Skip to main content

Posts

Showing posts from February 15, 2022

আদেশ ২০ রায় ডিক্রী দেওয়ানী কার্যবিধি আইন

Order 20 Judgement and Decree Civil Procedure Code আদেশ ২০ রায় এবং ডিক্রী দেওয়ানী কার্যবিধি আইন আদেশ ২০ বিধি ১ রায় কখন ঘােষিত হয় পক্ষগণের বা তাদের আইনজীবীগণের উপর যথাযথ বিজ্ঞপ্তি প্রদান করার পর প্রকাশ্য মােকদ্দমার শুনানী সমাপ্ত হবার পর আদালতে তৎক্ষণাৎ বা ভবিষ্যতে কোন দিন আদালতে রায় ঘােষণা করবে। আদেশ ২০ বিধি ১ বিধির বিশ্লেষণ দেওয়ানি মামলার ষষ্ঠ পর্যায়: রায় এবং ডিক্রী ষষ্ঠ পর্যায় (Sixth Stage) ১৯০৮ সনের দেওয়ানি কার্যবিধির ২০ নং আদেশের ১নং বিধির বিধান মতে, মামলার শুনানী সমাপ্ত হওয়ার পর আদালত তৎক্ষণাৎ অথবা পরবর্তী কোন তারিখে প্রকাশ্যভাবে মামলার রায় প্রদান করবেন। একই আদেশের ৬নং বিধির (১) নং উপবিধিতে বলা হয়েছে যে, রায়ের সাথে সামঞ্জস্য রাখিয়া ডিক্রীদান করতে হবে। (The Decree shall then be drawn up in accordance with the judgment). এই উপবিধি মতে, ডিক্রীতে মামলার নম্বর, পক্ষগণের নাম ও পরিচয় এবং দাবির বিবরণ উল্লেখ করতে হবে। এই বিধির (২) নং উপবিধি মতে, মামলার খরচার পরিমাণ এবং তা কি অনুপাতে, কে বহন করবে কিংবা কোন সম্পত্তি হতে তা নির্বাহ করা হবে, ডিক্রীতে তা অবশ্যই উল্লেখ করতে হবে।...

আদেশ ১৯ এফিডেভিট দেওয়ানী কার্যবিধি আইন হলফনামা শপথ

Order 19 Affidavits Civil Procedure Code আদেশ ১৯ এফিডেভিট দেওয়ানী কার্যবিধি আইন আদেশ ১৯ বিধি ১ শপথনামার দ্বারা কোন বিষয় প্রমাণ করতে আদেশ দেয়ার ক্ষমতা কোন আদালত যেকোন কারণে যথেষ্ট যুক্তি থাকলে আদেশ প্রদান করতে পারে যে, কোন বিশেষ তথ্য বা তথ্যগুলাে শপথনামার দ্বারা প্রমাণ করা যেতে পারে বা কোন সাক্ষীর শপথনামা আদালত যুক্তিসঙ্গত মনে করে এরূপ শর্তের উপর শুনানীর সময় পাঠ করা যেতে পারে। তবে শর্ত হল যে, যেক্ষেত্রে আদালতের কাছে এটা প্রতীয়মান হয় যে, যে কোন পক্ষ সাক্ষীকে জেরা করার জন্য কোন সাক্ষীকে হাজির করাতে অকৃত্রিমভাবে ইচ্ছুক এবং উক্তরূপ সাক্ষীকে হাজির করা যেতে পারে, সেক্ষেত্রে সে সাক্ষীর সাক্ষ্য শপথনামার দ্বারা প্রদান করার জন্য আদেশ দেয়া যাবে না। আদেশ ১৯ বিধি ১ বিধির বিশ্লেষণ হলফনামা (Affidavit) ধারা-১৩৯ ও আদেশ ১৯ হলফনামা (Affidavit) বা শপথনামা সম্পর্কিত বিধান বর্নিত আছে দেওয়ানি কার্যবিধির ১৩৯ ধারায় এবং ১৯ আদেশে। এফিডেভিটের শপথ কে পরিচালনা করবেন ধারা ১৩৯ ক) যে কোন আদালত বা ম্যাজিস্ট্রেট খ) যে কোন অফিসার বা অপর কোন ব্যক্তি যাকে সুপ্রীম কোর্ট হলফনামার শপথ পরিচালনা করার জন্য নিয়ােগ প্রদ...

Order 18 Hearing of Suit Examination of Witnesses আদেশ ১৮ মামলা শুনানী সাক্ষীদের পরীক্ষা

Order 18 Hearing of the Suit & Examination of Witnesses  আদেশ ১৮ মামলা শুনানী ও সাক্ষীদের পরীক্ষা। দেওয়ানী কার্যবিধি আইন আদেশ ১৮ বিধি ১ মামলা শুনানী আরম্ভ করার অধিকার বিবাদী বাদী দ্বারা আনীত অভিযােগে বর্ণিত তথ্যগুলাে স্বীকার না করলে বাদীপক্ষ আরম্ভ করার অধিকার রাখে এবং যদি বিবাদী প্রতিবাদ করে যে আইনগত প্রশ্নে বা বিবাদী দ্বারা অভিযুক্ত কতক অতিরিক্ত তথ্যের প্রেক্ষিতে বাদী তার প্রার্থীত প্রতিকারের কোন অংশ পাবার অধিকারী নয় তবে বিবাদীর আরম্ভ করার অধিকার রয়েছে। আদেশ ১৮ বিধি ১ বিধির বিশ্লেষণ দেওয়ানি মামলার পঞ্চম পর্যায় মামলার পঞ্চম পর্যায় (Five Stage)  দেওয়ানি মামলা রুজুর পঞ্চম পর্যায় হল, মামলার শুনানী সাক্ষগিণের জবানবন্দী গ্রহণ এবং সওয়াল জবাব। (Hearing of the suit and examination of witnesses and Argunments). যে সকল পর্যায়ের মধ্যে দিয়ে দেওয়ানি মামলা অগ্রসর হয়; তন্মধ্যে পঞ্চম পর্যায়ের স্থান বিশেষভাবে প্রণিধানযােগ্য। দেওয়ানি কার্যবিদর ১৮নং আদেশের ১নং বিধিতে বলা হয়েছে যে, প্রত্যেক দেওয়ানি মামলার বাদী পক্ষ সর্বপ্রথম আদালতে তার বক্তব্য পেশ করবেন। কিন্তু বিবাদী পক্ষ ...

Order 17 Adjournments Civil Procedure Code আদেশ ১৭ মুলতবী দেওয়ানী কার্যবিধি আইন

Order 17 Adjournments Civil Procedure Code আদেশ ১৭ মুলতবী দেওয়ানী কার্যবিধি আইন আদেশ ১৭ বিধি ১ আদালত সময় অনুমােদন করতে এবং শুনানী মুলতবী রাখিতে পারে  ১) যথেষ্ট কারণ দর্শাইলে আদালত মামলার যেকোন স্তরে পক্ষগণের বা তাদের কোন পক্ষকে সময় অনুমােদন করতে পারে এবং সময় সময় মামলার শুনানী মূলতবী রাখিতে পারে। ২) মূলতবীর খরচ  উক্তরূপ প্রত্যেক ক্ষেত্রে আদালত মামলাটির পরবর্তী শুনানীর জন্য তারিখ নির্দিষ্ট করবে এবং মূলতবী ঘটিত ব্যয় সম্পর্কে আদালত যথাযথ মনে করে এরূপ আদেশ প্রদান করতে পারেন। তবে শর্ত হল যে, একবার শুনানী শুরু হয়ে থাকলে, আদালত কারণ লিখিত করে পরবর্তী দিন ছাড়াইয়া শুনানী মুলতবী রাখার দরকার মনে না করলে মামলার শুনানী হাজির সব সাক্ষীদের পরীক্ষা গ্রহণ না হওয়া পর্যন্ত দিনের পর দিন ক্রমাগতভাবে চলতে থাকবে। ৩) উপ-বিধি (১) এবং (২) এ যা কিছুই থাকুক না কেন, কোন পক্ষের অনুরােধে আদালত কোন মামলায় দোতরফা শুনানীর আগে ছয়টিরও বেশি মূলতবী অনুমােদন করবে না এবং কোন পক্ষের যথাযথ সীমার বাহিরে মূলতবী অনুমােদন করলে উক্ত পক্ষকে এটা দ্বারা নির্ধারিত সময়ের ভিতর অন্যূন দুইশত টাকা এবং অনুর্ধ্ব এক হাজা...