- Get link
- X
- Other Apps
ফৌজদারী আদালতের শ্রেণী [ধারা ৬]।
দায়রা আদালতসমূহ [Courts of Sessions]।
দায়রা জজ নিয়োগ পদ্ধতি।
বিচারিক ম্যাজিস্ট্রেটদের নিয়োগ (ধারা ১১)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট [Executive Magistrate] [ধারা ১০]।
বিশেষ ম্যাজিস্ট্রেট (Special Magistrate] [ধারা-১২]।
দায়রা আদালতসমূহ [Courts of Sessions]।
দায়রা জজ নিয়োগ পদ্ধতি।
বিচারিক ম্যাজিস্ট্রেটদের নিয়োগ (ধারা ১১)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট [Executive Magistrate] [ধারা ১০]।
বিশেষ ম্যাজিস্ট্রেট (Special Magistrate] [ধারা-১২]।
ফৌজদারী আদালত [Criminal Courts]
ফৌজদারী আদালতের শ্রেণী [ধারা ৬]
৬(১) ধারা অনুসারে ফৌজদারী আদালত ২ শ্রেণীর
৬(২) ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট ২ শ্রেণীর।
৬(৩) ধারা অনুসারে বিচারিক ম্যাজিস্ট্রেট ৪ প্রকার।
ফৌজদারী আদালত
৬(১) ধারা অনুসারে ফৌজদারী আদালত ২ শ্রেণীর
১)দায়রা আদালত( Courts of Sessions)
২)ম্যাজিস্ট্রেট আদালত (Courts of Magistrates)
ম্যাজিস্ট্রেটের শ্রেণী
৬(২) ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট ২ শ্রেণীর
১)বিচারিক ম্যাজিস্ট্রেট (Judicial Magistrates)
২)নির্বাহী ম্যাজিস্ট্রেট (Executive Magistrates)
বিচারিক ম্যাজিস্ট্রেটের শ্রেণী
৬(৩) ধারা অনুসারে বিচারিক ম্যাজিস্ট্রেট ৪ শ্রেণীর
১. মহানগর এলাকায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মহানগর এলাকার বাইরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
২. মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মহানগর এলাকার বাইরে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট
৩. দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট
৪. তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট
The Code of Criminal Procedure (Amendment) Ordinance, 2007 এর মাধ্যমে ধারা ৬ প্রতিস্থাপন করা হয়। এবং ধারাটি ২০০৭ সালের ১লা নভেম্বর হতে কার্যকর করা হয়। এই সংশোধনীর মাধ্যমে ২ শ্রেণীর ম্যাজিস্ট্রেট তথ্য বিচারিক ম্যাজিস্ট্রেট & নির্বাহী ম্যাজিস্ট্রেটের পদ সৃষ্টি করা হয়।
দায়রা আদালতসমূহ [Courts of Sessions]
দায়রা আদালত গঠন [ধারা ৯] : ৯(১) ধারা অনুসারে সরকার প্রত্যেক দায়রা বিভাগের জন্য একটি দায়রা আদালত প্রতিষ্ঠা করবে এবং এমন আদালতে একজন বিচারক নিয়োগ করবে। দায়রা আদালত মহানগর এলাকার জন্য মহানগর দায়রা আদালত [Metropolitan Court of Session] হিসাবে গণ্য হবে। ৯(৩) ধারা অনুসারে এমন এক বা একাধিক আদালতে এখতিয়ার প্রয়োগের জন্য সরকার অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ নিয়োগ করতে পারে।
দায়রা আদালতের বিচারক [ধারা ৯]
ফৌজদারী কার্যবিধির ৯(১) ও ৯(৩) ধারা অনুযায়ী দায়রা আদালতে তিন (৩) স্তরের/ধরণের বিচারক থাকে
১) দায়রা জজ (Session Judge)
২) অতিরিক্ত দায়রা জজ (Additional Session Judge)
৩) যুগ্ম দায়রা জজ (Joint Session Judge)
দায়রা জজ নিয়োগ পদ্ধতি:
ফৌজদারী কার্যবিধির ৯(৩ক) ধারায় বিধান করা হয়েছে, সংবিধানের ১৩৩ অনুচ্ছেদ অনুসারে, রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বিধি অনুসারে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ হিসাবে নিয়োগপ্রাপ্ত হবেন। অন্যদিকে সংবিধানের ১১৫ অনুচ্ছেদে বিধান করা হয়েছে,"[বিচারবিভাগীয় পদে বা বিচারবিভাগীয় দায়িত্বপালনকারী ম্যাজিস্ট্রেট পদে রাষ্ট্রপতি কর্তৃক উক্ত উদ্দেশ্যে প্রণীত বিধিসমূহ অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগদান করিবেন।]”
যেহেতু দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ বিচারবিভাগীয় পদ, সেহেতু সংবিধানের ১১৫ অনুচ্ছেদের ক্ষমতা বলে এবং ১৩৩ অনুচ্ছেদের অধীন প্রণীত বিধানসমূহ অনুযায়ী রাষ্ট্রপতি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের মধ্য হতে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ নিয়োগদান করেন।
বিচারিক ম্যাজিস্ট্রেটদের নিয়োগ (ধারা ১১)
ফৌজদারী কার্যবিধির ১১ ধারায় মহানগর এলাকার বাইরে জেলা পর্যায়ে বিচারিক ম্যাজিস্ট্রেটগণের নিয়োগ সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে। অন্যদিকে ১৮ ধারায় মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের নিয়োগ সংক্রান্ত বিধান আছে।
ফৌজদারী কার্যবিধির ১১ ধারায় বিধান করা হয়েছে, সংবিধানের ১৩৩ অনুচ্ছেদের বিধানবলীর অধীন রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বিধান অনুসারে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের মধ্য হতে মহানগর এলাকার বাইরে প্রত্যেক জেলায়, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগপ্রাপ্ত হবেন। ফৌজদারী কার্যবিধির ১৮ ধারায় বিধান করা হয়েছে, প্রত্যেক মেট্রোপলিটন এলাকায়, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের মধ্য হতে নিয়োগপ্রাপ্ত হবেন। অন্যদিকে সংবিধানের ১১৫ অনুচ্ছেদে বলা হয়েছে- “বিচারবিভাগীয় পদে বা বিচারবিভাগীয় দায়িত্বপালনকারী ম্যাজিস্ট্রেট পদে রাষ্ট্রপতি কর্তৃক উক্ত উদ্দেশ্যে প্রণীত বিধিসমূহ অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগদান করিবেন।”
ফৌজদারী কার্যবিধির ১১ ও ১৮ ধারা এবং সংবিধানের ১১৫ অনুচ্ছেদের আলোকে বলা যায়, বিচারবিভাগীয় দায়িত্বপালনকারী প্রত্যেক ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট রাষ্ট্রপতি নিয়োগদান করবেন। এই ক্ষেত্রে রাষ্ট্রপতি কর্তৃক সংবিধানের ১৩৩ অনুচ্ছেদের অধীন প্রণীত বিধি অনুসারে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়ে থাকেন।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের মধ্য হতে বিচারিক ম্যাজিস্ট্রেট পদে তথা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট [Executive Magistrate] [ধারা ১০] :
প্রত্যেক জেলা এবং মেট্রোপলিটন এলাকায় সরকার যত সংখ্যক প্রয়োজন মনে করেন ততসংখ্যক ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ করতে পারেন এবং তাদের মধ্যে হতে একজনকে জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ করবেন [ধারা ১০(১)] সরকার বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) এ নিয়োজিত যে কোন ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিতে পারবে [ধারা ১০(৫)]।
যেকোনো জেলা বা উপজেলায় নিয়োগপ্রাপ্ত সহকারী কমিশনার, অতিরিক্ত ডেপুটি কমিশনার অথবা থানা নির্বাহী অফিসার (TNO/UNO] নির্বাহী ম্যাজিস্ট্রেট বলে গণ্য হবেন এবং তাঁরা তাদের এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন [ধারা ১০(৬)]। মেট্রোপলিটন এলাকায় সরকার যেকোন পুলিশ কমিশনারকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করতে পারেন। ধারা ১০(৭)।
বিশেষ ম্যাজিস্ট্রেট (Special Magistrate] [ধারা-১২] :
বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট
মহানগর এলাকার বাইরে সরকার যেকোন ব্যক্তির উপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের যেকোন ক্ষমতা অর্পণ করতে পারেন। কিন্তু Assistant Superintendent of Police পদমর্যাদার নিচের কোন কর্মকর্তার উপর এমন ক্ষমতা অর্পণ করবেন না [ধারা ১২(১)। যে ব্যক্তির উপর এমন ক্ষমতা অর্পণ করা হয় তিনি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট [Special Executive Magistrate] বলে গণ্য হবেন [ধারা ১২(২)]।
বিশেষ ম্যাজিস্ট্রেট
১২(৩) ধারা অনুসারে, সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে মেট্রোপলিটন এলাকার বাইরে যে কোন ম্যাজিস্ট্রেটের উপর প্রথম, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের উপর অপর্ণযোগ্য যেকোন ক্ষমতা প্রদান করতে পারেন। ১২(৩) এর অধীন এমনভাবে নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট বিশেষ ম্যাজিস্ট্রেট [Special Magistrate] বলে গণ্য হবে (ধারা ১২(৪)]।
বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট :
১২(৫) ধারা অনুসারে, সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপর অর্পণযোগ্য যেকোন ক্ষমতা যেকোন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপর প্রদান করতে পারেন। ১২(৫) এর অধীন এমনভাবে নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (Special Magistrate Metropolitan] বলে গণ্য হবেন [ধারা ১২(৬)]।
বিস্তারিত জানতে
টপিকস
ফৌজদারী আদালতের শ্রেণী [ধারা ৬]। দায়রা আদালতসমূহ [Courts of Sessions]। দায়রা জজ নিয়োগ পদ্ধতি। বিচারিক ম্যাজিস্ট্রেটদের নিয়োগ (ধারা ১১)। নির্বাহী ম্যাজিস্ট্রেট [Executive Magistrate] [ধারা ১০]। বিশেষ ম্যাজিস্ট্রেট (Special Magistrate] [ধারা-১২]।