- Get link
- X
- Other Apps
Chapter Thirteen -Of Offences Relating to Weights and Measures
ত্রয়ােদশ অধ্যায় -ওজন ও মাপকাঠি বিষয়ক অপরাধ সম্পর্কে
ধারা-২৬৪ ওজনের জন্য মিথ্যা যন্ত্রের প্রতারণামূলক ব্যবহার
যে লােক, ওজনের জন্য প্রতারণামূলকভাবে এমন কোন যন্ত্র ব্যবহার করে, যা সে মিথ্যা বলে জানে সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম যার মেয়াদ এক বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ২৬৫ মিথ্যা ওজন বা মাপকাঠির প্রতারণামূলক ব্যবহার
যে লােক প্রতারণামূলকভাবে কোন মিথ্যা ওজন বা দৈর্ঘ্য বা ধারণশক্তি মাপ ব্যবহার করে বা প্রতারণামূলকভাবে কোন ওজন বা দৈর্ঘ্য বা পরিমাণের মাপকাঠিকে এটা যে ওজন বা মাপকাঠি তা হতে ভিন্ন বাটখারা বা মাপকাঠি হিসেবে ব্যবহার করে সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ এক বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ২৬৬ মিথ্যা ওজন বা মাপ রাখা
যে লােক, ওজন করার যে কোন যন্ত্র বা কোন ওজন, পরিমাণ যন্ত্র বা দৈর্ঘ্য ও পরিমাণের যে কোন মাপকাঠি অসত্য বলে জেনে এই উদ্দেশ্যে দখলে রাখে যে, এটা প্রতারণামূলকভাবে ব্যবহৃত হতে পারে, সে লোক যেকোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ এক বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে। উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ২৬৭ মিথ্যা বাটখারা বা মাপকাঠি তৈরী বা বিক্রয় করা
যে লােক, প্রকৃত হিসেবে ব্যবহৃত হতে পারে বা সত্য হিসেবে ব্যবহৃত হবার আশংকা আছে বলে জেনে, ওজন করার এমন কোন যন্ত্র বা কোন বাটখারার দৈর্ঘ্য বা পরিমাণের কোন মাপকাঠি তৈরী করে বা বিক্রয় করে বা লেনদেন করে, যা সে মিথ্য বলে জানে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ এক বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।