Skip to main content

Posts

Showing posts from March 1, 2022

Order 39 Temporary Injunctions Interlocutory Orders আদেশ ৩৯ অস্থায়ী নিষেধাজ্ঞা অন্তবর্তীকালীন আদেশ

Order 39 Temporary Injunctions And Interlocutory Orders আদেশ ৩৯ অস্থায়ী নিষেধাজ্ঞা এবং অন্তবর্তীকালীন আদেশ Temporary Injunctions অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ ৩৯ বিধি ১ যে সব ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা অনুমােদন করা যাবে যেক্ষেত্রে কোন মামলায় শপথপত্র দ্বারা বা অপর কোন উপায়ে প্রমাণিত হয় যে- ক) কোন মামলায় বিরােধীয় কোন সম্পত্তি মামলার কোন পক্ষ দ্বারা অপচয়, ক্ষতিগ্রস্থ বা হস্তান্তরিত হওয়ার বা কোন ডিক্রীজারিতে অন্যায়ভাবে বিক্রয় হওয়ার ঝুঁকির সম্মুখীন, কিংবা খ) বিবাদী তার পাওনাদারকে প্রতারিত করার উদ্দেশ্যে তার সম্পত্তি অপসারণ বা হস্তান্তর করার হুমকি বা ইচ্ছা প্রকাশ করছে, সেক্ষেত্রে আদালত অনুরূপ কর্ম রােধ করার জন্য আদেশ দিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা অনুমােদন করতে পারে, বা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা পুনরাদেশ না হওয়া পর্যন্ত উক্ত সম্পত্তি অপচয়, ক্ষতিগ্রস্থকরণ, হস্তান্তর, বিক্রয়, অপসারণ বা সমর্পণ করতে স্থগিত ও বারণ করার উদ্দেশ্যে আদালত যেরূপ যথাযথ মনে করেন, সেরূপ আদেশ প্রদান করতে পারে। আদেশ ৩৯ বিধি ১ বিধির বিশ্লেষণ নিষেধাজ্ঞার সংজ্ঞা। নিষেধাজ্ঞা কাকে বলে? নিষেধাজ্ঞার সংজ্ঞা সম্পর...

আদেশ ৩৮ রায়ের আগে গ্রেফতার ক্রোক সংক্রান্ত বিধান

Order 38 Arrest & Attachment before Judgment আদেশ ৩৮ রায়ের আগে গ্রেফতার এবং ক্রোক Arrest before Judgment রায়ের আগে গ্রেফতার আদেশ ৩৮ বিধি ১ যেক্ষেত্রে বিবাদীকে হাজির হওয়ার জন্য জামানত তলব করা যেতে পারে যেক্ষেত্রে ১৬ ধারার (ক) হতে (ঘ) দফা পর্যন্ত বর্ণিত প্রকৃতির মামলা ছাড়া অপর মামলার যে কোন পর্যায়ে শপথনামা দ্বারা বা অপর কোনভাবে আদালত পরিতুষ্ট হয় যে, ক) বিবাদী বাদীকে বিলম্বিত করার জন্য বা আদালতের কোন পরােয়ানা এড়ানাের লক্ষ্যে বা তার বিরুদ্ধে প্রদত্ত হতে পারে এরূপ কোন ডিক্রীজারি ব্যাহত বা বিলম্বিত করার উদ্দেশ্যে ১. আত্মগােপন করেছে বা আদালতের এখতিয়ারের স্থানীয় সীমা ত্যাগ করেছে, কিংবা ২. আত্মগােপন করার বা আদালতের এখতিয়ারের স্থানীয় সীমা ত্যাগ করতে উপক্রম করেছে, বা ৩. তার সম্পত্তি বা তার কোন অংশ হস্তান্তর করেছে বা আদালতের এখতিয়ারের স্থানীয় সীমা হতে অপসারণ করেছে, কিংবা খ) বিবাদী বাংলাদেশ ত্যাগ করার প্রচেষ্টা করেছে যে অবস্থায় উক্ত মামলায় বিবাদীর বিরুদ্ধে কোন ডিক্রী প্রদত্ত হলে, তা জারি করার বিষয়ে বাদী বাধাপ্রাপ্ত বা বিলম্বিত হওয়ার যুক্তিসম্মত আংশকা সৃষ্টি হয়েছে; সেক্ষেত্র...

আদেশ ৩৭ হস্তান্তরযােগ্য দলিলের উপর সংক্ষিপ্ত পদ্ধতি

Order 37 Summary Procedure on Negotiable Instruments আদেশ ৩৭ হস্তান্তরযােগ্য দলিলের উপর সংক্ষিপ্ত পদ্ধতি আদেশ ৩৭ বিধি ১ হস্তান্তরযােগ্য দলিলের উপর আদেশের প্রয়ােগ এই আদেশ কেবলমাত্র হাইকোর্ট বিভাগ এবং জেলা আদালতের ক্ষেত্রে প্রয়ােগযােগ্য হবে। আদেশ ৩৭ বিধি ২ বিনিময় পত্র ইত্যাদির উপর সংক্ষিপ্ত মামলা ১) বিনিময় পত্র, হুণ্ডি বা অঙ্গীকার পত্রের উপর সব মামলা যদি এতদধীনে বর্ণিত বিধান অনুযায়ী বাদী অগ্রসর হতে ইচ্ছুক হয়, তা হলে নির্ধারিত ফরমে আরজি উত্থাপন করে তা রুজু করতে হবে, কিন্তু সমন খ'-পরিশিষ্টের ৪নং ফরমে বা সময় সময় নির্ধারিত অপর কোন ফরমে প্রদান করতে হবে। ২) আরজি এবং জবাব যথাক্রমে অনুরূপ ফরমসমূহে দেয়া হলে বিবাদী মামলায় হাজির হতে বা আত্মপক্ষ সমর্থন করতে পারবে না, যদি না, সে অতঃপর এটাতে বর্ণিত বিধান অনুযায়ী কোন বিচারকের কাছে হতে এরূপ হাজিরার এবং আত্মপক্ষ সমর্থনের অনুমতি লাভ করে থাকে; এবং অনুরূপে সে অনুমতি লাভে ব্যর্থ হলে বা সে অনুযায়ী সে হাজির হতে এবং আত্মপক্ষ সমর্থনে ব্যর্থ হলে আরজিতে বর্ণিত অভিযােগগুলি স্বীকৃত বলে পরিগণিত হবে এবং বাদী ডিক্রীর অধিকারী হবে। ক) দলিলে পাওনা মূল টা...

আদেশ ৩৬ বিশেষ মামলা দেওয়ানী কার্যবিধি আইন

Order 36 Special Case আদেশ ৩৬ বিশেষ মামলা দেওয়ানী কার্যবিধি আইন আদেশ ৩৬ বিধি ১ আদালতের অভিমতের জন্য মামলা বলার ক্ষমতা ১) কোন ঘটনা বা আইনের প্রশ্নের সিদ্ধান্তে স্বার্থ সংশ্লিষ্ট দাবিদার পক্ষগণ, উক্ত প্রশ্নটি মামলার ফরমে আদালতের অভিমতের জন্য বিবৃত করে একটি লিখিত চুক্তিতে আবদ্ধ হতে পারে, এবং এরুপ শর্তের বিধান করে যে, উক্ত প্রশ্ন সম্পর্কে আদালতের পর্যবেক্ষণীর উপর ক) পক্ষগণ দ্বারা নির্ধারিত বা আদালত দ্বারা নির্ধারিত অংকের টাকা একপক্ষ দ্বারা তাদের অপর পক্ষকে প্রদান করতে হবে; বা খ) চুক্তিতে বর্ণিত স্থাবর বা অস্থাবর কিছু সম্পত্তি পক্ষগণের এক পক্ষ দ্বারা তাদের অপর পক্ষকে অর্পণ করতে হবে; কিংবা গ) এক বা একাধিক পক্ষ চুক্তিতে বর্ণিত অপর বিশেষ কর্ম করবে বা করা হতে বিরত থাকবে। ২) এই বিধির অধীনে বিবৃত প্রত্যেক মামলা ধারাবাহিকভাবে নম্বরভুক্ত অনুচ্ছেদে বিভক্ত করতে হবে এবং তাতে উত্থাপিত প্রশ্নের মীমাংসা করতে আদালতকে সমর্থ করার জন্য দরকারি অনুরূপ তথ্যগুলাে সংক্ষিপ্ত আকারে বিবৃত করতে হবে এবং অনুরূপ দলিলপত্র উল্লেখ থাকবে। আদেশ ৩৬ বিধি ২ যেক্ষেত্রে বিষয়বস্তুর মূল্য অবশ্যই বিবৃত করতে হবে যেক্ষেত্রে কোন সম...

আদেশ ৩৫ স্বার্থবিহীন ব্যবহার বা ইন্টারপ্লিডার মামলা

Order 35 Interpleader Suit আদেশ ৩৫ স্বার্থবিহীন ব্যবহার বা ইন্টারপ্লিডার মামলা আদেশ ৩৫ বিধি ১ ইন্টারপ্লিডার মামলা বা স্বার্থবিহীন ব্যবহার মামলায় আরজি প্রত্যেক ইন্টারপ্লিডার মামলা বা স্বার্থবিহীন ব্যবহার মামলায় আরজির জন্য দরকারি অন্যান্য বিবৃতির অতিরিক্ত নিম্নবর্ণিত বিষয়গুলি বিবৃত করতে হবে- ক) বাদী দায় বা খরচাদি ছাড়া বিতর্কিত বিষয়বস্তুতে অপর কোন স্বার্থ দাবি করে না, খ) বিবাদীগণ দ্বারা দাবিগুলাে স্বতন্ত্রভাবে প্রণীত হয়েছে, এবং গ) বাদী ও বিবাদীগণের ভিতর কোন রূপ যােগ-সাজস নাই বলে আরজিতে বিবৃত থাকবে। আদেশ ৩৫ বিধি ২ দাবিকৃত বস্তু আদালতে প্রদান যেক্ষেত্রে দাবিকৃত বস্তু আদালতে প্রদানের বা আদালতের হেফাজতে রাখিবার যােগ্য হয়, সেক্ষেত্রে মামলায় বাদী কোন আদেশের অধিকারী হওয়ার আগে বাদীকে তা অনুরূপভাবে প্রদান করতে বা স্থাপন করতে তলব করা যেতে পারে। আদেশ ৩৫ বিধি ৩ বাদীর বিরুদ্ধে বিবাদী মামলা করলে কর্মধারা যেক্ষেত্রে কোন স্বার্থবিহীন ব্যবহার মামলায় কোন একজন বিবাদী উক্ত মামলার বিষয়বস্তু সম্পর্কে বস্তুতঃ বাদীর বিরুদ্ধে মামলা করে, সেক্ষেত্রে যে আদালতে বাদীর বিরুদ্ধে মামলা বিচারাধীন আছে, স্বার্...