- Get link
- X
- Other Apps
Section 88 Interpleader Suit Civil Procedure Code ধারা ৮৮ ইন্টারপ্লিডার মামলা দেওয়ানী কার্যবিধি আইন।
Section 88 Interpleader Suit Civil Procedure Code ধারা ৮৮ একাধিক দাবিদার মামলা বা ইন্টারপ্লিডার মামলা দেওয়ানী কার্যবিধি আইন। ধারা ৮৮। ইন্টারপ্লিডার মামলা কখন রুজু করা যেতে পারে যেক্ষেত্রে দুই বা ততােধিক লােক, দায়বদ্ধতা বা মামলার খরচ ছাড়া অন্য কোন স্বার্থ দাবি করে না এবং ন্যায্য দাবিদারের নিকট পরিশােধ বা অর্পণ করতে প্রস্তুত থাকে এরূপ লােকের নিকট হতে একই ঋণ, টাকার অংক বা স্থাবর বা অস্থাবর অন্য সম্পত্তি পরস্পর পরিপন্থী দাবিদার হয়, সেক্ষেত্রে ঐরূপ অন্য লােক কোন লােকের নিকট উহা পরিশােধ অর্পণ করতে হবে সে বিষয়ে আদালতের সিদ্ধান্ত লাভের এবং তার নিজের জন্য ক্ষতিপূরণ লাভের উদ্দেশ্যে সমস্ত দাবিদারদের বিরুদ্ধে ইন্টারপ্লিডার মামলা করতে পারে। তবে শর্ত থাকে যে, সমস্ত পক্ষের অধিকার যা দ্বারা নির্ধারিত হতে পারে, এমন মামলা যেসকল ক্ষেত্রে বিচারাধীন আছে, তদক্ষেত্রে উক্তরূপ ইন্টারপ্লিডার মামলা করা যাবে না। ৮৮ ধারার বিশ্লেষণ ইন্টারপ্লীডার মামলা বলতে কি বুঝ? কে এই ধরণের মামলা রুজু করতে পারে? ইন্টারপ্লীডার মামলার ক্ষেত্রে যে সকল শর্ত থাকতে হবে তা দেওয়ানি কার্যবিধির ৩৫নং আদেশে বিশদভাবে বর্ণনা করা হয়েছে...