Skip to main content

Posts

Showing posts from February 16, 2022

Order 21 Execution of Decree Orders আদেশ ২১ ডিক্রী এবং আদেশ জারি দেওয়ানী কার্যবিধি আইন

Order 21 Execution of Decree Orders  আদেশ ২১ ডিক্রী এবং আদেশ জারি দেওয়ানী কার্যবিধি আইন ডিগ্রি এবং আদেশ জারি আদেশ ২১ কোন আদালত ডিক্রি জারি করে ধারা ৩৮ ১) যে আদালত ডিক্রি প্রদান করেছে ২) যে আদালতে ডিক্রি জারি করার জন্য পাঠানো বা স্থানান্তর করা হয়েছে। ডিক্রি জারিকারি আদালতের ডিক্রির বিষয়বস্তুর বাইরের কোনো বিষয় বিবেচনা করার এখতিয়ার থাকবে না। ডিক্রী জারির জন্য স্থানান্তর। ধারা- ৩৯ নিম্ন বর্ণিত ক্ষেত্রে ডিক্রী প্রদানকারী আদালত ডিক্রী জারির জন্য স্থানান্তর করতে পারেন। ১। যার বিরুদ্ধে ডিক্রী দেয়া হয়েছে, সে যদি অন্য আদালতের স্থানীয় এখতিয়ারে বসবাস বা ব্যবসা বা ব্যক্তিগত লাভজনক কাজ করেন। ২। ডিক্রীদানকারী আদালতের স্থানীয় সীমানার মধ্যে ডিক্রীর দাবি পূরনের জন্য উক্ত ব্যক্তির পর্যাপ্ত সম্পত্তি না থাকলে এবং অন্য আদালতের এখতিয়ারে সম্পত্তি থাকলে। ৩। ডিক্রীতে অন্য আদালতের এখতিয়ারে থাকা সম্পত্তি বিক্রয়ের বা প্রদানের নির্দেশ থাকলে। ৪। ডিক্রী আদালত অন্য যেকোন কারনে স্থানান্তর করতে পারে। ডিক্রী স্থানান্তরের আবেদন কে করবেন ১। মামলার পক্ষসমূহ অথবা ২। আদালত নিজেই (Suo motu/ own motion)। যে আ...