Skip to main content

Posts

Showing posts from January 25, 2022

Essay - A Journey by Boat রচনা - নৌকা ভ্রমণ

ধারা 20 নালিশের কারণ উদ্ভূত হয় সেখানেই অপরাপর মামলাগুলো রুজুকরণ

 Section 20 Civil Procedure Code Explained ধারা 20 দেওয়ানী কার্যবিধি আইন বিশ্লেষণ দেওয়ানী কার্যবিধি আইন ধারা ২০ - যেইখানে বিবাদী গন বাস করে বা নালিশের কারণ উদ্ভূত হয় সেখানেই অপরাপর মামলাগুলো রুজুকরণ পূর্বে উল্লেখিত সীমাবদ্ধতা সাপেক্ষে, প্রত্যেকটি মামলায় আদালতে রযু করতে হবে যার একটি স্থানীয় সীমারেখার মধ্যে- ক) বিবাদী, বা একাধিক বিবাদী থাকলে, তাদের প্রত্যেকে মামলাটি দায়ের করার সময় প্রকৃতপক্ষে এবং স্বেচ্ছায় বসবাস করে বা ব্যবসা করে বা লাভজনক কাজ করে কিংবা খ) একাধিক বিবাদী থাকলে তাদের কোন একজন মামলা করার প্রাক্কালে প্রকৃতপক্ষে এবং স্ব-ইচ্ছায়, বসবাস করে বা ব্যবসা করে বা ব্যক্তিগতভাবে লাভজনক কাজ করে। তবে শর্ত থাকে যে, এক্ষেত্রে আদালতের পূর্বানুমতি প্রদত্ত হয় বা যে সকল বিবাদী উক্ত বর্ণনা মতে বসবাস করে না, ব্যবসা করে না বা ব্যক্তিগতভাবে লাভজনক কর্ম করে না। মামলা দায়েরের ব্যাপারে তার মৌন সম্মতি প্রদান করে, অথবা গ) মামলার কারণ সম্পূর্ণভাবে বা আংশিকঃ উদ্ভব হয়েছে । দেওয়ানী কার্যবিধি আইন ধারা ২০ এর ব্যাখ্যা ব্যাখ্যা ১। কোন লােকের একস্থানে স্থায়ী বাসস্থান ও অন্য স্থানে অস্থায়ী বা...