Skip to main content

Posts

Showing posts from January 19, 2022

Video Article Preposition Phrase Clause

এডভোকেটশীপ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা দন্ডবিধি

Penal Code 1860 এডভোকেটশীপ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি  MCQ মৌখিক ভাইভা প্রশ্ন উত্তর - দণ্ডবিধি, ১৮৬০ এক নজরে দণ্ডবিধি, ১৮৬০  ১৮৩৪ সালে ভারতীয় উপমহাদেশের প্রথম আইন কমিশন (Law commission) গঠিত হয়। থমাস ব্যবিংটন ম্যাকলে (Lord Macawlay) ছিলেন প্রথম ল কমিশনের চেয়ারম্যান। প্রথম আইন কমিশনকে দণ্ডবিধি আইনের খসড়া (Draft) প্রণয়ন করার দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রথম ল' কমিশনের তৈরিকৃত খসড়াটি ১৮৬০ সালের এই ৬ই অক্টোবর আইনে পরিণত হয় এবং ১৮৬২ সালের ১লা জানুয়ারি Indian Penal Code নামে আইনটি কার্যকর হয়। ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান এই দুই রাষ্ট্র বিভক্ত হওয়ার পরও দণ্ডবিধি আইনটি কার্যকর থাকে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের সৃষ্টির পর ১৯৭২ সালের ২২শে মে জারিকৃত প্রেসিডেন্টের ৪৮নং জরুরি আদেশ বলে পাকিস্তান আমলে চালু দণ্ডবিধি বহাল রাখা হয়। দণ্ডবিধি মূলত একটি মূল আইন (Substantive Law) যা বিভিন্ন ধরনের অপরাধের সংজ্ঞা ও শাস্তির পরিমাণ নিয়ে আলােচনা করে।  পেনাল কোড বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্যসমূহ  প্রথম আইন কমিশন গঠিত হয়-১৮৩৪ সালে প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন-- -লর্