- Get link
- X
- Other Apps
দন্ডবিধিতে কত প্রকার দণ্ডের বা শাস্তির কথা বলা হয়েছে কোন কোন অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড শাস্তিযোগ্য অপরাধ
দন্ডবিধিতে কত প্রকার দণ্ডের বা শাস্তির কথা বলা হয়েছে?
দন্ডবিধিতে উল্লেখিত সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি
কতিপয় গুরুত্বপূর্ণ সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি কি কি?
কোন কোন অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড শাস্তিযোগ্য অপরাধ?
দন্ডবিধিতে উল্লেখিত সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি
কতিপয় গুরুত্বপূর্ণ সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি কি কি?
কোন কোন অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড শাস্তিযোগ্য অপরাধ?
দণ্ড সম্পর্কিত [Of Punishment]
[ধারা ৫৩] শাস্তি বা দণ্ডের প্রকারভেদ (Kinds of Punishment] ধারা ৫৩ থেকে ধারা ৭৫। দন্ডবিধি তে কত প্রকার দণ্ডের বা শাস্তির কথা বলা হয়েছে?
দণ্ডবিধিতে ৫ প্রকার দণ্ডের বা শাস্তির কথা বলা হয়েছে।
১. মৃত্যুদণ্ড [Death sentence]
২. যাবজ্জীবন কারাবাস [Imprisonment for Lifel
৩. কারাবাস [Imprisonment], যা হতে পারে
ক) সশ্রম (Rigorous] বা
খ) বিনাশ্রম [Simple)
৪. সম্পত্তি বাজেয়াপ্ত [Forfeiture of Property)
৫. অর্থদণ্ড [Fine]
দন্ডবিধিতে উল্লেখিত সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি বা দণ্ড কি?
সর্বোচ্চ শাস্তি বা দণ্ড-মৃত্যুদণ্ড
সর্বোচ্চ কারাবাস-২০ বছর
সর্বনিম্ন কারাবাসের মেয়াদ-২৪ ঘন্টা পর্যন্ত বা জরিমানাসহ
যার পরিমান ১০ টাকা পর্যন্ত বা উভয় [দণ্ডবিধির ৫১০ ধারা অনুযায়ী প্রকাশ্যে মাতাল
ব্যক্তির অশোভন আচরণ এর জন্য শাস্তি হতে পারে ২৪ ঘন্টা পর্যন্ত বা জরিমানাসহ যার
পরিমান ১০ টাকা পর্যন্ত বা উভয়ই।
সর্বনিম্ন অর্থদণ্ড-১০ টাকা
কতিপয় গুরুত্বপূর্ণ সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি [Maximum & Minimum Sentence]:
দন্ডবিধিতে অধিকাংশ ক্ষেত্রে কোন অপরাধের শুধুমাত্র
সর্বোচ্চ শাস্তি উল্লেখ করা হয়েছে। শুধুমাত্র কিছু সুনির্দিষ্ট ক্ষেত্রে সর্বোচ্চ
শাস্তির সাথে সর্বনিম্ন শাস্তিও উল্লেখ করা হয়েছে। যেমন দণ্ডবিধির ৩০২ ধারায়
খুনের শাস্তি হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। তাহলে এই
ক্ষেত্রে আদালত সর্বনিম্ন যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারবে।
ধারা ১২১-বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যুদ্ধ ঘোষণার
উদ্যোগ গ্রহণ করা বা যুদ্ধ ঘোষণায় সহায়তা করা-সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং
সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন কারাবাস।
ধারা ৩০৩-কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুন-সর্বোচ্চ
শাস্তি মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন শাস্তি মৃত্যুদণ্ড।
ধারা ৩০২-খুন(Murder)- সর্বোচ্চ
শাস্তি মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন কারাবাস।
ধারা ৩২৬ক-স্বেচ্ছাকৃতভাবে দুইটি চোখ উপড়িয়ে বা এসিড
জাতীয় পদার্থ দ্বারা চোখ দুটির দৃষ্টি নষ্ট করা বা এসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ,
মাথা বা উভয় চোখে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর জখম করলে- সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।
৩৬৪ক-১০ বৎসরের নিচের কোন ব্যক্তিকে খুন, গুরুতর
আঘাত ইত্যাদি উদ্দেশ্যে অপহরণ বা বলপূর্বক অপহরণ করলে-সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
এবং সর্বনিম্ন শাস্তি ৭ বৎসর সশ্রম কারাবাস।
ধারা ৩৮৫-বলপ্রয়োগ গ্রহণের জন্য কোন ব্যক্তিকে
ক্ষতির ভয়ে রাখা-সর্বোচ্চ শাস্তি ১৪ বছর কারাদণ্ড এবং সর্বনিম্ন শাস্তি ৫ বছর কারাদণ্ড
ধারা ৩৮৭-বলপূর্বক গ্রহণের জন্য মৃত্যু বা গুরুতর
আঘাতের ভয়ে রাখা-সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাবাস এবং সর্বনিম্ন শাস্তি ৭ বছর
কারাবাস।
ধারা ৩৯৭-মৃত্যু বা গুরুতর আঘাত সংঘটনের চেষ্টাসহ
দস্যুতা বা ডাকাতি-সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাবাস এবং সর্বনিম্ন শাস্তি ৭ বছর
কারাবাস।
ধারা ৩৯৮-মারাত্মক অস্ত্রে সজ্জিত অবস্থায় দস্যুতা
বা ডাকাতি করার উদ্যোগ- সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাবাস এবং সর্বনিম্ন শাস্তি ৭
বছর কারাবাস।
মৃত্যুদণ্ড [Death Sentence]
কোন কোন অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড শাস্তিযোগ্য অপরাধ?
দন্ডবিধির অধীন আদালত নিম্নলিখিত ১০টি ক্ষেত্রে মৃত্যুদণ্ড
দিতে পারে-
১. ধারা ১২১ - বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া বা
লিপ্ত হওয়ার উদ্যোগ করা বা সহায়তা করার অপরাধ।
২. ধারা ১৩২-বিদ্রোহে (বিশেষত সৈনিক এবং নাবিক সম্বন্ধে)
সহায়তা এবং সেটার ফলে বিদ্রোহ সংঘটিত হলে।
৩. ধারা ১৯৪-মিথ্যা সাক্ষ্য দেওয়া বা উদ্ভাবন করা যার
উপর ভিত্তি করে নির্দোষ ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হলে এবং মৃত্যুদণ্ড কার্যকর
করা হলে, যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিয়েছে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া যাবে।
৪.ধারা ৩০২-খুন
৫. ধারা ৩০৩-যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক
খুন করলে।
৬. ধারা ৩০৫-নাবালক, উন্মাদ বা মদপ্য ব্যক্তিকে
আত্মহত্যায় প্ররোচিত করলে এবং তার ফলে আত্মহত্যা করলে।
৭. ধারা ৩০৭-যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক
জখম করে খুনের চেষ্টা করলে।
৮. ধারা ৩২৬ক-এসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ, মাথা বা
উভয় চোখে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর জখম করলে।
৯. ধারা ৩৬৪ক-দশ বৎসরের
নিচের কোন ব্যক্তিকে খুন, গুরুতর আঘাত ইত্যাদি উদ্দেশ্যে অপহরণ বা বলপূর্বক অপহরণ করলে।
১০. ধারা ৩৯৬-খুনসহ ডাকাতি করলে।
এখানে বলে রাখা ভালো যে, দন্ডবিধির ৫৪ ধারা অনুযায়ী সরকার
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীর অনুমতি ছাড়া মৃত্যুদণ্ডকে যে কোন দণ্ডে রূপান্তর করতে পারে বা যেকোন দণ্ডে
হ্রাস [Commute] করতে পারে। দন্ডবিধির ৫৫ক ধারায় রাষ্ট্রপতির ক্ষমা
প্রদর্শনের বিশেষাধিকার [prerogative of mercy] সংরক্ষণ করা হয়েছে।
দণ্ডবিধিতে একটি ক্ষেত্রে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। আর সেটা হলো দণ্ডবিধির ৩০৩
ধারায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের একমাত্র শাস্তি
মৃত্যুদণ্ড।
টপিকস
দন্ডবিধিতে কত প্রকার দণ্ডের বা শাস্তির কথা বলা হয়েছে? দন্ডবিধিতে উল্লেখিত সর্বোচ্চ এবং সর্বনিম্ন শান্তি বা দণ্ড কি? কতিপয় গুরুত্বপূর্ণ সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি কি কি? কোন কোন অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড শাস্তিযোগ্য অপরাধ?