Skip to main content

Posts

Showing posts from November, 2022

দন্ডবিধি অনুযায়ী অর্থ দণ্ডের পরিমাণ অর্থদণ্ড পরিশোধ না করার কারাদণ্ড

দন্ডবিধি ধারা ৬৩ অনুযায়ী অর্থ দণ্ডের পরিমাণ কতটুকু? অনাদায়ি অর্থদণ্ডের জন্য কারাবাসের মেয়াদ কতটুকু? দন্ডবিধি ৫৭ ধারা যাবজ্জীবন কারাবাসের ক্ষেত্রে আরোপিত অর্থদণ্ড পরিশোধে ব্যর্থতার জন্য কারাবাসের মেয়াদ কতটুকু? দন্ডবিধি ধারা ৬৫ অনুযায়ী অর্থদণ্ডসহ কারাবাসযোগ্য অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড পরিশোধে ব্যর্থতার জন্য কারাবাসের মেয়াদ কতটুকু? দন্ডবিধি ধারা-৬৭ অনুযায়ী আসামী শুধুমাত্র অর্থদণ্ডে দণ্ডিত হলে এবং অর্থদণ্ড অনাদায়ে কারাবাসের মেয়াদ কতটুকু? দন্ডবিধি ৬৫, ৬৬ এবং ৬৭ ধারার মধ্যে পার্থক্য কি? দন্ডবিধি ধারা ৬৮ অনুযায়ী অর্থদণ্ড পরিশোধের ক্ষেত্রে কারাবাস বাতিল হবে। দন্ডবিধি ধারা ৭০ অনুযায়ী অর্থদণ্ড আদায়ের সময়সীমা কত? নির্জন কারবাস কাকে বলে? কোন কোন অপরাধের ক্ষেত্রে আদালত নির্জন কারাবাসের আদেশ দিতে পারে? নির্জন কারাবাসের হার কিভাবে নির্ণয় করা হয়? অর্থদণ্ড [Fine] ধারা ৬৩ থেকে ৭০ দণ্ডবিধির ৬৩ থেকে ৭০ ধারা পর্যন্ত অর্থ দণ্ডের পরিমাণ [Amount of Fine], অর্থদণ্ড পরিশোধ না করার কারাদণ্ড [imprisonment for non-payment of fine], অর্থদণ্ড পরিশোধ না করার কারণে কারাবাসের মেয়াদ [Limit...

যাবজ্জীবন কারাবাসের অর্থ কি - কখন যাবজ্জীবন কারাদণ্ড ৩০ বৎসর গণ্য করতে হয়

যাবজ্জীবন কারাবাসের অর্থ কি? কখন যাবজ্জীবন কারাদণ্ড ৩০ বৎসর গণ্য করতে হয়? কখন যাবজ্জীবন কারাদণ্ড ২০ বৎসর হতে পারে? কখন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাবাস হ্রাস বা রুপান্তর করা যায়? কারাবাস কত প্রকার? কোন কোন ক্ষেত্রে কারাবাস শুধুমাত্র সশ্রম হবে? কোন কোন ক্ষেত্রে কারাবাস শুধুমাত্র বিনাশ্রম হবে?  যাবজ্জীবন কারাবাস (Imprisonment for Life) যাবজ্জীবন কারাবাসের অর্থ কি? যাবজ্জীবন কারাবাসের অর্থ অবশিষ্ট জীবনব্যাপী সশ্রম কারাবাস। সম্প্রতি Ataur Mridha Alias v. State মামলায় আপীল বিভাগ ০১.১২.২০২০ তারিখে যাবজ্জীবন কারাবাসকে নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করেছে। আপাতদৃষ্টে, যাবজ্জীবন কারাবাস অর্থ হলো একজন দণ্ডিত ব্যক্তির স্বাভাবিক জীবনের অবশিষ্ট জীবনব্যাপী কারাবাস বা সশ্রম কারাবাস [‘Imprisonment for life prima-facie means imprisonment for the whole of the remaining period of convicts natural life’] যদি দণ্ডবিধির ৫৫ এবং ৫৭ ধারার সাথে ও ফৌজদারী কার্যবিধির ৩৫ক ধারার সাথে দণ্ডিবিধির ৪৫ ও ৫৩ ধারা একত্রে অধ্যায়ন করা হয়, সেক্ষেত্রে যাবজ্জীবন কারাবাস বলতে ৩০ বৎসরের কারাবাস বলে গণ্য হবে। সুতরাং দ...

দন্ডবিধিতে কত প্রকার দণ্ডের বা শাস্তির কথা বলা হয়েছে কোন কোন অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড শাস্তিযোগ্য অপরাধ

দন্ডবিধিতে কত প্রকার দণ্ডের বা শাস্তির কথা বলা হয়েছে? দন্ডবিধিতে উল্লেখিত সর্বোচ্চ এবং সর্বনিম্ন  শাস্তি কতিপয় গুরুত্বপূর্ণ সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি কি কি? কোন কোন অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড শাস্তিযোগ্য অপরাধ?   দণ্ড সম্পর্কিত [Of Punishment] [ধারা ৫৩] শাস্তি বা দণ্ডের প্রকারভেদ (Kinds of Punishment] ধারা ৫৩ থেকে ধারা ৭৫ ।  দন্ডবিধি  তে কত প্রকার দণ্ডের বা শাস্তির কথা বলা হয়েছে? দণ্ডবিধিতে ৫ প্রকার দণ্ডের বা শাস্তির কথা বলা হয়েছে। ১. মৃত্যুদণ্ড [Death sentence] ২. যাবজ্জীবন কারাবাস [Imprisonment for Lifel ৩. কারাবাস [Imprisonment], যা হতে পারে ক) সশ্রম (Rigorous] বা খ) বিনাশ্রম [Simple) ৪. সম্পত্তি বাজেয়াপ্ত [Forfeiture of Property) ৫. অর্থদণ্ড [Fine] দন্ডবিধি তে উল্লেখিত সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি বা দণ্ড কি? সর্বোচ্চ শাস্তি বা দণ্ড-মৃত্যুদণ্ড সর্বোচ্চ কারাবাস-২০ বছর সর্বনিম্ন কারাবাসের মেয়াদ-২৪ ঘন্টা পর্যন্ত বা জরিমানাসহ যার পরিমান ১০ টাকা পর্যন্ত বা উভয় [দণ্ডবিধির ৫১০ ধারা অনুযায়ী প্রকাশ্যে মাতাল ব্যক্তির অশোভন আচরণ ...

অবৈধ লাভ ক্ষতি কাকে বলে ফৌজদারী অপরাধের ক্ষেত্রে পরার্থ দায় কাকে বলে

অবৈধ লাভ কাকে বলে? অবৈধ ক্ষতি কাকে বলে? ফৌজদারী অপরাধের ক্ষেত্রে পরার্থ দায় কাকে বলে? অভিন্ন অভিপ্রায় এবং যৌথদায় কি? ৩৪ ধারায় অভিন্ন অভিপ্রায় এবং যৌথদায় এর শর্তসমূহ কি কি? অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায় নিয়ে অপরাধ করলে যৌথ দায় কি? কতিপয় কার্যের একটি সম্পাদনের মাধ্যমে অপরাধে সহযোগিতা করলে যৌথ দায় কি? অপরাধমূলক কার্য সংঘটনে নিয়োজিত বা জড়িত থাকলে যৌথ দায় কি? সাধারণ অভিপ্রায় এবং সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য কি? একই অভিপ্রায় এবং অভিন্ন অভিপ্রায় মধ্যে পার্থক্য কি? অবৈধ লাভ এবং অবৈধ ক্ষতি [Wrongful Gain & Wrongful Loss] দন্ডবিধির ২৩ ধারায় অবৈধ লাভ এবং অবৈধ ক্ষতি সংজ্ঞায়িত করা হয়েছে। অবৈধ লাভ কাকে বলে? [What is Wrongful Gain?] অবৈধ লাভ অর্থ হলো বেআইনীভাবে এরুপ সম্পত্তি লাভ করা, যে সম্পত্তিতে লাভকারী ব্যক্তির কোন আইনানুগ অধিকার নেই। যেমন ‘ক’ একটি ঘড়ি চুরি করলো। উক্ত ঘড়িতে চোর, ক-এর কোন আইনানুগ অধিকার নেই। সুতরাং ক সম্পত্তিটি অবৈধ লাভ করেছে বলে গণ্য হবে। অবৈধ ক্ষতি কাকে বলে? [What is Wrongful Loss?] : অবৈধ ক্ষতি হলো বেআইনীভাবে এমন সম্পত্তির ক্ষত...

দন্ডবিধির খসড়া প্রণয়নের ইতিহাস- ফৌজদারী অপরাধের উপাদান কি কি? দন্ডবিধির পরিধি

দণ্ডবিধি কি ধরনের আইন? দন্ডবিধির খসড়া প্রণয়নের ইতিহাস। ফৌজদারী অপরাধের উপাদান কি কি? অপরাধী মন [Mens Rea] এবং দোষাবহ কার্য বা অপরাধজনক কার্য [Actus Rea] অর্থ কি? দণ্ডবিধির আঞ্চলিক প্রয়োগ। দণ্ডবিধির রাষ্ট্রের ভিতরে প্রয়োগ বলতে কি বুঝায়? দণ্ডবিধির রাষ্ট্রীয় সীমানার বাইরে প্রয়োগ বলতে কি বুঝায়? রাষ্ট্রীয় সীমানার বাইরের অপরাধের ক্ষেত্রে দণ্ডবিধির ব্যাপ্তি । দণ্ডবিধি কি ধরনের আইন? (What kind of law is Penal Code?) দণ্ডবিধি (Penal Code) অপরাধ সংক্রান্ত একটি মৌলিক বা তত্ত্বগত আইন [Substantive Law)। এই আইনে বিভিন্ন সংজ্ঞায়িত করা হয়েছে। অপরাধ সংগঠনের বিভিন্ন উপাদান এবং শাস্তির পরিমাণ ইত্যাদি উল্লেখ করা হয়েছে কিন্তু সেগুলোর বিচারের পদ্ধতি দেওয়া হয়নি। সপ্তবিধির অধীন অপরাধসমূহ কিভাবে বিচার করা হবে তা দণ্ড সম্পর্কিত পদ্ধতিগত আইন, ফৌজদারী কার্যবিধিতে উল্লেখ করা হয়েছে। দন্ডবিধির খসড়া প্রণয়নের ইতিহাস: ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম আইন কমিশন গঠন করা হয় ১৮৩৪ সালে। প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন থমাস ব্যাবিংটন ম্যাকুলে (Lord Macaulay)। প্রথম আইন কমিশনের কমিশনার হিসেবে দায়ি...

ফৌজদারী মামলা স্থানান্তর আপিল আদালত হাইকোর্ট বিভাগ দায়রা আদালত ম্যাজিস্ট্রেট আদালত

আপীল বিভাগের ফৌজদারী মামলা বা আপীল স্থানান্তরের ক্ষমতা। হাইকোর্ট বিভাগের ফৌজদারী মামলা বা আপীল স্থানান্তরের ক্ষমতা। কি কারণে হাইকোর্ট মামলা স্থানান্তর বা প্রত্যাহার করার আদেশ দিতে পারে? দায়রা জজের মামলা স্থানান্তরে ক্ষমতা। দায়রা জজের মামলা প্রত্যাহার বা তলব করার ক্ষমতা। চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা প্রত্যাহার বা তলব। কোন কোন অনিয়মের কারণে মামলার কার্যধারা বাতিল হয় বা বাতিল হয় না? ভুল স্থানে অনুষ্ঠিত বিচারিক কার্যক্রম। চার্জ গঠন থেকে বিরত থাকলে বা চার্জ গঠন না করলে ফলাফল। হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা। ফৌজদারী মামলা স্থানান্তর [Transfer of Criminal Cases] ফৌজদারী মামলা এক ফৌজদারী আদালত হতে অন্য ফৌজদারী আদালতে বা এক এলাকার ফৌজদারী আদালত হতে অন্য এলাকার ফৌজদারী আদালতে স্থানান্তরের প্রয়োজন হতে পারে । ৫২৫ক থেকে ৫২৮ পর্যন্ত ফৌজদারী মামলা বা আপীল স্থানান্তরের, প্রত্যাহারের বা তলব সম্পর্কে ফৌজদারী আদালতের ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ফৌজদারী মামলা স্থানান্তরের ক্ষমতা আছে; ১. আপীল বিভাগের (ধারা-৫২...

জামিন কাকে বলে? জামিননামা বা বেইলবন্ড কি? জামিনের মুচলেকা কাকে বলে?

জামিন কাকে বলে? জামিননামা বা জামিনের মুচলেকা কাকে বলে? জামিনদার কাকে বলে? জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন আবেদন। জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন আবেদন। আগাম জামিন কাকে বলে? ফৌজদারি কার্যবিধির কোন কোন ধারায় আদালত আসামিকে জামিন দিতে পারে? কিভাবে জামিনের জন্য মুচলেকা নির্ধারণ করতে হয়?   জামিন সংক্রান্ত বিধান [ধারা ৪৯৬ থেকে ৪৯৮] (Provisions as to Bail) জামিন কাকে বলে? ( What is Bail?) পুলিশের হেফাজত হতে মুক্তি দিয়ে অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট দিনে এবং সময়ে আদালতে হাজির হওয়ার শর্তে জামিনদারের নিকট সমর্পণ করাকেই জামিন বলে । জামিনের ২ ( দুটি ) শর্ত ১ . জামিননামা (bail bond) ২ . জামিনদার (Surety) জামিননামা বা জামিনের মুচলেকা কাকে বলে ? (What is bail bond?): জামিননামা হলো আদালতে রাখা একটি নির্ধারিত ফরম । যে ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হয় সেই ব্যক্তি এটা পূরণ করে সম্পাদন করে । আদালত বা পুলিশ জামিনের যে পরিমাণ অর্থ নির্ধারণ করে তা জামিননামায় উল্লেখ থাকে । জামিনদার কাকে বলে ? [Who is surety?): জামিনদার হলো ...