- Get link
- X
- Other Apps
বেআইনী সমাবেশের সাধারণ উদ্দেশ্যসমূহ কি কি?
১৪৯ ধারায় সাধারণ উদ্দেশ্য প্রয়োগ সংক্রান্ত নীতি কি কি?
সাধারণ উদ্দেশ্যের শর্তসমূহ কি কি?
বেআইনি সমাবেশে সাধারণ উদ্দেশ্য নিয়ে অংশগ্রহণ এবং উপস্থিতি সংক্রান্ত নীতি কি কি?
অভিন্ন অভিপ্রায় এবং সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য কি কি?
দাঙ্গা [Rioting] কাকে বলে?
দাঙ্গার উপাদান কি কি?
মারামারী [Affray] কাকে বলে?
বেআইনী সমাবেশ এবং দাঙ্গার মধ্যে পার্থক্য কি কি?
দাঙ্গা এবং মারামারির মধ্যে পার্থক্য কি?
গণশান্তির বিরুদ্ধে অপরাধসমূহ কি কি? [Offences against the Public Tranquility]
দণ্ডবিধির ১৪১ থেকে ১৫৯ ধারা পর্যন্ত গণশান্তির বিরুদ্ধে অপরাধসমূহ আলোচনা করা হয়েছে। এই সকল অপরাধগুলোকে নিম্নলিখিত ৩টি ভাগে ভাগ করা যায়।
১. বেআইনী সমাবেশ [Unlawful Assembly]
২. দাঙ্গা (Rioting)
৩. মারামারি [Affray|
বেআইনী সমাবেশ কাকে বলে?
দণ্ডবিধির ১৪১ ধারায় বেআইনী সমাবেশকে সংজ্ঞায়িত করা হয়েছে। পাঁচ (৫) বা পাঁচের অধিক ব্যক্তির সমাবেশ বেআইনী সমাবেশ নামে পরিচিত যদি তাদের মধ্যে ১৪১ ধারায় উল্লেখিত কোন সাধারণ উদ্দেশ্য [Common Objects ] থাকে।
বেআইনী সমাবেশ সংঘটিত হতে হলে নিম্নলিখিত শর্তসমূহ পূরণ করতে হবে-
১. সর্বনিম্ন ৫ বা ৫ এর অধিক সদস্য থাকতে হবে;
২. সমাবেশের উদ্দেশ্য অবশ্যই ১৪১ ধারায় উল্লেখিত সাধারণ উদ্দেশ্যসমূহের [common objects] যেকোন একটি হতে হবে।
বেআইনী সমাবেশের সাধারণ উদ্দেশ্যসমূহ কি কি?
দণ্ডবিধির ১৪১ ধারায় যে সকল উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে সেগুলো সাধারণ উদ্দেশ্য বলে গণ্য হবে। ১৪১ ধারায় ৫ ধরণের সাধারণ উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে। যদি বেআইনী সমাবেশটি হয়-
১. বলপ্রয়োগ করে সরকার বা সরকারী কর্মকর্তাকে ভীত করতে [To overawe government or legislature or public servant by criminal force]
২. আইন বা আইনী প্রক্রিয়া বলবৎকরণে বাধা দেওয়া [to resist execution of law or legal process]
৩. ক্ষতি, অপরাধমূলক অনধিকার প্রবেশ বা অন্যান্য অপরাধ সংঘটন [to commit mischef, trespass or other offences]
৪. সম্পত্তির বলপূর্বক দখল গ্রহণ করতে [to obtain possession of property by criminal force]
৫. অপরাধমূলক বলপ্রয়োগ করে কোন ব্যক্তি যে কাজ করতে বাধ্য না তা করতে বা যে কাজ করতে অধিকারী তা করা হতে বিরত থাকতে বাধ্য করা [to compel any person to do what he is not legally bound to do, or to omit to do what he is legally entitled to do]
এখানে বলে রাখা ভালো যে, বেআইনী সমাবেশের জন্য সর্বনিম্ন ৫ জন ব্যক্তির উপস্থিতি প্রয়োজন। দণ্ডবিধির ১৪১ ধারায় ৫ ধরণের উদ্দেশ্যকে সাধারণ উদ্দেশ্য হিসাবে উল্লেখ করা হয়েছে। বেআইনী সমাবেশ অনুষ্ঠানকারী ব্যক্তিদের ১৪১ ধারায় উল্লেখিত ৫ ধরণের সাধারণ উদ্দেশ্যের যেকোন একটি থাকতে হবে।
১৪৯ ধারায় সাধারণ উদ্দেশ্য প্রয়োগ সংক্রান্ত নীতি কি কি?
বেআইনী সমাবেশের সময় বেআইনী সমাবেশের সদস্যরা সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন করে যে অপরাধ সংঘটন করে, সেই ক্ষেত্রে তাদের দায় কি হবে তা দণ্ডবিধির ১৪৯ ধারায় উল্লেখ করা হয়েছে। ১৪৯ ধারায় বলা হয়েছে, সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে অনুষ্ঠিত অপরাধের জন্য বেআইনী সমাবেশের প্রত্যেক সদস্য দায়ী হবে।
১৪৯ ধারা অনুসারে
১. যদি বেআইনী সমাবেশের কোন সদস্য দ্বারা উক্ত বেআইনী সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে কোন অপরাধ সংঘটন করা হয় বা
২. উক্ত বেআইনী সমাবেশের কোন সদস্য যদি জানতো যে উক্ত সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে এমন অপরাধ সম্ভাবত সংঘটিত হতে পারে।
৩. উক্ত অপরাধ সংঘটনের সময়, প্রত্যেক ব্যক্তি যে উক্ত সমাবেশের সদস্য, সে উক্ত অপরাধের জন্য দায়ী হবে।
সাধারণ উদ্দেশ্যের শর্তসমূহ কি কি?
১৪৯ ধারা প্রয়োগ করতে হলে, নিম্নলিখিত শর্তপূরণ করতে হবে।
ক) একটি বেআইনী সমাবেশ থাকতে হবে। অর্থাৎ ১৪১ ধারায় উল্লেখিত বেআইনী সমাবেশের সকল শর্তপূরণ করতে হবে এবং ১৪১ ধারায় উল্লেখিত সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে এমন বেআইনী সমাবেশ হতে হবে।
খ) এমন সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে,
i. বেআইনী সমাবেশের যেকোন সদস্য কর্তৃক কোন একটি অপরাধ সংঘটিত হতে হবে; বা
ii. বেআইনী সমাবেশের সদস্য হিসাবে, অন্যান্য সদস্যরা জানতো যে এমন অপরাধ সম্ভবত সংঘটিত হতে পারে; তাহলে
গ) উক্ত অপরাধ সংঘটনের সময় যারা বেআইনী সমাবেশের সদস্য ছিল তারা প্রত্যেকেই সংঘটিত অপরাধটির জন্য দায়ী হবে।
বেআইনি সমাবেশে সাধারণ উদ্দেশ্য নিয়ে অংশগ্রহণ এবং উপস্থিতি সংক্রান্ত নীতি কি কি?
১৪৯ ধারা প্রয়োগ করতে হলে প্রকৃত অংশগ্রহণ বা প্রকাশ্য কার্য প্রয়োজনীয় না। অপরাধ সংঘটনে প্রত্যেক সদস্যের অংশগ্রহণ করা প্রয়োজনীয় না বা এটা প্রয়োজনীয় না যে, অপরাধ সংঘটনে প্রত্যেক সদস্য কিছু প্রকাশ্য কার্য করবে। বরং ১৪৯ ধারা প্রয়োগ করা যাবে, যদি এটা প্রমাণ করা যায় যে, বেআইনী সমাবেশের সদস্য হিসাবে অন্যান্য সদস্যরা জানতো যে, এমন অপরাধ সম্ভবত সংঘটিত হতে পারে এবং অপরাধ সংঘটনের সময়ে তারা উক্ত বেআইনী সমাবেশের সদস্য ছিল। এই ক্ষেত্রে কোনো সদস্য সে নিজ হাতে কোন অপরাধ করেছে কিনা সেটা বিবেচ্য বিষয় না বরং সাধারণ উদ্দেশ্য নিয়ে বেআইনী সমাবেশে উপস্থিত ছিল এটাই তাকে দায়ী করার জন্য যথেষ্ট
বেআইনি সমাবেশে সাধারণ উদ্দেশ্যের উদাহরণঃ
৭ জন অভিযুক্ত ব্যক্তি লাঠি এবং বল্লব নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছিল। তাদের মধ্যে শুধুমাত্র ৪ জন্য ব্যক্তি ভিকটিম ফারুক-কে জখম করেছিল এবং এমন জখমের কারণে ফারুক মারা যায়। প্রশ্ন হলো অন্য ৩ জন অভিযুক্ত কি খুনের জন্য দণ্ডবিধির ৩০২/১৪৯ ধারায় দণ্ডিত হবে। আদালত সিদ্ধান্ত প্রদান করে যে, যেহেতু অভিযুক্ত ব্যক্তিরা মারাত্মক অস্ত্র নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছিল, সেহেতু এটা দেখায় যে, তাদের অপরাধ করার সাধারণ উদ্দেশ্য ছিল এবং তারা জানতো যে এমন ধরণের অপরাধ হতে পারে। ফারুককে খুন করার সাধারণ উদ্দেশ্য অভিযুক্তদের ছিল না কিন্তু এটা সাক্ষ্য প্রমাণে পরিষ্কার যে, তাদের যেকোন অপরাধ করার সাধারণ উদ্দেশ্য ছিল। আদালত সিদ্ধান্ত প্রদান করে যে,য সাক্ষ্য প্রমাণে দেখায় যে, ৪ জন প্রকৃতপক্ষে ফারুককে জখম করেছে তবুও অন্য ৩ জন অভিযুক্তও বেআইনী সমাবেশের সদস্য হিসাবে সমানভাবে খুনের জন্য দায়ী হবে যদিও জখমের ক্ষেত্রে অন্য ৩ জনের প্রকৃত কোন অংশগ্রহণ নেই।
অভিন্ন অভিপ্রায় এবং সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য কি কি?
৩৪ ধারা প্রয়োগ করার ক্ষেত্রে সর্বনিম্ন ২ বা ততোধিক ব্যক্তি থাকতে হবে। এমনকি এই সংখ্যা ৫ জনের কমও হতে পারে। ১৪৯ ধারার অধীন সাধারণ উদ্দেশ্য প্রয়োগ করার ক্ষেত্রে সর্বনিম্ন ৫ জন ব্যক্তি থাকতে হবে (৫ বা ততোধিক) ।
৩৪ ধারার নীতি প্রয়োগ করে সর্বনিম্ন ২ জনকে দণ্ডিত করা যায়। ১৪৯ ধারার অধীন ৫ জনের কম ব্যক্তিকে দণ্ডিত করা যায় না।
৩৪ ধারায় অপরাধ সংঘটনে প্রকৃত অংশগ্রহণ lactual participation) থাকতে হবে। এই ক্ষেত্রে উপস্থিতি গুরুত্বপূর্ণ না। ১৪৯ ধারার ক্ষেত্রে অপরাধ সংঘটনে অংশগ্রহণ প্রয়োজনীয় না। সাধারণ উদ্দেশ্য নিয়ে বেআইনী সমাবেশের সদস্য হিসাবে অপরাধ সংঘটনে শুধুমাত্র উপস্থিতিই যথেষ্ট।
১৪১ ধারায় উল্লেখিত সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে বেআইনী সমাবেশের সদস্য যদি উক্ত সাধারণ উদ্দেশ্য ব্যতিত ভিন্ন কোন অপরাধ করে, তাহলে উক্ত ভিন্ন অপরাধের জন্য উক্ত বেআইনী সমাবেশের সকল সদস্য দায়ী হবে। অন্যদিকে যে অপরাধ করার জন্য পূর্ব আলোচনা করা হয়েছে বা সাধারণ অভিপ্রায় আছে, যদি সেই অপরাধটি সংঘটিত হয়, তাহলে ৩৪ ধারা প্রয়োগ করা যাবে। যে অপরাধটি সংঘটনের জন্য পূর্ব আলোচনা বা সাধারণ অভিপ্রায় করা হলো, সেটা ভিন্ন অন্যকোন অপরাধ সংঘটন করা হলে, সেই ক্ষেত্রে ৩৪ ধারা প্রযোজ্য হবেনা এবং প্রত্যেকে পৃথক পৃথকভাবে দায়ী হবে।
দাঙ্গা [Rioting] কাকে বলে?
দণ্ডবিধির ১৪৬ ধারায় দাঙ্গার সংজ্ঞা দেওয়া হয়েছে। বেআইনী সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য শক্তি বা উগ্রতা প্রয়োগ করা হলে, অনুরূপ সমাবেশের প্রত্যেক সদস্য দাঙ্গার অপরাধে দোষী হবে।
দাঙ্গার উপাদান কি কি?
দাঙ্গা হতে হলে একটি বেআইনী সমাবেশ থাকতে হবে। বেআইনী সমাবেশ কর্তৃক বা উক্ত সমাবেশের কোনো সদস্য দ্বারা শক্তি বা উগ্রতা প্রয়োগ করতে হবে। এমন শক্তি বা উগ্রতা প্রয়োগ করা হয়েছে বেআইনী সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য।
মারামারী [Affray] কাকে বলে?
দণ্ডবিধির ১৫৯ ধারায় মারামারীর সংজ্ঞা দেওয়া হয়েছে। যখন দুই বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে ঝগড়া করে গণশান্তি ভঙ্গ করে তখন তারা মারামারি করে বলে গণ্য হবে।
বেআইনী সমাবেশ এবং দাঙ্গার মধ্যে পার্থক্য কি কি?
বেআইনী সমাবেশ এবং দাঙ্গার মধ্যে পার্থক্য হলো প্রত্যেক দাঙ্গার ক্ষেত্রে বেআইনী সমাবেশ থাকে কিন্তু প্রত্যেক বেআইনী সমাবেশের ক্ষেত্রে দাঙ্গা থাকেনা। বেআইনী সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন করতে শক্তি বা উগ্রতা প্রয়োগ করা হলে তা দাঙ্গায় পরিণত হয়।
দাঙ্গা এবং মারামারির মধ্যে পার্থক্য কি?
দাঙ্গার ক্ষেত্রে সর্বনিম্ন ৫ বা ততোধিক সদস্য থাকতে হবে কিন্তু মারামারীর ক্ষেত্রে সর্বনিম্ন ২ বা ততোধিক ব্যক্তি থাকতে হবে। দাঙ্গা যে কোন স্থানে হতে পারে কিন্তু মারামারি অবশ্যই প্রকাশ্য স্থানে হতে হবে। দাঙ্গার ক্ষেত্রে বেআইনী সমাবেশ অপরিহার্য কিন্তু মারামারির ক্ষেত্রে বেআইনী সমাবেশ অপরিহার্য না।
টপিকস
গণশান্তির বিরুদ্ধে অপরাধসমূহ কি কি? বেআইনী সমাবেশ কাকে বলে? বেআইনী সমাবেশের সাধারণ উদ্দেশ্যসমূহ কি কি? ১৪৯ ধারায় সাধারণ উদ্দেশ্য প্রয়োগ সংক্রান্ত নীতি কি কি? সাধারণ উদ্দেশ্যের শর্তসমূহ কি কি? বেআইনি সমাবেশে সাধারণ উদ্দেশ্য নিয়ে অংশগ্রহণ এবং উপস্থিতি সংক্রান্ত নীতি কি কি?অভিন্ন অভিপ্রায় এবং সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য কি কি? দাঙ্গা [Rioting] কাকে বলে?দাঙ্গার উপাদান কি কি? মারামারী [Affray] কাকে বলে? বেআইনী সমাবেশ এবং দাঙ্গার মধ্যে পার্থক্য কি কি? দাঙ্গা এবং মারামারির মধ্যে পার্থক্য কি?
ইউটিউব ভিডিও - গণশান্তির বিরুদ্ধে অপরাধসমূহ Unlawful Assembly Common Object