Skip to main content

Posts

Showing posts from February 3, 2022

Video Article Preposition Phrase Clause

ধারা ৯৪ অতিরিক্ত কাৰ্যব্যবস্থা দেওয়ানি কার্যবিধি আইন

 Section 94 Supplemental Proceedings Civil Procedural Law ধারা ৯৪। অতিরিক্ত কাৰ্যব্যবস্থা। দেওয়ানী কার্যবিধি আইন ধারা ৯৪। অতিরিক্ত কাৰ্যব্যবস্থা নির্ধারিত থাকলে ন্যায় বিচার পরাভূত নিরােধ করতে আদালত ক) বিবাদীকে গ্রেফতার করার পরােয়ানা জারি করা এবং আদালতে তার উপস্থিতির জন্য কোন জামানত প্রদান করবে না তার কারণ দর্শাইবার জন্য তাকে আদালতে হাজির করাতে এবং সে যদি জামানত এর জন্য আদেশ পালনে ব্যর্থ হয়, তবে তাকে দেওয়ানি কারাগারে আটক রাখা; খ) বিবাদী তার কোন সম্পত্তি আদালতে উপস্থিত করানাের জন্য এবং উক্ত সম্পত্তি আদালতের এখতিয়ারে দেওয়ার জন্য জামানত প্রদান করতে নির্দেশ দেয়া বা যে কোন সম্পত্তি ক্রোক করার আদেশ দেওয়া; গ) অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে এবং অমান্য করলে দোষী লােককে দেওয়ানি কারাগারে আটক করা এবং তার সম্পত্তি ক্রোকাবদ্ধ এবং নিলামে বিক্রয় করতে আদেশ প্রদান করা। ঘ) যে কোন সম্পত্তির তত্ত্বাবধায়ক নিযুক্ত করা এবং তার সম্পত্তি ক্রোক ও নিলামে বিক্রয় করে তার কর্তব্য সম্পাদন করতে বাধিত করা; ঙ) আদালতের নিকট ন্যায্য এবং সুবিধাজনক মনে হলে, অনুরূপ অন্তর্বর্তীকালীন আদেশ দান করতে পারে। ধার

Public Nuisances ধারা ৯১ প্রতিনিধিত্বমূলক মামলা গণ উৎপাত

 Section 91 Public Nuisances Representative Suits Civil Procedure Code ধারা ৯১ প্রতিনিধিত্বমূলক মামলা গণ উৎপাত - দেওয়ানী কার্যবিধি আইন ধারা ৯১। গণ উৎপাত Public Nuisances ১) গণউৎপাতের ক্ষেত্রে বিশেষ ক্ষতির কারণ না হলেও অ্যাটর্নি জেনারেল বা অ্যাটর্নি জেনারেল এর লিখিত সম্মতিপ্রাপ্ত দুই বা ততােধিক লােক ঘোষণা এবং নিষেধাজ্ঞা বা মামলার পরিস্থিতির আলােকে অন্যকোন যথাযথ প্রতিকারের জন্য মামলা করতে পারে। ২) এই ধারার বিধান বহির্ভূত মামলা করার অধিকারকে এই ধারার কোন বিধানই সীমিত বা অন্যভাবে প্রভাবিত করবে না। প্রতিনিধিত্বমূলক মামলার ৯১ ধারার বিশ্লেষণ প্রতিনিধিত্বমূলক মামলা রুজু করা যায়- বাংলাদেশের সরকারের অ্যাটর্নি জেনারেলের লিখিত অনুমতিক্রমে এই ধরণের মামলা রুজু করা যায়। ১৯০৮ সনের দেওয়ানি কার্যবিধি আইনের ৯১ ধারায় প্রতিনিধিত্বমূলক মামলার জন্য অ্যাটর্নি জেনারেলের সম্মতির প্রয়ােজনীয়তা সম্বন্ধে বর্ণনা করা হয়েছে ।‌ প্রতিনিধিত্বমূলক মামলা (Representative Suits) রুজু করার বিশেষ কার্যক্রম সম্পর্কে এই আইনের ৯১ (১) ধারায় বিশেষ ধরণের ক্ষতি না হয়ে থাকলেও অ্যাটর্নি জেনারেল অথবা অ্যাটর্নি জেনারেলের লিখ