- Get link
- X
- Other Apps
Of Robbery and Dacoity
দস্যুতা ও ডাকাতি বিষয়ক
ধারা ৩৯০ দস্যুতা
প্রত্যেক দস্যুতায় হয় চুরি, না হয় বলপূর্বক গ্রহণ রয়েছে।
যেক্ষেত্রে চুরি দস্যুতা বলে পরিগণিত হয়
যদি চুরি করার ইচ্ছায় বা চুরি করতে, বা চুরিতে লব্ধ সম্পত্তি বহন বা বহনের উদ্যোগকালে, অপরাধকারি তদুদ্দেশ্যে স্বেচ্ছাকৃতভাবে কোন লােকের মৃত্যু ঘটায় বা তাকে আঘাত দান করে, তাকে অবৈধভাবে আটক করে বা করার উদ্যোগ গ্রহণ করে, বা তাকে তাৎক্ষণিক মৃত্যু বা তাৎক্ষণিক আঘাত বা তাৎক্ষণিক অবৈধ আটকের ভয়ে অভিভূত করে বা অভিভূত করার উদ্যোগ গ্রহণ করে, তা হলে ঐ চুরি দস্যুতার সামিল হবে।
যেক্ষেত্রে বলপূর্বক গ্রহণ দস্যুতা বলে পরিগণিত হবে
বলপূর্বক গ্রহণকালে অপরাধকারি লােক ভীতি প্রদর্শিত লােকের সম্মুখে উপস্থিত থাকলে ও ঐ লােক বা অপর
কোন লােককে তাৎক্ষণিক মৃত্যু বা তাৎক্ষণিক আঘাত বা তাৎক্ষণিক অবৈধ অবরােধের ভয়ে অভিভূত করে বলপূর্বক গ্রহণ করলে ও অনুরূপভাবে ভয়ে অভিভূত করে এরূপ ভীতি প্রদর্শিত লােককে তৎক্ষণাৎ বলপূর্বক গৃহীত বস্তু সমর্পণ করতে বাধ্য করলে ঐ বলপূর্বক গ্রহণ “দস্যুতা”-এর সামিল হবে।
ব্যাখ্যা অপরাধি অপর লােককে তাৎক্ষণিক মৃত্যু বা তাৎক্ষণিক আঘাত বা তাৎক্ষণিক অবৈধ অবরােধের ভয়ে ভীত করার পক্ষে যথার্থ নিকটবর্তী হলে সে উপস্থিত বলে পরিগণিত হবে।
উদাহরণ দস্যুতা
ক) ক, গ-কে জাল্টিয়ে ধরে গ-র বিনা সম্মতিতে প্রতারণামূলকভাবে গ-র পােশাক হতে গ-র অর্থ ও গহনাগুলাে ছিনিয়ে নেয়। এইক্ষেত্রে ক চুরি করেছে ও ঐ চুরির ইচ্ছায় স্বেচ্ছাকৃতভাবে গ-কে অবৈধ নিয়ন্ত্রণ আরােপ করেছে। তাই ক দস্যুতা করেছে বলে পরিগণিত হবে।
খ) ক রাজপথে গ-কে দেখতে পেয়ে তাকে পিস্তল দেখিয়ে তার টাকার থলি দাবি করে, এ কারণে গ তার টাকার থলি সমর্পণ করে। এই ক্ষেত্রে ক, গ-কে তাৎক্ষণিক আঘাতের ভয়ে অভিভূত করে গ-র টাকার থলি বলপূর্বক গ্রহণ করেছে ও ঐ বলপূর্বক গ্রহণ সম্পন্নের সময়তার সম্মুখে উপস্থিত রয়েছে। অতএব ক দস্যুতা সংগঠিত করেছে বলে পরিগণিত হবে ।
গ) ক রাজপথে গ ও গ-র শিশুর দেখা পেয়ে ক শিশুটিকে হাতে নেয় ও এইমর্মে ভয়ে অভিভূত করে যে, যদি গ তার টাকার থলি না দেয় তা হলে শিশুটিকে একটি খাড়া গিরিচূড়ার নীচে নিক্ষেপ করবে। যার কারণে গ তার টাকার থলি সমর্পণ করে। এইক্ষেত্রে, ক, গ-কে তার শিশুর প্রতি যে উপস্থিত রয়েছে-তাৎক্ষণিক আঘাতের ভয়ে অভিভূত করে গ হতে, ঐ টাকার থলি বলপূর্বক গ্রহণ করেছে। তাই ক, গ-র প্রতি দস্যুতা করেছে বলে পরিগণিত হবে।
ঘ) ক গ এর কাছে এই বলে সম্পত্তি আদায় করে যে, “তােমার শিশু সন্তানটি আমার গুণ্ডা দলের হাতে আছে ও যদি তুমি দশ হাজার টাকা না পাঠাও, তা হলে তােমার সন্তানকে হত্যা করা হবে।” এটা বলপূর্বক গ্রহণ বলে পরিগণিত হবে ও অনুরূপভাবে শাস্তি যােগ্য হবে; কিন্তু গ-কে যদি তার সন্তানের তাৎক্ষণিক মৃত্যুভয় না দেখানাে হয়, তা হলে এটা দস্যুতা বলে পরিগণিত হবে না।
ধারা ৩৯১ ডাকাতি
পাঁচ বা ততােধিক লােক যদি মিলিতভাবে কোন দস্যুতা সংঘটন করে বা করার উদ্যোগ গ্রহণ করে বা যদি মিলিতভাবে দস্যুতাকারি বা দস্যুতা সংঘটন করার উদ্যোগ গ্রহণকারি ব্যক্তিগণের ও উপস্থিত ও এরূপ দস্যুতা সংঘটন বা এর উদ্যোগে সাহায্যকারি ব্যক্তিগণের মােট সংখ্যা পাঁচ বা ততােধিক হয়, তা হলে এরূপ সংঘটনকারি প্রতিটি লোক ডাকাতি করেছে বলে পরিগণিত হবে।
ধারা ৩৯২ দস্যুতার শাস্তি
যদি লােক দস্যুতা করে তাহলে সে লােক সশ্রম কারাদণ্ডে-যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে, এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে ও যদি রাজপথে সূর্যাস্ত ও সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে দস্যুতা সংগঠিত হয়, তা হলে ঐ কারাদণ্ড চৌদ্দ বৎসর পর্যন্ত সম্প্রসারিত হতে পারবে।
ধারা ৩৯৩ দস্যুতা সংঘটনের উদ্যোগ
কোন লােক যদি, দস্যুতার সংঘটনের উদ্যোগ করে তা হলে সে লােক সশ্রম কারাদণ্ডে যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৩৯৪ দস্যুতা সংঘটন কালে ইচ্ছাপূর্বক আঘাত প্রদান
কোন লােক যদি দস্যুতা সংঘটনকালে বা সংঘটনের উদ্যোগকালে ইচ্ছাকৃতভাবে আঘাত প্রদান করে, তা হলে এরূপ লােক ও এরূপ দস্যুতা সংঘটন বা এর উদ্যোগের সঙ্গে মিলিতভাবে জড়িত অপর যেকোন লােক যাবজ্জীবন কারাদণ্ডে বা সশ্রম কারাদণ্ডে-যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে- দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৩৯৫ ডাকাতির শাস্তি
কোন লােক যদি ডাকাতি করে তা হলে সে লােক যাবজ্জীবন কারাদণ্ডে বা সশ্রম কারাদণ্ডে-যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে- দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানা দণ্ডে শাস্তিযােগ্য হবে।
ধারা ৩৯৬ খুনসহ ডাকাতি
যদি পাঁচ বা ততােধিক লােক যারা যুক্তভাবে ডাকাতি করছে, তাদের যেকোন একজন অনুরূপভাবে ডাকাতি করা কালে খুন করে, তা হলে ঐ ব্যক্তিদের প্রত্যেকে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে বা সশ্রম কারাদণ্ডে যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে-দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৩৯৭ মৃত্যু বা গুরুতর আঘাত সংঘটনের চেষ্টাসহ দস্যুতা বা ডাকাতি
যদি দস্যুতা বা ডাকাতি করাকালিন সময়ে অপরাধকারি কোন মারাত্মক অস্ত্র ব্যবহার করে, বা কোন লােককে গুরুতর আঘাত করে বা কোন লােকের প্রতি মুত্যু বা গুরুতর আঘাত ঘটাবার চেষ্টা করে তা হলে এরূপ অপরাধকারি যে দন্ডে দন্ডিত হবে তার মেয়াদ সাত বৎসরের নিম্ন হবে না।
ধারা ৩৯৮ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দস্যুতা বা ডাকাতি করার চেষ্টা
যদি দস্যুতা বা ডাকাতি করার চেষ্টাকালিন সময়ে অপরাধকারি লােক কোন মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়, তা হলে এরূপ অপরাধকারি যে দন্ডে দণ্ডিত হবে, তার মেয়াদ সাত বৎসরের নিম্ন হবে না।
ধারা ৩৯৯ ডাকাতি করার প্রস্তুতি
কোন লােক যদি ডাকাতি করার ইচ্ছায় কোন প্রকার প্রস্তুতি নেয় তা হলে সে লোক সশ্রম কারাদন্ডে- যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে-দণ্ডিত হরে ও এতদ্ব্যতীত অর্থদন্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৪০০ ডাকাত দলে থাকার শাস্তি
কোন লােক যদি এই আইন বিধিবদ্ধ হবার পর যে কোন সময় অভ্যাসগতভাবে ডাকাতি করার ইচ্ছায় সংঘবদ্ধ ডাকাত দলে থাকে, তা হলে সে লােক যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ডে- যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে-দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৪০১ চোরের দলে থাকার শাস্তি
কোন লােক যদি, এই আইন জারি হবার পর যেকোন সময় অভ্যাসগতভাবে চুরি বা দস্যুতার ইচ্ছায় সংঘবদ্ধ ব্যক্তিদের ঠগ বা ডাকাতদল ছাড়া কোন ভবঘুরে বা অপর কোন প্রকার দলে থাকে তা হলে সে লােক সশ্রম কারাদণ্ডে-যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে-দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৪০২ ডাকাতি করার ইচ্ছায় একত্রিত হওয়া
কোন লােক যদি, এই আইন পাশ হবার পর যেকোন সময় ডাকাতি করার ইচ্ছায় একত্রিত হওয়া পাঁচ বা ততােধিক লােকের একজন হয় তা হলে সে লােক সশ্রম কারাদণ্ডে যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে; দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।