- Get link
- X
- Other Apps
হাজির হতে বাধ্য করার প্রক্রিয়া (ধারা ৬৮ থেকে ১০৫)।
সমন (Summons) কি?
কোন ব্যক্তিকে হাজির হওয়ার জন্য সমন।
[ধারা-৭২] প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারি।
[ধারা-৭৩] স্থানীয় সীমার বাইরে সমন জারি।
কোনো দলিল হাজির করার জন্য সমন। দলিল বা অন্যকোনো জিনিস হাজির করার জন্য সমন ইস্যু করলে তার বিরুদ্ধে সংক্ষুদ্ধ ব্যক্তির প্রতিকার কি?
গ্রেফতারী পরোয়ানা জারি [Warrant of Arrest)।
[ধারা-৭৮) জমির মালিক প্রভৃতি ব্যক্তির নিকট পরোয়ানা প্রেরণ।
[ধারা-৮৩] অধিক্ষেত্রের বাইরে কার্যকর করার জন্য পরোয়ানা প্রেরণ।
তল্লাশী পরোয়ানা জারি [Search Warrant]।
দলিল হাজিরের জন্য তল্লাশি পরোয়ানা জারি (ধারা ৯৬)।
আটক ব্যক্তি তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা (ধারা ১০০)।
হুলিয়া ও ক্রোক কি?[
[ধারা-৮৭] পলাতক ব্যক্তির জন্য হুলিয়া [proclamation for person abscondingl।
কিভাবে ক্রোকী সম্পত্তি পুনরুদ্ধার করা যায়?
সম্পত্তি ক্রোক আদেশ বাতিলের জন্য প্রতিকার কি?
সমন (Summons) কি?
কোন ব্যক্তিকে হাজির হওয়ার জন্য সমন।
[ধারা-৭২] প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারি।
[ধারা-৭৩] স্থানীয় সীমার বাইরে সমন জারি।
কোনো দলিল হাজির করার জন্য সমন। দলিল বা অন্যকোনো জিনিস হাজির করার জন্য সমন ইস্যু করলে তার বিরুদ্ধে সংক্ষুদ্ধ ব্যক্তির প্রতিকার কি?
গ্রেফতারী পরোয়ানা জারি [Warrant of Arrest)।
[ধারা-৭৮) জমির মালিক প্রভৃতি ব্যক্তির নিকট পরোয়ানা প্রেরণ।
[ধারা-৮৩] অধিক্ষেত্রের বাইরে কার্যকর করার জন্য পরোয়ানা প্রেরণ।
তল্লাশী পরোয়ানা জারি [Search Warrant]।
দলিল হাজিরের জন্য তল্লাশি পরোয়ানা জারি (ধারা ৯৬)।
আটক ব্যক্তি তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা (ধারা ১০০)।
হুলিয়া ও ক্রোক কি?[
[ধারা-৮৭] পলাতক ব্যক্তির জন্য হুলিয়া [proclamation for person abscondingl।
কিভাবে ক্রোকী সম্পত্তি পুনরুদ্ধার করা যায়?
সম্পত্তি ক্রোক আদেশ বাতিলের জন্য প্রতিকার কি?
হাজির হতে বাধ্য করার প্রক্রিয়া (ধারা ৬৮ থেকে ১০৫)
সমন (Summons) কি?
ফৌজদারী কার্যবিধি অনুযায়ী সমন ২ ধরনের হতে পারে-
ক) কোন ব্যক্তিকে হাজির হওয়ার জন্য সমন (ধারা-৬৮-৭৪)
খ) কোন দলিল বা অন্যান্য জিনিস হাজির করার সমন (ধারা- ৯৪-৯৫)
কোন ব্যক্তিকে হাজির হওয়ার জন্য সমন
[ফৌজদারী কার্যবিধির ধারা ৬৮ থেকে ৭৪| সমন
আদালত যে ব্যক্তিকে আদালতে হাজির করতে চায়, তার বরাবর সমন ইস্যু করবে। আদালত সমন প্রদান করে। সমন পুলিশ অফিসার কর্তৃক বা সরকার কর্তৃক নিয়োগকৃত ব্যক্তি বা কোন সরকারী কর্মচারী কর্তৃক জারি হবে। যার বরাবর সমন জারি করা হয়, সম্ভব হলে, তার নিকট ব্যক্তিগতভাবে সমনের ১টি কপি দিয়ে আসতে হবে। সমনে তলবী ব্যক্তিকে পাওয়া না গেলে, তার পরিবারের সাবালক ব্যক্তির নিকট সমনের ১ টি কপি দিতে হবে ।
[ধারা-৭২] প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারি:
প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারির ক্ষেত্রে সে যে অফিসে চাকরী করে তার প্রধান কর্মকর্তা বরাবর জারি করতে হবে ।
[ধারা-৭৩] স্থানীয় সীমার বাইরে সমন জারি:
আদালত তার স্থানীয় সীমার বাইরে সমন জারি করতে চাইলে, যে ব্যক্তির বরাবর সমন জারি করা হবে, সেই ব্যক্তি যে ম্যাজিস্ট্রেটের এখতিয়ারাধীন, তার নিকট সমন প্রেরণ করবে এবং সে উক্ত সমন জারি করবে ।
কোনো দলিল হাজির করার জন্য সমন:
তদন্ত, অনুসন্ধান বা বিচার বা অন্যকোনো কার্যক্রমের জন্য প্রয়োজনীয় কোনো দলিল হাজির করার জন্য আদালত বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৯৪ ধারায় সমন ইস্যু করতে পারে।
দলিল বা অন্যকোনো জিনিস হাজির করার জন্য সমন ইস্যু করলে তার বিরুদ্ধে সংক্ষুদ্ধ ব্যক্তির প্রতিকার কি?
ফৌজদারী কার্যবিধির ৯৪ ধারায় আদালত বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোন ব্যক্তিকে কোন দলিল বা অন্যকোনো জিনিস হাজির করার জন্য সমন ইস্যু করলে তার বিরুদ্ধে সংক্ষুদ্ধ ব্যক্তি দায়রা জজের নিকট রিভিশন দায়ের করতে পারে।
গ্রেফতারী পরোয়ানা জারি [Warrant of Arrest)
সাধারণত গ্রেফতারী পরোয়ানা এক বা একাধিক পুলিশের প্রতি নির্দেশিত হবে।
[ধারা-৭৮) জমির মালিক প্রভৃতি ব্যক্তির নিকট পরোয়ানা প্রেরণ
প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোন পলাতক আসামী, ঘোষিত অপরাধী অথবা এমন ব্যক্তি যে জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত এবং গ্রেফতার হতে পলাতক, তাকে গ্রেফতারের জন্য তার জেলার মধ্যে কোন জমির মালিক, কৃষক অথবা জমির ম্যানেজারের উপর পরোয়ানা নির্দেশিত করতে পারে।
[ধারা-৮৩] অধিক্ষেত্রের বাইরে কার্যকর করার জন্য পরোয়ানা প্রেরণ
যে আদালত পরোয়ানা জারি করে, সেই আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার বাইরে উক্ত পরোয়ানা কার্যকর করার প্রয়োজন হলে, উক্ত আদালত পরোয়ানাটি যে এলাকায় কার্যকর করতে হবে সেই এলাকার নিম্নলিখিত কর্মকর্তাদের বরাবর ডাকযোগে বা অন্যকোনো উপায়ে পরোয়ানা পাঠাতে পারে।
১. নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট অথবা
২. জেলা পুলিশ সুপারিনটেন্টডেন্ট (District Superintendent| এর নিকট অথবা
৩. মেট্রোপলিটন এলাকা হলে পুলিশ কমিশনারের নিকট।
তল্লাশী পরোয়ানা জারি [Search Warrant]
(ধারা ৯৬ এবং ১০০)
ফৌজদারী কার্যবিধির ৯৬ ধারায় কোন জিনিস তল্লাশীর জন্য এবং ১০০ ধারায় কোন বেআইনীভাবে আটককৃত ব্যক্তিকে তল্লাশীর জন্য তল্লাশী পরোয়ানা সম্পর্কে আলোচনা করা হয়েছে।
দলিল হাজিরের জন্য তল্লাশি পরোয়ানা জারি (ধারা ৯৬)
ফৌজদারী কার্যবিধির ৯৬ ধারায় আদালত নিম্নলিখিত তিনটি ((৩) কারণে তল্লাশী পরোয়ানা (Search Warrant) মঞ্জুর করতে পারে-
১. যখন সমন জারির মাধ্যমে কোন ব্যক্তিকে সমনে উল্লেখিত কোন দলিল বা বস্তু হাজির করতে বলা হয় কিন্তু সে উক্ত দলিল বা বস্তু হাজির করবে না বা করে না বা
২. যখন এরুপ দলিল বা বস্তু কোন ব্যক্তির দখলে আছে তা আদালতের জানা নেই বা
৩. ফৌজদারী কার্যবিধি অনুসারে কোন তদন্ত, বিচার বা অন্যকোনো কার্যক্রমের উদ্দেশ্য সাধন করতে এরূপ তলাশীর প্রয়োজন হলে।
আটক ব্যক্তি তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা (ধারা ১০০)
ফৌজদারী কার্যবিধির ১০০ ধারায় বেআইনীভাবে আটক ব্যক্তির তল্লাশি জন্য তল্লাশি পরোয়ানার (Search Warrant) আদেশ দিতে পারে-
১. মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা
২. প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা
৩. নির্বাহী ম্যাজিস্ট্রেট
ফৌজদারী কার্যবিধির ৯৬ বা ১০০ ধারায় তল্লাশী পরোয়ানা বাতিলের জন্য ফৌজদারী কার্যবিধির ৪৩৫ এবং ৪৩৯ক ধারায় দায়রা জজের নিকট রিভিশন করা যায়।
হুলিয়া ও ক্রোক কি?[Proclamation & Attachment]
(ফৌজদারী কার্যবিধির ধারা ৮৭ থেকে ৯৩ক)
[ধারা-৮৭] পলাতক ব্যক্তির জন্য হুলিয়া [proclamation for person abscondingl
যদি কোন আদালতের বিশ্বাস করার কারণ থাকে যে, উক্ত আদালত যার বিরুদ্ধে হাজির হবার জন্য পরোয়ানা জারি করেছে, সেই ব্যক্তি পলাতক রয়েছে অথবা পরোয়ানা কার্যকর না হতে পারে সেজন্য আত্মগোপন করেছে, আদালত তাকে একটি নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট সময়ে যা ৩০ দিনের কম নয় হাজির হবার নির্দেশ দিয়ে লিখিত হুলিয়া জারি করতে পারবে [ধারা-৮৭]। আদালত উক্ত পলাতক ব্যক্তির অস্থাবর বা স্থাবর উভয় সম্পত্তি ক্রোক করার আদেশ দিতে পারে [ধাৱা-৮৮)।
কিভাবে ক্রোকী সম্পত্তি পুনরুদ্ধার করা যায়?
যার সম্পত্তি ক্রোক করা হয়েছে, সে ক্রোকের তারিখ হতে ২ বছরের মধ্যে ক্রোক আদেশ প্রদানকারী আদালতে হাজির হয়ে ক্রোকী সম্পত্তি পুনরুদ্ধার করার আবেদন করতে পারে। যদি উক্ত ব্যক্তি প্রমাণ করতে পারে যে, সে পলাতক ছিল না, পরোয়ানা এড়ানোর জন্য সে আত্মগোপন করেনি বা সে নির্ধারিত সময়ে হুলিয়া পায়নি, তাহলে আদালত তার ক্রোককৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন মঞ্জুর করতে পারে। আবেদন না মঞ্জুর করলে তার বিরুদ্ধে আপীল করা যাবে।
সম্পত্তি ক্রোক আদেশ বাতিলের জন্য প্রতিকার কি?
সম্পত্তি ক্রোক আদেশ বাতিলের জন্য রিভিশন দায়ের করা যায় বা ক্রোকের তারিখ হতে ২ বছরের মধ্যে ক্রোকী সম্পত্তি পুনরুদ্ধারের জন্য ফৌজদারী কার্যবিধির ৮৯ ধারায় আবেদন করা যায়। ক্রোকী সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন করতে হবে যে আদালত পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক করার আদেশ দিয়েছিল, সেই আদালতে। আদালত ক্ৰোকী সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন অগ্রাহ্য করলে তার বিরুদ্ধে আপীল দায়ের করা যাবে। যে আদালত আবেদন অগ্রাহ্য করে সেই আদালতের আদেশের বিরুদ্ধে সাধারণত যে আদালতে আপীল করা যায় সেই আদালতে আপীল করতে হবে। [ধারা-৪০৫]
টপিকস
হাজির হতে বাধ্য করার প্রক্রিয়া (ধারা ৬৮ থেকে ১০৫)। সমন (Summons) কি? কোন ব্যক্তিকে হাজির হওয়ার জন্য সমন। [ধারা-৭২] প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারি। [ধারা-৭৩] স্থানীয় সীমার বাইরে সমন জারি। কোনো দলিল হাজির করার জন্য সমন। দলিল বা অন্যকোনো জিনিস হাজির করার জন্য সমন ইস্যু করলে তার বিরুদ্ধে সংক্ষুদ্ধ ব্যক্তির প্রতিকার কি? গ্রেফতারী পরোয়ানা জারি [Warrant of Arrest)। [ধারা-৭৮) জমির মালিক প্রভৃতি ব্যক্তির নিকট পরোয়ানা প্রেরণ। [ধারা-৮৩] অধিক্ষেত্রের বাইরে কার্যকর করার জন্য পরোয়ানা প্রেরণ। তল্লাশী পরোয়ানা জারি [Search Warrant]। দলিল হাজিরের জন্য তল্লাশি পরোয়ানা জারি (ধারা ৯৬)। আটক ব্যক্তি তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা (ধারা ১০০)। হুলিয়া ও ক্রোক কি?[Proclamation & Attachment]। [ধারা-৮৭] পলাতক ব্যক্তির জন্য হুলিয়া [proclamation for person abscondingl। কিভাবে ক্রোকী সম্পত্তি পুনরুদ্ধার করা যায়? সম্পত্তি ক্রোক আদেশ বাতিলের জন্য প্রতিকার কি?
Video হাজির হতে বাধ্য করার প্রক্রিয়া গ্রেফতারি তল্লাশি পরোয়ানা হুলিয়া ক্রোক