Skip to main content

Posts

Showing posts from February 9, 2022

Essay - A Journey by Boat রচনা - নৌকা ভ্রমণ

Order 6 Pleadings প্লিডিংস আরজি জবাব দেওয়ানী কার্যবিধি আইন

Order 6 Pleadings Generally Civil Procedure Law আদেশ  ৬ - প্লিডিংস (আরজি বা জবাব) দেওয়ানী কার্যবিধি আইন আদেশ ৬ বিধি ১ থেকে বিধি ১৮ বিধি ১ আরজি জবাব আরজি জবাব বলতে আরজি বা লিখিত বিবৃতিকে বুঝাবে । আদেশ ৬ ১ বিধির বিশ্লেষণ আরজি ও জবাব কাকে বলে? আরজি ও জবাবকেই বলা হয় প্লিডিংস। দেওয়ানি প্রকৃতির প্রত্যেক মামলার বাদীকে তথ্যসংক্রান্ত প্রমাণাদির ভিত্তিতে একটি আরজি উপস্থাপন করতে হয় এবং বিবাদীকে তার প্রতিপক্ষের জবাব হিসাবে লিখিতভাবে একটি বিস্তৃতি প্রদান করতে হয়। অতএব, আরজি ও জবাবের সমস্বয়ে প্লিডিং গঠিত হয়। অরজি বলতে কোন বাদী কর্তৃক আনীত কোন বিশেষ দাবি সম্বলিত এমন এক বিবৃতিকে বুঝার, যা বাদী কর্তৃক লিখিতভাবে পেশ করা হয়, এবং যাতে প্রয়ােজনীয় সকল বিস্তৃতি বিবরণসহ নালিশে পেশ করা হয়, এবং যাতে প্রয়ােজনীয় সকল বিবৃতি বিবরণসহ নালিশের কারণ উল্লেখ করে আদালতে একটি মামলা রুজু করা হয়। কিন্তু জবাব বলতে বিবাদীর আত্মপক্ষ সমর্থনকারী এমন এক লিখিত বিবৃতিকে বুঝায়, যার ভিত্তিতে একজন বিবাদী তার প্রতিপক্ষ কর্তৃক তারই বিরুদ্ধে আরজি বলে উত্থাপিত অভিযােগের প্রতিটি প্রয়ােজনীয় তথ্য সম্বলিত বক্তব্য পেশ করে...