Skip to main content

Posts

Showing posts from February 27, 2022

Essay - A Journey by Boat রচনা - নৌকা ভ্রমণ

Order 33 Suits by Paupers আদেশ ৩৩ নিঃস্ব লােক দ্বারা মামলা দেওয়ানী কার্যবিধি আইন

 Order 33 Suits by Paupers আদেশ ৩৩ নিঃস্ব লােক দ্বারা মামলা দেওয়ানী কার্যবিধি আইন আদেশ ৩৩ বিধি ১ কখন নিঃস্ব হিসেবে মামলা করা যাবে। নিম্নবর্ণিত বিধানসমূহ সাপেক্ষে নিঃস্ব লােক দ্বারা যেকোন মামলা করা যাবে । ব্যাখ্যা: সে লােক নিঃস্ব' যখন সে উক্ত মামলার আরজির জন্য আইনে নির্ধারিত ফি প্রদান করতে সামর্থবান হওয়ার জন্য পর্যাপ্ত সামর্থের অধিকারী নয় বা যেক্ষেত্রে অনুরূপ ফি নির্ধারিত নাই সেক্ষেত্রে সে যখন তার দরকারি পরিধেয় বস্ত্র এবং মামলার বিষয়বস্তু ছাড়া ৫০০০ টাকা মূল্যের সম্পত্তির অধিকারী নয়। আদেশ ৩৩ বিধি ১ বিধির বিশ্লেষণ ফরমা পপারিস’ মামলা কাউকে বলে দেওয়ানি কার্যবিধির ৩৩নং আদেশ মােতাবেক নিঃস্ব ব্যক্তি কর্তৃক মামলা দায়ের করাকে “ফরমা পাপরিস’ মামলা বলা হয়ে থাকে। এই আদেশের বিধান মােতাবেক, যে ব্যক্তির পরিধেয় বস্ত্রাদি এবং মামলার বিষয়বস্তু ব্যতীত ৫০০০ (পাঁচ হাজার) টাকা মূল্যের কোন সম্পত্তি নাই কেবলমাত্র সে ব্যক্তিই এরূপ আবেদন করতে পারে। এই আদেশের (১৫) নং বিধি মােতাবেক কোন ব্যক্তি নিঃস্ব হিসাবে মামলা করার অনুমতি চাহিয়া আবেদন করলে আদালত যদি উক্তরূপ অনুমতি দানে অস্বীকৃতি জ্ঞাপন করে কো...