- Get link
- X
- Other Apps
গর্ভপাত সম্পর্কিত অপরাধসমূহ।
নারীর সম্মতিসহ গর্ভপাত করানোর শাস্তি কি?
নারীর সম্মতি ছাড়া গর্ভপাত করানোর শাস্তি কি?
গর্ভপাত করানোর উদ্দেশ্যে সম্পাদিত কাজের ফলে মৃত্যু ঘটালে শাস্তি কি?
মানবদেহ সম্পর্কিত অপরাধসমূহ কি কি?
আঘাত এবং গুরুতর আঘাত সম্পর্কিত অপরাধ।
আঘাত [Hurt] কাকে বলে?
গুরুতর বা মারাত্মক আঘাত [Grevious Hurt ] কাকে বলে?
বিভিন্ন ধরনের আঘাতের শাস্তিসমূহ কি কি?
নারীর সম্মতিসহ গর্ভপাত করানোর শাস্তি কি?
নারীর সম্মতি ছাড়া গর্ভপাত করানোর শাস্তি কি?
গর্ভপাত করানোর উদ্দেশ্যে সম্পাদিত কাজের ফলে মৃত্যু ঘটালে শাস্তি কি?
মানবদেহ সম্পর্কিত অপরাধসমূহ কি কি?
আঘাত এবং গুরুতর আঘাত সম্পর্কিত অপরাধ।
আঘাত [Hurt] কাকে বলে?
গুরুতর বা মারাত্মক আঘাত [Grevious Hurt ] কাকে বলে?
বিভিন্ন ধরনের আঘাতের শাস্তিসমূহ কি কি?
গর্ভপাত সম্পর্কিত অপরাধসমূহ। [Causing Miscarriage][ধারা ৩১২ থেকে ৩১৮]
নারীর সম্মতি নিয়ে গর্ভপাত করানোর ক্ষেত্রে ৩১২ ধারা এবং নারীর সম্মতি ছাড়া গর্ভপাত করানোর ক্ষেত্রে ৩১৩ ধারা প্রযোজ্য হবে। গর্ভপাত করানোর ক্ষেত্রে মৃত্যু হলে ৩১৪ ধারা প্রযোজ্য হবে।
নারীর সম্মতিসহ গর্ভপাত করানোর শাস্তি কি?
দন্ডবিধির ৩১২ ধারা অনুযায়ী নারীর জীবন রক্ষার সরল বিশ্বাস ছাড়া (without good faith) যদি কোন ব্যক্তি কোন নারীর গর্ভপাত করায় তাহলে উক্ত ব্যক্তি ৩ বৎসর পর্যন্ত যেকোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডিত হতে পারে বা অর্থদন্ডসহ বা উত্তয়। কিন্তু যদি মহিলা সন্তানের বিচলন [quick with child] অনুভব করে তাহলে অর্থদন্ডসহ ৭ বৎসর পর্যন্ত যেকোন বর্ণনার কারাদণ্ডে দণ্ডিত হবে।
৩১২ ধারায় কোন একজন নারীও দণ্ডিত হতে পারে যদি সে তার জীবন রক্ষা করার উদ্দেশ্য ব্যতীত গর্ভপাত করায়।
নারীর সম্মতি ছাড়া গর্ভপাত করানোর শাস্তি কি?
দন্ডবিধির ৩১৩ ধারা অনুযায়ী কোন ব্যক্তি নারীর সম্মতি ছাড়া কোন নারীর গর্ভপাত করালে উক্ত ব্যক্তি দণ্ডিত হতে পারে যাবজ্জীবন কারাদণ্ডে বা যেকোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ ১০ বৎসর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড।
গর্ভপাত করানোর উদ্দেশ্যে সম্পাদিত কাজের ফলে মৃত্যু ঘটালে শাস্তি কি?
১. দন্ডবিধির ৩১৪ ধারা অনুযায়ী সম্মতি সহ কোন নারীর গর্ভপাত করানোর উদ্দেশ্যে যদি কোন ব্যক্তি এমন কার্য করে যার ফলে উক্ত নারীর মৃত্যু হয়, তাহলে উক্ত ব্যক্তি যেকোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ ১০ বৎসর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে।
২. যদি নারীর সম্মতি ছাড়া কার্যটি করা হয়, তাহলে যাবজ্জীবন কারাদণ্ড বা যেকোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ ১০ বৎসর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দন্ডিত হবে।
মানবদেহ সম্পর্কিত অপরাধসমূহ কি কি?
১। আঘাত এবং গুরুতর আঘাত [Hurt and Grevious Hurt) (৩১৯-৩৩৮)
২। অবৈধ বাধা এবং অবৈধ আটক [Wrongful Restraint and confinement) (ধারা ৩৩৯-৩৪৮)
৩। অপরাধমূলক বলপ্রয়োগ ও আক্রমণ সম্পর্কিত অপরাধ |Criminal force and assault) (ধারা ৩৪৯-৩৫৮)
৪। মনুষ্যহরণ এবং অপহরণ [Kidnapping and abduction] (ধারা ৩৫৯-৩৬৯)
৫। দাসত্ব এবং জবরদস্তি শ্রম [Slavery and Force labour] (ধারা ৩৭০ - ৩৭৫)
৬। ধর্ষণ [Rape] (ধারা ৩৭৫-৩৭৬)
৭। অস্বাভাবিক অপরাধ [Unnatural offence] (ধারা ৩৭৭)
আঘাত এবং গুরুতর আঘাত সম্পর্কিত অপরাধ।
আঘাত [Hurt] কাকে বলে?
দন্ডবিধির ৩১৯ ধারা অনুযায়ী যে ব্যক্তি কোন ব্যক্তির দৈহিক যন্ত্রণা, পীড়া বা বৈকল্য ঘটায়, সেই ব্যক্তি আঘাত দান করে বলে বিবেচিত হবে।
গুরুতর বা মারাত্মক আঘাত [Grevious Hurt ] কাকে বলে?
পেনাল কোডের ৩২০ ধারায় মোট ৮ (আট) ধরণের গুরুতর বা মারাত্মক জখমের উল্লেখ আছে-
১. পুরুষত্বহীন করণ
২. স্থায়ীভাবে চোখের দৃষ্টিশক্তি রহিতকরণ
৩. স্থায়ীভাবে কানের শ্রবণশক্তি রহিতকরণ
8. যে কোন অঙ্গ বা গ্রন্থির অনিষ্টসাধন
৫. যে কোন অঙ্গ বা গ্রন্থির কর্মশক্তি সমূহে বিনাশ বা স্থায়ী ক্ষতিসাধন
৬. মস্তক বা মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি
৮. এমন আঘাত যা জীবনকে বিপদাপন্ন করে বা কোন ব্যক্তিকে ২০ (বিশ) দিন পর্যন্ত শারীরিক বেদনা দেয় বা সে তার সাধারণ দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়ে।
আঘাত দান যদি স্বেচ্ছাকৃত হয় বা জেনে করা হয়, তাহলে সেটা স্বেচ্ছাকৃত আঘাত দান বলে বিবেচিত হবে [ধারা-৩২১] এবং গুরুতর আঘাত যদি স্বেচ্ছাকৃতভাবে দেওয়া হয় বা আঘাতটি গুরুতর হবে জেনে যদি আঘাত করা হয় এবং যে আঘাতটি করা হবে তা যদি গুরুতর হয় তাহলে সেটা স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত বলে বিবেচিত হবে (ধারা-৩২২)।
দণ্ডবিধিতে শুধুমাত্র আঘাত বা গুরুতর আঘাতের জন্য কোন শাস্তি উল্লেখ করা হয়নি বরং ৩২৩ ধারায় স্বেচ্ছাকৃত আঘাত দানের শাস্তি এবং ৩২৫ ধারায় স্বেচ্ছাকৃত গুরুতর আঘাতের জন্য শাস্তির বিধান করা হয়েছে। অর্থাৎ আঘাত বা গুরুতর আঘাতের জন্য কোন ব্যক্তিকে দণ্ডিত করতে হলে প্রথম শর্ত হলো সেটা স্বেচ্ছাকৃত হতে হবে।
বিভিন্ন ধরনের আঘাতের শাস্তিসমূহ কি কি?
৩২৩ ধারায় স্বেচ্ছাকৃতভাবে আঘাত দানের শাস্তি যে কোন বর্ণনার কারাদন্ড যার মেয়াদ ১ বৎসর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড সহ যা ১০০০ টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
৩২৪ ধারায় স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র বা অন্য মাধ্যমের সাহায্যে আঘাত দান করলে যে কোন বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ ৩ বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডসহ বা উভয়দণ্ডে দন্ডিত হবে।
৩২৫ ধারায় স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদান করলে যে কোন বর্ণনার কারাদন্ড যার মেয়াদ ৭ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থ দণ্ডসহ দণ্ডিত হবে।
৩২৬ ধারা অনুযায়ী স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র বা অন্য মাধ্যমের সাহায্যে গুরুতর আঘাত দান করলে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোন বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ ১০ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে।
৩২৬ক ধারা অনুযায়ী স্বেচ্ছাকৃতভাবে দুইটি চোখ উপড়িয়ে বা এসিড জাতীয় পদার্থ দ্বারা চোখ দুটির দৃষ্টি নষ্ট করা বা এসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ, মাথা বা উভয় চোখে ইচ্ছাকৃতভাবে গুরুতর জখম করলে শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে।
৩২৭ ধারা অনুযায়ী বলপূর্বক সম্পত্তি গ্রহণ বা কোন অবৈধ কাজ করতে বাধ্য করার শাস্তি যে কোন বর্ণনার কারাবাস যার মেয়াদ ১০ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে।
৩৩০ ধারা অনুযায়ী বলপূর্বক অপরাধমূলক স্বীকারোক্তি আদায় করা বা সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য স্বেচ্ছাকৃতভাবে আঘাত প্রদানের শাস্তি যেকোনো বর্ণনার কারাদন্ড যা ৭ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে।
৩৩১ ধারা অনুযায়ী বলপূর্বক অপরাধমূলক স্বীকারোক্তি আদায় করা বা সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদানের শাস্তি যে কোন বর্ণনার কারাদণ্ড যা ১০ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে।
৩৩২ ধারা অনুযায়ী সরকারি কর্মকর্তাকে তার দায়িত্ব থেকে বিরত রাখতে স্বেচ্ছাকৃত আঘাত করলে শাস্তি যে কোন বর্ণনার কারাদণ্ড যা তিন বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডসহ বা উভয়দণ্ডে দণ্ডিত হবে।
৩৩৩ ধারা অনুযায়ী সরকারি কর্মকর্তাকে তার দায়িত্ব থেকে বিরত রাখতে স্বেচ্ছাকৃত গুরুতর আঘাতের শাস্তি যেকোনো বর্ণনার কারাদন্ড যা ১০ বৎসর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে।
টপিকস
গর্ভপাত সম্পর্কিত অপরাধসমূহ। নারীর সম্মতিসহ গর্ভপাত করানোর শাস্তি কি? নারীর সম্মতি ছাড়া গর্ভপাত করানোর শাস্তি কি? গর্ভপাত করানোর উদ্দেশ্যে সম্পাদিত কাজের ফলে মৃত্যু ঘটালে শাস্তি কি? মানবদেহ সম্পর্কিত অপরাধসমূহ কি কি? আঘাত এবং গুরুতর আঘাত সম্পর্কিত অপরাধ। আঘাত [Hurt] কাকে বলে? গুরুতর বা মারাত্মক আঘাত [Grevious Hurt ] কাকে বলে? বিভিন্ন ধরনের আঘাতের শাস্তিসমূহ কি কি?