Skip to main content

Posts

Showing posts from January 28, 2022

Essay - A Journey by Boat রচনা - নৌকা ভ্রমণ

Section 36-46 Execution of Decree Civil Procedure Code ডিক্রি জারি ধারা ৩৬-৪৬

 Section 36-46 Execution of Decree Civil Procedure Code  ধারা ৩৬-৪৬ ডিক্রি জারি আলোচনা দেওয়ানী কার্যবিধি আইন  ধারা ৩৬। ডিক্রি জারি বিষয়ে উক্ত আইনের বিধানগুলো যতদূর সম্ভব প্রয়োগযোগ্য, আদেশ জারির ক্ষেত্রেও প্রয়োগযোগ্য বলে পরিগণিত হবে। ধারা ৩৭। ডিক্রি প্রদানকারী আদালতের সংজ্ঞা যে আদালত ডিক্রি প্রদান করেছেন বলতে বা অনুরূপ কোন বাক্য দ্বারা ডিক্রি জারির ব্যাপারে সংশ্লিষ্ট বিষয় বা প্রসঙ্গের বিপরীত কোন বিধান না থাকলে নিম্মোক্ত রূপ অন্তর্ভুক্ত করে বলে বিবেচিত হবে। ক) জারিযোগ্য ডিক্রি আপিল এখতিয়ার ক্ষমতায় প্রদত্ত হয়ে থাকলে প্রাথমিক আদালত এবং খ) প্রাথমিক আদালত উঠে গিয়ে থাকলে বা ডিক্রি জারি করতে এখতিয়ার বিহীন হয়ে থাকলে ডিক্রি জারি করার আবেদন করার সময় যে আদালতের অনুরূপ মামলার বিচার করার এখতিয়ার ছিল সে আদালত। ৩৭ ধারার বিশ্লেষণ ডিক্রি জারি বিচারকারী আদালতই করবে। অনুরূপ ডিক্রির বিপক্ষে আপিল হলেও এই আপিল আদালতের ডিক্রিটিও মূল আদালতকেই জারি করতে হবে। উচ্চতর আদালতে কোনরূপ আপিল করা হলে সে ক্ষেত্রে মূল আদালতই ডিক্রি জারি করবে। আপিল আদালতের ডিক্রিকে প্রাথমিক আদালতের ডি...

ধারা ৩৪ ৩৫ মামলার খরচ দেওয়ানী কার্যবিধি আইন

Section 34 35 35A 35B Cost of Suit Civil Procedure Code  ধারা ৩৪ ৩৫ ৩৫ক ৩৫খ মামলার খরচ দেওয়ানী কার্যবিধি আইন ধারা ৩৪। সুদ  ১) যেখানে ও যতদূর সম্ভব ডিক্রীটি টাকা পরিশােধ বিষয়ক হলে, সেখানে আদালত তার ডিক্রীতে মামলা দায়েরের পূর্বে কোন সময়ের জন্য আসল টাকার উপর বিচার প্রাপ্ত কোন সুদের অতিরিক্ত, বিচারপ্রাপ্ত আসল টাকার উপর মামলার তারিখ হতে ডিক্রীর তারিখ পর্যন্ত প্রদেয় আদালত যুক্তিসঙ্গত বিবেচনা করে এরূপ হারে সুদ, এবং ডিক্রীর তারিখ হতে টাকা পরিশােধের তারিখ পর্যন্ত বা আদালত সঠিক মনে করে এরূপ আরাে পূর্বের তারিখ হতে টাকা পরিশােধের পূর্ণ টাকার উপর আদালত যুক্তিসঙ্গত বিচার বিশ্লেষণ করে এরূপ হারে আরাে অধিক সুদ দেওয়ার জন্য আদেশ দিতে পারে। ২) যেখানে ডিক্রীর তারিখ হতে টাকা পরিশােধের তারিখ পর্যন্ত বা আরাে পূর্বের তারিখ হতে উপরিউক্ত সকল টাকার উপর অধিক সুদ পরিশােধ বিষয়ক ডিক্রী নীরব থাকে সেখানে আদালত উক্ত সুদ অগ্রাহ্য করেছে বলে পরিগণিত হবে ও এইজন্য পৃথক মামলা চলবে না। ৩৪ ধারার বিশ্লেষণ অর্থের মামলার ক্ষেত্রে মামলার তারিখ থেকে ডিক্রীর তারিখ পর্যন্ত যে সুদ হয়, তা প্রদানের জন্য আদালত ডিক্রীতে...