Skip to main content

Posts

Showing posts from February 6, 2022

Inherent Powers of Court আদালতের সহজাত ক্ষমতা ধারা ১৫১ দেওয়ানী কার্যবিধি আইন

 Inherent Powers of Court আদালতের সহজাত ক্ষমতা বা অন্তর্নিহিত ক্ষমতা ধারা ১৫১ আদালতের সহজাত ক্ষমতা বা অন্তর্নিহিত ক্ষমতা ন্যায় বিচারের স্বার্থে বা আদালতের কার্যপ্রণালীর অপব্যবহার রোধ করার জন্য প্রয়োজনীয় আদেশ দানের ব্যাপারে, আদালতের যে সহজাত ক্ষমতা বা অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে, এই আইনের কোন বিধানই তা সীমাবদ্ধ বা অন্যভাবে খর্ব করবে বলে পরিগণিত হবে না। ১৫১ ধারার বিশ্লেষণ অন্তর্নিহিত ক্ষমতার বা সহজাত ক্ষমতা বলতে কি বুঝায়? দেওয়ানি আদালতের অন্তর্নিহিত ক্ষমতা বলতে কোন দেওয়ানি আদালত কর্তৃক ন্যায়সঙ্গতভাবে বিচারকার্য পরিচালনা করার উদ্দেশ্যে তার উপর অর্পিত বিশেষ এখতিয়ারসম্পন্ন ক্ষমতা প্রয়ােগ করার অধিকারকে বুঝায়। কেবলমাত্র ন্যায় বিচার নিশ্চিত করার প্রয়ােজনে অথবা আদালতের অপব্যবহার বিশেষ অন্তর্নিহিত ক্ষমতা বা সহজাত ক্ষমতা প্রয়ােগ করে থাকেন। কিন্তু যেক্ষেত্রে ন্যায়সঙ্গতভাবে সুবিচারের জন্য অথবা আদালতের কার্যধারার অপব্যবহার রােধ করার প্রয়ােজনীয়তা দেখা না দেয়, সেক্ষেত্রে দেওয়ানি আদালত তার অন্তর্নিহিত বা সহজাত এখতিয়ার প্রয়ােগ করতে পারবে না। অর্থাৎ এইরপ ক্ষমতা প্রয়ােগ করার...

ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি

Miscellaneous - Civil Procedure Law দেওয়ানী কার্যবিধি আইন ধারা ১৩২ হতে ১৫০ Section 132 Exemption of certain moment from personal appearance ধারা ১৩২। কতিপয় মহিলার ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি  ১) দেশের প্রথা ও রীতি মােতাবেক যেই সমস্ত মহিলাকে জনসমক্ষে উপস্থিত হওয়ার জন্য বাধ্য করা উচিত নয়, উক্তরূপ মহিলা ব্যক্তিগতভাবে আদালতে হাজির হতে অব্যাহতি পাবে। ২) এই আইন দ্বারা কোন মহিলাকে গ্রেফতারের ব্যাপারে যেক্ষেত্রে কোন নিষিদ্ধতা নাই, সে ক্ষেত্রে দেওয়ানি পরােয়ানা জারিতে গ্রেফতার হতে উক্তরূপ স্ত্রীলােক অব্যাহতি পাবে বলে এখানে উল্লেখিত কোন কিছু হতে বিবেচনা করা যাবে না। ১৩২ ধারার বিশ্লেষণ বাংলাদেশে এমন অনেক মহিলা আছে যারা কঠোর পর্দা করে থাকেন। তারা সাধারণতঃ পর-পুরুষের সম্মুখে বাহির হন না। এই সকল মহিলাকে এই বিধি আদালতে ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার দায়িত্ব হতে অব্যাহতি দিয়েছে। দেশের প্রচলিত রীতি ও পদ্ধতিকে সম্মান করাই এই ধারার উদ্দেশ্য। এই ধারার অধীনে কোন পর্দানশীন মহিলাকে ব্যক্তিগত উপস্থিতি হতে যে অব্যাহতি দেয়া হয়েছে আদালত তা অস্বীকার করতে পারেন না। তবে অব্যাহতির মানে এই নয় যে, সে আ...