- Get link
- X
- Other Apps
ব্যক্তিগত প্রতিরক্ষা কাকে বলে?
কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায়?
কত ধারায় শিশু এবং অপ্রকৃতিস্থ ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার বিধান রয়েছে?
৯৯ ধারায় বর্ণিত কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার নেই?
কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষা প্রয়োগে মৃত্যু ঘটানো যাবে?
কোন কোন ক্ষেত্রে সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য?
কখন আত্মরক্ষার অধিকার শুরু হয়?
কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায়?
কত ধারায় শিশু এবং অপ্রকৃতিস্থ ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার বিধান রয়েছে?
৯৯ ধারায় বর্ণিত কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার নেই?
কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষা প্রয়োগে মৃত্যু ঘটানো যাবে?
কোন কোন ক্ষেত্রে সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য?
কখন আত্মরক্ষার অধিকার শুরু হয়?
ব্যক্তিগত প্রতিরক্ষা [Private Defence] [ধারা ৯৬ থেকে ১০৬)
ব্যক্তিগত প্রতিরক্ষা কাকে বলে?
দণ্ডবিধির ৯৬ থেকে ১০৬ ধারা পর্যন্ত আত্মরক্ষার বা ব্যক্তিগত প্রতিরক্ষার বিধান আলোচনা করা হয়েছে। ব্যক্তিগত প্রতিরক্ষা বলতে অন্যের আক্রমণ থেকে নিজের দেহ এবং সম্পত্তি রক্ষা করা বুঝায়। ৯৬ ধারায় বলা হয়েছে, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোন কিছুই অপরাধ না ।
কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায়?
ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার শরীর ও সম্পত্তির ক্ষেত্রে প্রয়োগ করা যায়। ৯৭ ধারা অনুযায়ী ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায় অন্যের আক্রমণ হতে-
১. নিজের বা অন্যের দেহ রক্ষা করতে
২. নিজের বা অন্যের সম্পত্তি রক্ষা করতে।
কত ধারায় শিশু এবং অপ্রকৃতিস্থ ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার বিধান রয়েছে?
দণ্ডবিধির ৯৮ ধারায় অপরিণত বোধশক্তি সম্পন্ন ব্যক্তি এবং অপ্রকৃতিস্থ ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগের স্বীকৃতি দেওয়া হয়েছে।
৯৯ ধারায় বর্ণিত কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার নেই?
১. পদাধীকার বলে সরল বিশ্বাসে সরকারী কর্মচারী কর্তৃক সম্পাদিত কর্ম যা গুরুতর আঘাত বা মৃত্যুর সম্ভাবনা সৃষ্টি করে না সে ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার থাকে না ।
২. সরকারী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী সম্পাদিত কোন কার্যের ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার থাকে না।
৩. যে সকল ক্ষেত্রে সরকারী কর্তৃপক্ষগুলোর আশ্রয় লাভের সময় থাকে, সে সব ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার থাকে না।
৪. প্রতিরক্ষার জন্য যতটুকু ক্ষতি করা প্রয়োজন তা অপেক্ষা অধিক ক্ষতির ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না।
কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষা প্রয়োগে মৃত্যু ঘটানো যাবে?
শরীরের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার যখন মৃত্যু ঘটানোর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে তা ১০০ ধারায় বলা হয়েছে এবং সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার যখন মৃত্যু ঘটানোর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে তা ১০৩ ধারায় বলা হয়েছে।
ধারা-১০০ বর্ণিত কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য?
ধারা ১০০ অনুযায়ী নিম্নলিখিত ৬ (ছয়টি) ক্ষেত্রে শরীরের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য হয়। যথা;
১. এমন আক্রমণ যা মৃত্যু ঘটানোর যুক্তিসঙ্গত আশঙ্কা [reasonable apprehension] সৃষ্টি করে;
২. এমন আক্রমণ যা গুরুতর জখমের যুক্তিসঙ্গত আশঙ্কা সৃষ্টি করে;
৩. ধর্ষণের অভিপ্রায় নিয়ে আক্রমণ;
8. অপ্রকৃত কাম লালসার lgratifying unnatural lust] অভিপ্রায় নিয়ে আক্রমণ;
৫. মনুষ্যহরণ বা অপহরণের অভিপ্রায় নিয়ে আক্রমণ;
৬. অবৈধভাবে আটকের অভিপ্রায় নিয়ে আক্রমণ যেক্ষেত্রে তিনি মনে করেন সরকারী কর্তৃপক্ষের সহায়তা পাবেনা।
১০৩ ধারায় বর্ণিত কোন কোন ক্ষেত্রে সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য?
ধারা ১০৩ অনুযায়ী নিম্নলিখিত ৪টি (চারটি) ক্ষেত্রে সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য।
১. দস্যুতা [Robbery]
২. রাত্রি বেলায় অপথে গৃহে প্রবেশ [House-breaking by night)
৩. বাসগৃহে বা সম্পত্তি সংরক্ষণের জন্য ব্যবহৃত স্থানে অগ্নি সংযোগ করে ক্ষতিসাধন (Mischief)
৪. চুরি, ক্ষতি বা অনধিকার গৃহপ্রবেশের (house-trespass] ভীতি যা মৃত্যু বা গুরুতর জখম ঘটাতে পারে।
কখন আত্মরক্ষার অধিকার শুরু হয়?
১. দেহের প্রতি আত্মরক্ষার অধিকার দেহের প্রতি বিপদের যুক্তিসঙ্গত আশঙ্কা দেখা দেওয়ার সাথে সাথে শুরু হয় [ধারা ১০২]
২. সম্পত্তির প্রতি ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার যখন সম্পত্তি বিপন্নকারী যুক্তিযুক্ত বিপদের আশঙ্কা দেখা দেয় তখন থেকে শুরু হয় [ধারা ১০৫]
টপিকস
ব্যক্তিগত প্রতিরক্ষা কাকে বলে? কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায়? কত ধারায় শিশু এবং অপ্রকৃতিস্থ ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার বিধান রয়েছে? ৯৯ ধারায় বর্ণিত কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার নেই? কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষা প্রয়োগে মৃত্যু ঘটানো যাবে? কোন কোন ক্ষেত্রে সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য? কখন আত্মরক্ষার অধিকার শুরু হয়?
ইউটিউব ভিডিও - ব্যক্তিগত প্রতিরক্ষা Private Defence ধারা ৯৬ থেকে ১০৬