- Get link
- X
- Other Apps
Order 13 Production, Impounding and Return of Documents আদেশ ১৩ দলিল দাখিল, আটক এবং ফেরত আদেশ ১৩ বিধি ৩ অপ্রাসঙ্গিক বা অগ্রহণযােগ্য দলিলাদি অগ্রাহ্য মােকদ্দমার যে কোন পর্যায়ে আদালত যদি মনে করে যে, কোন একটি দলিল অপ্রাসঙ্গিক বা অন্যভাবে অগ্রহণযােগ্য, তবে অগ্রাহ্যের হেতু রেকর্ডপূর্বক আদালত উক্ত দলিল অগ্রাহ্য করতে পারবে। আদেশ ১৩ বিধি ৪ সাক্ষ্যে গৃহীত দলিলাদির উপর পৃষ্ঠলেখ ১) পরবর্তী বিধির বিধান সাপেক্ষে, মামলার সাক্ষ্য গৃহীত হয়েছে, এরূপ সব দলিলের উপর নিম্নবর্ণিত বিষয়গুলাে পৃষ্ঠলেখ হবে ক) মামলার সংখ্যা ও শিরােনামা, খ) দলিল দাখিলকারীর লােকের নাম, গ) যে তারিখে তা পেশ করা হয়েছিল সে তারিখ, এবং ঘ) তা গৃহীত হয়েছিল বলে বিবৃতি; এবং বিচারক দ্বারা সহিকৃত এবং স্বাক্ষরিত হবে। ২) যেক্ষেত্রে কোন হিসাব বহি, হিসাব বা নথির লিখন উক্তরূপে গৃহীত হয়, এবং যদি পরবর্তী বিধি অনুযায়ী মূল দলিলের পরিবর্তে নকল পেশ করা হয়ে থাকে, তা হলে উপরিউক্ত বিবরণগুলি সে নকলের উল্টাপিঠে লিখিতে হবে এবং সে উল্টাপৃষ্ঠের লিখন বিচারক দ্বারা সহিযুক্ত বা অদ্যক্ষরযুক্তভাবে স্বাক্ষরিত হতে হবে। আদেশ ১৩ বিধি ৫ বহি, হিসাব এবং নথিতে গৃহ...