Skip to main content

Posts

Showing posts from February 12, 2022

Video Article Preposition Phrase Clause

আদেশে ১১ প্রশ্নমালা দ্বারা উদঘাটন দেওয়ানী কার্যবিধি আইন

Order 11 Discovery and Inspection Civil Procedure Code আদেশে ১১ প্রশ্নমালা দ্বারা উদঘাটন দেওয়ানী কার্যবিধি আইন বিধি ১ প্রশ্নমালা দ্বারা উদঘাটন কোন মামলায় বাদী বা বিবাদীপক্ষ অপর পক্ষগুলােকে বা তাদের ভিতর একজন বা একাধিক জনকে পরীক্ষা করার জন্য আদালতের অনুমতিক্রমে, বিচার্য বিষয় প্রণয়নের তারিখ হতে দশ দিনের ভিতর লিখিতরূপে প্রশ্নমালা প্রদান করতে পারে এবং অনুরূপ প্রশ্নমালা প্রদান করা হলে তার ভিতর কোন কোন প্রশ্নের উত্তর অনুরূপ লােকের কাউকে প্রদান করতে হবে তা প্রশ্নমালার পাদটিকায় লিখিত থাকবে। তবে শর্ত হল যে, কোন পক্ষ অপর পক্ষকে আদালতের আদেশ ছাড়া এক প্রস্থের বেশি প্রশ্নমালা প্রদান করবে না। তবে আরও শর্ত থাকে যে, মামলার সাথে কোনভাবেই সম্পর্কীত নয়, এরূপ প্রশ্নমালা সাক্ষীর মৌখিক জেরায় জিজ্ঞাসা করা চলিলেও এইক্ষেত্রে তা অবান্তর বলে পরিগণিত হবে। আদেশে ১১ বিধি ১ এর বিশ্লেষণ (Discovery and Inspection) মােকদ্দমার এক পক্ষ অপর পক্ষকে মামলার বিষয়ে লিখিতভাবে প্রশ্ন করতে পারেন এবং উক্ত প্রশ্নের প্রেক্ষিতে অপর পক্ষকেও লিখিত ভাবে উত্তর দিতে হয়। এরুপ প্রশ্নের মাধ্যমে কোন ঘটনার উদঘাটন করা হয়। আরজি ও ল

আদেশ ১০ আদালত দ্বারা উভয় পক্ষের জবানবন্দী

Order 10 Examination of Parties by the Court Civil Procedure Code আদেশ ১০ আদালত দ্বারা উভয় পক্ষের জবানবন্দী গ্রহণ দেওয়ানী কার্যবিধি আইন Examination of Parties by the Court আদালত দ্বারা উভয় পক্ষের জবানবন্দী গ্রহণ আদেশ ১০ বিধি ১ আরজি জবাবের অভিযােগাদি স্বীকৃত না অস্বীকৃত তা ধার্য আদালত মামলার প্রথম শুনানীতে প্রত্যেক পক্ষ বা পক্ষের আইনজীবী হতে ধার্য করবে যে, একপক্ষ অপর পক্ষের আরজিতে বা লিখিত বিবৃতিতে (যদি থাকে) রচিত তথ্যগত উক্তি গুলাে স্বীকার না কি অস্বীকার করে, এবং যা সংশ্লিষ্ট পক্ষ দ্বারা প্রকাশ্য বা দরকারি অর্থে স্বীকৃত বা অস্বীকৃত হয় নাই। আদালত একই ধরনের স্বীকৃতি বা অস্বীকৃতিগুলাে রেকর্ড করবে। আদেশ ১০ বিধি ২ পক্ষ বা পক্ষের সহযােগীর মৌখিক জবানবন্দী মােকদ্দমার প্রথম শুনানীতে বা পরবর্তী কোন শুনানীতে স্বয়ং হাজির কোন পক্ষ বা আদালতে হাজির কেউ বা পক্ষ বা পক্ষের আইনজীবীর সাথে অবস্থানরত এমন কোন লােক মামলা সম্বন্ধে যদি কোন দরকারি প্রশ্নের উত্তর প্রদানে সক্ষম হয়, তবে মৌখিকভাবে তার জবানবন্দী আদালত দ্বারা গ্রহণ করা যাবে, এবং উক্তরূপ জবানবন্দী গ্রহণ করার সময়ে, আদালত যদি সঙ্গত মনে করেন, তবে