- Get link
- X
- Other Apps
The Penal Code, 1860 - দন্ডবিধি ১৮৬০
Chapter One প্রথম অধ্যায়।
Introduction ভূমিকা
Preamble প্রস্তাবনা
যেহেতু বাংলাদেশের জন্য একটি সাধারণ দণ্ডবিধির ব্যবস্থা করা সমীচিন ও আবশ্যকীয়; সেহেতু নিম্নরূপ আইন প্রচলন করা হল।
ধারা ১ বিধির শিরােনামা ও কার্যক্রমের পরিধি
এই আইন দণ্ডবিধি, ১৮৬০ নামে পরিগণিত হবে ও এটা সারা বাংলাদেশে বলবৎ হবে।
ধারা ২ বাংলাদেশের অভ্যন্তরে অপরাধগুলাের শাস্তি
প্রতিটি ব্যক্তি বাংলাদেশের ভিতর এই বিধির বিধানাবলির পরিপন্থি যে কার্যাদি বা ক্রটির নিমিত্তে দায়ি বলে পরিগণিত হবে, তার প্রতিটি কার্য বা বিচ্যুতির জন্য এই বিধির আওতায় দণ্ডনীয় হবে, অপর কোনভাবে নয়।
ধারা ৩ বাংলাদেশের বাইরে অনুষ্ঠিত তবে আইনবলে বাংলাদেশের ভিতর বিচারযােগ্য অপরাধগুলাের জন্য শাস্তি
বাংলাদেশের বাইরে অনুষ্ঠিত অপরাধের জন্য যে কোন বাংলাদেশি আইনবলে বিচারযােগ্য যে কোন লােকের বাংলাদেশের বহির্ভাগে যেকোন কর্মের জন্য এই বিধির বিধানগুলাে মােতাবেক বিচার করা হবে যেন এরূপ কার্য বাংলাদেশের ভিতর হয়েছে।
ধারা ৪ বিদেশে অপরাধের জন্য বিধিটির পরিধির প্রসারণ
নিম্নে উল্লেখিত ব্যক্তিগুলাের মাধ্যমে কোন অপরাধের বেলায়ও এই বিধির বিধানগুলাে প্রয়ােগযােগ্য হবে
(১) বাংলাদেশের বাইরে অবস্থিত কোন জায়গায় বাংলাদেশের নাগরিক;
(২) বাতিল।
(৩) বাতিল।
(৪) বাংলাদেশে রেজিস্ট্রিকৃত যেকোন জাহাজ বা বিমানপােতে ভ্রমণকারি যে কোন লােক, ঐ জাহাজ বা বিমানপােতে যে জায়গায় থাকুক না কেন।
ব্যাখ্যা। এই কারণ মােতাবেক যে কার্য বাংলাদেশের ভিতরে হলে এই বিধি মােতাবেক শাস্তিযােগ্য হত, তা বাংলাদেশের বাইরে হলে তা “অপরাধ” শব্দটির আওতাভুক্ত হবে।
উদাহরণগুলাে
(ক) ক একজন বাংলাদেশের নাগরিক। উগান্ডায় সে একটি খুনের অপরাধ করে। বাংলাদেশের যে কোন জায়গায় তার খবর পাওয়া গেলে খুনের অপরাধে তার বিচার ও শাস্তিপ্রদান করা যাবে।
(খ) খ ইউরােপীয় একজন ব্রিটিশ প্রজা। সে রংপুরে একটি খুনের অপরাধ করে। বাংলাদেশের যে কোন জায়গায় তার খবর পাওয়া গেলে খুনের অপরাধে তার বিচার ও শাস্তিপ্রদান করা যাবে।
(গ) বাংলাদেশ সরকারের আওতায় চাকুরিতে কর্মরত একজন বিদেশি নাগরিক গ খুলনায় একটি হত্যাকান্ড করে। বাংলাদেশের যে কোন জায়গায় তার খবর পাওয়া গেলে খুনের অপরাধে তার বিচার ও শাস্তিপ্রদান করা যাবে।
(ঘ) একজন ব্রিটিশ নাগরিক খুলনায় বসবাসরত, ঘ চট্রগ্রামে একটি হত্যাকান্ড করার জন্য ঙ কে প্ররােচিত করে। ঘ হত্যাকান্ডে প্ররােচনা প্রদানের অপরাধে অপরাধি।
ধারা ৫ এই আইন কিছু কিছু আইনকে প্রভাবিত করবে না
বৈমানিকবৃন্দের বিদ্রোহ এবং পলায়নের দণ্ডের নিয়ম বিষয়ক কোন আইন কিংবা কোন বিশেষ স্থানীয় আইনের যে কোন বিধান রহিত, রদবদল, স্থগিতকরণ কিংবা ক্ষুন্নকরণের জন্য অভিপ্রেত বলে পরিগণিত হবে না।