Skip to main content

HSC English First Paper English For Today - Unit 9 Lesson 4 Seeking Help

Schedule of Limitations Act 1908 তামাদি আইনের তফসিল সমূহ ১ থেকে ১৮৩ অনুচ্ছেদ তামাদি আইন

তামাদি আইনের তফসিল সমূহ ১ থেকে ১৮৩ অনুচ্ছেদ - তামাদি আইন।
তামাদি আইনের প্রথম তফসিল।
তামাদি আইন এর তফসিলে বর্ণিত অনুচ্ছেদ সমূহে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তামাদি মেয়াদ।
তামাদি আইনের অনুচ্ছেদ ১ থেকে ১৪৯।
তামাদি আইনের প্রথম বিভাগ।
দ্বিতীয় বিভাগ: আপীল।
তৃতীয় বিভাগ: আবেদনসমূহ।

তামাদি আইন,১৯০৮। Schedule of Limitations Act 1908 তামাদি আইনের তফসিল সমূহ ১ থেকে ১৮৩ অনুচ্ছেদ - তামাদি আইন

তামাদি আইনের প্রথম তফসিল

The First Schedule

তামাদি আইনের প্রথম তফসিলে ৩টি বিভাগ উল্লেখ করা হয়েছে। এই ৩টি বিভাগে ৩ ধরণে বিষয়ের তামাদির মেয়াদ উল্লেখ করা হয়েছে।

তামাদি আইনের প্রথম বিভাগ [First Division)

১. মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ [ Limitation for filling suits || ১ থেকে ১৪৯ অনুচ্ছেদ পর্যন্ত


দ্বিতীয় বিভাগ [Second Division]

২. আপীল দায়েরের তামাদির মেয়াদ [Limitation for filling appeals] [১৫০ থেকে ১৫৭] এবং


তৃতীয় বিভাগ [Third Division)

৩. বিভিন্ন দরখাস্ত (পিটিশন) দায়েরের তামাদির মেয়াদ [Limitation for filling applications and

petitions || ১৫৮ থেকে ১৮৩]

তামাদি আইন এর তফসিলে বর্ণিত অনুচ্ছেদ সমূহে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তামাদি মেয়াদ

তামাদি আইনের প্রথম তফসিলে উল্লেখিত সর্বোচ্চ তামাদির মেয়াদ হলো ৬০ বৎসর এবং সর্বনিম্ন তামাদির

মেয়াদ হলো ৭ দিন। সর্বোচ্চ তামাদির মেয়াদ উল্লেখ আছে ১৪৭ থেকে ১৪৯ অনুচ্ছেদে বন্ধক ইত্যাদি মামলার ক্ষেত্রে। সর্বনিম্ন তামাদির মেয়াদ উল্লেখ আছে ১৫০ অনুচ্ছেদে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপীলের ক্ষেত্রে ৭ দিন।

অনুচ্ছেদ ১ থেকে ১৪৯ First Division: Suits

মামলা [Suit) দায়ের সংক্রান্ত তামাদির মেয়াদ

তামাদি আইনের ১ থেকে ১৪৯ পর্যন্ত বিভিন্ন মামলা দায়েরের তামাদির মেয়াদ উল্লেখ করা হয়েছে । ১ থেকে ১৪৯ পর্যন্ত তামাদির মেয়াদগুলো হলো ৯০ দিন, ৬ মাস, ১ বৎসর, ২ বৎসর, ৬ বৎসর, ১২ বৎসর, ৩০ বৎসর, ৬০

বৎসর। 

তামাদি আইনের অনুচ্ছেদ-১

বাতিল

তামাদি আইনের অনুচ্ছেদ-২

দেশের প্রচলিত কোন আইন অনুসারে কথিত কোন 

কাজ করা বা করা থেকে বিরত থাকার জন্য ক্ষতিপূরণের মামলা

৯০ দিন - যখন কাজটি [act] বা কার্যবিরতি lomission] সংঘটিত হয়।

তামাদি আইনের অনুচ্ছেদ-৩

সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় স্থাবর সম্পত্তির 

দখল উদ্ধারের [under the specific relief Act, 1877, section 9, to recovery of Possession of Immovable Propertyl

৬ মাস -সম্পত্তি বেদখলের সময় হতে

তামাদি আইনের অনুচ্ছেদ ৫

দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর ১২৮ (২)(চ) 

ধারায় উল্লিখিত সংক্ষিপ্ত পদ্ধতির মামলা, যে ক্ষেত্রে এমন মামলায় সংক্ষিপ্ত পদ্ধতি সাধারণ পদ্ধতিকে বাদ দেয়না।

১ বৎসর-যখন ঋণ বা অবসায়িত দাবী [liquidated demand] পরিশোধযোগ্য হয় বা যখন সম্পত্তি পুনরুদ্ধারযোগ্য হয়।

তামাদি আইনের অনুচ্ছেদ ৬

কোন সংবিধি, আইন, প্রবিধান অথবা উপ-আইন [bye-law] মোতাবেক দণ্ড বা বাজেয়াপ্ত করার জন্য মামলা

১ বৎসর-যখন দণ্ড ভোগ করা হয় বা সম্পত্তি বাজেয়াপ্ত [forfeiture] হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ৭

গৃহ-ভৃত্য কারিগর বা শ্রমিকের মজুরীর জন্য মামলা

১ বৎসর -যখন মজুরী বকেয়া হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ৮

হোটেল, সরাইখানা [tavern] বা অতিথিশালার রক্ষক কর্তৃক বিক্রিত খাদ্য বা পানীয় দ্রব্যের মূল্য আদায়ের জন্য মামলা

১ বৎসর - যখন খাদ্য বা পানীয় দ্রব্য অৰ্পণ করা হয় [delivered]

তামাদি আইনের অনুচ্ছেদ ৯

আবাসিক ভাড়া মূল্য আদায়ের জন্য মামলা [for the price of lodgingl

১ বৎসর -যখন মূল্য পরিশোধযোগ্য হয়।

তামাদি আইনের অনুচেছদ-১০

অগ্রক্রয়ের অধিকার [Right to pre-emtion] বলবৎ এর মামলা

১ বৎসর- যখন ক্রেতা যে বিক্রয়ের‌ বিরুদ্ধে মামলা করা হবে সেই বিক্রিত সমস্ত সম্পত্তিতে প্রত্যক্ষ দখল গ্রহণ করে বা যে ক্ষেত্রে বিক্রয়ের বিষয়বস্তু প্রত্যক্ষ দখল স্বীকার করেনা, সেক্ষেত্রে বিক্রয় দলিল যখন রেজিস্ট্রিকৃত হয়।

তামাদি আইনের অনুচ্ছেদ-১২

নিম্নলিখিত বিক্রয় রদের [Set aside] মামলা

ক. দেওয়ানী আদালতের ডিক্রি জারী করতে বিক্রয়

খ. কালেক্টর বা অন্য রাজস্ব কর্মকর্তার ডিক্রি বা আদেশ অনুসারে বিক্রয়
গ. বকেয়া সরকারী রাজস্ব আদায়ের জন্য বা বকেয়া হিসাবে আদায়যোগ্য যে কোন দাবী আদায়ের জন্য বিক্রয়
ঘ. ভাড়ার হাল (নগদ) বকেয়ার জন্য বিক্রিত‌ পত্তনী তালুক বিক্রয়
ব্যাখ্যা: এই অনুচ্ছেদে, পত্তনী তালুক শব্দের মধ্যে
হাল খাজনার বকেয়ার জন্য বিক্রয়যোগ্য যে কোন
মধ্যস্বত্ব অন্তর্ভুক্ত থাকবে। 
১ বৎসর - যখন বিক্রয় বহাল হয় বা এমন মামলা দায়ের না করার কারণে যখন বিক্রয় চূড়ান্ত হয়। 

তামাদি আইনের অনুচ্ছেদ-১৩

মামলা ছাড়া অন্য কোনো কার্যধারায় দেওয়ানী আদালতের কোন সিদ্ধান্ত বা আদেশ পরিবর্তন [alter] বা বাতিল [set aside করার জন্য মামলা

১ বৎসর -যে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম সেই আদালত কর্তৃক কোনো মামলার চূড়ান্ত সিদ্ধান্ত বা আদেশের তারিখ।

তামাদি আইনের অনুচ্ছেদ ১৪

পদাধিকারবলে সরকারী কর্মকর্তার কোনো কার্য বা আদেশ বাতিল করতে, যা সম্পর্কে এই আইনে অন্য কোন বিধান করা হয়নি

১ বৎসর -কার্য বা আদেশের তারিখ

তামাদি আইনের অনুচ্ছেদ: ১৫

বকেয়া সরকারী রাজস্ব আদায়ের জন্য রাজস্ব বিভাগ কর্তৃক স্থাবর সম্পত্তি ক্রোক [Attachment of Immovable Property), ইজারা বা হস্তান্তর রদ করার জন্য সরকারের বিরুদ্ধে মামলা

১ বৎসর -যখন ক্রোক, ইজারা হস্তান্তর করা হয়

তামাদি আইনের অনুচ্ছেদ: ১৬

বকেয়া রাজস্ব বা একইভাবে আদায়যোগ্য অন্য কোন পাওনার জন্য রাজস্ব বিভাগ কর্তৃক দাবীকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য সরকারের বিরুদ্ধে মামলা

১ বৎসর- যখন অর্থ প্রদান করা হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ১৭

জনকল্যাণ উদ্দেশ্যে অধিগ্রহণকৃত জমি [Acquired land] বাবদ ক্ষতিপূরণ আদায়ের জন্য সরকারের বিরুদ্ধে মামলা

১ বৎসর -ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণের তারিখ

তামাদি আইনের অনুচ্ছেদ-১৮

যখন অধিগ্রহণ সম্পূর্ণ না হয়, একই ধরণের ক্ষতিপূরণ আদায়ের মামলা

১ বৎসর -গ্রহণ সম্পূর্ণ করতে অস্বীকৃতির তারিখ

তামাদি আইনের অনুচ্ছেদ-১৯

মিথ্যা বা অন্যায় কারাদণ্ড (False Imprisonment] ভোগের জন্য ক্ষতিপূরণ আদায়ের মামলা

১ বৎসর -কারাদণ্ড যখন সমাপ্ত হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ২০

The Legal Representatives Suits Act, 1855 এর অধীন নির্বাহক, প্রশাসক বা প্রতিনিধি কর্তৃক আনীত মামলা

১ বৎসর -যে ব্যক্তির প্রতি ভুল করা হয়েছে তার মৃত্যু তারিখ

তামাদি আইনের অনুচ্ছেদ ২১

The Fatal Accidents Act, 1855 এর  অধীন নির্বাহক, প্রসাশক বা প্রতিনিধি কর্তৃক আনীত মামলা।

১ বৎসর - যে ব্যক্তি কে হত্যা করা হয়েছে তার মৃত্যুর তারিখ

তামাদি আইনের অনুচ্ছেদ ২২

অন্যকোন ক্ষতির জন্য ক্ষতিপূরণের মামলা

১ বৎসর -যখন ক্ষতি সাধিত হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ২৩

বিদ্বেষমূলকভাবে ফৌজদারীতে সোপর্দকরণের জন্য 

ক্ষতিপূরণ [Compensation for a malicious prosecution]

১ বৎসর -যখন বেকসুল খালাস হয় অথবা যখন মামলার অবসান ঘটে

তামাদি আইনের অনুচ্ছেদ-২৪

লিখিত কুৎসা (Libel) দ্বারা মানহানির জন্য ক্ষতিপূরণের মামলা

১ বৎসর -মানহানিকর বিষয় যখন প্রকাশিত হয়। 

তামাদি আইনের অনুচ্ছেদ ২৫

মৌখিক কুৎসার [Slander] দ্বারা মানহানির জন্য ক্ষতিপূরণের মামলা

১ বৎসর - যখন কুৎসামূলক কথা বলা হয়, অথবা কথাগুলি যদি নালিশযোগ্য না হয়, তাবে সেগুলি বলার ফলে যখন অভিযোগকৃত বিশেষ ক্ষতির উদ্ভব হয়।

তামাদি আইনের অনুচ্ছেদ-২৬

বাদীর ভৃত্য বা কন্যাকে প্রলুব্ধ করে বিপথগামী করার ফলে তাদের সেবা থেকে বঞ্চিত হওয়ার জন্য ক্ষতিপূরণের মামলা

১ বৎসর -যখন ক্ষতি সাধিত হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ২৭

বাদীর সাথে চুক্তি ভঙ্গ করার জন্য কাউকে প্ররোচিত করার জন্য ক্ষতিপূরণের মামলা

১ বৎসর-চুক্তি ভঙ্গের তারিখ

তামাদি আইনের অনুচ্ছেদ ২৮

কাউকে বেআইনীভাবে, অনিয়মিত বা কাউকে অতিরিক্ত মাল ক্রোক করার জন্য ক্ষতিপূরণের মামলা

১ বৎসর-মাল ক্রোকের তারিখ

তামাদি আইনের অনুচ্ছেদ ২৯

আইনসম্মত পদ্ধতিতে অস্থাবর সম্পত্তি অন্যায়ভাবে জব্দ [wrongful seizure] করার জন্য ক্ষতিপূরণের মামলা

১ বৎসর- জব্দ করার তারিখ

তামাদি আইনের অনুচ্ছেদ-৩০

পণ্য হারিয়ে ফেলা বা মালের ক্ষতি করার জন্য‌ বাহকের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা

১ বৎসর- যখন পণ্য হারিয়ে যায় বা ক্ষতিগ্রস্থ হয়।

তামাদি আইনের অনুচ্ছেদ-৩১

পণ্য অর্পণ না করা বা বিলম্বে অর্পণ করার জন্য বাহকের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা

১ বৎসর- যখন পণ্য অর্পণ করা উচিত ছিল

তামাদি আইনের অনুচ্ছেদ-৩২

সুনির্দিষ্ট উদ্দেশ্যে সম্পত্তি ব্যবহার করার অধিকার আছে এমন ব্যক্তি অন্য উদ্দেশ্যে সম্পত্তি ব্যবহার করার কারণে সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা

২ বৎসর -সম্পত্তির অপব্যহার যখন ক্ষতিগ্রস্থ ব্যক্তি প্রথমে জানতে পারে।

তামাদি আইনের অনুচ্ছেদ-৩৩

The Legal Representatives' Suits Act, 1855 অধীন নির্বাহকের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে মামলা

২ বৎসর - যে অন্যের বিরুদ্ধে অভিযোগ করা হয় তা যখন সাধিত হয়।

তামাদি আইনের অনুচ্ছেদ-৩৪

একই আইন অনুসারে প্রশাসকের বিরুদ্ধে মামলা

২ বৎসর-একই

তামাদি আইনের অনুচ্ছেদ-৩৫

একই আইন অনুসারে অন্য কোন প্রতিনিধির বিরুদ্ধে মামলা

২ বৎসর- একই

তামাদি আইনের অনুচ্ছেদ-৩৬

কোন অবৈধ ক্রিয়া [malfeasance), অনুচিত ক্রিয়া [misfea-sance] বা নিষ্ক্রিয়তার [nonfeasance] ফলে ক্ষতিপূরণের মামলা, যে ক্ষতিপূরণ কোন চুক্তি নিরপেক্ষ এবং যে সম্পর্কে এই আইনে কোন বিশেষ বিধান নাই

২ বৎসর -যখন অবৈধ কাজ, অনুচিত কাজ বা নিষ্ক্রিয়তা সংঘটিত হয়।

তামাদি আইনের অনুচ্ছেদ ৩৭

কোন রাস্তায় বা জলপ্রবাহের পথে বাধা সৃষ্টির জন্য ক্ষতিপূরণের মামলা 

৩ বৎসর -বাধা সৃষ্টির তারিখ

তামাদি আইনের অনুচ্ছেদ-৩৮

জলপ্রবাহের পথ পরিবর্তনের জন্য ক্ষতিপূরণের মামলা

৩ বৎসর- পরিবর্তনের তারিখ

তামাদি আইনের অনুচ্ছেদ ৩৯

স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশের (trespass) জন্য ক্ষতিপূরণের মামলা

৩ বৎসর -অনধিকার প্রবেশের তারিখ হতে

তামাদি আইনের অনুচ্ছেদ ৪০

গ্রন্থস্বত্ব [Copyright) বা অন্য কোন বিশেষ সুবিধা লঙ্ঘনের ক্ষতিপূরণের মামলা

৩ বৎসর - লঙ্ঘনের তারিখ হতে

তামাদি আইনের অনুচ্ছেদ ৪১

অপচয় রোধের মামলা |to restrain wastel

৩ বৎসর -যখন অপচয় আরম্ভ হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ৪২

অন্যায়ভাবে নিষেধাজ্ঞা লাভের [Injunction obtained wrongfully] ফলে ক্ষতি হওয়ার কারণে ক্ষতিপূরণের মামলা

৩ বৎসর -যখন নিষেধাজ্ঞা অবসান হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ৪৩

The Succession Act, 1920 এর ৩৬০ বা ৩৬১ ধারার অধীন কোন ব্যক্তিকে ফেরত দিতে বাধ্য করা যে ব্যক্তিকে নির্বাহক বা প্রশাসক বা এডমিনিস্ট্রেটর সম্পত্তির দায়ভার প্রদান করেছে বা সম্পত্তি বিতরণ করেছে।

৩ বৎসর -দায়ভার প্রদান বা সম্পত্তি বিতরণের তারিখ

তামাদি আইনের অনুচ্ছেদ ৪৪

নাবালকের অভিভাবক কর্তৃক কোন সম্পত্তি হস্তান্তর করা হলে তা বাতিল করার জন্য নাবালক যে সাবালক হয়েছে তার কর্তৃক মামলা দায়েরের মেয়াদ

৩ বৎসর -যখন নাবালক সাবালক হয় তখন থেকে

অনুচ্ছেদ ৪৫ -বাতিল

তামাদি আইনের অনুচ্ছেদ ৪৬

অনুরুপ কোন রোয়েদাদমূলে বাধ্য পক্ষ কর্তৃক রোয়েদাদভুক্ত কোন সম্পত্তি পুনরুদ্ধারের মামলা

৩ বৎসর -মামলায় চূড়ান্ত রোয়েদাদ বা আদেশের তারিখ

তামাদি আইনের অনুচ্ছেদ ৪৭

ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ অনুসারে প্রদত্ত স্থাবর সম্পত্তির দখল সম্পর্কিত কোন আদেশ পালন করতে বাধ্য কোন ব্যক্তি বা এমন ব্যক্তির মাধ্যমে দাবীদার কোন ব্যক্তি কর্তৃক উক্ত আদেশভুক্ত সম্পত্তি পুনরুদ্ধারের মামলা

৩ বৎসর -মামলায় চূড়ান্ত আদেশের তারিখ

তামাদি আইনের অনুচ্ছেদ ৪৮

সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি যা হারিয়ে গিয়েছে বা বা চুরির মাধ্যমে অর্জিত হয়েছে অথবা অসাধুভাবে আত্মসাৎ (dishonest misappropriation) করা হয়েছে বা পরিবর্তন করা হয়েছে বা তা অন্যায়ভাবে নেওয়া বা আটক রাখার ফলে ক্ষতিপূরণের মামলা

৩ বৎসর -এমন সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি যখন প্রথম জানতে পারে যে, ওই সম্পত্তি কার নিকট আছে।

তামাদি আইনের অনুচ্ছেদ-৪৮ক 

সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি যা ট্রাস্টে হস্তান্তর করা হয়েছে বা দান করা হয়েছে বা বন্ধক দেওয়া হয়েছে, এমন সম্পত্তি উদ্ধারের জন্য

৩ বৎসর- যখন বিক্রয় বাদী জানতে পারে

তামাদি আইনের অনুচ্ছেদ ৪৯

কোন সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির জন্য অথবা এমন সম্পত্তি কেউ অন্যায়ভাবে গ্রহণ, ক্ষতিগ্রস্থকরণ বা আটকের ফলে ক্ষতিপূরণের মামলা

৩ বৎসর - সম্পত্তি যখন অন্যায়ভাবে গ্রহণ বা ক্ষতিগ্রস্থ করা হয়, অথবা যখন আটককারীর দখল বেআইনী হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ৫০

প্রাণী, যানবাহন, নৌকা বা গৃহের আসবাবপত্রের ভাড়ার জন্য মামলা

৩ বৎসর - যখন ভাড়া পরিশোধযোগ্য

অর্থ আদায়ের জন্য মামলা (অনুচ্ছেদ ৫১ থেকে ৬৪)

৫১ থেকে ৬৪ অনুচ্ছেদ পর্যন্ত, ৯৭ এবং ১১১ অনুচ্ছেদে বিভিন্ন ধরণের অর্থ আদায়ের জন্য মামলা দায়েরের তামাদির মেয়াদ উল্লেখ করা হয়েছে। অর্থ আদায়ের জন্য [for money] মামলা দায়েরের জন্য তামাদির মেয়াদ ৩ বৎসর। শুধুমাত্র ১৬ অনুচ্ছেদে অর্থ আদায়ের মামলার তামাদি ১ বৎসর এবং ১৩২ অনুচ্ছেদে ১২ বৎসর।

তামাদি আইনের অনুচ্ছেদ ৫১

পণ্য অর্পণের জন্য অগ্রীম অর্থের অবশিষ্টাংশ আদায়ের জন্য মামলা

৩ বৎসর - যখন পণ্য অর্পণ হওয়া উচিত

তামাদি আইনের অনুচ্ছেদ ৫২

মূল্য পরিশোধের সময় নির্ধারিত না থাকলে, ধারে

বিক্রিত এবং অর্পিত পণ্যের মূল্য আদায়ের জন্য
মামলা

৩ বৎসর - পণ্য অর্পণের তারিখ

তামাদি আইনের অনুচ্ছেদ ৫৩

ধার পরিশোধের শোদের জন্য নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পর মূল্য পরিশোধের শর্তে বিক্রিত ও অর্পিত পণ্যের মূল্য আদায়ের জন্য মামলা

৩ বৎসর - যখন ধারের মেয়াদ উত্তীর্ণ হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ৫৪


বিনিময়পত্রের মাধ্যমে মূল্য পরিশোধের শর্তে বিক্রিত ও অর্পিত পণ্যের মূল্য বাবদ বিনিময়পত্র প্রদত্ত না হওয়ায় পণ্যের মূল্য আদায়ের জন্য মামলা

৩ বৎসর - প্রস্তাবিত বিনিময়পত্রে উল্লিখিত মেয়াদ যখন শেষ হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ৫৫

যখন ধার পরিশোধের জন্য নির্ধারিত সময়ের বিষয়ে কোন একমত হয়নি, বাদী কর্তৃক বিবাদীর নিকট বিক্রিত বৃক্ষ, বাড়ন্ত শস্যের মূল্যের জন্য মামলা

৩ বৎসর -বিক্রয়ের তারিখ

তামাদি আইনের অনুচ্ছেদ ৫৬

বিবাদীর অনুরোধে বাদী কর্তৃক বিবাদীর কাজ করা বাবদ পারিশ্রমিকের জন্য মামলা, যে ক্ষেত্রে পারিশ্রমিক প্রদানের সময় নির্ধারণ করা হয়নি।

৩ বৎসর - যখন কাজ শেষ হয়।

তামাদি আইনের অনুচ্ছেদ ৫৭

অর্থের মাধ্যমে পরিশোধযোগ্য কর্জ বা ধারা দেওয়া অর্থ আদায়ের জন্য মামলা

৩ বৎসর - যখন ঋণ দেওয়া হয়।

তামাদি আইনের অনুচ্ছেদ ৫৮

ধারের টাকা আদায়ের মামলা, যে ক্ষেত্রে ধার বা কর্জ দাতা টাকার পরিবর্তে চেক প্রদান করেছে

৩ বৎসর -যখন চেক পরিশোধ করা হয়েছে

তামাদি আইনের অনুচ্ছেদ ৫৯

এমন সম্মতিতে অর্থ ধার দেওয়া হয় যে চাহিবামাত্র

পরিশোধযোগ্য হবে, এমন অর্থ আদায়ের মামলা

৩ বৎসর - যখন ঋণ দেওয়া হয়।

তামাদি আইনের অনুচ্ছেদ ৬০

এমন সম্মতিতে অর্থ জমা দেওয়া হয় যে চাহিবামাত্র পরিশোধযোগ্য হবে, ব্যাংকের কর্মকর্তার নিকট গ্রাহকের অর্থসহ এমন শর্তে জমাকৃত অর্থ আদায়ের জন্য মামলা

৩ বৎসর -যখন চাওয়া হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ৬১

বাদীকে পরিশোধযোগ্য অর্থ বিবাদীকে দেওয়া হয়ে থাকলে তা আদায়ের জন্য মামলা

৩ বৎসর -যখন টাকা পরিশোধ করা হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ৬২

বিবাদী কর্তৃক বাদীকে প্রদেয় অর্থ বাদীর পক্ষ থেকে বিবাদী গ্রহণ করলে তা আদায়ের জন্য মামলা

৩ বৎসর - যখন বিবাদী কর্তৃক টাকা গৃহীত হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ৬৩

বিবাদীর নিকট বাদীর অর্থের উপর সুদ পরিশোধযোগ্য হলে, উক্ত অর্থ আদায়ের মামলা

 ৩ বৎসর- যখন সুদ দেওয়া যায়

তামাদি আইনের অনুচ্ছেদ-৬৪

বাদী ও বিবাদীর মধ্যে দেনা-পাওনার হিসাব করার

পর বিবাদীর নিকট বাদীর টাকা পাওনা থাকলে, সেই টাকা আদায়ের জন্য মামলা

৩ বৎসর - যখন লিখিত হিসাব বিবৃতি দেওয়া হয়।

তামাদি আইনের অনুচ্ছেদ ৬৪ক

দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর ৩৭ আদেশ মোতাবেক

৩ বৎসর - যখন ঋণ পরিশোধযোগ্য হয়।

তামাদি আইনের অনুচ্ছেদ ৬৫

নির্দিষ্ট সময়ে অথবা কোন নির্দিষ্ট সম্ভাব্য ঘটনা ঘটলে কাজ করার প্রতিশ্রুতি ভঙ্গের জন্য ক্ষতিপূরণের মামলা

৩ বৎসর -:নির্দিষ্ট সময় যখন উপস্থিত হয়,অথবা সম্ভাব্য আকস্মিক ঘটনা ঘটে

তামাদি আইনের অনুচ্ছেদ ৬৬ থেকে ৮০

অনুচ্ছেদ ৬৬ থেকে ৮০ পর্যন্ত মুচলেকা [bondi, বিনিময়পত্র [bill of exchangel, প্রত্যয়নপত্র বা প্রতিজ্ঞাপত্ৰ (promissory note] সম্পর্কে কোন মামলা দায়েরের সময় উল্লেখ করা হয়েছে। বিনিময়পত্র, প্রত্যয়নপত্র, প্রতিজ্ঞাপত্র এবং মুচলেকা সম্পর্কে যে কোন মামলার তামাদির মেয়াদ ৩ বৎসর হবে।

৩ বৎসর

তামাদি আইনের অনুচ্ছেদ ৮১

জামিনদার কর্তৃক প্রধান দেনাদারের বিরুদ্ধে মামলা

৩ বৎসর - জামিনদার যখন মহাজনের টাকা পরিশোধ করে

তামাদি আইনের অনুচ্ছেদ ৮২

এক জামিনদার |surety] কর্তৃক অন্য সহজামিনদারের (co-surety] বিরুদ্ধে মামলা

৩ বৎসর - জামিনদার যখন তার অংশের থেকে অতিরিক্ত কোন কিছু পরিশোধ করে।

তামাদি আইনের অনুচ্ছেদ ৮৩

ক্ষতিপূরণের জন্য অন্য কোন চুক্তির ভিত্তিতে মামলা

৩ বৎসর -বাদী যখন প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্থ হয়।

তামাদি আইনের অনুচ্ছেদ ৮৪

কোন মামলা বা নির্দিষ্ট কোন কাজ বাবদ খরচের জন্য, যে ক্ষেত্রে উক্ত খরচ পরিশোধের কোন সময় নির্দিষ্ট করে কোন প্রকাশ্য চুক্তি হয়নি, সেই ক্ষেত্রে অ্যাডভোকেট কর্তৃক তার এমন খরচার জন্য মামলা

৩ বৎসর - সংশ্লিষ্ট মামলা বা কাজ শেষ‌ হওয়ার তারিখ অথবা যে অ্যাডভোকেট যথাযথভাবে মামলা বা কাজ পরিত্যাগ করে, সেক্ষেত্রে কাজ পরিত্যাগের তারিখ।

তামাদি আইনের অনুচ্ছেদ ৮৫

পারস্পরিক মুক্ত ও চলতি হিসাব অনুসারে পাওনা টাকার জন্য মামলা, যে ক্ষেত্রে পক্ষগণ পরস্পরের কাছে দাবী উত্থাপন করেছে

৩ বৎসর - যে বৎসরের সর্বশেষ দফা হিসাবে লিপিবদ্ধ বলে স্বীকৃত বা প্রমাণিত হয়, সেই বৎসর শেষ হওয়ার তারিখ হিসাব রক্ষার ক্ষেত্রে যেভাবে বর্ষ গণনা করা হয়, সে অনুসারে উক্ত বৎসরের গণনা করতে হবে

তামাদি আইনের অনুচ্ছেদ ৮৫ থেকে ৮৭

৮৬ থেকে ৮৭ অনুচ্ছেদ অনুযায়ী বীমা পলিসি (Policy of Insurence) সংক্রান্ত মামলার তামাদির মেয়াদ ৩ বৎসর

৩ বৎসর

তামাদি আইনের অনুচ্ছেদ ৮৮

হিসাব নিকাশের জন্য দালালের [factor| বিরুদ্ধে মামলা

৩ বৎসর - প্রতিনিধিত্ব বহাল থাকাকালে হিসাব দাবী করা হলে হিসাব দিতে যখন অস্বীকার করা হয়, অন্যথায়‌ যখন প্রতিনিধিত্ব পরিসমাপ্তি ঘটে।

তামাদি আইনের অনুচ্ছেদ ৮৯

চিঠির মাধ্যমে প্রাপ্ত অস্থাবর সম্পত্তির জন্য মালিক Principal | কর্তৃক তার প্রতিনিধির [Agent]‌ বিরুদ্ধে মামলা এবং যে জন্য জবাবদিহিতা নেই

৩ বৎসর- একই

তামাদি আইনের অনুচ্ছেদ ৯০

অবহেলা বা অসদাচরণের জন্য মালিক কর্তৃক প্রতিনিধির বিরুদ্ধে অন্যান্য মামলা

৩ বৎসর -যখন অবহেলা বা অসদাচরণের বিষয়টি বাদী জানতে পারে।

দলিল বাতিল এবং জাল বলে ঘোষণার মামলা [ ৯১ থেকে ৯৩]

সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৯ ধারায় দলিল বাতিল বা দলিল রদ এর মামলা দায়ের এবং ৪২ ধারায় দলিল জাল বলে ঘোষণার জন্য মামলা দায়েরের তামাদির তামাদির মেয়াদ ৩ বৎসর। এই তামাদির মেয়াদ ৯১ থেকে ৯৩ অনুচ্ছেদ পর্যন্ত আলোচনা করা হয়েছে।

তামাদি আইনের অনুচ্ছেদ- ৯১

কোন দলিল রদ ISet aside) বা বাতিল Cancell করার জন্য, যে ক্ষেত্রে অন্য কোন বিধান নেই

৩ বছর - যে সকল ঘটনা বাদীকে উক্ত দলিল বাতিল বা রদ করার অধিকার দান করে, সেগুলি যখন বাদী অবগত হয়

তামাদি আইনের অনুচ্ছেদ- ৯২

ইস্যুকৃত [Issued] বা রেজিস্ট্রিকৃত [Registered] কোন দলিল জাল বলে ঘোষণার জন্য মামলা

৩ বছর - দলিলটির ইস্যুকরণ বা রেজিস্ট্রিকরণ যখন বাদীর গোচরীভূত হয়

তামাদি আইনের অনুচ্ছেদ-৯৩

বাদীর বিরুদ্ধে যে দলিল বলবত করার প্রয়াস নেওয়া হয়েছে তা জাল ঘোষণার জন্য মামলা

৩ বছর -প্রয়াসের তারিখ থেকে

তামাদি আইনের অনুচ্ছেদ-৯৪

উন্মাদ থাকাকালে বাদী যে সম্পত্তি হস্তান্তর করেছে তার জন্য মামলা

৩ বছর -বাদী যখন সুস্থ হয় এবং যখন হস্তান্তরের বিষয়ে জানতে পারে

তামাদি আইনের অনুচ্ছেদ-৯৫

প্রতারণামূলকভাবে যে ডিক্রি নেওয়া হয়েছে (A decree obtained by fraud), তা রদ করার জন্য মামলা

৩ বছর -ক্ষতিগ্রস্থ পক্ষ যখন প্রতারণার বিষয় অবগত হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ৯৬

ভুলের কারণে প্রতিকার (Relief for mistakel লাভের জন্য মামলা -ব্যর্থতার তারিখ হতে

৩ বছর - বাদী যখন ভুলের বিষয় অবগত হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ৯৭

বর্তমানে বিদ্যমান প্রতিদানের উপর কোন অর্থ পরিশোধ যা পরবর্তীতে ব্যর্থ হয়

৩ বৎসর -ব্যর্থতার তারিখ হতে

তামাদি আইনের অনুচ্ছেদ ৯৮

মৃত জিম্মাদারের সাধারণ সম্পত্তি থেকে ট্রাষ্ট সম্পত্তি সম্পর্কে বিশ্বাস ভঙ্গের জন্য যে ক্ষতি হয়েছে

৩ বৎসর -ট্রাষ্টির মৃত্যু তারিখ হতে, বা ক্ষতি সাধিত না হলে, ক্ষতির তারিখ হতে

তামাদি আইনের অনুচ্ছেদ ৯৯

কোন যৌথ ডিক্রির টাকা যে পক্ষ সম্পূর্ণ শোধ করেছে, সে পক্ষ কর্তৃক অথবা কোন যৌথ সম্পত্তির দেয় রাজস্ব সম্পূর্ণ বা নিজ অংশ অপেক্ষা অধিক শোধ করেছে তৎকর্তৃক অন্যদের নিকট থেকে অংশ আদায়ের জন্য মামলা

৩ বৎসর -বাদীর নিজ অংশ থেকে অতিরিক্ত টাকা পরিশোধের তারিখ

তামাদি আইনের অনুচ্ছেদ ১০০

মৃত জিম্মাদারের সম্পত্তি থেকে জিম্মা প্রসঙ্গে ব্যয়িত টাকার অংশ আদায় করার জন্য সহ জিম্মাদার কর্তৃক মামলা

৩ বৎসর-অংশ আদায় করার অধিকার যখন উদ্ভব হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ১০১

নাবিকের মজুরীর জন্য মামলা

৩ বৎসর -যে সমুদ্র ভ্রমণকালে মজুরী উপার্জিত হয়, সে ভ্রমণ সমাপ্তির সময়

তামাদি আইনের অনুচ্ছেদ ১০২

মজুরী আদায়ের জন্য অন্যান্য যে সকল মামলা সম্পর্কে এই তফসিলের অন্যত্র কোন বিধান নাই, সে সকল মামলা

৩ বৎসর -মজুরী যখন দেওয়া হয়ে যায়।

তামাদি আইনের অনুচ্ছেদ ১০৩

অবিলম্বে পরিশোধযোগ্য [Exigible dower] মুজ্জ্বল মোহরের জন্য মুসলমান মহিলা কর্তৃক‌ মামলা

৩ বছর -মোহর তলব করা হলে যখন পরিশোধ অস্বীকার করা হয়, অথবা যখন মৃত্যু বা তালাক দ্বারা বিবাহ বিচ্ছেদ হয়

তামাদি আইনের অনুচ্ছেদ-১০৪

বিলম্বিত দেনমোহরের জন্য (deferred dower) একজন মুসলিম মহিলা কর্তৃক মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদকাল

৩ বছর-মৃত্যু অথবা তালাক দ্বারা যখন বিবাহ বিচ্ছেদ হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ১০৫

বন্ধকগ্রহীতা কর্তৃক আদায়কৃত উদ্বৃদ্ধ টাকা পুনরুদ্ধারের জন্য বন্ধকিমূল্য পরিশোধের পর বন্ধক দাতা কর্তৃক মামলা

৩ বৎসর -বন্ধকদাতা যখন বন্ধকী সম্পত্তিতে পুনঃপ্রবেশ করে

তামাদি আইনের অনুচ্ছেদ ১০৬

ভেঙ্গে যাওয়া অংশীদারী প্রতিষ্ঠানের হিসাব নিকাশ ও লভ্যাংশের জন্য মামলা

৩ বৎসর - প্রতিষ্ঠান ভেঙ্গে যাওয়ার তারিখ

তামাদি আইনের অনুচ্ছেদ ১০৭

অবিভক্ত পরিবারের কোন যৌথ সম্পত্তির ম্যানেজার উক্ত সম্পত্তির জন্য যে অর্থ নিজে ব্যয় করে, উক্ত সম্পত্তির হিসাবের জন্য মামলা

৩ বৎসর - পরিশোধের তারিখ

তামাদি আইনের অনুচ্ছেদ ১০৮

লীজ বা ইজারা গ্রহীতা কর্তৃক লীজের শর্তের ভঙ্গ করে কেটে ফেলা গাছের মূল্যের জন্য লীজ দাতা কর্তৃক মামলা

৩ বৎসর - যখন গাছগুলো কেটে ফেলা হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ১০৯

বাদীর স্থাবর সম্পত্তি থেকে প্রাপ্ত যে মুনাফা বিবাদী অন্যায়ভাবে গ্রহণ করেছে তার জন্য মামলা

৩ বৎসর - যখন মুনাফা গৃহীত হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ১১০

বাকী খাজনার জন্য [For arrears of rentl মামলা

৩ বৎসর - খাজনা যখন পরিশোধযোগ্য

তামাদি আইনের অনুচ্ছেদ ১১১

অপরিশোধিত বিক্রয়মূল্য ব্যক্তিগতভাবে আদায়ের জন্য স্থাবর সম্পত্তির বিক্রেতা [vendor] কর্তৃক মামলা

৩ বৎসর - বিক্রয় সম্পন্ন করার জন্য নির্ধারিত সময়, অথবা (যে ক্ষেত্রে বিক্রয় সম্পন্ন হওয়ার পর স্বত্ব স্বীকৃত হয়) (স্বত্ব) গ্রহণের তারিখ

তামাদি আইনের অনুচ্ছেদ ১১২

কোন বিধিবদ্ধ আইন বা আইন এর অধীন নিবন্ধিত কোম্পানীর তলব আদায়ের মামলা

৩ বৎসর - যখন তলব পরিশোধযোগ্য হয়

তামাদি আইনের অনুচেছদ-১১৩

সুনির্দিষ্ট চুক্তি বলবৎকরণের [For specific enforcement of contract | মামলা দায়ের।
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১২ ধারায় চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের মামলা দায়েরর তামাদির মেয়াদ ১১৩ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে।

১ বছর - চুক্তি পালনের জন্য নির্ধারিত তারিখ অথবা যখন অনুরূপ কোন তারিখ নির্দিষ্ট না থাকে, তখন‌ বাদী যখন অবগত হয় যে চুক্তি পালন অস্বীকৃত হয়েছে

তামাদি আইনের অনুচ্ছেদ- ১১৪

চুক্তি প্রত্যাহার করার (For recession of a contract] মামলা । সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৫ ধারায় চুক্তি রদের মামলা দায়েরের তামাদির মেয়াদ ১১৪ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে।

১ বছর - যে সকল বিষয় বাদীকে চুক্তি বাতিল করার অধিকার‌ প্রদান করে, সেগুলি সম্পর্কে বাদী যখন প্রথম অবগত হয়

তামাদি আইনের অনুচ্ছেদ-১১৫

ব্যক্ত বা অব্যক্ত যেকোনো চুক্তি যা লিখিতভাবে সম্পাদিত ও রেজিস্ট্রিকৃত হয়নি এবং এই আইনে যার বিষয়ে বিশেষভাবে কোন বিধান নেই সেই চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণের মামলা

৩ বছর - যখন চুক্তিভঙ্গ হয়

তামাদি আইনের অনুচ্ছেদ-১১৬

লিখিত এবং নিবন্ধিত চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণের অনুরুপ মামলা

৬ বছর - চুক্তি নিবন্ধিত না হলে যখন মেয়াদ অতিবাহিত হতে শুরু করে।

তামাদি আইনের অনুচ্ছেদ-১১৭

দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এ সংজ্ঞায়িত বিদেশী 

রায়ের সম্পর্কে মামলা

৬ বছর - রায়ের তারিখ

তামাদি আইনের অনুচ্ছেদ ১১৮

দাবীকৃত কোনো পোষ্য বা দত্তক গ্রহণ [Alleged adoption] অবৈধ অথবা অনুরূপ কোন পোষ্য কখনও গ্রহণ করা হয়নি, এই মর্মে ঘোষণার দাবীতে মামলা

৬ বছর কথিত দত্তক গ্রহণের বিষয়ে যখন বাদী জানতে পারে

তামাদি আইনের অনুচেছদ-১১৯

পোষ্য বা দত্তক [adoption] গ্রহণ বৈধ হয়েছেএই মর্মে ঘোষণার মামলা

৬ বছর - দত্তক পুত্ররূপে দত্তক পুত্রের অধিকার যখন হস্তক্ষেপ করা হয়।

তামাদি আইনের অনুচেছদ-১২০

তামাদির মেয়াদ সম্পর্কে এই তফসিলে কোন বিধান নাই সেই মামলার তামাদির মেয়াদ

৬ বছর - মামলা করার অধিকার যখন উদ্ভাব হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ১২১

সরকারী বকেয়া রাজস্বের জন্য বিক্রিত কোন জমিদারী অথবা খাজনা বাকীর ফলে বিক্রিত কোন পত্তনীতালুক বা জোত সংশ্লিষ্ট কোন দায় বা নিম্নস্বত্ব এড়ানোর জন্য মামলা

১২ বৎসর- বিক্রয় যখন চূড়ান্ত ও সিদ্ধান্তমূলক হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ১২২

বাংলাদেশের কোন আদালত কর্তৃক প্রদত্ত রায়ের বা জামানতের জন্য মামলা

১২ বছর - রায়ের বা জামানতের তারিখ হতে

তামাদি আইনের অনুচেছদ ১২৩

মৃতের সম্পত্তির জন্য অথবা উইল করা সম্পত্তির অবশিষ্টাংশের জন্য অথবা উইল না করা সম্পত্তির বিভাজ্য অংশের জন্য মামলা

১২ বছর - যখন মৃতের সম্পত্তির অংশ প্রদানযোগ্য বা অপর্ণযোগ্য হয়।

তামাদি আইনের অনুচ্ছদ ১২৪

বংশগত পদ দখল করার জন্য [For possession of an hereditary officel মামলা

১২ বৎসর - বিবাদী যখন বাদীর প্রতিকূলে পদটি দখল হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ১২৬

পিতার বিক্রিত পৈতৃক সম্পত্তি হস্তান্তর রদ করার‌ জন্য মিতাক্ষর আইনের আওতাধীন কোন হিন্দু কর্তৃক মামলা

১২ বৎসর - হস্তান্তর গ্রহীতা যখন সম্পত্তির দখল গ্রহণ করে

তামাদি আইনের অনুচ্ছেদ ১২৮

খোরপোষ [arrears of maintenance] লাভের অধিকার ঘোষণার জন্য হিন্দু কর্তৃক মামলা

১২ বছর - বকেয়া যখন বকেয়া পরিশোধযোগ্য হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ১২৯

খোরপোষ লাভের অধিকার ঘোষণার [For a declaration of his righ to maintenance] জন্য হিন্দু কর্তৃক মামলা

১২ বছর - যখন অধিকার অগ্রাহ্য

তামাদি আইনের অনুচ্ছেদ ১৩২

যে প্রাপ্য টাকার জন্য স্থাবর সম্পত্তি দায়বদ্ধ থাকে তা আদায়ের জন্য মামলা

১২ বৎসর - যে টাকার জন্য মামলা করা হয়েছে তা যখন পরিশোধযোগ্য হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ১৩৪

হস্তান্তরিত, জিম্মা হিসাবে উইলকৃত অথবা বন্ধককৃত সম্পত্তি, যা পরে জিম্মাদার বা বন্ধক গ্রহীতা মূল্যের বিনিময়ে হস্তান্তর করেছে, তার দখল পুনরুদ্ধারের জন্য মামলা

১২ বৎসর-  হস্তান্তরের বিষয় বাদী যখন জানতে পারে।

তামাদি আইনের অনুচ্ছেদ ১৩৪ক

কোন হিন্দু, মুসলিম বা বৌদ্ধ ধর্মীয় বা দাতব্য  প্রতিষ্ঠানের পূর্বের পরিচালক কর্তৃক মূল্যের বিনিময়ে হস্তান্তরিত হলে তা রদের জন্য মামলা

১২ বৎসর -হস্তান্তরের বিষয় বাদী যখন জানতে পারে।

তামাদি আইনের অনুচ্ছেদ ১৩৪খ

কোন হিন্দু, মুসলিম বা বৌদ্ধ ধর্মীয় বা দাতব্য প্রতিষ্ঠানের স্থাবর সম্পত্তি যার পূর্বের পরিচালক মূল্যের বিনিময়ে হস্তান্তর করেছে, তার দখল পুনরুদ্ধারের জন্য বর্তমান পরিচালক  কর্তৃক মামলা

১২ বৎসর - হস্তান্তকারীর মৃত্যু, পদত্যাগ বা অপসারণের তারিখ

তামাদি আইনের অনুচ্ছেদ ১৩৫

বন্ধকী স্থাবর সম্পত্তির দখল নেওয়ার জন্য বন্ধক  গ্রহীতা কর্তৃক (হাইকোর্ট ব্যতীত) অন্য আদালতে দায়েরকৃত মামলা

১২ বৎসর - বন্ধকদাতার (সম্পত্তি) দখলে রাখার অধিকার যখন শেষ হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ১৩৭

ডিক্রি জারির মাধ্যমে ক্রয়কৃত সম্পত্তি যখন  বিক্রয়ের তারিখে দায়িকের দখল-বহির্ভূত ছিল, তার দখল লাভের জন্য ক্রেতা কর্তৃক মামলা

 ১২ বৎসর -  দায়িকের প্রথম যখন দখল লাভের অধিকার হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ১৩৮

ডিক্রি জারির মাধ্যমে ক্রয়কৃত সম্পত্তি যখন বিক্রয়ের তারিখে দায়িকের [judgment detor] দখলে ছিল, তার দখল লাভের জন্য ক্রেতা কর্তৃক মামলা

১২ বৎসর - বিক্রয় যে তারিখে চূড়ান্ত হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ১৩৯

প্রজার [tenant] নিকট থেকে দখল পুনরুদ্ধারের  জন্য জমিদার বা ভূমির মালিক [landlord] কর্তৃক মামলা

১২ বৎসর -  যখন প্রজাস্বত্বের অবসান হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ১৪১

কোন হিন্দু বা মুসলিম মহিলার মৃত্যুর পর স্থাবর  সম্পত্তির দখল লাভের অধিকারী হিন্দু বা মুসলমান‌ কর্তৃক স্থাবর সম্পত্তির দখল লাভের মামলা

১২ বছর -মহিলার যখন মৃত্যু হয়

তামাদি আইনের অনুচ্ছেদ-১৪২

যখন বাদী স্থাবর সম্পত্তির দখলে, তখন বাদী বেদখল হলে অথবা বাদী তার দখল ত্যাগ করলে সেই সম্পত্তির দখল লাভের জন্য মামলা [সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় মামলা দায়ের]

১২ বছর - বেদখল হওয়ার বা দখল ত্যাগের তারিখ হতে

তামাদি আইনের অনুচ্ছেদ-১৪৩

বাজেয়াপ্ত হওয়ার বা শর্ত ভঙ্গের জন্য বাদী স্থাবর সম্পত্তির দখল লাভের অধিকারী হলে স্থাবর সম্পত্তির দখল লাভের জন্য মামলা

১২ বছর-  যখন বাজেয়াপ্ত হয় বা শর্ত ভঙ্গ হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ১৪৪

স্থাবর সম্পত্তির দখলের জন্য বা তৎসংশ্লিষ্ট কোনো স্বার্থ যার সম্পর্কে এই আইনে কোন বিশেষ বিধান নেই

১২ বছর - বিবাদীর দখল যখন বাদীর জন্য প্রতিকূল হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ১৪৫

আমানত গ্রহীতা বা বন্ধক গ্রহীতার নিকট থেকে‌ আমানতী বা বন্ধকী অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের জন্য মামলা

৩০ বৎসর - আমানত রাখা বা বন্ধক দেওয়ার তারিখ

তামাদি আইনের অনুচ্ছেদ ১৪৬

বন্ধক গ্রহীতা কর্তৃক বন্ধক দাতার নিকট থেকে বন্ধকী স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য বন্ধক গ্রহীতা কর্তৃক মামলা যা সাধারণ মূল এখতিয়ার প্রয়োগের ক্ষমতাসম্পন্ন হাইকোর্ট দায়ের করা হয়

৩০ বৎসর - বন্ধকী দেনার জন্য তার কোন অংশ বা সুদ সর্বশেষ যে তারিখে প্রদান করা হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ১৪৬ক

কোন স্থানীয় কর্তৃপক্ষের সর্বসাধারণের ব্যবহার্য কোন ছোট বা বড় রাস্তা বা তার অংশ বিশেষ থেকে বেদখল হলে বা তার দখল ত্যাগ করলে উক্ত কর্তৃপক্ষ বা তার পক্ষে রাস্তার দখল লাভের জন্য মামলা

৩০ বৎসর - বেদখল হওয়ার বা দখল ত্যাগের তারিখ

তামাদি আইনের অনুচ্ছেদ ১৪৭

রেহেন উদ্ধারের অধিকার নাশ [Foreclosure) বা বিক্রয়ের [Sale] জন্য রেহেন গ্রহীতা কর্তৃক মামলা

৬০ বৎসর - রেহেন ঋণ যখন পরিশোধযোগ্য হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ১৪৮

বন্ধকী স্থাবর সম্পত্তি খালাস করার জন্য বা দখল পুনরুদ্ধারের [redeem] জন্য বন্ধক গ্রহীতার বিরুদ্ধে মামলা

৬০ বৎসর - যখন সম্পত্তি খালাস করার বা দখল পুনরুদ্ধার করার অধিকার উদ্ভব হয়

তামাদি আইনের অনুচ্ছেদ ১৪৯

সুপ্রীম কোর্টের মূল এখতিয়ারাধীন মামলা ব্যতীত সরকার কর্তৃক সরকারের পক্ষে দায়েরকৃত কোন মামলা

৬০ বৎসর

Second Division - Appeal

দ্বিতীয় বিভাগ: আপীল

দ্বিতীয় বিভাগ: আপীল সংক্রান্ত তামাদির মেয়াদ ফৌজদারী এবং দেওয়ানী মামলায় আপীল দায়েরের তামাদির মেয়াদ এর ১৫০ থেকে ১৫৭ পর্যন্ত আলোচনা করা হয়েছে।

তামাদি আইনের অনুচ্ছেদ-১৫০

দায়রা আদালত কর্তৃক অথবা মূল ফৌজদারী এখতিয়ার প্রয়োগকালে হাইকোর্ট কর্তৃক প্রদত্ত মৃত্যু দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল

৭ দিন - দণ্ডাদেশের তারিখ হতে

তামাদি আইনের অনুচেছদ-১৫১

হাইকোর্ট কর্তৃক মূল দেওয়ানী এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপীল

২০ দিন - ডিক্রি বা আদেশের তারিখ হতে

তামাদি আইনের অনুচেছদ-১৫২

১৯০৮ সালের দেওয়ানী কার্যবিধি অনুসারে জেলা জজের আদালতে আপীল

৩০ দিন - যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপীল করা হয়েছে তার তারিখ হতে।

তামাদি আইনের অনুচ্ছেদ ১৫৩

অধীনস্ত কোন আদালত আপীল বিভাগে লিভ-টু-আপীল প্রত্যাখ্যানের কোন আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপীল

৩০ দিন - আদেশের তারিখ হতে

তামাদি আইনের অনুচেছদ-১৫৪

১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধি অনুসারে হাইকোর্ট ভিন্ন যে কোন আদালতে আপীল 

৩০ দিন - যে দণ্ডাদেশ বা আদেশের বিরুদ্ধে আপীল করা হয়েছে তার তারিখ হতে।

তামাদি আইনের অনুচেছদ-১৫৫

১৫০ ও ১৫৭ অনুচ্ছেদে যে সকল মোকদ্দমা সম্পর্কে বিধান আছে সেগুলি ছাড়া অন্যান্য‌ হাইকোর্ট বিভাগে আপীল

৬০ দিন - যে দণ্ডাদেশ বা আদেশের বিরুদ্ধে আপীল করা হয়েছে তার তারিখ হতে।

তামাদি আইনের অনুচ্ছেদ ১৫৬

দেওয়ানী কার্যবিধির অধীন, ১৫১ ও ১৫৩ অনুচ্ছেদে যে সকল মোকদ্দমা সম্পর্কে বিধান আছে সেগুলি ছাড়া অন্যান্য ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে আপীল

৯০ দিন - যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপীল করা হচ্ছে

তামাদি আইনের অনুচেছদ-১৫৭

খালাস [Acquittall আদেশের বিরুদ্ধে ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধি অনুযায়ী আপীল

৬ মাস - যে আদেশের বিরুদ্ধে আপীল করা হয়েছে তার তারিখ হতে।

Third Division : Applications

তৃতীয় বিভাগ: আবেদনসমূহ

তামাদি আইনের অনুচেছদ-১৫৮

The Arbitration Act, 1940 এর অধীন সালিশের রোয়েদাদ রদ করার জন্য দরখাস্ত

৩০ দিন - রোয়েদাদ দাখিলের নোটিশ জারীর তারিখ হতে

তামাদি আইনের অনুচ্ছেদ-১৫৯

১৯০৮ সালের দেওয়ানী কার্যবিধির ১২৮ (২) (চ) ধারা অথবা ৩৭নং আদেশে উল্লেখিত সংক্ষিপ্ত পদ্ধতির মামলায় হাজির হওয়া এবং প্রতিপক্ষ সমর্থন করার অনুমতির জন্য দরখাস্ত

১০ দিন - যখন সমন জারী করা হয়

তামাদি আইনের অনুচ্ছেদ-১৬০

পুনরীক্ষণ দরখাস্তের শুনানীকালে [During the hearing of application for review] দরখাস্তকারীর হাজির হতে ব্যর্থ হলে বা গরহাজিরার ফলে প্রত্যাখিত দরখাস্ত পুর্নবহালের Irestorel আবেদন

১৫ দিন -রিভিউ দরখাস্ত যখন অগ্রাহ্য হয়

তামাদি আইনের অনুচ্ছেদ-১৬১

[Court of Small Causes] স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালতের রায় অথবা স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত হিসাবে বিচার ক্ষমতাপ্রাপ্ত কোন আদালত কর্তৃক অনুরূপ এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায় পুনরীক্ষণের [Review] জন্য দরখাস্ত

১৫ দিন -ডিক্রি বা আদেশের তারিখ হতে

তামাদি আইনের অনুচ্ছেদ-১৬২

হাইকোর্ট কর্তৃক আদি এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায়ের পুনরীক্ষণের [Review] জন্য দরখাস্ত

২০ দিন -ডিক্রি বা আদেশের তারিখ

তামাদি আইনের অনুচ্ছেদ-১৬৩

হাজির হতে ব্যর্থ হওয়ার জন্য বা গরহাজিরার ফলে [default of appearance) বা সমন জারীর খরচ জমা না দেওয়ার জন্য অথবা খরচার জামানত দাখিল না করার জন্য মামলা খারিজ আদেশ বাতিল করার জন্য দরখাস্ত [to set aside an order of dismissal]

৩০ দিন -খারিজ হওয়ার তারিখ হতে

তামাদি আইনের অনুচ্ছেদ-১৬৪

বিবাদী কর্তৃক একতরফা ডিক্রি রূদের আদেশ লাভের জন্য দরখাস্ত [to set aside an order of exparte decree]

৩০ দিন -ডিক্রির তারিখ অথবা যে ক্ষেত্রে সমন যথারীতি জারী হয়নি, সেক্ষেত্রে দরখাস্তকারী যখন ডিক্রির বিষয় অবগত হয়

তামাদি আইনের অনুচ্ছেদ-১৬৫

দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর অধীন বেদখল হওয়া সম্পত্তি থেকে দখলে প্রতিষ্ঠিত হওয়ার জন্য দরখাস্ত

৩০ দিন - বেদখল হওয়ার তারিখ থেকে

তামাদি আইনের অনুচ্ছেদ-১৬৬

ডিক্রী জারীতে বিক্রয় রদ করার জন্য দরখাস্ত [to set aside a sale in exceution of a decree]

৩০ দিন - নিলাম বিক্রয়ের তারিখ হতে

তামাদি আইনের অনুচ্ছেদ-১৬৭

ডিক্রিমূলে প্রাপ্ত অথবা ডিক্রি জারীতে কোন স্থাবর সম্পত্তির দখল অর্পণে বাধাদান বা প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ

৩০ দিন -বাধাদান বা প্রতিবন্ধকতা সৃষ্টির তারিখ হতে

তামাদি আইনের অনুচেছদ-১৬৮

না চালানোর ফলে খারিজ আপীল পুনগ্রহণের জন্য দরখাস্তের [an application for readmission of an appeal dismissed for want of prosecution) তামাদি

৩০ দিন -খারিজ হওয়ার তারিখ হতে

তামাদি আইনের অনুচ্ছেদ ১৬৯

একতরফা শুনানীকৃত আপীল, পুনরায় শুনানীর জন্য দরখাস্ত [for the re-hearing of an appeal heard exparte]

৩০ দিন -যে ডিক্রির বিরুদ্ধে আপীল সেই ডিক্রির তারিখ হতে।

তামাদি আইনের অনুচ্ছেদ ১৭০

নি:স্ব হিসাবে আপীল করার অনুমতি দরখাস্ত [for leave to appeal as pauper]

৩০ দিন - যে ডিক্রির বিরুদ্ধে আপীল হবে, তার তারিখ

তামাদি আইনের অনুচ্ছেদ ১৭১

বাতিল আদেশ বাতিলের জন্য দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর অধীন আদেশের দরখাস্ত [under the Code of Civil Procedure, 1908, for an order to set aside an abatement]

৬০ দিন -বাতিলের তারিখ

তামাদি আইনের অনুচ্ছেদ-১৭২

দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর অধীন স্বত্বনিয়োগী [assignee] বা দেউলিয়া বাদীর রিসিভার বা আপীলকারী কর্তৃক কোন মামলা বা আপীল খারিজের আদেশ রদ করার দরখাস্ত

৬০ দিন -খারিজ আদেশের তারিখ হতে

তামাদি আইনের অনুচ্ছেদ ১৭৩

১৬১ এবং ১৬২ অনুচ্ছেদে উল্লেখিত ক্ষেত্রসমূহ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে রায়ের পুনরীক্ষণের [Review] জন্য দরখাস্ত করতে হবে

৯০ দিন -ডিক্রি বা আদেশের তারিখ হতে

তামাদি আইনের অনুচ্ছেদ ১৭৪

কোন ডিক্রির অধীনে পরিশোধযোগ্য অর্থ আদালতের বহিতে প্রদান করা হলে তা অথবা ডিক্রির কোন সম্বনয় সাধন কেন প্রত্যায়িত হিসাবে লিপিবদ্ধ করা হবে না তার কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদানের দরখাস্ত

৯০ দিনে - যখন অর্থ প্রদান অথবা সমন্বয় সাধন করা হয়

তামাদি আইনের অনুচ্ছেদ-১৭৫

ডিক্রির অর্থ কিস্তিতে পরিশোধের জন্য

৬ মাস -ডিক্রির তারিখ হতে

তামাদি আইনের অনুচ্ছেদ-১৭৬

মৃত বাদী অথবা আপীলকারীর আইনগত প্রতিনিধিকে পক্ষভুক্ত করার জন্য দেওয়ানী কার্যবিধির অধীন দরখাস্ত

৯০ দিন -মৃত বাদী বা আপীলকারীর মৃত্যুর তারিখ

তামাদি আইনের অনুচ্ছেদ-১৭৭

মৃত বিবাদী বা প্রতিবাদীর আইনগত প্রতিনিধিকে পক্ষভুক্ত করার জন্য দেওয়ানী কার্যবিধির অধীন দরখাস্ত

৯০ দিন -মৃত বিবাদী বা প্রতিবাদীর মৃত্যুর তারিখ

তামাদি আইনের অনুচ্ছেদ ১৭৯

১৯০৮ সালের দেওয়ানী কার্যবিধির অধীন আপীল করার অনুমতির জন্য সুপ্রীম কোর্টের দরখাস্ত

৯০ দিন -যে ডিক্রির বিরুদ্ধে আপীল করা হয় তার তারিখ হতে

তামাদি আইনের অনুচ্ছেদ ১৮০

কোন ডিক্রি জারিতে বিক্রিত স্থাবর সম্পত্তির খরিদ্দার কর্তৃক সম্পত্তির দখল গ্রহণের জন্য দরখাস্ত

৩ বৎসর - বিক্রয় যখন চূড়ান্ত হয়।

তামাদি আইনের অনুচ্ছেদ-১৮১

দেওয়ানী কার্যবিধি ১৯০৮ এর ৪৮ ধারায় কোন বিধান নাই সে সকল দরখাস্ত বা যে সকল দরখাস্তের জন্য তামাদির মেয়াদ এই তফসিলে উল্লেখ নেই, সেই সকল দরখাস্ত

৩ বৎসর -দরখাস্ত করার অধিকার যখন উদ্ভব হয়।

তামাদি আইনের অনুচ্ছেদ-১৮২

দেওয়ানী আদালতের যে ডিক্রি জারী বা আদেশ

১. দেওয়ানি কার্যবিধির ৪৮ ধারায় কোন ক্ষেত্রে ডিক্রি বিধান নাই, তা জারী বা কার্যকরী করার জন্য দরখাস্ত, অথবা

২. যে দরখাস্ত ১৮৩ অনুচ্ছেদ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে না

৩ বৎসর অথবা যে ক্ষেত্রে ডিক্রি বা আদেশটির সহিমোহর নকল (certified copy) রেজিস্ট্রি করা হয়েছে সেক্ষেত্রে ৬ বৎসর - ১. ডিক্রি বা আদেশের তারিখ: বা‌ (যে ক্ষেত্রে আপীল হয়েছে) আপীল আদালতের চূড়ান্ত ডিক্রি বা আদেশের তারিখ বা আপীল প্রত্যাহারের তারিখ ইত্যাদি

তামাদি আইনের অনুচ্ছেদ ১৮৩

হাইকোর্ট দ্বারা সাধারণত আদিম দেওয়ানী এখতিয়ার প্রয়োগকালে দেয়া রায় ডিক্রি কিংবা আদেশ অথবা সুপ্রীম কোর্টের বলবত করার নিমিত্ত দরখাস্ত।

১২ বৎসর - যখন এমন কোন ব্যক্তি অনুরূপ রায়,‌ডিক্রি কিংবা আদেশ বলবত করার‌ বর্তমান অধিকার লাভ করে, যে ব্যক্তি অনুরূপ অধিকার বর্জন করতে সক্ষম।‌ তবে শর্ত এই যে, যখন উক্ত রায়, ডিক্রি কিংবা আদেশ পুনরুজ্জীবিত করা হয়, অথবা তা কর্তৃক সংরক্ষিত কোন‌ দেনার অংশ কিংবা তার সুদ পরিশোধ করা হয়, অথবা উক্ত দেনা কিংবা সুদ‌ পরিশোধ করতে দায়ী কোন ব্যক্তি কিংবা তার প্রতিনিধি লিখিত কিংবা স্বাক্ষরিতভাবে পাওনাদার কিংবা তার প্রতিনিধির নিকট তার অধিকার স্বীকৃতি জ্ঞাপন করে, তখন উক্ত বার বছর হিসাব করতে হবে। সেস্থলে এইরূপ পুনরুজ্জীবনের ঋণ পরিশোধের কিংবা অধিকারের স্বীকৃতি জ্ঞাপনের তারিখ হতে অথবা অনুরূপ পুনরুজ্জীবন অর্থ পরিশোধ কিংবা স্বীকৃতি জ্ঞাপনের সর্বশেষ তারিখ হতে।

টপিকস

তামাদি আইনের তফসিল সমূহ ১ থেকে ১৮৩ অনুচ্ছেদ - তামাদি আইন। তামাদি আইনের প্রথম তফসিল। তামাদি আইন এর তফসিলে বর্ণিত অনুচ্ছেদ সমূহে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তামাদি মেয়াদ। তামাদি আইনের অনুচ্ছেদ ১ থেকে ১৪৯। তামাদি আইনের প্রথম বিভাগ। দ্বিতীয় বিভাগ: আপীল। তৃতীয় বিভাগ: আবেদনসমূহ।

Popular posts from this blog

Write a paragraph on Pahela Baishakh পহেলা বৈশাখ

Write a paragraph on Pahela Baishakh (পহেলা বৈশাখ) Pahela Baishakh Pahela Baishakh is the part of our culture. It is the first day in Bangla calendar. This day is celebrated throughout the country. The main programme of this day is held in Ramna Botamul. Different socio-cultural organizations celebrate this day with due solemnity. People of all sorts of ages and lives attend this function. Colourful processions are brought out. Watery rice and hilsha fish are served during this function. Women and children put on traditional dresses. The whole country wears a festive look. Different cultural programmes are arranged where singers sing traditional bangla songs. Discussion meetings are held. Radio and television put on special programmes. Newspapers and dailies publish supplementary. Fairs are held here and there on this occasion. Shopkeepers and traders arrange ‘halk hata’ and sweet-meats are distributed. In villages, people go to others’ houses and exchange greetings. Thus Pahela Baisha...

Write a paragraph on environment pollution পরিবেশ দূষণ

Write a paragraph on environment pollution (পরিবেশ দূষণ) Environment Pollution Environment pollution means the pollution of air, water, sound, odour, soil and other elements of it. We need safe and clean environment. Pollution of it has tremendous bad effects. Any sort of pollution may bring the doom of life. At present, our environment is being polluted at an alarming rate, Air, the most important element of environment is polluted by smoke from railway engines and power-houses, or the burning of coal and oil or the making of bricks. Water, another vital element is being polluted by the use of chemicals and insecticides or oil seeping from damaged super tankers or by industrial discharge. Sound pollution is caused by the use of microphones and loud speakers. All these pollutions may wipe out our existence from the earth. The destruction of forest also causes environment imbalance that makes the wild animals wipe out. So, it is our moral duty to prevent environment pollution. We must ...

Ecotourism -Read the passage and answer the questions Unit 9 Lesson 3c English For Today

Read the passage and answer the questions Ecotourism is a booming business that many tour operators cite as being helpful to nature.(পরিবেশবান্ধব পর্যটন শিল্প একটি দ্রুত সমৃদ্ধিময় ব্যবসা যা পর্যটন পরিচালনাকারীবৃন্দ প্রকৃতির জন্য সহায়ক বলে আখ্যায়িত করেন) Every year, millions of people descend on protected and pristine natural areas to observe rare species. (প্রতি বছর, লক্ষ লক্ষ মানুষ দুর্লভ প্রজাতির প্রাণীগুলোকে দেখতে সংরক্ষিত এবং বিশুদ্ধতা বিরাজমান আছে এমন প্রাকৃতিক অঞ্চল ভ্রমণ করে থাকে।) However, a new report casts doubt on the value of this form of tourism.(যাহোক, একটি নতুন ধরণের পর্যটনের উপকারিতাকে সন্দেহের নজরে দেখছে।) In fact, it suggests that ecotourism is more damaging than helpful to nature. (বাস্তবে, এটি পরামর্শ দিচ্ছে যে পরিবেশবান্ধব পর্যটন শিল্প প্রকৃতির জন্য সহায়কের চেয়ে অধিকতর ক্ষতিকর।) Details are in a report published in the journal Trends in Ecology and Evolution’. (‘ট্রেন্ডস ইন ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’ সাময়িক পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বিস্তারিত বলা হয়...