Skip to main content

Posts

Showing posts from February 5, 2022

Essay - A Journey by Boat রচনা - নৌকা ভ্রমণ

বিধিগুলাে ধারা ১২১ থেকে ১২৮ প্রথম তফসিলের বিধিগুলাের প্রভাব

Rules Section 121 to 128 Civil Procedure Code বিধিগুলাে ধারা ১২১ থেকে ১২৮ দেওয়ানী কার্যবিধি আইন ধারা ১২১। প্রথম তফসিলের বিধিগুলাের প্রভাব প্রথম তফসিলের উল্লেখিত বিধিমালা এই খন্ডের বিধানগুলাে অনুসারে রদ বা পরিবর্তিত না হওয়া পর্যন্ত এই প্রধান অংশ রূপে বিধিবদ্ধ হওয়ার মতই প্রভাবযুক্ত হবে । ১২১ ধারার বিশ্লেষণ দেওয়ানি কার্যবিধিতে সর্বসাকুল্যে ধারা ১৫৮টি ও এই বিধির প্রথম তফসিলে ৫১টি আদেশ আছে। ধারাগুলিতে যা বলা হয়েছে, আদেশে তা বিশদ বর্ণনা করা হয়েছে। আদেশগুলি ধারার মতই শক্তিশালী। তবে আদেশগুলি পরিবর্তনীয়। ধারা ১২২। বিধিমালা প্রণয়নে সুপ্রীম কোর্টের ক্ষমতা  সুপ্রীমকোর্ট পূর্বকালীন প্রকাশনার পর সময় সময় সুপ্রীমকোর্টেও প্রত্যেক বিভাগের কার্যপদ্ধতি এবং তার তত্ত্বাবধান সাপেক্ষে দেওয়ানি আদালত গুলাের কার্যপদ্ধতি নিয়ন্ত্রণপূর্বক বিধিমালা তৈরি করতে পারেন, এবং এরূপ প্রণীত বিধিমালা দ্বারা প্রথম তফসিলের সমস্ত বা যে কোন বিধিমালা রদ, পরিবর্তন বা সংযােজন করতে পারেন। ১২২ ধারার বিশ্লেষণ দেওয়ানি কার্যবিধির অন্তর্ভুক্ত ৫১টি আদেশ বাতিল, সংশােধন বা সংযােজন করার ক্ষমতা সুপ্রীম কোর্টকে দেয়া হয়েছে। ত...

কেবল হাইকোর্ট বিভাগ সম্পর্কে বিশেষ বিধান

Section 116 to 120 Special provisions relating to High Court Division Civil Procedure Code ধারা 116 থেকে 120 বিচারীক কমিশনার নয়, কেবল হাইকোর্ট বিভাগ সম্পর্কে বিশেষ বিধান দেওয়ানী কার্যবিধি আইন ধারা ১১৬। এই (নবম) খন্ড কেবলমাত্র হাইকোর্ট বিভাগের প্রয়ােগযােগ্য এই খন্ড কেবলমাত্র হাইকোর্ট বিভাগের ক্ষেত্রে প্রয়ােগযােগ্য । ধারা ১১৭। হাইকোর্ট বিভাগের ক্ষেত্রে এই আইনের প্রয়ােগ এই খন্ড বা ১০ম খন্ড বা বিধিমালায় উল্লেখিত বিধানগুলাে ছাড়া এই আইনের বিধানগুলােও হাইকোর্ট বিভাগগের ক্ষেত্রে প্রয়ােগযােগ্য হবে। ১১৭ ধারার বিশ্লেষণ এই ধারার সাথে এই কার্যবিধির ধারা ১২০ এবং ২৯ মিলিয়ে পড়তে হবে। ধারা ১১৮। মামলার খরচ নির্ধারণের পূর্বে ডিক্রী জারি যেক্ষেত্রে কোন হাইকোর্ট বিভাগ ইহা গুরুত্বপূর্ণ মনে করে যে উহার মূল দেওয়ানি এখতিয়ার প্রয়ােগকালে প্রদত্ত ডিক্রী মামলার দায়মুক্ত খরচ নিরূপণ করার পূর্বেই জারি করা উচিত, সে ক্ষেত্রে আদালত ব্যয়ের সাথে ডিক্রী যতদূর বিষয়ক তা ছাড়া ডিক্রীটি অবিলম্বে জারি করা হবে বলে এবং খরচের সাথে ডিক্রী যতদূর বিষয়ক তা করারােপ দ্বারা খরচের অংক নিরূপণ হওয়ার সঙ্গে সঙ্গেই ডিক্রী জ...