- Get link
- X
- Other Apps
অপরাধমূলক ষড়যন্ত্র কি?
অপরাধমূলক ষড়যন্ত্রের শর্ত বা উপাদান কি কি?
অভিন্ন অভিপ্রায় এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মধ্যে পার্থক্য কি?
৩৪ ধারা ও ১২০ক এর মধ্যে পার্থক্য কি?
অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি কি?
রাষ্ট্রবিরোধী অপরাধসমূহ কি কি?
অপরাধমূলক ষড়যন্ত্রের শর্ত বা উপাদান কি কি?
অভিন্ন অভিপ্রায় এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মধ্যে পার্থক্য কি?
৩৪ ধারা ও ১২০ক এর মধ্যে পার্থক্য কি?
অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি কি?
রাষ্ট্রবিরোধী অপরাধসমূহ কি কি?
অপরাধমূলক ষড়যন্ত্র [Criminal Conspiracy]
অপরাধমূলক ষড়যন্ত্র কি?
দণ্ডবিধির ১২০ক ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রকে [criminal conspiracy] কে সংজ্ঞায়িত করা হয়েছে। যখন দুই বা ততোধিক ব্যক্তি কোন অবৈধ কাজ করতে [To do an illegal act] বা কোন বৈধ কাজ অবৈধ উপায়ে করতে [to do a legal act by illegal means] সম্মত হয় তখন উক্ত ব্যক্তিরা অপরাধমূলক ষড়যন্ত্র করেছে বলে গণ্য হবে।
অপরাধমূলক ষড়যন্ত্রের শর্ত বা উপাদান কি কি?
১. অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে সর্বনিম্ন দুই (২) বা ২ এর অধিক ব্যক্তি বা সদস্য থাকতে হবে।
২. যাদেরকে অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে অপরাধ করার একটি সম্মতি [Agreement] থাকতে হবে।
৩. সম্মতি [Agreement] টি হতে হবে
I. কোন অবৈধ কাজ করতে বা
II. কোন বৈধ কাজ অবৈধ উপায়ে করতে। অর্থাৎ দুই (২) ভাবে অপরাধমূলক ষড়যন্ত্র করা হয়।
এখানে বলে রাখা ভালো যে, ১২০ক ধারায় কোন ব্যক্তিকে অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য দণ্ডিত করতে হলে অপরাধ করার জন্য সম্মতি ই যথেষ্ট। উক্ত সম্মতি অনুযায়ী অপরাধটি সংঘটিত হয়েছে কি হয়নি তা বিবেচ্য বিষয় নয়।অর্থাৎ সম্মতি অনুযায়ী অপরাধটি সংঘটিত না হলেও তারা অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য দণ্ডিত হবে। ১২০ক অনুযায়ী ষড়যন্ত্রের ক্ষেত্রে কোনভাবে ১ জন অপরাধীকে দণ্ডিত করা যায় না অর্থাৎ সর্বনিম্ন ২ জন অপরাধীকে দণ্ডিত করতে হবে। কিন্তু অপরাধে সহায়তার (Abetment) ক্ষেত্রে একজনকে দণ্ডিত করা যায়। ১০৭ ধারার দ্বিতীয় দফা অনুসারে ষড়যন্ত্রের মাধ্যমে অপসহায়তা হতে পারে। ষড়যন্ত্র অনুসারে অপরাধটি সংঘটিত হলে শুধুমাত্র সেই ক্ষেত্রে ১০৭ এর দ্বিতীয় দফা প্রয়োগ করা যাবে। কিন্তু যদি শুধুমাত্র অপরাধ সংঘটন করা হবে এমন ষড়যন্ত্র বা সম্মতি করা হলে এবং ষড়যন্ত্র অনুসারে অপরাধটি সংঘটিত না হলে সেই ক্ষেত্রেও ১২০ক ধারা প্রযোজ্য হবে এবং ১২০ ধারা অনুসারে ষড়যন্ত্রের সদস্য হিসাবে শাস্তি নির্ধারিত হবে।
অভিন্ন অভিপ্রায় এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মধ্যে পার্থক্য কি? বা ৩৪ ধারা ও ১২০ক এর মধ্যে পার্থক্য কি?
দণ্ডবিধির ৩৪ ধারার অধীনে অভিন্ন অভিপ্রায় [Common Intention/ এবং ১২০ক ধারার অধীনে অপরাধমূলক ষড়যন্ত্রের মধ্যে পার্থক্য আছে।
১২০ ধারার মূল উপাদান সম্মতি। সম্মতি অনুযায়ী অপরাধটি হয়েছে কি হয়নি তা বিবেচ্য বিষয় না অন্যদিকে ৩৪ ধারার মূল উপদান অভিন্ন অভিপ্রায় অনুযায়ী অপরাধ সংঘটিত হওয়া। অপরাধটি সংঘটিত না হলে ৩৪ ধারা প্রয়োগ করা যায়না।
৩৪ ধারা কোন মূল অপরাধ না অর্থাৎ শুধুমাত্র অভিন্ন অভিপ্রায় থাকার কারণে কোন ব্যক্তিকে দণ্ডিত করা যায় না যদিনা অভিন্ন অভিপ্রায় অনুযায়ী অপরাধটি সংঘটিত হয়। ১২০ক ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র একটি স্বতন্ত্র অপরাধ অর্থাৎ ষড়যন্ত্র অনুযায়ী অপরাধমূলক কার্যটি সংঘটিত হোক বা না হোক শুধুমাত্র অপরাধ করার সম্মতি বা ষড়যন্ত্র থাকলে তাকে দণ্ডিত করা যাবে।
অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি কি?
১২০খ অনুযায়ী মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা ২ বা ততোধিক বৎসর যাবৎ সশ্রম কারাদণ্ডে দণ্ডিত কোন অপরাধ করার ষড়যন্ত্রের সদস্য হলে, সে অপরাধে প্ররোচনাকারী হিসাবে দণ্ডিত হবে যদি উক্ত অপরাধসমূহে ষড়যন্ত্র করার জন্য কোন সুনির্দিষ্ট শাস্তির বিধান না থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে প্ররোচনার শাস্তি যেভাবে নির্ধারণ করতে হয়, উক্ত একইভাবে শাস্তি নির্ধারণ করতে হবে।
অন্যান্য ক্ষেত্রে অপরাধমূলক ষড়যন্ত্রের সদস্য কোন ব্যক্তি ৬ মাস পর্যন্ত যেকোন বর্ণনার কারাদণ্ড বা অর্থদণ্ডসহ বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। অর্থাৎ যে অপরাধ করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে সেই অপরাধের শাস্তি ২ বৎসরের কম হলে, সেই ক্ষেত্রে ষড়যন্ত্রের সদস্য ৬ মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। কিন্তু যেক্ষেত্রে যে অপরাধ করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে সেই অপরাধের শাস্তি ২ বৎসরের বেশি হলে, বা মৃত্যুদণ্ড হলে বা যাবজ্জীবন কারাবাস হলে এবং উক্ত অপরাধসমূহে ষড়যন্ত্র করার জন্য কোন সুনির্দিষ্ট শাস্তির বিধান না থাকে সেই ক্ষেত্রে প্ররোচনার শাস্তি যেভাবে নির্ধারিত হয় সেই ভাবে শাস্তি নির্ধারিত হবে অর্থাৎ সেই ক্ষেত্রে ১০৯ থেকে ১২০ ধারা প্রযোজ্য হবে।
রাষ্ট্রবিরোধী অপরাধসমূহ কি কি? [Offences against State]
১২১ ধারা অনুযায়ী বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যুদ্ধ ঘোষণার উদ্যোগ গ্রহণ করা বা যুদ্ধ ঘোষণায় সহায়তা করা হলে শাস্তি মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে।
১২১ক ধারা অনুযায়ী বাংলাদেশের ভিতরে বা বাইরে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যুদ্ধ ঘোষণার উদ্যোগ বা যুদ্ধ ঘোষণা সহায়তা করা অপরাধসমূহের ষড়যন্ত্র করা হলে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা যেকোনো বর্ণনার কারাবাস যা অনধিক ১০ বছর হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে।
১২২ ধারা অনুযায়ী বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র ইত্যাদি সংগ্রহকরণ এর শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোন বর্ণনার কারাবাস যা ১০ বছরের বেশি হবে না এবং অর্থদন্ডে দন্ডিত হবে।
১২৩ ধারা অনুযায়ী যুদ্ধ শুরু করার উদ্দেশ্যে ষড়যন্ত্র গোপন করনের শাস্তি যে কোন বর্ণনার কারাবাস যা অনধিক ১০ বছর হতে পারে এবং অর্থদন্ডে দিতে হবে।
১২৪ক রাষ্ট্রদ্রোহিতার (Sedition) এর শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোন স্বল্প মেয়াদে যে ক্ষেত্রে অর্থদণ্ড যুক্ত করা যেতে পারে বা কারাবাসসহ যা তিন বছর পর্যন্ত হতে পারে।
১২৫ ধারা অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মৈত্রী বন্ধনে আবদ্ধ কোন এশীয় শক্তির বিরুদ্ধে যুদ্ধ করার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড যার সঙ্গে জরিমানা যোগ করা যেতে পারে বা যে কোন বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ ৭ বছর পর্যন্ত হতে পারে।
১২৮ ধারা অনুযায়ী সরকারি কর্মচারী দ্বারা স্বেচ্ছাকৃতভাবে রাষ্ট্রবিরোধী অপরাধে বা যুদ্ধাপরাধে কারারুদ্ধ বন্দিকে পালিয়ে যেতে দেওয়ার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোন বর্ণনার কারাদণ্ড তার মেয়াদ দশ বছর হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে।
১২৯ ধারা অনুযায়ী সরকারি কর্মচারী কর্তৃক অবহেলা পূর্বক যুদ্ধবন্দীকে পালিয়ে যেতে দেওয়ার শাস্তি বিনাশ্রম কারাদণ্ড যার মেয়াদ ৩ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে।
এখানে বলে রাখা দরকার যে দন্ডবিধির ১২১ ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ১২৪ক ধারায় রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাবাস। ১৮৭০ সালের রাষ্ট্রদ্রোহিতা দন্ডবিধিতে অপরাধ হিসেবে যুক্ত করা হয়। ফৌজদারী কার্যবিতির ১৯৬ ধারায় বলা হয়েছে রাষ্ট্রদ্রোহিতা সহ রাষ্ট্রবিরোধী কোনো অপরাধ (দন্ডবিধির ১২৭ ধারা বাদে) সরকার বা সরকার কর্তৃক ক্ষমতা প্রাপ্ত কোন কর্মকর্তার কোনো আদেশ অনুসারে অভিযোগ দায়ের ছাড়া কোন আদালত আমলে নিবে না।
টপিকস
অপরাধমূলক ষড়যন্ত্র কি?অপরাধমূলক ষড়যন্ত্রের শর্ত বা উপাদান কি কি?অভিন্ন অভিপ্রায় এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মধ্যে পার্থক্য কি? বা ৩৪ ধারা ও ১২০ক এর মধ্যে পার্থক্য কি? অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি কি?রাষ্ট্রবিরোধী অপরাধসমূহ কি কি?