয়ােগ করতে পারে; খ) সম্পত্তির দখল বা তত্ত্বাবধান হতে কোন লােককে অপসারণ করতে পারে; গ) তা তত্ত্বাবধায়কের দখলে, তত্ত্বাবধানের ব্যবস্থাপনায় রাখিতে পারে; এবং ঘ) মামলা আনয়ন ও আত্মপক্ষ সমর্থন সম্পর্কে এবং সম্পত্তি আদায়করণ, ব্যবস্থাপনা, নিরাপদকরণ, সংরক্ষণ এবং উন্নয়নের জন্য, খাজনা এবং মুনাফা সংগ্রহ, অনুরূপ খাজনা ও মুনাফার প্রয়ােগ ও হস্তান্তর এবং দলিল সম্পাদন সম্পর্কে মালিকের নিজের যেরূপ ক্ষমতা আছে সেরূপ বা আদালত যে সব ক্ষমতা যথাযথ মনে করে, তত্ত্বাবধায়ক বরাবর অনুরূপ সব ক্ষমতা প্রদান করতে পারে। ২) কোন লােককে সম্পত্তির দখল ও তত্ত্বাবধান হতে অপসারণের জন্য যাকে মামলার কোন একটি পক্ষের অনুরূপভাবে অপসারণের বর্তমান অধিকার না থাকে, এই বিধির কোন বিধানই আদালতকেও উক্ত লােককে অনুরূপ অপসারণের ক্ষমতা প্রদান করবে না। আদেশ ৪০ বিধি ১ বিধির বিশ্লেষণ রিস...