Skip to main content

Posts

Showing posts from February 1, 2022

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

Section 88 Interpleader Suit Civil Procedure Code ধারা ৮৮ ইন্টারপ্লিডার মামলা দেওয়ানী কার্যবিধি আইন।

Section 88 Interpleader Suit Civil Procedure Code ধারা ৮৮ একাধিক দাবিদার মামলা বা ইন্টারপ্লিডার মামলা দেওয়ানী কার্যবিধি আইন। ধারা ৮৮। ইন্টারপ্লিডার মামলা কখন রুজু করা যেতে পারে যেক্ষেত্রে দুই বা ততােধিক লােক, দায়বদ্ধতা বা মামলার খরচ ছাড়া অন্য কোন স্বার্থ দাবি করে না এবং ন্যায্য দাবিদারের নিকট পরিশােধ বা অর্পণ করতে প্রস্তুত থাকে এরূপ লােকের নিকট হতে একই ঋণ, টাকার অংক বা স্থাবর বা অস্থাবর অন্য সম্পত্তি পরস্পর পরিপন্থী দাবিদার হয়, সেক্ষেত্রে ঐরূপ অন্য লােক কোন লােকের নিকট উহা পরিশােধ অর্পণ করতে হবে সে বিষয়ে আদালতের সিদ্ধান্ত লাভের এবং তার নিজের জন্য ক্ষতিপূরণ লাভের উদ্দেশ্যে সমস্ত দাবিদারদের বিরুদ্ধে ইন্টারপ্লিডার মামলা করতে পারে। তবে শর্ত থাকে যে, সমস্ত পক্ষের অধিকার যা দ্বারা নির্ধারিত হতে পারে, এমন মামলা যেসকল ক্ষেত্রে বিচারাধীন আছে, তদক্ষেত্রে উক্তরূপ ইন্টারপ্লিডার মামলা করা যাবে না। ৮৮ ধারার বিশ্লেষণ ইন্টারপ্লীডার মামলা বলতে কি বুঝ? কে এই ধরণের মামলা রুজু করতে পারে? ইন্টারপ্লীডার মামলার ক্ষেত্রে যে সকল শর্ত থাকতে হবে তা দেওয়ানি কার্যবিধির ৩৫নং আদেশে বিশদভাবে বর্ণনা করা হয়েছে...

ধারা ৮৩ বিদেশি শাসক রাষ্ট্রদূত কর্তৃক মামলা

বিদেশি রাষ্ট্র কখন মামলা করতে পারে Section 83 Suits by Aliens and by or against Foreign Rulers Ambassadors and Envoys. civil procedure code ধারা ৮৩। বিদেশি দ্বারা এবং বিদেশি শাসক রাষ্ট্রদূত এবং বার্তাবাহক তারা বা তাদের বিরুদ্ধে মামলা। দেওয়ানী কার্যবিধি আইন ধারা ৮৩। বিদেশি কখন মামলা করতে পারে ? ১) সরকারের অনুমতিক্রমে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি দুশমন এবং বিদেশি মিত্র বাংলাদেশের নাগরিক ছিল মর্মে বাংলাদেশের আদালতে মামলা করতে পারবে। ২) উক্তরূপ অনুমতি ছাড়া বাংলাদেশে বসবাসকারী বা বিদেশে বসবাসকারী কোন বিদেশি দুশমন অনুরূপ কোন আদালতে মামলা করতে পারবে না। ব্যাখ্যাঃ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত, বা সামরিক অভিযানে লিপ্ত বিদেশি রাষ্ট্রে বসবাসকারী এবং সরকারের সচিব দ্বারা এতদুদ্দেশ্যে প্রদানকৃত অনুমতি পত্র ছাড়া সে দেশে ব্যবসা পরিচালনাকারী প্রত্যেকে (২) উপ-ধারার উদ্দেশ্যে বিদেশে বসবাসকারী বিদেশি দুশমন বলে পরিগণিত হবে । ধারা ৮৪। বিদেশি রাষ্ট্র কখন মামলা করতে পারে ১) কোন বিদেশি রাষ্ট্র বাংলাদেশে যে কোন আদালতে মামলা করতে পারবে । তবে শর্ত থাকে যে, সে রাষ্ট্র সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত হয়েছে।...

HSC 2022 10th Week English Assignmet An email

HSC 2022 - 10 th Week English assignment Assignment title: An email to the admission committee of Harvard University to obtain a full ride scholarship Answer: An email to the admission committee of Harvard University to obtain a full ride scholarship From: rohit@gmail.com To: universityharvard @gmail.com Subject: Requesting to obtain a full ride Scholarship. Dear Sir, I would like to inform you that I am interested to get a full ride scholarship offered from your university for Bachelor of Science degree. I am glad to know that your university provides the full ride scholarships to the overseas students who are promising and have distinguished academic records. I would like to request you to kindly grant me the full ride scholarship as I have excellent academic records enclosed herewith. I believe I deserve the full ride scholarship. The financial grant will facilitate me to study hard and help me obtain an excellent result from your University. As per the applic...

বিশেষ ক্ষেত্রে মামলা দেওয়ানী কার্যবিধি আইন

বিশেষ ক্ষেত্রে মামলা  Section 79 Suits in Particular Cases Suits by or against the Government of Public Officers in their official capacity. Civil Procedure Law ধারা ৭৯ সরকার বা সরকারি কর্মচারী দ্বারা বা তাদের বিরুদ্ধে পদাধিকার বলে মামলা। দেওয়ানী কার্যবিধি আইন। ধারা ৭৯। সরকার দ্বারা বা তার বিরুদ্ধে মামলা সরকার দ্বারা বা সরকারের বিরুদ্ধে দায়েরকৃত মামলা বাদী বা বিবাদী হিসেবে যে কর্তৃত্বের নাম উল্লেখ করতে হবে তা হচ্ছে বাংলাদেশ। ৭৯ ধারার বিশ্লেষণ প্রতিনিধিত্ব মূলক মামলা সরকারের বিরুদ্ধে রুজু করা যায় কি? প্রতিনিধিত্বমূলক মামলা সরকারের বিরুদ্ধে বা সরকার কর্তৃক বাদী কর্তৃক করতে হবে। ১৯০৮ সনের দেওয়ানি কার্যবিধির ৭৯ ধারায় বলা হয়েছে যে, সরকার কর্তৃক বা তাঁর বিরুদ্ধে কোন মামলা দায়ের করতে হলে বাদী বা বিবাদী হিসাবে বাংলাদেশ নাম উল্লেখ করতে হবে। এইভাবে, এই ধারার বিধান মতে, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কিংবা বাংলাদেশ সরকার কর্তৃক বাদী বা বিবাদী হিসাবে একটি প্রতিনিধিত্বমূলক মামলা রুজু করা যেতে পারে । সরকারের বিরুদ্ধে কিংবা বাংলাদেশ সরকার কর্তৃক কিভাবে মামলা করা যায় এবং কখন ১৯০৮ সনের দেওয়া...

ধারা ৭৫ দেওয়ানী মামলায় কমিশন নিয়োগ সংক্রান্ত বিধি

Section 75 Incidental Procedings - Comissions Civil Procedural Law ধারা ৭৫ আনুষঙ্গিক কার্যক্রম কমিশন নিয়োগ - দেওয়ানী কার্যবিধি আইন ধারা ৭৫। আদালতের কমিশন নিয়ােগে ক্ষমতা নির্ধারিত শর্তাবলি ও সীমাসাপেক্ষে আদালত কমিশন নিয়ােগ করতে পারবেন ক) কোন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য; খ) স্থানীয় তদন্ত অনুষ্ঠানের জন্য; গ) হিসাব পরীক্ষা ও সমন্বয় করতে; অথবা ঘ) বাটোয়ারা করার জন্য। ৭৫ ধারার বিশ্লেষণ আদালত যে সকল বিভিন্ন কাজে কমিশন নিয়ােগ করেতে পারে- আদালত যে সকল বিভিন্ন কাজে কমিশন নিয়ােগ করতে পারেন, সে সম্পর্কে ১৯০৮ সনের দেওয়ানি কার্যবিধির ৭৫ ধারায় সুস্পষ্টভাবে নির্দেশ প্রদান করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে যে, নির্ধারিত শর্তাবলি ও সীমাবদ্ধতা সাপেক্ষে আদলত নিম্নলিখিত উদ্দেশ্য সাধনের জন্যে কমিশন প্রেরণ করতে পারবেন। যেমন: (১) কোন ব্যক্তির জবানবন্দী গ্রহণের জন্য । (২) স্থানীয়ভাবে তদন্ত করার জন্য । (৩) হিসাব পরীক্ষা বা সংশােধনের জন্য ; এবং (8) সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা করার জন্য । ধারা ৭৭। অনুরােধপত্র Letter of Request আদালত কমিশন প্রেরণ করার বিপরীতে অনুরােধ পত্র প্রেরণ করতে পারেন। ধারা ৭৮। ...

ধারা ৬৫ ডিক্রী জারির জন্য সম্পত্তি বিক্রয় সংক্রান্ত বিধান

 Section 65 Sale in execution of decree. Civil Procedure Code ধারা ৬৫ ডিক্রীজারির জন্য সম্পত্তি বিক্রয় এবং ক্রয়কারীর স্বত্ব। দেওয়ানী কার্যবিধি আইন ধারা ৬৫ ডিক্রি জারির জন্য সম্পত্তি বিক্রয় এবং ক্রয়কারীর স্বত্ব যেক্ষেত্রে ডিক্রি জারির জন্য সম্পত্তি বিক্রয় করা হয় এবং এই রূপ বিক্রয় সম্পূর্ণভাবে বহাল হয়েছে, সেক্ষেত্রে বিক্রয়ের সময় হতে ক্রেতার উপর পড়েছে বলে পরিগণিত হবে এবং বিক্রয় চূড়ান্তভাবে নিষ্পন্ন হওয়ার সময় হতে নয়। ৬৫ ধারার বিশ্লেষণ ডিক্রি জারিতে সম্পত্তি নিলাম বিক্রয় হলে এবং ঐ নিলাম বিক্রয় পূর্ণভাবে বহাল হলে বিক্রয়ের তারিখ হতে ঐ সম্পত্তি নিলাম ক্রয়কারী বরাবরে ন্যস্ত হয় কিন্তু তা নিলাম পূর্ণভাবে বহাল হওয়ার তারিখ হতে ক্রয়কারী বরাবর ন্যস্ত হয় না। নিলাম ক্রেতা দায়িকের যাবতীয় স্বত্ব এবং ত্রুটি সমেত প্রাপ্ত। ধারা ৬৬। বাদির পক্ষে খরিদ করা হয়েছে বিধায় ক্রেতার বিরুদ্ধে মামলা করা চলবে না ১) বাদির পক্ষে বা বাদী যার আওতায় দাবি করে এরূপ কারাে পক্ষে খরিদ করা হয়েছিল বলে নির্দিষ্ট হতে পারে, এরূপ পদ্ধতিতে আদালত দ্বারা প্রত্যয়নযুক্ত খরিদসূত্রে স্বত্ব দাবিদারকারী...