Skip to main content

Posts

Showing posts from February 23, 2022

Video Article Preposition Phrase Clause

আদেশ ২৮ সামরিক বা নৌ-বাহিনীর লােকজন বা বৈমানিক দ্বারা বা তাঁদের বিরুদ্ধে মামলা।

Order 28 Suits by or Against Military or Naval Men or Airmen আদেশ ২৮ সামরিক বা নৌ-বাহিনীর লােকজন বা বৈমানিক দ্বারা বা তাঁদের বিরুদ্ধে মামলা। আদেশ ২৮ বিধি ১ যে সব কর্মকর্তা, সেনাবাহিনীর লােকজন, নাবিক বা বৈমানিক ছুটি অর্জন করতে না পারেন, তাঁরা মামলা করার বা জবাব প্রদান করার জন্য যে কোন লােককে ক্ষমতা দিতে পারে ১) যেক্ষেত্রে কর্মরত বাস্তবভাবে কোন কর্মকর্তা, সৈনিক, নাবিক বা বৈমানিক তার পদাধিকারবলে কোন মামলার পক্ষ তাকে, এবং মামলার আত্মপক্ষ সমর্থন করার জন্য ব্যক্তিগতভাবে হাজির হওয়ার জন্য ছুটি না পায় সেক্ষেত্রে তার পক্ষে মামলা পরিচালনা করার জন্য যে কোন একজনকে ক্ষমতা প্রদান করতে পারবে। ২) অনুরূপ ক্ষমতা লিখিতভাবে দিতে হবে এবং উক্ত কর্মকর্তা, সৈনিক, নাবিক বা ক) তার অধিনায়ক কর্মকর্তার উপস্থিতিতে, বা সংশ্লিষ্ট কর্মকর্তা নিজেই অধিনায়ক কর্মকর্তা হলে তার পরবর্তী অধস্তন কর্মকর্তার উপস্থিতিতে স্বাক্ষরিত হতে হবে, বা  খ) অনুরূপ কর্মকর্তা, সৈনিক, নাবিক বা বৈমানিক যদি কোন সামরিক, নৌ বা বিমান বিভাগীয় প্রতিষ্ঠানের স্টাফ হিসেবে নিযুক্ত থাকেন, তবে তার অফিসের প্রধান বা উর্ধ্বতন কর্মকর্তার সামনে স্বাক্ষরিত

সরকার দ্বারা বা তার বিরুদ্ধে মামলা

Order 27 Suits by or against the Government or Public Officers in their Official Capacity আদেশ ২৭ সরকার বা পদাধিকার বলে সরকারি অফিসারবৃন্দ দ্বারা মামলা বা তাদের বিরুদ্ধে মামলা আদেশ ২৭ বিধি ১ সরকার দ্বারা বা তার বিরুদ্ধে মামলা সরকার দ্বারা বা তার বিরুদ্ধে কোন মামলায় সরকার দ্বারা এতদুদ্দেশ্য সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা নিযুক্ত লােক দ্বারা আরজি বা লিখিত জবাব স্বাক্ষরিত হবে এবং সরকার দ্বারা এভাবে নিযুক্ত এবং মামলার তথ্যাবলির সঙ্গে পরিচিত কোন লােক দ্বারা সত্যায়িত হবে । আদেশ ২৭ বিধি ২ সরকারের পক্ষে কর্ম করতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিবর্গ বিচারিক কর্মক্রম সম্পর্কে সরকারের পক্ষে কর্ম করার পদাধিকার বলে বা অন্যভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিবর্গ যাদের দ্বারা এই আইনের অধীনে সরকারের পক্ষে হাজিরা প্রদান, কর্ম এবং দরখাস্ত করা চলে বা করা হয় সে সব ব্যক্তিগণকে স্বীকৃত এজেন্ট রূপে পরিগণিত করা হবে। আদেশ ২৭ বিধি ৩ সরকার দ্বারা বা সরকারের বিরুদ্ধে মামলায় আরজি সরকার দ্বারা বা সরকারের বিরুদ্ধে মামলার আরজিতে বাদী বা বিবাদীর নাম, পরিচয় ও ঠিকানা সন্নিবেশ করার পরিবর্তে ৭৯ ধারায় বর্ণিত সঠিক নাম সন্নিবেশ করাই যথেষ্