- Get link
- X
- Other Apps
আত্মহত্যা বা অস্বাভাবিক মৃত্যু বা পুলিশ হেফাজতে মৃত্যুর বিষয়ে তদন্ত বা অনুসন্ধান।
যে সকল কারণে অনুসন্ধান বা তদন্ত হতে পারে।
যে সকল ম্যাজিস্ট্রেট সুরতহাল করতে ক্ষমতাবান।
মৃত্যুর কারণ বিষয়ে ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত অনুসন্ধান।
কবর হতে লাশ উত্তোলনের [disinter corpses] ক্ষমতা।
আত্মহত্যা বা অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে বিধিবিধান কি?
যে সকল কারণে অনুসন্ধান বা তদন্ত হতে পারে।
যে সকল ম্যাজিস্ট্রেট সুরতহাল করতে ক্ষমতাবান।
মৃত্যুর কারণ বিষয়ে ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত অনুসন্ধান।
কবর হতে লাশ উত্তোলনের [disinter corpses] ক্ষমতা।
আত্মহত্যা বা অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে বিধিবিধান কি?
আত্মহত্যা বা অস্বাভাবিক মৃত্যু বা পুলিশ হেফাজতে মৃত্যুর বিষয়ে তদন্ত বা অনুসন্ধান [ধারা ১৭৪ থেকে ১৭৬]
ফৌজদারী কার্যবিধির ১৭৪, ১৭৫ এবং ১৭৬ ধারা আত্মহত্যার বিষয়ে অনুসন্ধান বা হঠাৎ, সন্দেহজনক, সহিংস বা অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে অনুসন্ধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। এমন মৃত্যুর ক্ষেত্রে ১৭৪ ধারায় পুলিশ কর্তৃক অনুসন্ধান/তদন্ত এবং ১৭৬ ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক অনুসন্ধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। ১৭৫ ধারায় তদন্ত পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা মামলার সাথে পরিচিত ব্যক্তিকে হাজিরার জন্য সমন ইস্যু করতে পারে।
যে সকল কারণে অনুসন্ধান বা তদন্ত হতে পারে :
১৭৪ ধারায় তদন্ত :
১৭৪ ধারায় পুলিশ নিম্নলিখিত ৩টি ক্ষেত্রে মৃত্যুর বিষয়ে তদন্ত করে প্রস্তুতকৃত প্রতিবেদন জেলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে।
যখন কোনো ব্যক্তি-
ক) আত্মহত্যা করেছে বা
খ) অপর কোনো ব্যক্তি বা প্রাণী কর্তৃক বা কোনো যন্ত্র দ্বারা বা কোনো দূর্ঘটনার ফলে নিহত হয়েছে বা
গ) এইরুপ পরিস্থিতিতে মারা গিয়েছে যাতে যুক্তিসংগতভাবে সন্দেহ হতে পারে যে, অপর কোনো ব্যক্তি কোনো অপরাধ করেছে;
১৭৪ ধারায় উল্লেখিত কারণে কোনো ব্যক্তি মারা গেলে সেই বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্যান্য পুলিশ কর্মকর্তা সুরতহাল করতে ক্ষমতাসম্পন্ন নিকটতম নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট সংবাদ প্রদান করবে। ১৭৪ ধারায় উল্লেখিত মৃত্যুর বিষয়ে পুলিশ তদন্ত করবে এবং প্রতিবেদন তৈরী করবে যাতে উল্লেখ থাকবে ক্ষত, আঘাত, চিহ্ন বা কি ধরণের অস্ত্র ব্যবহার করা হয়েছে সেই বিষয়ে। পুলিশ এমন সুরতহাল প্রতিবেদন জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করবে।
যে সকল ম্যাজিস্ট্রেট সুরতহাল করতে ক্ষমতাবান :
১৭৪(৫) ধারা অনুসারে সুরতহাল করতে পারে-
১. যেকোনো জেলা ম্যাজিস্ট্রেট বা
২. সরকার বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট
[ধারা ১৭৬] মৃত্যুর কারণ বিষয়ে ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত অনুসন্ধানঃ
১৭৪ ধারায় পুলিশ কর্তৃক পরিচালিত তদন্তের পরিবর্তে বা অতিরিক্ত হিসাবে ১৭৬ ধারায় ম্যাজিস্ট্রেটও অনুসন্ধান করতে পারে। ১৭৬ ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট নিম্নলিখিত ক্ষেত্রে অনুসন্ধান করতে পারে
i. যখন কোন ব্যক্তি পুলিশ কাস্টডিতে বা হেফাজতে মৃত্যুবরণ করে;
ii. ১৭৪ ধারায় উল্লেখিত কোন কারণে কোন ব্যক্তির মৃত্যু হলে;
১৭৬ ধারায় অনুসন্ধান করবে ১৭৪(৫) ধারায় সুরতহাল করতে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট তথা জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কবর হতে লাশ উত্তোলনের [disinter corpses] ক্ষমতা :
কোনো ব্যক্তির মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ফৌজদারী কার্যবিধির ১৭৬(২) ধারা অনুসারে জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত অন্যকোনো ম্যাজিস্ট্রেট কবর হতে লাশ উত্তোলনের [disinter corpses] আদেশ দিতে পারে।
আত্মহত্যা বা অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে বিধিবিধান কি?
১৭৪ ধারায় আত্মহত্যা বা অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে তদন্ত করে পুলিশ। কিন্তু ১৭৬ ধারায় পুলিশ হেফাজতে মৃত্যুসহ আত্মহত্যা বা অস্বাভাবিক বা সন্দেহজনক মৃত্যুর ক্ষেত্রে অনুসন্ধান করে ম্যাজিস্ট্রেট। পুলিশ হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যুর বিষয়ে পুলিশ অনুসন্ধান করতে পারেনা। ১৭৪(৫) ধারা অনুসারে সুরতহাল বা ১৭৬ ধারা অনুসারে অনুসন্ধান বা ১৭৬(২) ধারা অনুসারে কবর হতে লাশ উত্তোলন করতে পারে জেলা ম্যাজিস্ট্রেট এবং সরকার কর্তৃক বা জেলা ম্যাজিস্টেট্রট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্যকোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। ১৭৪ ধারার অধীন আত্মহত্যা বা অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে তদন্ত প্রতিবেদন পুলিশ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করবে।
টপিকস
আত্মহত্যা বা অস্বাভাবিক মৃত্যু বা পুলিশ হেফাজতে মৃত্যুর বিষয়ে তদন্ত বা অনুসন্ধান। যে সকল কারণে অনুসন্ধান বা তদন্ত হতে পারে। যে সকল ম্যাজিস্ট্রেট সুরতহাল করতে ক্ষমতাবান। মৃত্যুর কারণ বিষয়ে ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত অনুসন্ধান। কবর হতে লাশ উত্তোলনের [disinter corpses] ক্ষমতা। আত্মহত্যা বা অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে বিধিবিধান কি?
Video আত্মহত্যা অস্বাভাবিক মৃত্যু বা পুলিশ হেফাজতে মৃত্যুর বিষয়ে তদন্ত কবর হতে লাশ উত্তোলন