- Get link
- X
- Other Apps
ধর্ষণ কাকে বলে?
ধর্ষণের উপাদান কয়টি ও কি কি?
বিধিবদ্ধ ধর্ষণ [Statutory Rape] কাকে বলে?
বৈবাহিক ধর্ষণ বা নিজের স্ত্রী-এর সাথে ধর্ষণ Marital Rape বলতে কি বুঝায়?
বৈবাহিক ধর্ষণ বা নিজের স্ত্রী-এর সাথে ধর্ষণের শাস্তি কি?
ধর্ষণের শাস্তি কি?
অস্বাভাবিক অপরাধ কাকে বলে?
অস্বাভাবিক অপরাধের শাস্তি কি?
ধর্ষণের উপাদান কয়টি ও কি কি?
বিধিবদ্ধ ধর্ষণ [Statutory Rape] কাকে বলে?
বৈবাহিক ধর্ষণ বা নিজের স্ত্রী-এর সাথে ধর্ষণ Marital Rape বলতে কি বুঝায়?
বৈবাহিক ধর্ষণ বা নিজের স্ত্রী-এর সাথে ধর্ষণের শাস্তি কি?
ধর্ষণের শাস্তি কি?
অস্বাভাবিক অপরাধ কাকে বলে?
অস্বাভাবিক অপরাধের শাস্তি কি?
ধর্ষণ [Rape] ধারা ৩৭৫ থেকে ৩৭৬
দণ্ডবিধির ৩৭৫ ধারায় ধর্ষণের সংজ্ঞা এবং ৩৭৬ ধারায় ধর্ষণের শাস্তি উল্লেখ করা হয়েছে।
ধর্ষণ কাকে বলে? ধর্ষণের উপাদান কয়টি ও কি কি?
দণ্ডবিধির ৩৭৫ ধারায় ধর্ষণের ৫টি উপাদানের উল্লেখ আছে। কোন পুরুষ ধর্ষণ করেছে বলে গণ্য হবে যদি সে ৫টি প্রেক্ষাপটে কোন নারীর সাথে যৌন সহবাস করে।
১. নারীর ইচ্ছার বিরুদ্ধে,
২. তার সম্মতি ছাড়া,
৩. তার সম্মতিতে কিন্তু মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে সম্মতি আদায় করা হলে,
৪. তার সম্মতিতে যখন মহিলা মনে করে যে, পুরুষ লোকটি তার স্বামী, যদিও পুরুষ লোকটি জানে যে, সে উক্ত মহিলার স্বামী নয়।
৫. তার সম্মতিসহ বা ছাড়া, যেক্ষেত্রে সে ১৪ চৌদ্দ বছরের কম বয়স্কা হয়।
বিধিবদ্ধ ধর্ষণ [Statutory Rape] কাকে বলে?
৩৭৫ ধারার ৫ম দফায় বিধিবদ্ধ ধর্ষণ বা Statutory Rape সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেক্ষেত্রে ১৪ (চৌদ্দ) বছরের কম বয়স্ক কোন নারীর সাথে সম্মতিসহ বা ব্যতিত যৌন সহবাস করা হয়, সেই ক্ষেত্রে উক্ত যৌনসহবাস স্বয়ং একটি ধর্ষণ। কারণ এই ক্ষেত্রে সম্মতি ছিল কি ছিল না, সেটা বিবেচ্য বিষয় না। যদিও দণ্ডবিধির ৩৭৫ ধারায় ধর্ষণের ক্ষেত্রে সম্মতির বয়স ১৪ বৎসর উল্লেখ করা হয়েছে, কিন্তু সম্মতির বয়স নারীর ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারা অনুসারে সংশোধন করে ১৬ বৎসর করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় বিধান করা হয়েছে,
১. যদি কোন পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত ১৬ বৎসরের অধিক বয়সের কোন নারীর সাথে তার সম্মতি ব্যতিরেকে যা ভীতি প্রদর্শন বা প্রতারণামূলকভাবে তার সম্মতি আদায় করে বা
২. ১৬ বৎসরের কম বয়সের কোন নারীর সাথে তার সম্মতিসহ বা সম্মতি ব্যতিরেকে যৌন সঙ্গম করে, তাহলে তিনি উক্ত নারীকে ধর্ষণ করেছে বলে গণ্য হবে।
বৈবাহিক ধর্ষণ বা নিজের স্ত্রী-এর সাথে ধর্ষণ Marital Rape বলতে কি বুঝায়?
কোন পুরুষ কর্তৃক নিজের স্ত্রীর সাথে যৌন সহবাস ধর্ষণ বলে গণ্য হবে না যদি না স্ত্রীর বয়স ১৩ বৎসরের নিচে হয় অর্থাৎ সম্মতিসহ বা সম্মতি ব্যতিত নিজের স্ত্রীর সাথে যৌন সহবাস ধর্ষণ হতে পারে যদি স্ত্রীর বয়স ১৩ বৎসরের নিচে হয়।
বৈবাহিক ধর্ষণ বা নিজের স্ত্রী-এর সাথে ধর্ষণের শাস্তি কি?
বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে স্ত্রীর বয়স এবং বৈবাহিক ধর্ষণের শাস্তির ক্ষেত্রে স্ত্রীর বয়সের মধ্যে সুস্পষ্ট অসামঞ্জস্যতা রয়েছে। ৩৭৫ ধারা অনুসারে বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে স্ত্রীর বয়স ১৩ বৎসরের নিচে হতে হবে। কিন্তু ৩৭৬ ধারা অনুসারে, বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে স্বামীকে শাস্তি দিতে হলে স্ত্রীর বয়স হতে হবে ১২ বৎসরের নিচে। তাহলে ১৩ বৎসরের নিচে কিন্তু ১২ বৎসরের বেশি বয়সের কোন নারীর সাথে যৌন সহবাস করলে সেটা ৩৭৫ ধারা অনুসারে বৈবাহিক ধর্ষণ হবে কিন্তু সেই ক্ষেত্রে স্বামীর শাস্তি কি হবে সেটা ৩৭৬ ধারায় সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। যাহোক ৩৭৬ ধারা অনুসারে, কোন ব্যক্তি তার নিজের স্ত্রীর সাথে যৌন সহবাস করলে এবং স্ত্রীর বয়স ১২ বৎসরের নিচে হলে, উক্ত ব্যক্তি যেকোন বর্ণনার কারাবাস যা ২ বৎসর পর্যন্ত হতে পারে বা অর্থদন্ডসহ বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।
ধর্ষণের শাস্তি কি?
৩৭৬ ধারা অনুযায়ী ধর্ষণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোন বর্ণনার কারাবাস যা ১০ বৎসর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। যেক্ষেত্রে ধর্ষিত নারী নিজের স্ত্রী এবং ১২ বৎসরের কম বয়ষ্ক হয় অর্থাৎ বৈবাহিক ধর্ষণ হয় তাহলে শাস্তি যেকোন বর্ণনার কারাবাস যা ২ বৎসর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডসহ বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। উদাহরণ : খ-কে ধর্ষণ করার জন্য ক দোষী প্রমাণিত। এই ক্ষেত্রে ক-কে যাবজ্জীবন কারাবাস বা যে কোন বর্ণনার কারাবাস যা ১০ বৎসর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড দেওয়া যেতে পারে শর্ত হলো-
১. খ যদিনা ক-এর স্ত্রী হয় এবং
2. খ-এর বয়স ১২ বৎসরের কম না হয়।
কিন্তু খ যদি ক এর স্ত্রী হয় এবং খ এর বয়স যদি ১২ বছর এর কম হয় এবং ক যদি খ সাথে যৌনসঙ্গম করে, সেই ক্ষেত্রে ক বৈবাহিক ধর্ষণ করেছে বলে গণ্য হবে এবং উক্ত ক্ষেত্রে ক যে কোন বর্ণনার কারাবাস যা দুই বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডসহ বা উভয়দণ্ডে দণ্ডিত হতে পারে।
অস্বাভাবিক অপরাধ (Unnatural offences) কাকে বলে? অস্বাভাবিক অপরাধের শাস্তি কি?
৩৭৭ ধারা অনুযায়ী কোন পুরুষ যদি কোন নারী বা প্রাণীর সাথে অস্বাভাবিক অপরাধ যেমন homosexuality, bestiality, buggery, lesbianism, sodomy ইত্যাদি করে তাহলে সে ব্যক্তি যাবজ্জীবন কারাবাস বা যে কোন বর্ণনার কারাবাস যা ১০ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডসহ দণ্ডিত হবে।
টপিকস
ধর্ষণ, ধর্ষণ কাকে বলে? ধর্ষণের উপাদান কয়টি ও কি কি? বিধিবদ্ধ ধর্ষণ [Statutory Rape] কাকে বলে? বৈবাহিক ধর্ষণ বা নিজের স্ত্রী-এর সাথে ধর্ষণ Marital Rape বলতে কি বুঝায়? বৈবাহিক ধর্ষণ বা নিজের স্ত্রী-এর সাথে ধর্ষণের শাস্তি কি? ধর্ষণের শাস্তি কি? অস্বাভাবিক অপরাধ কাকে বলে? অস্বাভাবিক অপরাধের শাস্তি কি?