- Get link
- X
- Other Apps
নিন্দনীয় নরহত্যা এবং খুনের শাস্তি কি?
খুনের শাস্তি কি?
যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের শাস্তি কি?
খুন বলে গণ্য নয় এমন নিন্দনীয় নরহত্যার শাস্তি কি?
অবহেলার ফলে মৃত্যু ঘটালে শাস্তি কি?
জনপথে বেপরোয়া যান বা অশ্ব চালিয়ে মৃত্যু ঘটালে শাস্তি কি?
শিশু বা উম্মাদ ব্যক্তির আত্মহত্যা সহায়তা করনের শাস্তি কি?
আত্মহত্যায় সহায়তা করনের শাস্তি কি?
খুনের উদ্যোগ বা চেষ্টা করার শাস্তি কি?
যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত ব্যক্তি আঘাত দিয়ে খুনের চেষ্টা করলে শাস্তি কি?
আত্মহত্যার প্রচেষ্টা করার শাস্তি কি?
ঠগের শাস্তি কি?
আত্মহত্যায় সহায়তা বা প্ররোচনার শাস্তি কি?
ঠগ [Thug] কাকে বলে?
ঠগের সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি কি?
খুনের শাস্তি কি?
যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের শাস্তি কি?
খুন বলে গণ্য নয় এমন নিন্দনীয় নরহত্যার শাস্তি কি?
অবহেলার ফলে মৃত্যু ঘটালে শাস্তি কি?
জনপথে বেপরোয়া যান বা অশ্ব চালিয়ে মৃত্যু ঘটালে শাস্তি কি?
শিশু বা উম্মাদ ব্যক্তির আত্মহত্যা সহায়তা করনের শাস্তি কি?
আত্মহত্যায় সহায়তা করনের শাস্তি কি?
খুনের উদ্যোগ বা চেষ্টা করার শাস্তি কি?
যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত ব্যক্তি আঘাত দিয়ে খুনের চেষ্টা করলে শাস্তি কি?
আত্মহত্যার প্রচেষ্টা করার শাস্তি কি?
ঠগের শাস্তি কি?
আত্মহত্যায় সহায়তা বা প্ররোচনার শাস্তি কি?
ঠগ [Thug] কাকে বলে?
ঠগের সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি কি?
নিন্দনীয় নরহত্যা এবং খুনের শাস্তি কি?
খুনের শাস্তি কি?
৩০২ ধারায় খুনের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডে দন্ডিত হবে।
যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের শাস্তি কি?
৩০৩ ধারায় যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের শাস্তি মৃত্যুদণ্ড।
খুন বলে গণ্য নয় এমন নিন্দনীয় নরহত্যার শাস্তি কি?
৩০৪ ধারায় খুন বলে গণ্য নয় এমন নিন্দনীয় নরহত্যার শাস্তি - মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে নরহত্যা করলে যেটা খুন নয় সেই ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বৎসর পর্যন্ত যেকোনো বর্ণনার কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে। অভিপ্রায় ছাড়া কিন্তু জানে যে এমন কার্য সম্ভবত মৃত্যু ঘটাবে বা এমন শারীরিক যখন ঘটাবে যা সম্ভবত মৃত্যু ঘটাবে তাহলে ১০ বছর পর্যন্ত যে কোন বর্ণনার কারাদণ্ড বা জরিমানা সহ বা উভয়দণ্ডে দণ্ডিত হতে পারে।
অবহেলার ফলে মৃত্যু ঘটালে শাস্তি কি?
৩০৪ক ধারায় অবহেলার ফলে মৃত্যু ঘটালে ৫ বছর পর্যন্ত যে কোন বর্ণনার কারাদণ্ড বা অর্থদণ্ডসহ বা উভয়দণ্ডে দন্ডিত হবে।
জনপথে বেপরোয়া যান বা অশ্ব চালিয়ে মৃত্যু ঘটালে শাস্তি কি?
৩০৪খ ধারায় জনপথে বেপরোয়া যান বা অশ্ব চালিয়ে মৃত্যু ঘটালে ৩ বছর পর্যন্ত যেকোনো গণনার কারাদণ্ড বা অর্থদণ্ড সহ বা উভয়দণ্ডে দণ্ডিত হবে।
শিশু বা উম্মাদ ব্যক্তির আত্মহত্যা সহায়তা করনের শাস্তি কি?
৩০৫ ধারায় শিশু বা উম্মাদ ব্যক্তির আত্মহত্যা সহায়তা করনের শাস্তি মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক ১০ বছর কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড।
আত্মহত্যায় সহায়তা করনের শাস্তি কি?
৩০৬ ধারায় আত্মহত্যায় সহায়তা করনের শাস্তি যেকোনো বর্ণনার কারাদন্ড যা ১০ বৎসর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড।
খুনের উদ্যোগ বা চেষ্টা করার শাস্তি কি?
৩০৭ ধারায় খুনের উদ্যোগ বা চেষ্টা করার শাস্তি অর্থদণ্ডসহ যে কোন বর্ণনার ১০ বছর পর্যন্ত কারাদণ্ড। খুনের উদ্যোগের কার্যের ফলে যদি আঘাত হয় তাহলে অপরাধী যাবজ্জীবন কারাদন্ড বা অর্থদণ্ডসহ যেকোনো বর্ণনার ১০ বছর পর্যন্ত কারাদণ্ড।
যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত ব্যক্তি আঘাত দিয়ে খুনের চেষ্টা করলে শাস্তি কি?
যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত ব্যক্তি আঘাত দিয়ে খুনের চেষ্টা করলে তাকে মৃত্যুদন্ডে দণ্ডিত করা যাবে।
আত্মহত্যার প্রচেষ্টা করার শাস্তি কি?
৩০৯ ধারায় আত্মহত্যার প্রচেষ্টা করার শাস্তি অনধিক ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ডসহ বা উভয়ই।
ঠগের শাস্তি কি?
৩১১ ধারায় ঠগের শাস্তি যাবজ্জীবন কারাবাস এবং অর্থদণ্ড।
অবহেলার ফলে মৃত্যু ঘটালে ৩০৪ক যারা প্রয়োগ করতে হলে প্রমাণ করতে হবে হত্যা করার জন্য অপরাধীর কোন অভিপ্রায় বা জ্ঞান ছিল না। কিন্তু তার অবহেলা ছিল এবং অবহেলার কারণে মৃত্যু হয়েছে। যেমন ডাক্তারদের অবহেলা । ৩০৪ ধারায় মৃত্যু ঘটানোর অভিপ্রায় বা জ্ঞান ছিল কিনা তা বিবেচ্য বিষয়না।
আত্মহত্যায় সহায়তা বা প্ররোচনার শাস্তি কি?
৩০৫ ধারায় নিম্নলিখিত ব্যক্তিদের আত্মহত্যায় প্ররোচনা করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
১. ১৮ বছরের কম বয়স্ক কোন ব্যক্তি বা
২. কোন উন্মাদ ব্যক্তি বা
৩. বিকারগ্রস্থ ব্যক্তি বা
৪. বোকা বা জড়বুদ্ধি ব্যক্তি বা
৫. কোন উন্মাত্ততা বা মাতাল ব্যক্তি।
৩০৫ এবং ৩০৬ ধারার মধ্যে পার্থক্য হলো ৩০৫ ধারায় শিশু বা উন্মাদ ইত্যাদি ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তাকরণ শাস্তিযোগ্য এবং অন্যান্য ক্ষেত্রে আত্মহত্যায় সহায়তা ৩০৬ ধারায় শাস্তিযোগ্য। ৩০৫ ধারায় শিশু বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যায় সহায়তাকরণের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং ৩০৭ ধারায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি আঘাত দিয়ে খুনের চেষ্টা করলে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে। ৩০৫ এবং ৩০৭ ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে।
ঠগ [Thug] কাকে বলে? ঠগের সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি কি? - ধারা ৩১০ থেকে ৩১১
কোন ব্যক্তি হত্যাকারীর মাধ্যমে বা হত্যাকারীর সঙ্গে দস্যুতা অনুষ্ঠান বা শিশু অপহরণের উদ্দেশ্যে অভ্যাসগতভাবে এক বা একাধিক ব্যক্তির সাথে মেলামেশা করলে; উক্ত ব্যক্তি ঠগ Thug করেছে বলে গণ্য হবে।
ঠগের একমাত্র শাস্তি হলো অর্থদণ্ডসহ যাবজ্জীবন কারাদণ্ড। অর্থাৎ দণ্ডবিধির ৩১১ ধারায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড।
টপিকস
নিন্দনীয় নরহত্যা এবং খুনের শাস্তি কি? খুনের শাস্তি কি? যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের শাস্তি কি? খুন বলে গণ্য নয় এমন নিন্দনীয় নরহত্যার শাস্তি কি? অবহেলার ফলে মৃত্যু ঘটালে শাস্তি কি? জনপথে বেপরোয়া যান বা অশ্ব চালিয়ে মৃত্যু ঘটালে শাস্তি কি? শিশু বা উম্মাদ ব্যক্তির আত্মহত্যা সহায়তা করনের শাস্তি কি? আত্মহত্যায় সহায়তা করনের শাস্তি কি? খুনের উদ্যোগ বা চেষ্টা করার শাস্তি কি? যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত ব্যক্তি আঘাত দিয়ে খুনের চেষ্টা করলে শাস্তি কি? আত্মহত্যার প্রচেষ্টা করার শাস্তি কি? ঠগের শাস্তি কি? আত্মহত্যায় সহায়তা বা প্ররোচনার শাস্তি কি?ঠগ [Thug] কাকে বলে? ঠগের সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি কি?
ইউটিউব ভিডিও - নিন্দনীয় নরহত্যা এবং খুনের শাস্তি কি Punishment for Murder