- Get link
- X
- Other Apps
Chapter Seventeen - Of Offences Against Property
সপ্তদশ অধ্যায়- সম্পত্তির বিরুদ্ধে অপরাধ বিষয়ক
চুরি ও বলপূর্বক গ্রহণ
ধারা ৩৭৮ চুরি
কোন লােক যদি, কারাে দখল হতে কোন অস্থাবর সম্পত্তি তার বিনা সম্মতিতে অসাধুভাবে গ্রহণ করার ইচ্ছায় ঐ সম্পত্তি এরূপ গ্রহণের উদ্দেশ্যে স্থানান্তর করে, তা হলে সে লােক চুরি করেছে বলে পরিগণিত হবে।
ব্যাখ্যা-১ কোন বস্তু অস্থাবর সম্পত্তি ছাড়াই যে পর্যন্ত মাটির সঙ্গে যুক্ত থাকে, সে পর্যন্ত চুরির বিষয়বস্তু বলে পরিগণিত হবে না; কিন্তু মাটি হতে বিচ্ছিন্নের সঙ্গে সাথে এটা চুরির বিষয়বস্তু হবার যােগ্য পরিগণিত হবে।
ব্যাখ্যা-২ সে একই কার্য যা ঐ বিচ্ছিন্নতা ঘটায় তার সাহায্যকৃত স্থানান্তরকরণ চুরি বলে পরিগণিত হতে পারবে।
ব্যাখ্যা-৩ কোন লােক যদি কোন বস্তুর গতির প্রতিবন্ধক অপসারণ করে বা তাকে অপর কোন বস্তু হতে বিচ্ছিন্ন করে ও বাস্তবিকভাবে এটা স্থানান্তর করে, তা হলে ঐ বস্তু স্থানান্তর করেছে বলে পরিগণিত হবে।
ব্যাখ্যা-৪ যে লােক কোন উপায়ে কোন জন্তুকে হাঁটায়, সে লােক সে জন্তুকে ও অনুরূপভাবে সৃষ্ট গতির কারণে ঐ জন্তু দ্বারা স্থানান্তরিত প্রতিটি বস্তুকে স্থানান্তর করে বলে পরিগণিত হবে।
ব্যাখ্যা-৫ সংজ্ঞায় উল্লেখিত সম্মতি প্রকাশ্য বা অনুমিত হতে পারবে ও এটা দখলকারি লােক বা ঐ উদ্দেশ্যে স্পষ্ট বা পরােক্ষ কর্তৃত্ত্ব সম্পন্ন লােক দ্বারা দেয় হতে পারবে।
উদাহরণ চুরি
ক) ক, গ-র ভূমির উপরস্থ একটি বৃক্ষ কর্তন করে এই উদ্দেশ্যে যে, সে গ-র কর্তৃত্ত্ব হতে গ-র বিনা সম্মতিতে গাছটি অসাধুভাবে নিয়ে যাবে। এইক্ষেত্রে ক যে মূহুর্তে গাছটি নিয়ে যাবার উদ্দেশ্যে বৃক্ষটি কর্তন করেছে সে মূহুর্তে এটা চুরি করেছে বলে পরিগণিত হবে।
খ) ক তার পকেটে কুকুরের জন্য একটি টোপ রাখে ও তার কারণে খ-এর কুকুর তাকে অনুসরণ করতে থাকে। এইক্ষেত্রে কুকুরটিকে গ-র কর্তৃত্ত্ব হতে গ-র বিনা সম্মতিতে অসাধুভাবে নিয়ে যাওয়া ক-র অভিপ্রায় হয়ে থাকলে গ-র কুকুরটি ক-কে অনুসরণ করার সঙ্গে সাথে ক চুরি করেছে বলে পরিগণিত হবে।
গ) ক একটি সম্পদ ভর্তি বাক্স বহনকারি একটি ষাঁড় দেখতে পায়। সে এই ইচ্ছায় ষাঁড়টিকে এক বিশেষ দিকে পরিচালিত করে যেন সে ঐ সম্পদ ভর্তি বাক্স অসাধুভাবে ছিনিয়ে নিতে পারে। ষাঁড়টি চলিতে আরম্ভ করার সঙ্গে সাথে ক ঐ সম্পদ ভর্তি বাক্স চুরি করেছে বলে পরিগণিত হবে।
ঘ) ক, গ-র চাকর। খ তার প্লেট ক এর জিম্মায় রেখেছে। ক, গ-র বিনা সম্মতিতেই অসাধুভাবে প্লেটটি নিয়ে পালিয়ে যায়। ক চুরি করেছে বলে পরিগণিত হবে।
ঙ) গ ভ্রমণে যাওয়ার সময় তার ফিরে আসা পর্যন্ত তাহার প্লেটটি কোন এক পণ্যাগার রক্ষক ক-র কাছে রেখে যায়। ক প্লেটটা এক স্বর্ণকারের কাছে নিয়ে যায় ও এটা বিক্রয় করে। এইক্ষেত্রে প্লেটটি গ-র তত্বাবধানে ছিল না। তাই এটা গ-র কর্তৃত্ত্ব হতে নেওয়া হয় নি ও ক চুরি করে নাই, যদিও সে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে থাকে।
চ) ক, গ-র অধিকারভুক্ত একটি ঘরে টেবিলের উপর গ-র মালিকানাধীন একটি আংটি দেখতে পায়। এইক্ষেত্রে, আংটিটি গ-র তত্বাবধানে আছে ও ক অসাধুভাবে এটা অপসারণ করলে ক চুরি করেছে বলে পরিগণিত হবে।
ছ) ক রাজপথের উপর একটি আংটি দেখতে পায়, যা কারাে তত্বাবধানে বা দখলে নাই। ক এটা গ্রহণ করাতে কোন চুরি করেছে বলে পরিগণিত হবে না, যদিও সে অপরাধমূলক সম্পত্তি তসরূপ করে থাকে।
জ) ক, গ-র তত্ত্বাবধানে থাকা একটি ঘরে টেবিলের উপর গ-র মালিকানাধীন একটি আংটি দেখতে পায়। সঙ্গে সঙ্গেই আংটিটি হস্তগত করলে তল্লাশি হতে পারে ও ধরা পড়তে পারে এই ভয়ে আংটিটি তখনই না সরিয়ে ক আংটিটি গ-র দৃষ্টিপথে আসার আশংকা খুবই নিম্ন আছে এমন এক জায়গায় এই ইচ্ছায় লুকিয়ে রাখে যেন সে ঐ গােপন স্থান হতে এটা নিয়ে যেতে পারে ও এর হারানাের ব্যাপার বিস্মৃত হবার পর বিক্রয় করতে পারে। এই ক্ষেত্রে ক আংটিটি প্রথম নাড়াচাড়া করার সময়ই চুরি করেছে বলে পরিগণিত হবে।
ঝ) ঘ জনৈক জুয়েলার। ক তার ঘড়িটি রেগুলেট করে দেওয়ার জন্য ঘ এর কাছে অর্পণ করে। ঘ এটা তার দোকানে নিয়ে যায়। জুয়েলার জামানত বাবদ ঘড়িটি আইনত আটক করতে পারে, জুয়েলারের কাছে এই হিসেবে ঋণে ঋণী নন বলে গ প্রকাশ্যভাবে দোকানে প্রবেশ করে ও জোরপূর্বক ঘ-এর হাত হতে তার ঘড়ি ছিনিয়ে নেয় ও এটা নিয়ে চলে যায়। এইক্ষেত্রে, যদিও সে অপরাধমূলক অনধিকার প্রবেশ বা আক্রমণ করে থাকে তথাপি সে চুরি করেছে বলে পরিগণিত হবে না, কেননা সে যা করেছে তা অসাধুভাবে করে নাই।
ঞ) ঘ, ক-এর ঘড়ি মেরামত করে ও ঐ মারফত ঘ, ক এর কাছে কিছু পাওনা হয় ও যদি গ ঐ ঋণের জামানত বাবদ আইনত ঘড়িটি আটকায় ও গ-কে তার ঋণের জামানত হিসেবে ঐ বস্তু হতে বঞ্চিত করার ইচ্ছায় গ-র কর্তৃত্ত্ব হতে ঘড়িটি ছিনিয়ে নেয়, তা হলে সে চুরি করেছে বলে পরিগণিত হবে, কেননা সে অসাধুভাবে ছিনিয়ে নেয়।
ট) আবার, ক, গ-র কাছে তার ঘড়ি রেহেন রেখে, ঘড়ির জামানতে ধারকৃত অর্থ পরিশােধ না করে গ-র বিনা সম্মতিতে গ-র কর্তৃত্ত্ব হতে ঘড়িটি ছিনিয়ে নিলে সে চুরি করেছে বলে পরিগণিত হবে যদিও ঘড়িটি তার সম্পত্তি; কেননা সে এটা অসাধুভাবে ছিনিয়ে নেয়।
ঠ) ক, গ-র মালিকানাধীন একটি দ্রব্য গ-র বিন সম্মতিতেই গ-র কর্তৃত্ত্ব হতে এই ইচ্ছায় নিয়ে যায় যে, সে গ-র কাছ থেকে এটা পুনরুদ্ধারের পুরস্কার অর্জন না করা পর্যন্ত এটা রেখে দিবে। এইক্ষেত্রে ক অসাধুভাবে গ্রহণ করে। ক চুরি করেছে বলে পরিগণিত হবে।
ড) ক, গ-র সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক থাকার কারণে গ-র পাঠাগারে গমন করে ও কেবলমাত্র পড়িবার লক্ষ্যে ও ফেরত করার ইচ্ছায় গ-র প্রকাশ্য সম্মতি ছাড়াই একটি পুস্তক নিয়ে যায়। এইক্ষেত্রে সম্ভবতঃ ক এরূপ ধারণা করে থাকতে পারে যে, তার গ-র বই ব্যবহার করার সম্পর্কে গ-র পরােক্ষ সম্মতি ছিল । ইহাই গ-র ধারণা হয়ে থাকলে ক চুরি করেছে বলে পরিগণিত হবে না।
ঢ) ক, গ-র স্ত্রীর কাছে অনুগ্রহ ভিক্ষা করে। সে ক-কে অর্থ, খাদ্য ও বস্ত্রাদি দান করে, যা তার স্বামী গ-র মালিকানাধীন বলে ক অবগত আছে। এইক্ষেত্রে সম্ভবতঃ ক-র এই ধারণা হতে পারে যে, গ-র স্ত্রীর ভিক্ষাদানে ক্ষমতাপ্রাপ্ত । যদি ক তা মনে করে থাকে তা হলে সে চুরি করেছে বলে পরিগণিত হবে না।
ণ) ক, গ-র স্ত্রীর উপপতি। সে ক-কে একটি মূল্যবান বস্তু দান করে, যা তার স্বামী গ-র মালিকানাধীন বলে ও যা দান করার জন্য গ-র কাছে হতে সে কোন কর্তৃত্ত্ব অর্জন করে নাই বলে ক অবগত আছে। ক বস্তুটি অসাধুভাবে গ্রহণ করলে সে চুরি করেছে বলে পরিগণিত হবে।
ত) ক, সরল বিশ্বাসে গ-র মালিকানাধীন সম্পত্তি তার নিজের সম্পত্তি বলে বিশ্বাস করে ঐ সম্পত্তি গ-র দখল থেকে নিয়ে যায়। এইক্ষত্রে, ক অসাধুভাবে গ্রহণ করে নাই বিধায় সে চুরি করেছে বলে পরিগণিত হবে না।
ধারা ৩৭৯ চুরির শাস্তি
কোন লােক যদি চুরি করে তা হলে সে লোক যে কোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয়দণ্ডে শাস্তিযােগ্য হবে।
ধারা ৩৮০ বাসগৃহ ইত্যাদিতে চুরি
কোন লােক যদি, মনুষ্য বসবাস বা সম্পত্তি সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় এরূপ গৃহ, তাঁবু বা জলযানে চুরি সংগঠন করে, তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে- দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৩৮১ করণিক বা চাকর কর্তৃক মনিবের অধিকারভুক্ত সম্পত্তি চুরি
কোন লােক যদি করণিক বা চাকর হওয়া স্বত্ত্বেও বা করণিক বা চাকর হিসেবে নিয়ােজিত হওয়া সত্ত্বেও তার মালিক বা নিয়ােগদাতার দখলভুক্ত কোন সম্পত্তি চুরি করে তা হলে সে তােক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৩৮২ চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটানাে, আঘাত দান বা আটকানাের প্রস্তুতি নেওয়ার পর চুরি সংঘটন
কোন লােক যদি চুরি করার ইচ্ছায় বা চুরি করার পর তার পলায়ন সুগম করার লক্ষ্যে বা চুরির মাধ্যমে গৃহীত মাল রক্ষণের উদ্দেশ্যে কোন লােকের মৃত্যু ঘটাবার বা তাকে আঘাত দান করার বা তাকে আটকাবার বা তাকে মৃত্যু বা আঘাত বা আটকানাের ভয় দেখাবার প্রস্তুতি নিয়ে চুরি করে তা হলে সে লােক সশ্রম কারাদণ্ডে-যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে-দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
উদাহরণ
ক) ক, গ-র দখলভুক্ত সম্পত্তি চুরি করে; এরূপ চুরিকালিন সে তার পােশাকের নীচে এই উদ্দেশ্যে একটি গুলিভরা পিস্তল লুকিয়ে রাখে যে, গ যদি বাধা দেয় তা হলে তাকে আঘাত করতে পারে। ক এই ধারায় উল্লেখিত অপরাধ করেছে।
খ) ক খ এর পকেট মারে। পকেট মারিবার আগে তার কয়েকজন সাথীকে আশেপাশে মােতায়েন করে রাখে। খ তার পকেট মারা যদি টের পায় ও টের পাওয়ার পর সে তা বাধা দেয় বা পাকড়াও করে, তা হলে তাকে নিবৃত রাখার লক্ষ্যেই ক তার সাথীদের মােতায়েন রাখে। ক এই ধারায় উল্লেখিত অপরাধ সংঘটন করেছে।
Of Extortion
বলপূর্বক গ্রহণ বিষয়ক
ধারা ৩৮৩ বলপূর্বক গ্রহণ
কোন লােক যদি ইচ্ছাকৃতভাবে কোন ব্যক্তিকে, ঐ লোক বা অপর কারাে প্রতি ক্ষতির ভয় দেখায় ও তদ্বারা ভয় প্রদর্শিত লােককে কোন লােকের কাছে কোন সম্পত্তি বা মূল্যবান জামানত, বা স্বাক্ষরিত বা সীলমােহরকৃত কোন কিছু- তার মূল্যবান জামানতে রূপান্তরিত হতে পারে-হস্তান্তর করতে প্রবৃত্ত করে তা হলে সে লােক বলপূর্বক গ্রহণ সম্পত্তি আদায় করার অপরাধ করেছে বলে পরিগণিত হবে।
উদাহরণ বলপূর্বক গ্রহণ
ক) গ, ক-কে ভয় দেখায় এইমর্মে যে যদি অর্থ প্রদান না করে, তা হলে গ-সম্পর্কে ক কুৎসামূলক লেখা ব্যক্ত করবে। এই হিসেবে সে তাকে অর্থ প্রদান করার জন্য গ-কে প্রবৃত্ত করে। ক বলপূর্বক গ্রহণের অপরাধ সংঘটন করেছে।
খ) ক, গ-কে এই বলে শাসায় যে, গ ক-কে কোন নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করার জন্য নিজেকে অঙ্গীকারবদ্ধ করে একটি প্রমিসারি নােট স্বাক্ষর না করলে ও এটা ক-র কাছে সমর্পণ না করলে সে গ-র শিশুসন্তানকে অবৈধভাবে আটক করে রাখবে। গ প্রমিসারি নােটটিতে স্বাক্ষর করে ও এটা সম্পণ করে। ক বলপূর্বক গ্রহণের অপরাধ সংঘটন করেছে।
গ) ক শাসায় এইভাবে যে, গ যদি এই বলে একটি অঙ্গীকারপত্র স্বাক্ষর করে ও খ-র কাছে এটা সমর্পণ করে নিজেকে অঙ্গীকারাবদ্ধ না করে যে, সে জরিমানা স্বরূপ নির্দিষ্ট পরিমাণ ফসল খ-এর কাছে হস্তান্তর করবে, তা হলে সে গ-র জমি চাষের জন্য লাঠিয়াল বাহিনী পাঠাবে ও তৎদ্বারা সে গ-কে ঐ অঙ্গীকারপত্র স্বাক্ষর ও সমর্পণ করতে বাধ্য করে। ক বলপূর্বক গ্রহণের অপরাধ সংঘটন করেছে।
ঘ) ক, গ-কে গুরুতর আঘাতের ভয়ে অভিভূত করে, অসাধুভাবে গ-কে একটি সাদা কাগজে স্বাক্ষর করতে বা তাতে তার সীলমােহর যুক্ত করতে ও এটা ক-র কাছে অর্পণ করতে প্রবৃত্ত করে। গ কাগজটিতে স্বাক্ষর করে ও এটা ক-র কাছে সমর্পণ করে। এইক্ষেত্রে, কাগজটি একটি মূল্যবান জামানত রূপান্তরিত হতে পারে বলে ক বলপূর্বক গ্রহণের অপরাধ সংঘটন করেছে।
ধারা ৩৮৪ বলপূর্বক গ্রহণের শাস্তি
কোন লােক যদি, বলপূর্বক গ্রহণের অপরাধ করে তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৩৮৫ বলপূর্বক গ্রহণের উদ্দেশ্যে কোন লােককে কোন ক্ষতির ভীতি প্রদর্শন
কোন লোক যদি বলপূর্বক গ্রহণের উদ্দেশ্যে কোন লােককে জখম করার ভয়ে অভিভূত করে বা কোন লােককে জখম করার ভয়ে অভিভূত করার উদ্যোগ গ্রহণ করে তা হলে সে তােক যে কোন বর্ণনার কারাদণ্ডে- যার মেয়াদ চৌদ্দ বৎসর পর্যন্ত হতে পারে তবে পাঁচ বৎসরের নিম্ন হবে না, বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৩৮৬ কোন লােককে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে অভিভূত করে বলপূর্বক গ্রহণ
কোন লােক যদি কাকেও তার নিজের বা অপর কারাে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে অভিভূত করে বলপূর্বক গ্রহণের অপরাধ করে তা হলে সে লােক যেকোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে ও তৎসহ জরিমানা দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৩৮৭ বলপূর্বক গ্রহণের উদ্দেশ্যে কোন লােককে মৃত্যু বা গুরুতর আঘাতের ভীতি প্রদর্শন
কোন লােক যদি, বলপূর্বক গ্রহণের উদ্দেশ্যে কাউকে তার নিজের বা অপর কারাে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে অভিভূত করে বা অভিভূত করার উদ্যোগ গ্রহণ করে তা হলে ঐ লােক যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে, তবে সাত বছরের নিম্ন হবে না ও তৎসহ জরিমানা দণ্ডে দণ্ডিত করা যাবে।
ধারা ৩৮৮ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ইত্যাদিতে শাস্তিযােগ্য অপরাধের অভিযােগের ভয় দেখিয়ে বলপূর্বক গ্রহণ
যদি লােক, কোন লােককে ঐ লােক বা অপর কোন লােকের বিরুদ্ধে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে বা যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে, এরূপ কারাদণ্ডে শান্তি যােগ্য কোন অপরাধ করেছে বা করার উদ্যোগ নিয়েছে বা অপর কোন লােককে এরূপ অপরাধ করতে প্রবৃত্ত করার নালিশ উত্থাপনের ভয় দেখিয়ে বলপূর্বক গ্রহণ করে তা হলে সে লােক, যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে ও যদি অপরাধটি এই বিধির ধারা ৩৭৭ এর আওতায় শাস্তিযােগ্য হয়, তা হলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারে।