- Get link
- X
- Other Apps
ফৌজদারী মামলা দায়ের ও পরবর্তী কার্যপদ্ধতি।
থানায় পুলিশের নিকট মামলা দায়ের (ধারা ১৫৪ ও ১৫৫)।
[ধারা-১৫৪] আমলযোগ্য মামলার সংবাদ [Information in Cognizable Cases ] ।
এজাহার দায়ের কি?
প্রাথমিক তথ্য বিবরণী [FIR] কি?
[ধারা ১৫৫] আমলঅযোগ্য মামলার সংবাদ [Information in Non-Cognizable Cases] ।
থানায় পুলিশের নিকট মামলা দায়ের (ধারা ১৫৪ ও ১৫৫)।
[ধারা-১৫৪] আমলযোগ্য মামলার সংবাদ [Information in Cognizable Cases ] ।
এজাহার দায়ের কি?
প্রাথমিক তথ্য বিবরণী [FIR] কি?
[ধারা ১৫৫] আমলঅযোগ্য মামলার সংবাদ [Information in Non-Cognizable Cases] ।
ফৌজদারী মামলা দায়ের ও পরবর্তী কার্যপদ্ধতি
যে কোন ব্যক্তি ২ টি উপায়ে ফৌজদারী মামলা দায়ের করতে পারে । তিনি কোন অপরাধ সংঘটন বিষয়ে থানায় পুলিশের নিকট সংবাদ প্রদান করতে পারে বা তিনি ম্যাজিস্ট্রেটের নিকট গিয়ে নালিশ দায়ের করতে পারে। থানায় পুলিশের নিকট আমলযোগ্য অপরাধের সংবাদ প্রদান করলে পুলিশ ১৫৪ ধারার পদ্ধতি অনুসরণ করে এবং আমলঅযোগ্য অপরাধের সংবাদ প্রদান করা হলে ১৫৫ ধারা অনুসরণ করে। অন্যদিকে কোন ব্যক্তি ম্যাজিস্ট্রেটের নিকট আমলযোগ্য বা আমলঅযোগ্য উভয় অপরাধ বিষয়ে নালিশ দায়ের করতে পারে। সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ২০০ ধারার পদ্ধতি অনুসরণ করে। প্রকৃতপক্ষে পুলিশের নিকট অপরাধ সংঘটন বিষয়ে সংবাদ দেওয়া হোক বা ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করা হোক, চূড়ান্তভাবে ম্যাজিস্ট্রেটই ১৯০ ধারার অধীন অপরাধটি আমলে নিবে। আমলে নেওয়ার জন্য মামলাটি ম্যাজিস্ট্রেটের নিকটই প্রেরণ করা হয়।
থানায় পুলিশের নিকট মামলা দায়ের (ধারা ১৫৪ ও ১৫৫)
পুলিশের নিকট মামলা দায়ের
আমলযোগ্য মামলার সংবাদ [ধারা ১৫৪]
আমলযোগ্য মামলার তদন্ত [ধারা ১৫৬]
আমলঅযোগ্য মামলার সংবাদ [ধারা ১৫৫]
আমলঅযোগ্য মামলার তদন্ত [ধারা ১৫৫ (২)]
ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ অনুযায়ী পুলিশকে আমলযোগ্য এবং আমলঅযোগ্য উভয় ধরণের মামলা বা অপরাধ সংঘটনের সংবাদ প্রদান করা যায়। পুলিশকে আমলযোগ্য অপরাধের [Cognizable offence] সংবাদ দিলে, তা পুলিশ ১৫৪ ধারা অনুযায়ী লিপিবদ্ধ করে। অন্যদিকে পুলিশকে আমলঅযোগ্য অপরাধের [non-cognizable offence] সংবাদ দিলে, সেক্ষেত্রে পুলিশ ১৫৫ ধারা অনুসরণ করে।
[ধারা-১৫৪] আমলযোগ্য মামলার সংবাদ [Information in Cognizable Cases ]
আমলযোগ্য অপরাধ ও আমলযোগ্য মামলা সংঘটন সম্পর্কিত প্রত্যেকটি তথ্য পুলিশ ফৌজদারী কার্যবিধির ১৫৪ ধারায় গ্রহণ করে। আমলযোগ্য অপরাধ সংঘটনের তথ্য পুলিশের নিকট মৌখিক বা লিখিত আকারে প্রদান করা যায়। আমলযোগ্য অপরাধের সংবাদ পেলে পুলিশ কর্মকর্তার দায়িত্ব কি সেটা ১৫৪ ধারায় বিধান করা হয়েছে।
১৫৪ ধারায় বলা হয়েছে, আমলযোগ্য অপরাধ সংঘটন সম্পর্কিত প্রত্যেকটি তথ্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট মৌখিকভাবে প্রদান করা হলে,
i.তিনি বা তার নির্দেশনায় লিখিত আকারে লিপিবদ্ধ করবে বা করাবে; এবং
ii. সংবাদদাতাকে পড়ে শোনাবে; এবং
iii. এমন প্রত্যেকটি সংবাদ তা লিখিত আকারে দেওয়া হোক বা লিখিত আকারে লিপিবদ্ধ করা হোক সংবাদদাতা কর্তৃক স্বাক্ষর করাবে; এবং
iv. থানায় রক্ষিত বহিতে ও সরকার কর্তৃক নির্ধারিত ফরম অনুসারে উক্ত তথ্যের সারমর্ম লিপিবদ্ধ করবে।
এজাহার দায়ের কি?
আমলযোগ্য অপরাধ সংঘটনের মৌখিক বা লিখিত তথ্য যা প্রাথমিকভাবে পুলিশের নিকট পৌঁছায় তাই হলো প্রাথমিক তথ্য [ পুলিশ রেগুলেশন এর ২৪৩ ধারা ]। আমলযোগ্য অপরাধ সংঘটনের প্রাথমিক তথ্য সম্পর্কে পরিচিত ব্যক্তি বা যিনি ঘটনাটি শুনেছে বা দেখেছে, তিনি মৌখিক বা লিখিত আকারে থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকট সংবাদটি দিতে পারে। সংবাদটি মৌখিক আকারে দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক বা তার নির্দেশনায় লিখিত হতে হবে (সাদা কাগজে) এবং তা সংবাদদাতাকে পড়ে শুনাতে হবে। আমলযোগ্য অপরাধ সংঘটনের লিখিত এই সংবাদ বা মৌখিকভাবে প্রদত্ত লিখিত সংবাদ এজাহার (দরখাস্ত) নামে পরিচিত। যে ব্যক্তি বা সংবাদদাতা এজাহার দায়ের করে সেই ব্যক্তি এজাহারে স্বাক্ষর করবে।
প্রাথমিক তথ্য বিবরণী [FIR] কি?
প্রাথমিক তথ্য বা এজাহারটি আমলযোগ্য অপরাধ সম্পর্কিত হলে, শুধুমাত্র তখনই উক্ত অপরাধটি প্রাথমিক তথ্য বিবরণীভুক্ত করা হয়। এজাহারে উল্লেখিত তথ্য ব্যবহার করে পুলিশ প্রাথমিক তথ্য বিবরণী ফর্ম পূরণ করে। আমলযোগ্য অপরাধের প্রত্যেকটি তথ্য বি.পি. ফর্ম নং- ২৭ এ রক্ষিত করা হয়। বি.পি. কর্ম নং-২৭ প্রাথমিক তথ্য বিবরণী ফর্ম নামে পরিচিত। প্রাথমিক তথ্য বিবরণীতে অভিযুক্ত ব্যক্তির নাম (জ্ঞাত বা অজ্ঞাত), শাস্তিযোগ্য ধারা, আইন, অপরাধ সংঘটনের স্থান, সময় ও ঘটনার সংক্ষিপ্ত বিবরণ, জব্দ মালামালের তালিকা (যদি থাকে) ইত্যাদি উল্লেখ করা হয়। প্রাথমিক তথ্য বিবরণীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষর করবে এবং উক্ত বিবরণীর সংবাদদাতার স্বাক্ষর বা টিপসহি থাকতে হবে। এই ভাবে প্রাথমিক তথ্য বিবরণী দায়েরের মাধ্যমে যে মামলা দায়ের করা হয় তাকে এফআইআর কেস (FIR case) বলে। এটাকে পুলিশ কেসও (Police Case) বলা হয়। এমন মামলা General Registery তে তালিকাভুক্ত করা হয়। তাই এটাকে জি.আর (G.R) কেসও বলা হয়। জি.আর(G.R) মামলায় পক্ষ হিসাবে সংবাদদাতার নাম থাকে না বরং সংবাদদাতার নামের পরিবর্তে পক্ষ হিসাবে রাষ্ট্র ব্যবহার করা হয়। অর্থাৎ জি.আর মামলায় পক্ষ হিসাবে রাষ্ট্রের নাম থাকে। যেমন রাষ্ট্র বনাম রশিদ এবং অন্যান্য।
[ধারা ১৫৫] আমলঅযোগ্য মামলার সংবাদ [Information in Non-Cognizable Cases] :
আমলঅযোগ্য অপরাধ ও আমলঅযোগ্য মামলা সম্পর্কিত কোন তথ্য থানায় পুলিশের নিকট প্রদান করা হলে, পুলিশের দায়িত্ব সম্পর্কে ১৫৫ ধারায় আলোচনা করা হয়েছে। ১৫৫(১) ধারায় বলা হয়েছে, আমলঅযোগ্য অপরাধ সংঘটনের সংবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রদান করা হলে-
i.থানায় রক্ষিত বহিতে তিনি উক্ত তথ্যের সারমর্ম লিপিবদ্ধ করবে; এবং
ii.সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে।
১৫৫(২) ধারায় বলা হয়েছে, এমন মামলা বিচার করার এখতিয়ার আছে বা বিচারের জন্য প্রেরণের এখতিয়ার আছে এমন প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত কোনো পুলিশ কর্মকর্তা তদন্ত করবে না।পুলিশের নিকট যে অপরাধের তথ্য দেওয়া হয়েছে তা আমলঅযোগ্য অপরাধ হলে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপরাধটি প্রাথমিক তথ্য বিবরণীভুক্ত না করে ১৫৫ ধারা অনুযায়ী প্রাথমিক তথ্যটির সারমর্ম থানায় রক্ষিত ফর্ম নং ৬৫ বা সাধারণ ডায়েরীতে [General Diary Entry (GDE)] লিপিবদ্ধ করবে এবং অভিযোগসহ সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে। সাধারণ ডায়েরীতে (জিডি) স্বাক্ষর করবে সংবাদদাতা। এইভাবে ১৫৫ ধারার অধীন যে মামলা শুরু হয় তা Non-GR মামলা নামে পরিচিত।
টপিকস
ফৌজদারী মামলা দায়ের ও পরবর্তী কার্যপদ্ধতি। থানায় পুলিশের নিকট মামলা দায়ের (ধারা ১৫৪ ও ১৫৫)। [ধারা-১৫৪] আমলযোগ্য মামলার সংবাদ [Information in Cognizable Cases ] । এজাহার দায়ের কি? প্রাথমিক তথ্য বিবরণী [FIR] কি? [ধারা ১৫৫] আমলঅযোগ্য মামলার সংবাদ [Information in Non-Cognizable Cases] ।
Video কিভাবে একটি ফৌজদারী মামলা দায়ের করতে হয় ও পরবর্তী কার্যপদ্ধতি