- Get link
- X
- Other Apps
Of wrongful restraint and wrongful confinement
অবৈধ বাধা, অবৈধ অবরোধ
ধারা ৩৩৯ অবৈধ বাধা
যদি কেউ, কোন লােককে তার যে দিকে যাবার কর্তৃত্ব রয়েছে, সে দিকে যেতে নিবৃত করার জন্য ইচ্ছাকৃতভাবে বাধা প্রদান করে, তা হলে সে লোক ঐ লােককে অবৈধভাবে বাধা দান করেছে বলে পরিগণিত হবে।
ব্যতিক্রম, কোন লােক যদি স্থল বা জলপথে কোন বেসরকারি পথে বাধা দেওয়ার আইনসম্মত কর্তৃত্ব তার আছে বলে সরল মনে বিশ্বাস করে ঐ পথে কাউকে যেতে প্রতিবন্ধকতা উদ্ভব করে, তা হলে তার এমন কার্য এই ধারার তাৎপর্যাধীনে অপরাধ বলে পরিগণিত হবে না।
উদাহরণ
ক এরূপ একটি রাস্তায় বাধার উদ্ভব করে, যে রাস্তা দিয়ে যাবার আইনসম্মত কর্তৃত্ত্ব গ-র রয়েছে। ক সরল বিশ্বাসে বিশ্বাস করে না যে, তার ঐ পথ বদ্ধ করার কর্তৃত্ত্ব রয়েছে তদ্বারা গ রাস্তা দিয়ে যেতে বাধাপ্রাপ্ত হয়। ক, গ-কে অবৈধভাবে বাধা দান করেছে বলে পরিগণিত হবে।
ধারা ৩৪০ অবৈধ অবরোধ
যদি কেউ, কোন লোককে কোন নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাইরে গমনে নিবৃত্ত করার জন্য অবৈধভাবে বাধা দান করে, তাহলে সে লোক ওই লোককে অবৈধভাবে অবরোধ করেছে বলে পরিগণিত হবে।
উদাহরণ
ক) ক, গ-কে একটি দেয়াল ঘেরা জায়গায় গমন করতে বাধ্য করে ও গ-কে সেখানে তালাবদ্ধ করে রাখে। তাই ঐ দেয়াল ঘেরা জায়গার মধ্যবর্তী নির্দিষ্ট সীমারেখার যে কোনদিকে যেতে বাধাপ্রাপ্ত হয়। ক, গ-কে অবৈধভাবে অবরােধ করেছে বলে পরিগণিত হবে।
খ) ক একটি দালানের বহিদ্বারে আগ্নেয়াস্ত্রে সজ্জিত লোেক মােতায়েন করে ও গ-কে বলে যে, গ যদি ঐ দালান হতে নিষ্ক্রমণের চেষ্টা করে তা হলে তারা গ-কে গুলিবর্ষণ করবে। ক, গ-কে অবৈধভাবে অবরােধ করেছে বলে পরিগণিত হবে।
ধারা ৩৪১ অবৈধ বাধা প্রদানের শাস্তি
যদি কেউ, কোন লােককে অবৈধভাবে বাধাদান করে, তা হলে সে লােক বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ এক মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে - যার পরিমাণ পাঁচশত টাকা পর্যন্ত হতে পারে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৩৪২ অবৈধ অবরােধের শাস্তি
যদি কেউ, কোন লােককে অবৈধভাবে অবরােধ করে, তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ এক বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে যার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হতে পারে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৩৪৩ তিন বা ততােধিক দিনের জন্য অবৈধ অবরােধ
যদি কেউ, কোন লােককে তিন বা ততােধিক দিনের জন্য অবৈধভাবে অবরােধ করে রাখে, তা হলে সে লােক দুই বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, বা অর্থদণ্ডে, বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৩৪৪ দশ বা ততােধিক দিনব্যাপী অবৈধ অবরােধ
যদি কেউ, কোন লােককে দশ বা ততােধিক দিনের জন্য অবৈধভাবে অবরােধ করেন, তা হলে সে লােক যেকোন বর্ণনার কারাদণ্ডে - যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৩৪৫ মুক্তিকল্পে রিট ইস্যু করা স্বত্ত্বেও কোন লােককে অবৈধ অবরােধ
যদি কেউ, কোন লােকের মুক্তিকল্পে যথাযথভাবে রিট ইস্যু করা হয়েছে বলে জানার পরও তাকে অবৈধভাবে অবরােধ করে রাখে, তা হলে সে লােক এই অধ্যায়ের আওতায় অপর যে কোন ধারা অনুসারে যে মেয়াদের জন্য কারাদণ্ডে শাস্তিযােগ্য হবে, তদতিরিক্ত আরও যেকোন বর্ণনার কারাদণ্ডে – যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে - দণ্ডিত হবে।
ধারা ৩৪৬ গােপন জায়গায় অবৈধ অবরােধ
যদি কেউ, কোন লােককে এরূপ অবৈধভাবে অবরােধ করে, যাতে এরূপ অভিপ্রায় সূচিত হয় যেন এরূপ অবরুদ্ধ লোকের প্রতি স্বার্থ সংশ্লিষ্ট কোন লােক বা কোন সরকারি কর্মচারি এরূপ লােকের অবরােধের কথা জানতে না পারে বা ইতিপূর্বে উল্লেখিত এরূপ লােক বা সরকারি কর্মচারি এরূপ অবরােধের স্থান চিনতে বা আবিষ্কার করতে না পারে, তা হলে সে লােক এরূপ অবৈধ অবরােধের জন্য অপর যে দণ্ডে শাস্তিযােগ্য হবে, তদ্ব্যতীতও যে কোন বর্ণনার কারাদণ্ডে - যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে - দণ্ডিত হবে।
ধারা ৩৪৭ বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়ার বা বেআইনী কার্য করতে বাধ্য করার জন্য অবৈধ অবরােধ
কোন লােক যদি অবরুদ্ধ লােকের বা যে লােক অবরুদ্ধ সেই লােকের স্বার্থ নিহিত রয়েছে, সে লােক হতে কোন সম্পত্তি বা মূল্যবান জামানত ছিনিয়ে নেওয়ার বা অবরুদ্ধ লােককে বা যে লােকের অবরুদ্ধ লােককে স্বার্থ নিহিত আছে সে ব্যক্তিকে, কোন বেআইনী কার্য করতে বা কোন অপরাধ সংগঠন সুগম করতে পারে এরূপ কোন তথ্য সরবরাহ করতে বাধ্য করার উদ্দেশ্যে কোন লােককে অবৈধভাবে অবরােধ করে, তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে - যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৩৪৮ স্বীকারােক্তি আদায় করার বা সম্পত্তি প্রত্যর্পণে বাধ্য করার জন্য অবৈধ অবরােধ
কোন লােক যদি, অবরুদ্ধ লােক বা যে লােকের অবরুদ্ধ লােককে স্বার্থ সংশ্লিষ্ট রয়েছে, সে লােক হতে জোরপূর্বক কোন অপরাধ বা অসদাচরণের অনুসন্ধান দিতে পারে এরূপ কোন অপরাধ স্বীকারােক্তি বা তথ্য সরবরাহের লক্ষ্যে বা অবরুদ্ধ লােককে বা যে লােকের অবরুদ্ধ লােককে স্বার্থসংশ্লিষ্ট রয়েছে, সে লােককে কোন সম্পত্তি বা মূল্যবান জামানত প্রত্যর্পনে বা প্রত্যর্পণ করতে বা কোন দাবি বা চাহিদা মিটাতে বা কোন সম্পত্তি, বা মূল্যবান জামানত প্রত্যর্পণ করার সম্পর্কে সহায়ক হতে পারে এরূপ কোন তথ্য সরবরাহ করতে বাধ্য করার উদ্দেশ্যে কোন লােককে অবৈধভাবে অবরােধ করে, তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে - যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে - দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানা দণ্ডে দণ্ডণীয় হবে।