Skip to main content

Posts

Showing posts from January 15, 2022

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

এডভোকেটশীপ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা মৌখিক ভাইভা MCQ সাক্ষ্য আইন The Evidence Act

এডভোকেটশীপ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা মৌখিক ভাইভা MCQ সাক্ষ্য আইন ১৮৭২ The Evidence Act 1872 এক নজরে সাক্ষ্য আইন Sir Henry Sammer Maine (স্যার হেনরি সামার মেইন) ১৮৬৮ সালে সাক্ষ্য আইনের একটি বিল ড্রাফট করেন। কিন্তু ভারতের পরিবেশের সাথে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় তা গৃহিত হয়নি। পরবর্তীতে Sir James Stephen (স্যার জেমস স্টিফেন) ১৮৭১ সালে নতুন একটি সাক্ষ্য আইনের খসড়া তৈরি করেন। এটিই ১৮৭২ সালের ১ নম্বর আইন হিসেবে পাশ হয়। বর্তমানে ১৮৭২ সালের সাক্ষ্য আইনটি বাংলাদেশে প্রচলিত। ১৮৭২ সালের পূর্বে এই উপমহাদেশে কোন পূর্ণাঙ্গ সাক্ষ্য আইন ছিল না। সাক্ষ্য আইন দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলাতে প্রযােজ্য। সাক্ষ্য আইন একটি পদ্ধতিগত আইন (Adjective or Procedural Law)। সাক্ষ্য আইনের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ সর্ব প্রথম সাক্ষ্য আইনের খসড়া প্রস্তুত করেন -- স্যার হেনরি সামার মেইন বর্তমান সাক্ষ্য আইনের খসড়া প্রস্তুত করেন -স্যার জেমস স্টেফেন সাক্ষ্য আইনের মোট ধারা -১৬৭ টি সাক্ষ্য আইনকে যে নামে ডাকা হবে -সাক্ষ্য আইন ১৮৭২ সাক্ষ্য আইনের প্রকৃতি -পদ্ধতিগত (Adjective / Procedural law) সাক্ষ্য আইন কয়টি অংশে বিভক্ত - ৩টি...