- Get link
- X
- Other Apps
দন্ডবিধি ধারা ৬৩ অনুযায়ী অর্থ দণ্ডের পরিমাণ কতটুকু?
অনাদায়ি অর্থদণ্ডের জন্য কারাবাসের মেয়াদ কতটুকু?
দন্ডবিধি ৫৭ ধারা যাবজ্জীবন কারাবাসের ক্ষেত্রে আরোপিত অর্থদণ্ড পরিশোধে ব্যর্থতার জন্য কারাবাসের মেয়াদ কতটুকু?
দন্ডবিধি ধারা ৬৫ অনুযায়ী অর্থদণ্ডসহ কারাবাসযোগ্য অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড পরিশোধে ব্যর্থতার জন্য কারাবাসের মেয়াদ কতটুকু?
দন্ডবিধি ধারা-৬৭ অনুযায়ী আসামী শুধুমাত্র অর্থদণ্ডে দণ্ডিত হলে এবং অর্থদণ্ড অনাদায়ে কারাবাসের মেয়াদ কতটুকু?
দন্ডবিধি ৬৫, ৬৬ এবং ৬৭ ধারার মধ্যে পার্থক্য কি?
দন্ডবিধি ধারা ৬৮ অনুযায়ী অর্থদণ্ড পরিশোধের ক্ষেত্রে কারাবাস বাতিল হবে।
দন্ডবিধি ধারা ৭০ অনুযায়ী অর্থদণ্ড আদায়ের সময়সীমা কত?
নির্জন কারবাস কাকে বলে?
কোন কোন অপরাধের ক্ষেত্রে আদালত নির্জন কারাবাসের আদেশ দিতে পারে?
নির্জন কারাবাসের হার কিভাবে নির্ণয় করা হয়?
অর্থদণ্ড [Fine] ধারা ৬৩ থেকে ৭০
অনাদায়ি অর্থদণ্ডের জন্য কারাবাসের মেয়াদ কতটুকু?
দন্ডবিধি ৫৭ ধারা যাবজ্জীবন কারাবাসের ক্ষেত্রে আরোপিত অর্থদণ্ড পরিশোধে ব্যর্থতার জন্য কারাবাসের মেয়াদ কতটুকু?
দন্ডবিধি ধারা ৬৫ অনুযায়ী অর্থদণ্ডসহ কারাবাসযোগ্য অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড পরিশোধে ব্যর্থতার জন্য কারাবাসের মেয়াদ কতটুকু?
দন্ডবিধি ধারা-৬৭ অনুযায়ী আসামী শুধুমাত্র অর্থদণ্ডে দণ্ডিত হলে এবং অর্থদণ্ড অনাদায়ে কারাবাসের মেয়াদ কতটুকু?
দন্ডবিধি ৬৫, ৬৬ এবং ৬৭ ধারার মধ্যে পার্থক্য কি?
দন্ডবিধি ধারা ৬৮ অনুযায়ী অর্থদণ্ড পরিশোধের ক্ষেত্রে কারাবাস বাতিল হবে।
দন্ডবিধি ধারা ৭০ অনুযায়ী অর্থদণ্ড আদায়ের সময়সীমা কত?
নির্জন কারবাস কাকে বলে?
কোন কোন অপরাধের ক্ষেত্রে আদালত নির্জন কারাবাসের আদেশ দিতে পারে?
নির্জন কারাবাসের হার কিভাবে নির্ণয় করা হয়?
অর্থদণ্ড [Fine] ধারা ৬৩ থেকে ৭০
দণ্ডবিধির ৬৩ থেকে ৭০ ধারা পর্যন্ত অর্থ দণ্ডের পরিমাণ [Amount of Fine], অর্থদণ্ড পরিশোধ না করার কারাদণ্ড [imprisonment for non-payment of fine], অর্থদণ্ড পরিশোধ না করার কারণে কারাবাসের মেয়াদ [Limit of imprisonment for non-payment of fine), অর্থদণ্ড পরিশোধের ক্ষেত্রে কারাবাস বাতিল, এবং অর্থদণ্ড আদায়ের সময়সীমা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে।
[ধারা ৬৩] অর্থ দণ্ডের পরিমাণ কতটুকু? [Amount of Fine):
যেক্ষেত্রে অর্থদণ্ডের বিধান থাকে কিন্তু কত টাকা অর্থদণ্ড দেওয়া যাবে সে বিষয়ে কোন উল্লেখ থাকে না, সেক্ষেত্রে অর্থ দণ্ডের নির্দিষ্ট সীমা নাই তবে অত্যাধিক হবে না।
অনাদায়ি অর্থদণ্ডের জন্য কারাবাসের মেয়াদ কতটুকু?
অনাদায়ি অর্থদণ্ড অর্থ হলো আদায় হয়নি বা বকেয়া অর্থদণ্ড। আসামীর উপর আরোপিত অর্থদণ্ড, আসামী পরিশোধ করতে ব্যর্থ হলে বা অনাদায়ি থাকলে, উক্ত অনাদায়ি অর্থদণ্ডের জন্য আসামীকে কারাবাস ভোগ করতে হবে। অর্থদণ্ড প্রধানত দুই (২) ভাবে দেওয়া হয়। প্রথমত, শুধুমাত্র অর্থদণ্ড দেওয়া হয়। যেমন কোনো আসামীকে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হলো। দ্বিতীয়ত, অর্থদণ্ড দেওয়া যেতে পারে অন্য কোন দণ্ড বা কারাবাসের সাথে। যেমন, অর্থদণ্ডসহ কারাবাস বা অর্থদণ্ডসহ মৃত্যুদণ্ড বা অর্থদণ্ডসহ যাবজ্জীবন কারাবাস দেওয়া হয়। শুধুমাত্র অর্থদণ্ড দেওয়া হোক বা অন্যকোন কারাবাসের সাথে অর্থদণ্ড দেওয়া হোক, সেই ক্ষেত্রে অর্থদণ্ড পরিশোধ করতে না পারলে, আসামীকে অর্থদণ্ড অনাদায়ে কারাবাস ভোগ করতে হবে। অর্থদণ্ড অনাদায়ে কারাবাস কত হবে সেটা নির্ধারণ করতে হবে দণ্ডবিধির ৫৭, ৬৫ এবং ৬৭ ধারা অনুসারে। যাবজ্জীবন কারাবাসের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাবাস হিসাব করতে ৫৭ ধারা, কারাবাসসহ অর্থদণ্ডের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাবাস হিসাব করতে ৬৫ ধারা এবং শুধুমাত্র অর্থদণ্ডের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাবাস হিসাব করতে ৬৭ ধারা প্রযোজ্য হবে।
যাবজ্জীবন কারাবাসের ক্ষেত্রে আরোপিত অর্থদণ্ড পরিশোধে ব্যর্থতার জন্য কারাবাসের মেয়াদ কতটুকু? [৫৭ ধারা]:
যাবজ্জীবন কারাবাসের সাথে অর্থদণ্ড দেওয়া হলে এবং উক্ত অর্থদণ্ড পরিশোধে আসামী ব্যর্থ হলে, অর্থাৎ অনাদায়ি অর্থদণ্ডের জন্য কারাবাস হিসাব করার ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাসকে ৩০ বৎসর ধরে ১/৪ দিয়ে ভগ্নাংশ করতে হবে। যাবজ্জীবন কারাবাসের ক্ষেত্রে আরোপিত অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থ হলে অনাদায়ে কারাবাস হবে সর্বোচ্চ ৭ বৎসর ৬ মাস [ধারা ৫৭ প্রযোজ্য হবে]।
অর্থদণ্ডসহ কারাবাসযোগ্য অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড পরিশোধে ব্যর্থতার জন্য কারাবাসের মেয়াদ কতটুকু? [ধারা ৬৫]:
যেক্ষেত্রে কোন অপরাধের শাস্তি কারাবাসসহ অর্থদণ্ডের বিধান থাকে, সেই ক্ষেত্রে আরোপিত অর্থদণ্ড দিতে ব্যর্থ হলে, অর্থাৎ অনাদায়ি অর্থদণ্ডের জন্য কারাবাস হিসাব করার ক্ষেত্রে ৬৫ ধারা প্রযোজ্য হবে এবং যে ধারার অধীন কারাবাস দেওয়া হয়েছে, উক্ত ধারার সর্বোচ্চ কারাবাসের ১/৪ অংশ অর্থদণ্ড অনাদায়ে কারাবাস দেওয়া যেতে পারে।
৬৫ ধারায় বিধান করা হয়েছে, যে ক্ষেত্রে অপরাধী কারাবাস এবং অর্থদণ্ডে দণ্ডিত হয় কিন্তু অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হয় সেক্ষেত্রে আদালত অপরাধীকে উক্ত অপরাধের জন্য নির্ধারিত সর্বোচ্চ কারাবাসের মেয়াদের ১/৪ অংশ কারাদণ্ডে দণ্ডিত করতে পারে [ধারা-৬৫]। উদাহরণ: দণ্ডবিধির ৩৯২ ধারায় দস্যুতার শাস্তি হলো, যে ব্যক্তি দস্যুতা সংঘটন করে সে ১০ বৎসর পর্যন্ত সশ্রম কারাবাস এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে। কোন আসামীকে যদি ৩৯২ ধারা অনুসারে, দস্যুতার জন্য ৬ বৎসরের কারাবাস এবং ২০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় এবং আসামী যদি আরোপিত অর্থদণ্ড দিতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাবাস কত হবে, সেটা নির্ণয় করতে ৬৫ ধারা প্রযোজ্য হবে। কারণ ৩৯২ ধারায় দস্যুতার শাস্তি কারাবাস এবং অর্থদণ্ড উভয়। এবং এই ক্ষেত্রে অনাদায়ি অর্থদণ্ডের জন্য কারাবাস হিসাব করতে ৩৯২ ধারায় শুধুমাত্র দস্যুতার জন্য উল্লেখিত সর্বোচ্চ কারাবাসকে তথা ১০ বৎসরকে ১/৪ দিয়ে ভগ্নাংশ করতে হবে। এবং ৩৯২ ধারায় অর্থদণ্ড অনাদায়ে কারাবাস হতে পারে সর্বোচ্চ ২ বৎসর ৬ মাস। আদালত এর কম দিতে পারবে কিন্তু বেশি না।
[ধারা-৬৭] আসামী শুধুমাত্র অর্থদণ্ডে দণ্ডিত হলে এবং অর্থদণ্ড অনাদায়ে কারাবাসের মেয়াদ কতটুকু?
দণ্ডবিধির ৬৭ ধারায় বলা হয়েছে, যেক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড এবং উক্ত অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থ হলে আসামীকে যে কারাদণ্ড প্রদান করা হয় বিনাশ্রম হবে এবং নিম্নবর্ণিত হারে কারাদণ্ডে দণ্ডিত হবে; অর্থদণ্ড ৫০ টাকার অধিক না হলে ২ মাসের কারাদণ্ড। অর্থদণ্ড ১০০ টাকার অধিক না হলে ৪ মাসের কারাদণ্ড এবং অন্যান্য ক্ষেত্রে বা অর্থদণ্ডের পরিমাণ ১০০ টাকার বেশি হলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত করা যাবে। সুতরাং যেক্ষেত্রে অপরাধের শান্তি শুধুমাত্র অর্থদণ্ড এবং উক্ত অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থ হলে আদালত সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড দিতে পারে।
উদাহরণঃ ৪৮৯ঙ ধারায় ব্যাংক নোট বা মুদ্রা নোট সদৃশ দলিল তৈরী বা ব্যবহার করার শাস্তি শুধুমাত্র ১০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড। কোন আসামীকে যদি ৪৮৯ঙ ধারায় শুধুমাত্র ৫০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং সে যদি আরোপিত অর্থদণ্ড দিতে ব্যর্থ হয়, তাহলে অনাদায়ী কারাবাস কত হবে সেটা ৬৭ ধারা অনুসারে নির্ণয় করতে হবে। যেহেতু আরোপিত অর্থদণ্ডের পরিমাণ ৫০ টাকার বেশি না, সেহেতু অনাদায়ী কারাবাস হতে পারে সর্বোচ্চ ২ মাস।
৬৫, ৬৬ এবং ৬৭ ধারার মধ্যে পার্থক্য কি?
১. ৬৫, ৬৬ এবং ৬৭ ধারার মধ্যে মৌলিক পার্থক্য হলো ৬৫ ও ৬৬ ধারা প্রযোজ্য হবে যে ক্ষেত্রে আসামী কারাবাস এবং অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হয় । কিন্তু ৬৭ ধারা প্রযোজ্য হবে যেক্ষেত্রে আসামী শুধুমাত্র অর্থদণ্ডে দণ্ডিত হয়।
২. ৬৬ ধারায় অর্থদণ্ড অনাদায়ে বা পরিশোধ না করার কারণে প্রদত্ত কারাবাস সশ্রম বা বিনাশ্রম হতে পারে। কিন্তু ৬৭ ধারায় অর্থদণ্ড পরিশোধ না করার কারণে প্রদত্ত কারাবাস শুধুমাত্র বিনাশ্রম হতে পারে।
[ধারা ৬৮] অর্থদণ্ড পরিশোধের ক্ষেত্রে কারাবাস বাতিল হবে। [Termination of imprisonmen after payment of fine]:
অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থতার কারণে আদালত যে কারাবাস প্রদান করে তা বাতিল হবে যখন অর্থদণ্ড পরিশোধ করা হয় বা আইনী প্রক্রিয়ায় আদায় করা হয় (either paid or levied by process of law) [ধারা ৬৮]। জরিমানার আংশিক অংশ পরিশোধ করলে অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থতার কারণে আদালত যে কারাবাস প্রদান করে তা আনুপাতিক হারে আদালত বাতিল করতে পারে [ধারা ৬৯]।
[ধারা ৭০] অর্থদণ্ড আদায়ের সময়সীমা কত? [Limitation of Levy of Fine)
দণ্ডাজ্ঞা প্রদানের পরবর্তী ৬ বছরের মধ্যে অর্থদণ্ড আদায়যোগ্য [ধারা-৭০] । যদি অপরাধী ৬ বৎসরের বেশি সময়ের জন্য দণ্ডিত হয়, তাহলে উক্ত দণ্ডের মেয়াদ সমাপ্ত হওয়ার পূর্বে যেকোন সময়ে অর্থদণ্ড আদায় করা যাবে।
এখানে বলে রাখা ভালো যে, কারাবাসকালে আদায়যোগ্য অর্থদণ্ড অপরাধীর মৃত্যু হলেও সম্পত্তি দায়মুক্ত হবে না। অর্থাৎ মৃত ব্যক্তির সম্পত্তি হতে আদায়যোগ্য হবে। [ধারা-৭০]। যেক্ষেত্রে রায়ে উল্লেখ করা হয়েছে যে, কোন ব্যক্তি কতিপয় অপরাধের মধ্যে একটি অপরাধে অভিযুক্ত কিন্তু কোন অপরাধে অভিযুক্ত তা সন্দেহপূর্ণ এবং সেই ক্ষেত্রে সকল অপরাধের জন্য একই শাস্তির বিধান না থাকলে, উক্ত ব্যক্তি দণ্ডিত হবে যে অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তির ব্যবস্থা আছে, সেই অপরাধের জন্য। [ধারা ৭২)
[ধারা ৭৩ থেকে ৭৪] নির্জন কারাবাস (Solitary Confinement)
নির্জন কারবাস কাকে বলে? (What is solitary imprisonment)
নির্জন কারাবাস অর্থ হলো যে অবস্থায় দণ্ডিত ব্যক্তি সর্বপ্রকার জনসাহচর্য হতে বঞ্চিত হন। নির্জন কারবাসের ক্ষেত্রে কারাবন্দী বা কয়েদীকে (Prisoner) বাইরের জগৎ এর সাথে কোন প্রকার মেলামেশা ছাড়া সম্পূর্ণভাবে পৃথক রাখা হয়। সশ্রম কারাবাস প্রদান করা যায় এমন কোন দণ্ডে কোন অপরাধীকে দণ্ডিত করা হলে, তখন আদালত অপরাধীকে তার বিরুদ্ধে যে কারাবাস দিয়েছে তার মেয়াদের কোন অংশ বিশেষের বা কয়েকটি অংশের জন্য নির্জন কারাবাসে আবদ্ধ রাখার আদেশ দিতে পারে।
কোন কোন অপরাধের ক্ষেত্রে আদালত নির্জন কারাবাসের আদেশ দিতে পারে?
শুধুমাত্র যে অপরাধের শাস্তি সশ্রম কারাবাস হতে পারে, সেই ক্ষেত্রে আদালত নির্জন কারাবাসের আদেশ পারে পারে।
নির্জন কারাবাসের হার কিভাবে নির্ণয় করা হয়?
নির্জন কারাবাস নিম্নবর্ণিত হারে হহবে যদি আরোপিত কারাবাস ৬ মাস অতিক্রম না করে তাহলে নির্জন কারাবাস ১ মাসের বেশী হবে না। যদি আরোপিত কারাবাস ৬ মাস অতিক্রম করে কিন্তু ১ বছর অতিক্রম না করে অর্থাৎ কারাবাস ৬ থেকে ১২ মাসের মধ্যে হলে, নির্জন কারাবাস ২ মাসের বেশী হবে না। যদি কারাবাস ১ বছর অতিক্রম করে তাহলে নির্জন কারাবাস ৩ মাসের বেশী হবে না।
এখানে বলে রাখা ভালো যে, নির্জন কারাবাস সর্বসাকুল্যে [In the Wholel তিন (৩) মাসের বেশী হতে পারবে না। অর্থাৎ নির্জন কারাবাসের সর্বোচ্চ মেয়াদ ৩ মাস হতে পারে। অর্থাৎ একজন অপরাধী যে মেয়াদে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হোক না কেন, তাকে উক্ত মেয়াদের মধ্যে সর্বসাকুল্যে সর্বোচ্চ ৩ মাস নির্জন কারাবাস দিতে পারে। নির্জন কারাবাসের দণ্ড কার্যকর করার ক্ষেত্রে এরুপ কারাবাস এককালীন [At a time) ১৪ (চৌদ্দ) দিনের বেশি হবে না। [ধারা-৭৪] নির্জন কারাবাসের পূর্বে ও পরে বিরাম থাকবে এবং কারাবাসের মেয়াদ তিন মাসের বেশি হলে নির্জন কারাবাস কোন মাসে ৭ দিনের বেশি হবে না (ধারা ৭৪)
টপিকস
দন্ডবিধি ধারা ৬৩ অনুযায়ী অর্থ দণ্ডের পরিমাণ কতটুকু? অনাদায়ি অর্থদণ্ডের জন্য কারাবাসের মেয়াদ কতটুকু? দন্ডবিধি ৫৭ ধারা যাবজ্জীবন কারাবাসের ক্ষেত্রে আরোপিত অর্থদণ্ড পরিশোধে ব্যর্থতার জন্য কারাবাসের মেয়াদ কতটুকু? দন্ডবিধি ধারা ৬৫ অনুযায়ী অর্থদণ্ডসহ কারাবাসযোগ্য অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড পরিশোধে ব্যর্থতার জন্য কারাবাসের মেয়াদ কতটুকু? দন্ডবিধি ধারা-৬৭ অনুযায়ী আসামী শুধুমাত্র অর্থদণ্ডে দণ্ডিত হলে এবং অর্থদণ্ড অনাদায়ে কারাবাসের মেয়াদ কতটুকু?দন্ডবিধি ৬৫, ৬৬ এবং ৬৭ ধারার মধ্যে পার্থক্য কি?দন্ডবিধি ধারা ৬৮ অনুযায়ী অর্থদণ্ড পরিশোধের ক্ষেত্রে কারাবাস বাতিল হবে। দন্ডবিধি ধারা ৭০ অনুযায়ী অর্থদণ্ড আদায়ের সময়সীমা কত? নির্জন কারবাস কাকে বলে? কোন কোন অপরাধের ক্ষেত্রে আদালত নির্জন কারাবাসের আদেশ দিতে পারে? নির্জন কারাবাসের হার কিভাবে নির্ণয় করা হয়?