- Get link
- X
- Other Apps
যাবজ্জীবন কারাবাসের অর্থ কি?
কখন যাবজ্জীবন কারাদণ্ড ৩০ বৎসর গণ্য করতে হয়?
কখন যাবজ্জীবন কারাদণ্ড ২০ বৎসর হতে পারে?
কখন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাবাস হ্রাস বা রুপান্তর করা যায়?
কারাবাস কত প্রকার?
কোন কোন ক্ষেত্রে কারাবাস শুধুমাত্র সশ্রম হবে?
কোন কোন ক্ষেত্রে কারাবাস শুধুমাত্র বিনাশ্রম হবে?
কখন যাবজ্জীবন কারাদণ্ড ৩০ বৎসর গণ্য করতে হয়?
কখন যাবজ্জীবন কারাদণ্ড ২০ বৎসর হতে পারে?
কখন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাবাস হ্রাস বা রুপান্তর করা যায়?
কারাবাস কত প্রকার?
কোন কোন ক্ষেত্রে কারাবাস শুধুমাত্র সশ্রম হবে?
কোন কোন ক্ষেত্রে কারাবাস শুধুমাত্র বিনাশ্রম হবে?
যাবজ্জীবন কারাবাস (Imprisonment for Life)
যাবজ্জীবন কারাবাসের অর্থ কি?
যাবজ্জীবন কারাবাসের অর্থ অবশিষ্ট জীবনব্যাপী সশ্রম কারাবাস।
সম্প্রতি Ataur Mridha Alias v. State মামলায় আপীল বিভাগ ০১.১২.২০২০ তারিখে যাবজ্জীবন কারাবাসকে নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করেছে।
আপাতদৃষ্টে, যাবজ্জীবন কারাবাস অর্থ হলো একজন দণ্ডিত ব্যক্তির স্বাভাবিক জীবনের অবশিষ্ট জীবনব্যাপী কারাবাস বা সশ্রম কারাবাস [‘Imprisonment for life prima-facie means imprisonment for the whole of the remaining period of convicts natural life’]
যদি দণ্ডবিধির ৫৫ এবং ৫৭ ধারার সাথে ও ফৌজদারী কার্যবিধির ৩৫ক ধারার সাথে দণ্ডিবিধির ৪৫ ও ৫৩ ধারা একত্রে অধ্যায়ন করা হয়, সেক্ষেত্রে যাবজ্জীবন কারাবাস বলতে ৩০ বৎসরের কারাবাস বলে গণ্য হবে। সুতরাং দণ্ডবিধির ৫৫, ৫৭ ও ফৌজদারী কার্যবিধির ৩৫ক ধারায় ব্যবহৃত যাবজ্জীবন কারাবাস বলতে ৩০ বৎসর গণ্য হবে।
যাইহোক International Crimes (Tribunal) Act, 1973 এর অধীন কোন আদালত, ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন দণ্ডিতকে তার স্বাভাবিক মৃত্যু পর্যন্ত যাবজ্জীবন কারাবাস প্রদান করে বা আমৃত্যু কারাবাস প্রদান করে, উক্ত ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তি ফৌজদারী কার্যবিধির ৩৫ক ধারার সুবিধা পাবেনা। অর্থাৎ তার ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাস বা আমৃত্যু কারাদণ্ড বলতে ৩০ বৎসর গণ্য হবেনা এবং সে বিচার চলাকালে যে সময় কারাবাসে ছিলো সেই সময় ৩০ বৎসর [যাবজ্জীবন কারাবাস] থেকে বাদ দেওয়া যাবেনা।
কখন যাবজ্জীবন কারাদণ্ড ৩০ বৎসর গণ্য করতে হয়?
পেনাল কোডের অধীনে শাস্তির মেয়াদের ভগ্নাংশ নিরুপণের সময় যাবজ্জীবন কারাবাসকে ৩০ (ত্রিশ বছর) সশ্রম মেয়াদী কারাবাসের সমান বলে ধরা হয় [ধারা-৫৭] । অর্থাৎ ৫৭ ধারার ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাস ৩০ বৎসর। অর্থাৎ যাবজ্জীবন কারাবাস তখনই ৩০ বৎসর গণ্য করা হবে যখন শাস্তির মেয়াদের ভগ্নাংশ নিরুপণ করা হবে। দণ্ডবিধির ৫৫, ৫৭ ও ফৌজদারী কার্যবিধির ৩৫ক ধারায় ব্যবহৃত যাবজ্জীবন কারাবাস বলতে ৩০ বৎসর গণ্য হবে।
উদাহরণ: আদালত আসামী ‘ক’-কে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাবাস এবং ১০০০০ টাকা অর্থদণ্ড দিলো। যেক্ষেত্রে আদালত অর্থদণ্ড প্রদান করে, সেই ক্ষেত্রে এটাও উল্লেখ করা হয় যে, অর্থদণ্ড দিতে না পারলে আসামী অনাদায়ে কত সময়ের জন্য কারাবাস ভোগ করবে। এই ক্ষেত্রে নিয়ম হলো উক্ত অপরাধে জন্য নির্ধারিত সর্বোচ্চ কারাবাসের ১/৪ এর বেশি অনাদায়ী কারাবাসের মেয়াদ হবেনা। যেহেতু আদালত এখানে যাবজ্জীবন কারাবাস দিয়েছে এবং একই সাথে অর্থদণ্ড দিয়েছে, সুতরাং উক্ত অর্থদণ্ড অনাদায়ে কারাবাসের মেয়াদ নির্ণয় করতে যাবজ্জীবন এর ১/৪ করতে হবে। যেহেতু আজীবন কারাবাস, আর জীবনের আয়ু নির্ণয়যোগ্য নয়, তাই যাবজ্জীবন কারাবাসের ভগ্নাংশ বা ১/৪ করা যায় না। এই ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাসকে ৩০ বৎসর ধরে নিয়ে, উক্ত ৩০ বৎসরের ১/৪ করতে হবে। অর্থাৎ আসামী ১০০০০ টাকা জরিমানা না দিতে পারলে, আদালত আসামীকে অনাদায়ে সর্বোচ্চ ৭ বৎসর ৬ মাস কারাবাস দিতে পারবে।
কখন যাবজ্জীবন কারাদণ্ড ২০ বৎসর হতে পারে?
যাবজ্জীবন কারাদণ্ডাদেশের ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তির সম্মতি ব্যতিরেকেই উক্ত দণ্ডকে সরকার অনধিক ২০ বছরে হ্রাস করতে পারে [ধারা-৫৫]। এখানে যাবজ্জীবন কারাবাস বলতে ৩০ বৎসর গণ্য হবে এবং সরকার ৩০ বৎসর [যাবজ্জীবন কারাবাস) কমিয়ে অনধিক ২০ বৎসর করতে পারে।
কখন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাবাস হ্রাস বা রুপান্তর করা যায়? [ধারা ৫৪ থেকে ৫৫ক]:
৫৪ ধারার অধীনে সরকার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীর অনুমতি ছাড়া মৃত্যুদণ্ডকে যেকোন দণ্ডে রূপান্তর করতে পারে বা যেকোন দণ্ডে হ্রাস [Commute] করতে পারে এবং ৫৫ ধারার অধীনে যাবজ্জীবন কারাদণ্ড কারাবসে রুপান্তর করতে পারে বা হ্রাস করে অনধিক ২০ বৎসর করতে পারে। এছাড়াও দণ্ডবিধির ৫৫ক ধারায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিশেষাধিকার [Prerogative Of mercy] সংরক্ষণ করা হয়েছে।
কারাদণ্ড বা কারাবাস [Imprisonment]
কারাবাস কত প্রকার?
দণ্ডবিধির ৫৩ ধারা অনুযায়ী কারাবাস ২ (দুই) প্রকার,
১. সশ্রম (Rigorous, that is, with hard labour)
২. বিনাশ্রম (Simple)
কোন কোন ক্ষেত্রে কারাবাস সশ্রম বা বিনাশ্রম হতে পারে? (Where imprisonment may be simple or rigorous?]
দণ্ডবিধির অধীন কারাবাস [Imprisonment) বলতে সশ্রম এবং বিনাশ্রম উভয় কারাবাসকে বোঝাবে। অর্থাৎ যেখানে কারাবাস উল্লেখ করা হয়েছে কিন্তু সেটা সশ্রম না বিনাশ্রম হবে তা উল্লেখ করা হয়নি, সেই ক্ষেত্রে কারাবাস বলতে সশ্রম বা বিনাশ্রম উভয় কারাবাস হতে পারে এবং এই ক্ষেত্রে সশ্রম বা বিনাশ্রম কারাবাস দেওয়া আদালতের জন্য বিবেচনামূলক। অর্থাৎ আদালত সশ্রম কারাবাস বা বিনাশ্রম কারাবাস দিতে পারে। দণ্ডবিধির ৬০ ধারায় বলে হয়েছে, যেক্ষেত্রে কোন অপরাধী যেকোন বর্ণনার কারাবাসে দণ্ডিত হয় An offender is punishable with imprisonment which may be of either description), সেই ক্ষেত্রে আদালত সম্পূর্ণ বিনাশ্রম কারাবাস বা সম্পূর্ণ সশ্রম কারাবাস দিতে পারে বা আংশিক বিনাশ্রম বা আংশিক সশ্রম কারাবাসের আদেশ দিতে পারে। যেমন: ১৪৭ ধারায় দাঙ্গার শাস্তি হতে পারে যেকোন বর্ণনার কারাদণ্ড যা ২ বৎসর পর্যন্ত হতে পারে, বা জরিমানাসহ বা উভয় [Imprisonment of either description for a term which may extend to one year, with fine or with both. এখানে ‘Imprisonment of either description’ থাকার কারণে আদালত সশ্রম বা বিনাশ্রম কারাবাস দিতে পারে বা আংশিক বিনাশ্রম বা আংশিক সশ্রম কারবাস দিতে পারে। অর্থাৎ যখন আইনে লেখা দেখবেন যেকোন বর্ণনার কারাবাস [Imprisonment of either description) তখন ধরে নিতে পারেন, কারাবাসটি সশ্রম বা বিনাশ্রম বা আংশিক সশ্রম বা আংশিক বিনাশ্রম হতে পারে [ধারা ৬০]। আইনে যদি নির্ধারিত না থাকে, তাহলে কারাবাস সশ্রম হবে না বিনাশ্রম হবে তা নির্ধারণ করা আদালেতর জন্য বিবেচনামূলক ক্ষমতা।
কোন কোন ক্ষেত্রে কারাবাস শুধুমাত্র সশ্রম হবে? [Where imprisonment may be only rigorous?)
যেক্ষেত্রে আইনে উল্লেখ করা থাকে যে কারাবাসটি সশ্রম হবে সেই ক্ষেত্রে আদালত সশ্রম কারাবাস দিতে বাধ্য। যেমন দণ্ডবিধির ৩৯২ থেকে ৩৯৬ ধারা পর্যন্ত উল্লেখিত অপরাধসমূহ যেমন দস্যুতার শাস্তি, দস্যুতা সংঘটনের উদ্যোগের শাস্তি, ডাকাতির শাস্তি বা খুনসহ ডাকাতি ইত্যাদি ক্ষেত্রে শাস্তি সশ্রম হবে। কারণ এই ধারাগুলোতে সশ্রম কারাবাস উল্লেখ করা হয়েছে।
৫৩ ধারার অধীনে যাবজ্জীবন কারাবাসের (Imprisonment for life) ক্ষেত্রে কারাবাস সর্বদা সশ্রম [Rigorous ] হবে।
কোন কোন ক্ষেত্রে কারাবাস শুধুমাত্র বিনাশ্রম হবে? [When imprisonment may be only simple?]
যেক্ষেত্রে দণ্ডবিধির কোন ধারায় কোন অপরাধের ক্ষেত্রে শুধুমাত্র বিনাশ্রম কারাবাসের বিধান থাকে, সেই ক্ষেত্রে আদালত শুধুমাত্র বিনাশ্রম কারাবাস দিতে বাধ্য। যেমন দণ্ডবিধির ৩০৯ ধারায় আত্মহত্যা করার উদ্যোগের ক্ষেত্রে শাস্তি হতে পারে ১ বৎসর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা জরিমানাসহ বা উভয়। যেহেতু ৩০৯ ধারায় বিনাশ্রম কারাদও উল্লেখ করা আছে, তাই এই ক্ষেত্রে কারাদণ্ড হবে শুধুমাত্র বিনাশ্রম। অন্যদিকে দণ্ডবিধির ৬৭ ধারায় বলা হয়েছে, যেক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড এবং উক্ত অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থ হলে আসামীকে যে কারাদণ্ড দেওয়া হয় তা বিনাশ্রম হবে।
টপিকস
যাবজ্জীবন কারাবাসের অর্থ কি? কখন যাবজ্জীবন কারাদণ্ড ৩০ বৎসর গণ্য করতে হয়? কখন যাবজ্জীবন কারাদণ্ড ২০ বৎসর হতে পারে? কখন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাবাস হ্রাস বা রুপান্তর করা যায়? কারাবাস কত প্রকার? কোন কোন ক্ষেত্রে কারাবাস শুধুমাত্র সশ্রম হবে? কোন কোন ক্ষেত্রে কারাবাস শুধুমাত্র বিনাশ্রম হবে?
ইউটিউব ভিডিও - যাবজ্জীবন কারাবাসের অর্থ কি - কখন যাবজ্জীবন কারাদণ্ড ৩০ বৎসর গণ্য করতে হয়