Skip to main content

Posts

Showing posts from January 31, 2022

Video Article Preposition Phrase Clause

ধারা ৬০ ডিক্রী জারি সম্পত্তি ক্রোক বিক্রি দেওয়ানী কার্যবিধি আইন

 Section 60 Attachment - Civil Procedure Code ধারা ৬০ ডিক্রীজারিতে সম্পত্তি ক্রোক এবং বিক্রির জন্য দায়ী - দেওয়ানী কার্যবিধি আইন ধারা ৬০ ডিক্রী জারিতে সম্পত্তি ক্রোক এবং বিক্রির জন্য দায়ী নিম্নবর্ণিত সম্পত্তিগুলাে ক্রোক ও বিক্রির জন্য ডিক্রী জারি করা যাবে, যথা জমি, গৃহ বা অপরাপর দালান কোঠা, মালামাল, টাকা, ব্যাংক নােট, চেক, বিল অব এক্সচেঞ্জ, হুন্ডি, প্রমিসরি নােট, ইমারত, সরকারি ঋণপত্র, বন্ড বা অন্যবিধ সিকিউরিটি, দেনা, কোম্পানির শেয়ার এবং অতঃপর এখানে বর্ণিতগুলাে ছাড়া সাব্যস্ত দেনাদারের অন্য সমস্ত প্রকার স্থাবর অস্থাবর বিক্রয়যােগ্য সম্পত্তি বা এরূপ সম্পত্তি যার উপর বা যা হতে প্রাপ্য আয় সাব্যস্ত দেনাদারের নিজের প্রয়ােজনে ব্যয়ের অধিকার রয়েছে, অনুরূপ সম্পত্তি উক্ত সাব্যস্ত দেনাদারের নিজের নামেই থাকুক বা তার জিম্মাদারীতে বা তার অন্য নামেই থাকুক। তবে শর্ত থাকে যে, নিম্নবর্ণিত অনুরূপ জিনিসগুলাে ক্রোক বা নিলামে বিক্রয় করা যাবে না। ক) সাব্যস্ত দেনাদার, তার স্ত্রী এবং সন্তানগণের আবশ্যকীয় পরিধেয় বস্ত্রাদি, রান্নার বাসন-পত্রাদি, বিছানা-পত্র এবং এমন গহনা, যা ধর্মীয় বিধান অনুসারে কোন মহ

ধারা ৫৫ ডিক্রী জারির জন্য গ্রেফতার ও আটক

 ধারা ৫৫ ডিক্রী জারির জন্য গ্রেফতার ও আটক। দেওয়ানী কার্যবিধি আইন। Section 55 Arrest and Detention Civil Procedure Code ধারা ৫৫। ডিক্রী জারির জন্য গ্রেফতার ও আটক (১) যে কোন সময় যেকোন দিনে ডিক্রী জারির জন্য সাব্যস্ত দেনাদারকে গ্রেফতার করা যাবে, ও যথাসম্ভব শীঘ্র তাকে আদালতে উপস্থিত করা যাবে, এবং আটক আদেশদানকারী আদালত যে জেলায় অবস্থিত সে জেলার দেওয়ানি কয়েদে তাকে আটক রাখা যেতে পারে, বা যেক্ষেত্রে এরূপ দেওয়ানি কয়েদ উপযুক্ত স্থান সংকুলান করতে পারে না, সেক্ষেত্রে উক্তরূপ জেলার আদালত দ্বারা আটকাদেশ প্রাপ্ত বা লােকের আটকের জন্য সরকার অন্য যে স্থান নির্ধারণ করতে পারে সে জায়গায় তাকে আটক রাখা যেতে পারে ? তবে প্রথমতঃ শর্ত থাকে যে, এই ধারার আওতায় কাউকেও গ্রেফতার করার উদ্দেশ্যে কোন বাসগৃহে সুর্যাস্তের পর এবং সুর্যোদয়ের পূর্বে প্রবেশ করা যাবে না। দ্বিতীয়ত ও শর্ত থাকে যে, সাব্যস্ত দেনাদারের দখলকৃত বাসগৃহ না হলে ও অস্বীকৃতি না জানাইলে বা উক্ত বাসগৃহে প্রবেশ করতে যে কোন বাধা না দিলে সে কক্ষের বহি:দ্বার ভাঙ্গা যাবে না, কিন্তু যদি গ্রেফতারের ক্ষমতাপ্রাপ্ত অফিসার যে কোন বাসগৃহের যথারীতি প্রবেশ