Skip to main content

Posts

Showing posts from February 13, 2022

Video Article Preposition Phrase Clause

আদেশ ১৩ দলিল দাখিল আটক ফেরত

Order 13 Production, Impounding and Return of Documents আদেশ ১৩ দলিল দাখিল, আটক এবং ফেরত আদেশ ১৩ বিধি ৩ অপ্রাসঙ্গিক বা অগ্রহণযােগ্য দলিলাদি অগ্রাহ্য মােকদ্দমার যে কোন পর্যায়ে আদালত যদি মনে করে যে, কোন একটি দলিল অপ্রাসঙ্গিক বা অন্যভাবে অগ্রহণযােগ্য, তবে অগ্রাহ্যের হেতু রেকর্ডপূর্বক আদালত উক্ত দলিল অগ্রাহ্য করতে পারবে। আদেশ ১৩ বিধি ৪ সাক্ষ্যে গৃহীত দলিলাদির উপর পৃষ্ঠলেখ ১) পরবর্তী বিধির বিধান সাপেক্ষে, মামলার সাক্ষ্য গৃহীত হয়েছে, এরূপ সব দলিলের উপর নিম্নবর্ণিত বিষয়গুলাে পৃষ্ঠলেখ হবে ক) মামলার সংখ্যা ও শিরােনামা, খ) দলিল দাখিলকারীর লােকের নাম, গ) যে তারিখে তা পেশ করা হয়েছিল সে তারিখ, এবং ঘ) তা গৃহীত হয়েছিল বলে বিবৃতি; এবং বিচারক দ্বারা সহিকৃত এবং স্বাক্ষরিত হবে। ২) যেক্ষেত্রে কোন হিসাব বহি, হিসাব বা নথির লিখন উক্তরূপে গৃহীত হয়, এবং যদি পরবর্তী বিধি অনুযায়ী মূল দলিলের পরিবর্তে নকল পেশ করা হয়ে থাকে, তা হলে উপরিউক্ত বিবরণগুলি সে নকলের উল্টাপিঠে লিখিতে হবে এবং সে উল্টাপৃষ্ঠের লিখন বিচারক দ্বারা সহিযুক্ত বা অদ্যক্ষরযুক্তভাবে স্বাক্ষরিত হতে হবে। আদেশ ১৩ বিধি ৫ বহি, হিসাব এবং নথিতে গৃহ

আদেশ ১২ স্বীকৃতি স্বীকারোক্তি দেওয়ানী কার্যবিধি আইন

Order 12 Admissions Civil Procedure Code আদেশ ১২ স্বীকৃতি বা স্বীকারোক্তি দেওয়ানী কার্যবিধি আইন আদেশ ১২ বিধি ১ মামলায় স্বীকারের নোটিশ মোকদ্দমার যে কোন পক্ষ তার আরজি জবাবের দ্বারা বা লিখিত অপর উপায়ে অপর কোনো পক্ষের মামলা সামগ্রিক বা আংশিকভাবে স্বীকার করে বলে নােটিশ প্রদান করতে পারে। আদেশ ১২ বিধি ১ বিধির বিশ্লেষণ (Admission) মামলার এক পক্ষ, অপর পক্ষকে মামলা স্বীকার বা দলিল স্বীকার বা ঘটনা স্বীকার করার জন্য লিখিত নােটিশের মাধ্যমে আহ্বান করতে পারেন। স্বীকৃতি বা স্বীকারোক্তি ৩ প্রকারঃ ১ আরজি-জবাবের মাধ্যমে স্বীকারােক্তি। ২। সম্মতি দ্বারা স্বীকৃতি। ৩ নোটিশ দ্বারা স্বীকারােক্তি। মামলা স্বীকার বিধি-১, আদেশ-১২ মোকদ্দমার যে কোন পক্ষ তার আরজি বা জবাবের (Pleadings) দ্বারা বা অন্য কোনভাবে লিখিতভাবে অপর কোন পক্ষের মামলার সবটুকু অংশ বা আংশিক স্বীকার করে নিতে পরে। দলিল স্বীকার বিধি-২, আদেশ-১২ যখন কোন পক্ষ অপর পক্ষকে কোন দলিল স্বীকার করার জন্য নােটিশ জারি করে, তখন নােটিশ জারির তারিখ থেকে ১৫ দিনের মধ্যে যদি অপর পক্ষ উক্ত দলিল স্বীকার করতে অস্বীকার করে বা অবহেলা করে তাহলে উক্ত অস্বীকারকারী বা অবহেলা